আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার এ্যাক্টিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
এ সপ্তাহে অ্যাক্টিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি, কিন্তু সুপার অ্যাক্টিভ লিস্ট থেকে মোট ৩ জন ইউজার পাওয়া গিয়েছে।এ ছাড়া সকলেই কম বেশি বেশ ভালোই সাপোর্ট পেয়েছেন।সকলেই, amarbanglablog, abb-school, shy-fox, hungry-griffin থেকে মোট দুটি বা তার বেশি সাপোর্ট পেয়েছেন।এ সপ্তাহে সুবিধা বঞ্চিত ইউজাররা হলেন @isratmim, @saymaakter এবং @tuhin002।যেহেতু @isratmim এবং @saymaakter এ সপ্তাহে সুপার অ্যাক্টিভ লিস্টে রয়েছেন তাই তারা আগামী সপ্তাহে shy-fox থেকে মোট তিনটি করে সাপোর্ট পাবেন।এছাড়া @tuhin002 সুপার অ্যাক্টিভ লিস্টে নেই তাই তিনি আগামী সপ্তাহে shy-fox থেকে ১টি সাপোর্ট পাবেন।
সময়কাল : ৬ জানুয়ারি ২০২৫ থেকে ১২ জানুয়ারি ২০২৫
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০৩
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ১৩ জানুয়ারি ২০২৫ থেকে ১৯ জানুয়ারি ২০২৫
লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ
ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল | সাপোর্ট |
---|---|---|
০১ | https://steemit.com/@isratmim/posts | shy-fox |
০২ | https://steemit.com/@saymaakter/posts | shy-fox |
০৩ | https://steemit.com/@tuhin002/posts | shy-fox |
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
এই সপ্তাহে তিনজন ইউজার সাপোর্ট বঞ্চিত তালিকায় দেখতে পেলাম। মূলত আপনি ইউজারদের সাপোর্ট নিশ্চিতে কাজ করেন আর তাই তিনজন ইউজারকে সাপোর্ট পাওয়ার সুযোগ করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সুবিধা বঞ্চিত ইউজারদেরকে খুঁজে বের করা নিঃসন্দেহে কঠিন একটি কাজ। আর এই কাজটা আপু আপনি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে থাকেন। সুবিধা বঞ্চিত ইউজারদেরকে পরবর্তী সপ্তাহে বাড়তি সুবিধা দেওয়ার জন্য সত্যি আমরা অনেক বেশি আনন্দিত ও গর্বিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সপ্তাহে দেখছি কয়েকজনকে সিলেক্ট করেছেন। যারা সুবিধা বঞ্চিত হয়েছে আপনার এই উদ্যোগ সবসময় কাজের প্রতি অনুপ্রেরণা দিয়ে থাকে। যারা পুনরায় সুযোগ-সুবিধা পাচ্ছে তাদের আরো অনুপ্রেরণা যোগায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইবার তো সাপোর্ট অনেকেই কম পেয়েছে । তবে আপনার এই রিপোর্টের মাধ্যমে তারা আবার যথাযথ সাপোর্টের আওতায় এসেছে দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাপোর্টবিহীন ইউজারের সংখ্যা এই সপ্তাহে অনেক বেড়ে গেছে। আপু আপনি অনেক পরিশ্রম করে সাপোর্ট বিহীন ইউজারকে খুঁজে বেড় করেছেন আর সাপোর্টের আন্ডারে আসার সুযোগ করে দিয়েছেন এটা দেখে অনেক ভালো লাগলো। সকলের জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটি একটি নিরপেক্ষ রিপোর্ট।আপু আপনি অনেক পরিশ্রম করে সুবিধাবঞ্চিত ইউজারদের খোঁজে সাপোর্টের আওতায় নিয়ে আসেন নিঃসন্দেহে এটা একটি অনেক ভালো কাজ।রিপোর্টটি দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু সাপোর্টের আওতায় আমাকে অন্তর্ভুক্ত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সপ্তাহে তাহলে সুবিধাবঞ্চিত তিনজন ইউজার পাওয়া গিয়েছে। তাদেরকে সাপোর্টের আওতায় আনা হয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। আশা করি খুব শীঘ্রই তাদেরকে কাঙ্খিত সাপোর্ট দেওয়া হবে। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ সপ্তাহে সুবিধা বঞ্চিত তালিকায় মোট তিনজন ইউজার কে পাওয়া গিয়েছে। আপনি খুবই কষ্ট সাধ্য করে এই তালিকা টি তৈরি করেছেন। সকল সুবিধা বঞ্চিত ইউজারদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সপ্তাহে দেখতেছি সুবিধা বঞ্চিত ইউজার প্রায় তিনজন। সকল সুবিধাবঞ্চিত ইউজারদের খুজে খুজে বের করে তাদের সাপোর্ট নিশ্চিত করে থাকেন। সত্যিকার অর্থেই এটি প্রশংসনীয় কাজ। যার ফলে আমাদের ইউজারদের মধ্যে প্রত্যেকেই তাদের সঠিক কাজের যথার্থ মূল্যায়ন পাবে। যারা সুবিধাবঞ্চিত হয়েছে আশা করি তারা তাদের সাপোর্ট নিশ্চিতভাবে পেয়ে যাবে। ধন্যবাদ আপু রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবার সাপোর্ট বিহীন ইউজারের তালিকায় তিনজনকে পাওয়া গিয়েছে আর তাদের সাপোর্টের আওতায় আনা হয়েছে দেখে খুব ভালো লাগলো। প্রতি সপ্তাহে আপনি খুঁজে খুঁজে সবাই সাপোর্টের আওতায় নিয়ে আসেন দেখে খুব ভালো লাগে। আশা করি যারা গত সপ্তাহে সাপোর্ট পাননি তারা এবার সম্পূর্ণ সাপোর্ট পাবেন। ধন্যবাদ আপু সুন্দর ভাবে সম্পূর্ণ রিপোর্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সপ্তাহে দেখছি তিনজন ইউজার কে পাওয়া গিয়েছে সাপোর্ট বিহিন এর তালিকায়। তারা আগামী সপ্তাহে আশা করি ভালোভাবেই সাপোর্ট পাবে। তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এটা এত সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতি সপ্তাহে অনেক কষ্ট করে আপনি সাপোর্ট বিহীন ইউজারদের খুঁজে বের করে সাপোর্ট দিয়ে থাকেন। এটা অনেক বেশি ভালো লাগে। এই সপ্তাহে তিনজন ইউজার পাওয়া গিয়েছে দেখছি। তারা আগামী সপ্তাহে সাপোর্ট ভালো ভাবে পাবে দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগলো আপু আপনি এই সপ্তাহে অনেক জনকে সিলেক্ট করলেন। সাপোর্ট বিহীন ইউজারের তালিকায় এতজনকে দেখতে পেয়ে ভালো লাগলো। ওনারা এই সপ্তাহে শাইফক্স থেকে তিনটি করে ভোট পাবেন। তাছাড়া তুহিন ভাই একটি করে পাবেন। সবাই আশা করি ভালো সাপোর্ট পাবে। এমন সুন্দর একটি মহৎ উদ্যোগ আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সপ্তাহেতে দেখছি আপনি অনেকগুলো ইউজারকে আপনার এই তালিকার অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছেন। আপনি অনেক পরিশ্রম করে এই কাজটা করে থাকেন। আসলেই এতগুলো ইউজারের মধ্য থেকে সুবিধা বঞ্চিত ইউজারদেরকে খুঁজে বার করাটা অনেক কঠিন ব্যাপার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit