আসসালামুআলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
যখন স্কুল হলিডে থাকে তখন বিমানগুলোর ভাড়া বেড়ে যায়, স্পেশালি বাংলাদেশ বিমানের ভাড়া দেখলে তো চোখ উপরে উঠে যায়। নরমালি যে কোন সময় বাংলাদেশ বিমানের ভাড়া থাকে ৮০০ থেকে ৯০০ পাউন্ড করে । আর যখন হলিডে তখন ভাড়া থাকে ১২০০ থেকে ১৩০০পাউন্ড। কিন্তু কয়দিন আগে নিউজে শুনলাম এখন থেকে হলিডের সময় ভাড়া হবে জনপ্রতি ২০০০ পাউন্ড যা বাংলাদেশী টাকার প্রায় তিন লক্ষ দশ হাজার টাকার মত।আমরা মানুষ চারজন, তাহলে আমাদের লেগে যাবে ১২ লক্ষ টাকার মতো।বাচ্চাদের ক্ষেত্রে দু' একশ পাউন্ড করে কম।চিন্তা করা যায় হঠাৎ করে দ্বিগুন ভাড়া বাড়ানোর কারণ? সারা বছর তেমন কোনো ইনকাম হয় না, আর তাদের ইনকামের সিজনই হচ্ছে হলিডের সময়। স্পেশালি জুলাইতে যখন ৬ সপ্তাহে জন্য স্কুল বন্ধ থাকে তখনই শুরু হয় তাদের ব্যবসা।এছাড়া সারাবছর ছোটখাটো আরো অনেক হলিডে থাকে, সে ক্ষেত্রেও ভাড়া বেশি থাকে, কিন্তু এত বেশি না।কিন্তু এ বছর হঠাৎ করে এত ভাড়া বৃদ্ধি করার কারণ জানা যায়নি।
এমনিতেই বাংলাদেশের ফ্লাইটগুলো প্রায় খালি পড়ে থাকে সারা বছর। কারণ বাংলাদেশ বিমানের সুযোগ সুবিধা অন্যান্য বিমানগুলো থেকে কম। আমার তো ভালই লাগে না বাংলাদেশ বিমানে, আমার কাছে মনে হয় বিমানটি অন্যান্য বিমান থেকে ছোট। নরমালি আমরা আরব আমিরাতের বিমানগুলোতে যাওয়া আসা করি।আর এই বিমানের ফ্লাইট আমাদের বাসার কাছের Gatwick এয়ারপোর্ট থেকেই শুরু হয়।তবে এই বিমানের একটু প্রবলেম হচ্ছে আরব আমিরাতে গিয়ে আর একটি ট্রানজিট রয়েছে।অর্থাৎ মাঝে আরো দু`এক ঘন্টা বিরতি।আর বাংলাদেশ বিমানের সুবিধা হচ্ছে ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে বাংলাদেশে।কয়েকবার বাংলাদেশ বিমানে গিয়েছি কিন্তু সেখানে অতটা কমফোর্ট বোধ করিনি।এখন আমার কথা হচ্ছে এত টাকা খরচ করে কেন বাংলাদেশ বিমানে সকলেই যাবে? যেহেতু অল্টারনেটিভস আরও অনেকগুলো এয়ারলাইন্স রয়েছে।
বাংলাদেশে যাওয়ার কথা চিন্তা করলে ভাড়া সহ আনুষঙ্গিক অন্যান্য খরচ বাবদ সবকিছু মিলিয়ে ২০ লক্ষ টাকা ও কুল খায়না।আর যদি অতিরিক্ত আরো ভাড়া বাড়িয়ে দেওয়া হয় তাহলে অবস্থা কেমন হবে একবার চিন্তা করে দেখুন।যাইহোক এবার জুলাই মাসে আমাদের প্ল্যান আছে বাংলাদেশে যাব।বাংলাদেশের পরিস্থিতি সহ আমার শরীরের অবস্থা যদি ভাল থাকে আশা করছি এ বছর বাংলাদেশে যাব।প্রায় তিন বছর হয়ে গিয়েছে এর মধ্যে আর বাংলাদেশে যাওয়া হয়নি।তাই মন খুব টানছে বাংলাদেশে যাওয়ার জন্য।হাজব্যান্ড কে বললাম চলো এবার আমরা বাংলাদেশে যাই, অনেকদিন তো হলো যাওয়া হয়নি। তখন বলার সাথে হাজব্যান্ড একবাক্যে রাজি হয়ে গেল।গত বছর আমার ভাসুরের পরিবার গিয়েছিল বাংলাদেশে, কিন্তু আমরা যাইনি।তাই এবার ডিসিশন নিয়েছি এবারের হলিডে বাংলাদেশে কাটাব।আমার বাচ্চারাও বায়না ধরেছে তারাও বাংলাদেশে যাবে।আমার বাচ্চারাও বাংলাদেশকে অনেক পছন্দ করে।যাইহোক, বন্ধুরা বিমান ভাড়াকে কেন্দ্র করে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম।এখন তাহলে বিদায়ের পালা।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
সময় এবং সুযোগের সৎ ব্যবহার সবাই করে থাকে। কোন কারনে ভাড়া বাড়তেই পারে। তবে সেই ভাড়া এক লাফে ৮০০ থেকে ২০০০ এটা কিন্তু খুব বেশি। আপনার পরিবারের সদস্যরা বাংলাদেশে আসার জন্য ২০ লক্ষ টাকা খরচ হবে এটা ভাবতেই তো মাথা ঘুরে গেল। যাইহোক আপনার সুস্থতা কামনা করছি। আপনি যেহেতু তিন বছর দেশে আসেন নাই, তাই দোয়া করি অবশ্যই আপনি সুস্থ সবল নিয়ে আমাদের দেশে আসতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই, বিমান ভাড়ার অতিরিক্ত বৃদ্ধি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে, কিছুটা অস্বস্তি সত্ত্বেও, বাংলাদেশে আসার ইচ্ছা এবং আপনার পরিবারের উচ্ছ্বাস অনেক সুন্দর। আশা করি, আপনার প্ল্যান অনুযায়ী সবকিছু ঠিকঠাক হবে এবং পরিবারসহ এক সুন্দর ছুটি কাটাতে নিজ দেশে ফিরে আসবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশ বিমানের ভাড়া তো তাহলে অতিরিক্ত বাড়িয়েছে। বাংলাদেশ বিমানে চড়তে আমার একেবারেই ভালো লাগে না। একবার চীন থেকে বাংলাদেশে এসেছিলাম বাংলাদেশ বিমানে চড়ে। তারপর আর বাংলাদেশ বিমানে উঠা হয়নি। আমার কাছে এমিরেটস এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, হংকং এর ক্যাথে প্যাসিফিক,কোরিয়ান এয়ার এবং এশিয়ানা এয়ারলাইন্স সবচেয়ে ভালো লাগে। যাইহোক এতো ভাড়া না দিয়ে, এমিরেটস এয়ারলাইন্সে চড়ে বাংলাদেশে আসবেন আপু। ট্রানজিট ২/১ ঘন্টা কোনো ব্যাপার না। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit