সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ ছোট ভাসুরের ফ্যামিলিতে অনেক আনন্দ। হ্যাঁ বন্ধুরা ছোট ভাসুরের বড় ছেলে এ বছর GCSE পরীক্ষা দিয়েছিল এবং তার রেজাল্ট খুবই ভালো হয়েছিল।সবগুলো সাবজেক্টেই এ প্লাস পেয়েছিল।তার ক্লাসে মোট ৪/৫ জন এমন ভালো রেজাল্ট করেছিল।এ কারণে তাদের ক্লাসের মধ্যে দুজনকে স্পেশাল এওয়ার্ড দেয়া হয়েছে আজ। খুবই আনন্দের একটি বিষয় আমাদের বাঙালি কমিউনিটিতে এবং আমাদের ভাসুরের ফ্যামিলিতে।এত স্টুডেন্ট থাকতে সেখানে বাংলাদেশী একজন স্টুডেন্ট এই অ্যাওয়ার্ড অর্জন করতে পেরেছে তা খুবই গর্বের একটি বিষয়।আসলে এই দেশের স্কুল কলেজগুলোতে প্রায় সকল দেশের স্টুডেন্টই পাওয়া যায়।বাংলাদেশি, ভারত, পাকিস্তানি, আফগানিস্তান, শ্রীলঙ্কান, নাইজেরিয়া এমন কোন দেশ নেই যে তাদের ছেলে-মেয়েদেরকে এসব স্কুলে পাওয়া যাবে না।সকলের মধ্য থেকে এমন একটি এচিভমেন্ট সত্যিই অনেক গর্বের বিষয়।
ভাসুর ভিডিও পাঠিয়েছিল, সেখান থেকে স্ক্রিনশটটি নিয়েছিলাম।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি স্টুডেন্ট এর জন্য। এখানে ভালো রেজাল্ট অর্জন করতে পারলে পরবর্তী ধাপগুলোতেও সফলতা অর্জন করা সহজ হয়।এরপর সেখান থেকেই ক্যামব্রিজ, অক্সফোর্ড সহ বড় বড় ইউনিভার্সিটিতে যাওয়ার রাস্তাও সুগম হয়।আগেই বলেছি বাংলাদেশ, আর এই দেশের শিক্ষা ব্যবস্থা পুরোই উল্টো।বাংলাদেশে স্টুডেন্টদের জন্য টিচার তো বাসায় থাকবেই, এছাড়া বিভিন্ন ধরনের কোচিং সহ আরো অনেক কিছুই থাকে। কিন্তু এদেশে কোন টিচার বাসায় এসে কাউকে পড়ায় না, এছাড়া কোন কোচিং ও কাউকে করতে হয় না।স্কুল থেকেই সবকিছু তারা অর্জন করে। শুধুমাত্র স্কুলে তাদেরকে স্পেশাল এক্সট্র ক্লাস দেওয়া হয়, এছাড়া নিয়মিত হোমওয়ার্ক বাসায় দেওয়া হয়। শুধু এই কাজগুলো যে সকল স্টুডেন্ট নিয়মিত করে তারাই ভালো রেজাল্ট করে।এছাড়া আল্লাহ প্রদত্ত কিছু মেধা তো রয়েছেই।আমি মনে করি সফলতা অর্জন করার জন্য এটিও একটি প্লাস পয়েন্ট।
যাইহোক ভাষুরের ছেলের এই বিশেষ এওয়ার্ড অর্জনের জন্য আমরাও অনেক আনন্দিত। আমাদের ছেলে মেয়েরাও তার কাছ থেকে অনুপ্রাণিত হবে, তার কাছ থেকে শিখবে।আসলেই নিজের আত্মীয়-স্বজন কেউ এ ধরনের সফলতা অর্জন করলে শুনতে বেশ ভালই লাগে।আমার মেয়েরাও এখন বড় হচ্ছে, তাদেরকে নিয়েও এখন নানান টেনশন।শুধু লেখাপড়াই নয়, চারিদিকের পরিবেশ নিয়েও অনেক চিন্তিত থাকতে হয়।কারণ এদেশের কৃষ্টি কালচার আমাদের মত নয়।তারপরও অন্যদের দেখে উৎসাহ পাই, কারণআমার বড় ভাসুরের ছেলে মেয়েরাও বেশ ভালো পজিশনে রয়েছে।তারাও বেশ ভালো রেজাল্ট করেছে, এখনো বড় ভাসুরের আরো দুজন ছেলে মেয়ে বাকি রয়েছে পড়ালেখা শেষ করার।যাইহোক বন্ধুরা সকলেই আমার মেয়েদের জন্য দোয়া করবেন তারা যেন মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠে।বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
এটা সত্যিই অত্যন্ত গর্বের বিষয়। আপনার ভাসুরের ছেলের এমন রেজাল্ট দেখে আমার কাছেই খুব ভালো লাগছে। দোয়া করি আপনার দুই মেয়েও যাতে অনেক ভালো রেজাল্ট করে এবং আপনাদের মুখ উজ্জ্বল করে। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাবা মায়ের জন্য এর থেকে গর্বের আর কি হতে পারে। এত দেশের স্টুডেন্টদের মধ্যে নিজের ছেলে এরকম ভালো রেজাল্ট করলে বাবা বাবার মুখ অনেক উজ্জ্বল হয়ে যায়। ঠিকই বলেছেন আপনার মেয়েরাও এগুলো দেখে অনেক বেশি উৎসাহিত হবে। আপনার ভাসুরের ছেলের এত চমৎকার রেজাল্ট দেখে ভালো লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা অবশ্য ঠিক বলেছেন আপু আত্মীয়-স্বজনের মধ্যে কেউ যদি ভালো রেজাল্ট করে তাহলে সত্যিই অনেক ভালো লাগে। আপু আপনার ভাসুরের ছেলে GCSE পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে এটা জেনে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit