বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
গতকাল থেকে আমাদের এখানে বক্সিং ডে উপলক্ষে বিশেষ সেল চলছে বিভিন্ন শপিং সেন্টার গুলোতে। গতকাল একটু বিজি ছিলাম তাই বাসা থেকে বের হতে পারিনি। তাই আজকে সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে আমি আর আমার দুই বাচ্চাকে নিয়ে শপিং করতে গিয়েছিলাম। সাথে ছিল আমার ভাসুরের পরিবার। হাজবেন্ড একটু বিজি ছিল রেস্টুরেন্টে তাই যেতে পারিনি। প্রতিবছরই আমরা বক্সিং ডের বিশেষ সেল উপলক্ষে কিছু না কিছু কেনাকাটা করে থাকি। এবছর ও তার ব্যতিক্রম হয়নি। শুধু শপিং সেন্টার গুলোতে নয় অনলাইনেও চলে বেচাকেনার ঢল। সব ধরনের পণ্যেরই সেল চলে টিভি, মোবাইল, ফার্নিচার থেকে শুরু করে কাপড়চোপড়, জুতা সেন্ডেল সহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদির সেল চলে। ফিফটি পার্সেন্ট থেকে শুরু করে কোন কোন শপগুলোতে ৭০% পর্যন্তও সেল থাকে। তাই সকলেই অপেক্ষায় থাকে এই দিনটির। তবে এবার বড় কোন শপিং সেন্টারে যাওয়া হয়নি।শুধুমাত্র কাপড়-চোপড়ের নামকরা বিখ্যাত Next শপিং সেন্টারে যাওয়া হয়েছিল। নেক্সট একটি নামকরা ব্রান্ড এখানে কাপড়-চোপড় খুবই সুন্দর এবং অনেক মূল্যবানও বটে। তাই সকলেই এখান থেকেই বেশি শপিং করে থাকে।
খ্রিস্টমাসের পরের দিন বক্সিং ডে।আর এই বক্সিং ডে-কে কেন্দ্র করেই এই বিগ সেল হয়ে থাকে। এদেশে আসার পর আমি প্রথম মনে করেছিলাম বক্সিং ডে মনে হয় কোন একটি স্পোর্টস সংক্রান্ত দিন হবে। তাই এটি পালন করা হয়। কিন্তু পরে জানতে পারলাম এই ইন্টারেস্টিং কাহিনী। ইন্টারেস্টিং ব্যাপারটি হচ্ছে খ্রিস্টমাস উপলক্ষে এ দেশের সবাই সবাইকে গিফট করে থাকে। আর এই গিফট বক্সটি কেও আগে থেকে খোলে না। খ্রিস্টমাসের পরের দিন সবাই এই বক্স খুলে।ঐ দিন বক্স খুলার কারনেই দিনটিকে বক্সিং ডে বলে। আর ওই বক্সিং ডে-কে কেন্দ্র করে চলে নানান আয়োজন। এদিন অফিস আদালত, স্কুল, কলেজ, ছোটখাট দোকান পাঠ সবকিছুই বন্ধ থাকে।
হাজবেন্ডের জন্য এই জাম্পারটি কিনেছি, যার মূল্য ছিল 40 পাউন্ড। এখন সেলে পেয়েছি 16 পাউন্ড।
এখান থেকে শুধু বাচ্চাদের কাপড়-চোপড়ই কিনেছি। দুজনের মোট চার সেট করে ড্রেস কিনেছি। ড্রেসগুলো অনেক সুন্দর। টোটাল ১৫০ পাউন্ড খরচ করেছি এই শপিং সেন্টার থেকে।
আমার অতি পছন্দের ক্রিম এটি, যার মূল্য £30, বাংলাদেশী টাকার প্রায় সাড়ে চার হাজার টাকার মতো। এই ক্রিম কিন্তু সেলে বিক্রি হচ্ছে না।
এরপর চলে গেলাম বুটস কসমেটিক্স সেন্টারে। সেখানেও অনেক কসমেটিক্স ও প্রসাধনী দ্রব্যাদি সেল এ বিক্রি হচ্ছিল। কিন্তু আমাদের যেগুলো দরকার ছিল সেগুলো আর সেল ছিল না। দরকারি টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে নিলাম যার মূল্য হয়েছিল ৫১ পাউন্ড। টোটাল ২০০ পাউন্ড এর মত খরচ করে ফিরে এলাম বাসায়। হাজব্যান্ড ছিল না তাই কমের মধ্যেই কেনাকাটা শেষ করেছি। আর যদি সে থাকতো তাহলে ৩৫০ পাউন্ডের উপরে চলে যেত।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।সকলেই আমার মেয়ের জন্য দোয়া করবেন।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
বক্সিং ডে উপলক্ষে কেনাকাটা করতে গিয়েছিলেন আর প্রতিটি শপিংমলে বক্সিং দিয়ে উপলক্ষে মোটামুটি ভালোই ডিসকাউন্ট দিয়েছে। আপনি সব মিলিয়ে ২০০ পাউন্ড এর মত খরচ করেছেন তবে হ্যাঁ দুলাভাই থাকলে খরচটা একটু বেশি হত কারণ আপনি তখন আরো কিছু কেনার চেষ্টা করতেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কেনাকাটার দারুন মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু বেশ ভালো লাগলো সুন্দর এই কেনাকাটা ফটোগ্রাফি দেখে যেখানে আপনি বক্সিং ডে তে বেশি সুন্দর ডিসকাউন্ট পেয়ে কেনাকাটা করেছেন। আর ঠিক এভাবেই কেনাকাটা করতে করতে 200 পাউন্ডের মত খরচ করেছেন হয়তো দুলাভাই থাকলে আরো বেশি খরচ হয়ে যেত। কারণ ভাইয়া থাকলে আরো কিছু কেনার ইচ্ছে হতে আপনার। সুন্দর একটি কেনাকাটার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আমিও প্রথমে ভেবেছিলাম বক্সিং ডে হয়তো কোন স্পোর্টস সংক্রান্ত কিছু হবে। এরপর বুঝতে পারলাম আসলে খ্রিস্টমাসের পরের দিন সবাই তাদের গিফট গুলো ওপেন করে আর বক্স ওপেন করে তাই বলে বক্সিং ডে। তবে আপু সবকিছুতে ছাড় চলছে দেখে ভালো লাগলো। আর এই সময় শপিং করার মজাই আলাদা দেখছি। ক্রিম কেনার সময় ছার পেলে আরো ভালো হতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ! ভাইয়ার জন্য জাম্পার কিনে তো বেশ জিতেছেন আপু! অর্ধেকের বেশি ছাড় পেয়েছেন। আমার কাছে এই বিষয় টি বেশ ভালো লাগলো যে সবাই সবাইকে গিফট দেয় আর সেই উপলক্ষে অনেক দোকান ই এত বড় মূল্যছাড় এর অফার দেয়!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হিহিহি আপু আমিও কিন্তু সেটাই ভাবেছিলাম যে বক্সিং ডে মানে কিন্তু কোন খেলাকে কেন্দ্র করে এই দিনটি পালন করা হয়। কিন্তু আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম যে আসলে বক্সি ডে কি? বেশ ভালো লাগলো নিয়মটি। যাক একটি দিন উপলক্ষ্যে তো বেশ ভালোই কেনাকাটা করলেন। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা ভাবাটা অস্বাভাবিক কিছু না আপু,কারণ নামের সাথে বেশ সম্পৃক্ততা রয়েছে এটা ভাবার। যাইহোক বক্সিং ডে উপলক্ষে ডিসকাউন্ট পেয়ে বেশ ভালোই কেনাকাটা করেছেন আপু। ৫০%-৭০% ডিসকাউন্ট মানে তো বিশাল কিছু। ভাইয়ার জন্য যে জাম্পারটি কিনেছেন,সেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তাছাড়া ৫০% এর ও বেশি ডিসকাউন্ট পেয়েছেন। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit