আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। 16 ই ডিসেম্বর আসলেই মনে পড়ে ছোট বেলায় খুব ভোড়ে স্টেডিয়াম মাঠে যেতাম। সেখানে বিভিন্ন স্কুলের প্যারেড গুলো দেখতে খুবই ভালো লাগতো।আর টিভিতে 16 ই ডিসেম্বর নিয়ে সরাসরি যে অনুষ্ঠানটি পরিচালিত হতো তা বসে বসে দেখতাম, খুবই উপভোগ করতাম। যাইহোক এখন চলে যাচ্ছি মূলপর্বে।ক্রিসমাস উপলক্ষ্যে তিন সপ্তাহের জন্য স্কুল বন্ধ হয়ে গিয়েছে আজ থেকে। প্রচন্ড ঠান্ডা পড়েছে, মাইনাস থেকে যেন তাপমাত্রা উপরে উঠছেই না।আজকে সবচেয়ে বেশি -৬ ডিগ্রী। তিন চারদিন আগে যে স্নো পরেছিল এখনও সেভাবেই রয়েছে।কারণ প্রচন্ড ঠান্ডা, আর বৃষ্টি হয়নি। বৃষ্টি না হলে স্নো ধুয়ে যায় না।এ কারণে রাস্তাঘাটে চলাচল করা খুবই অসুবিধা হচ্ছে।রাস্তাঘাট একেবারে স্লিপারী হয়ে আছে। খুবই সতর্কতার সাথে চলাচল করতে হচ্ছে। ঠান্ডার কারণে ঘরে প্রায় 24 ঘন্টা হিটার ছেড়ে রাখতে হচ্ছে। এরই মাঝে আবার বড় মেয়েটার খুবই শরীর খারাপ। সর্দি ,কাশি,দুদিন ধরে স্কুলে দিতে পারিনি।আজকে স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে স্কুল বন্ধ হওয়া খুবই জরুরী ছিল। প্রচন্ড ঠান্ডা,এরপর আবার নানান ধরনের রোগের আবির্ভাব ঘটেছে।
ক্রিসমাস কার্ড।ছোট মেয়ের স্কুল ফ্রেন্ডদের কাছ থেকে পেয়েছে।
এই দেশে কার্ডের অনেক প্রচলন রয়েছে যেমন জন্মদিন, বড়দিন আরও নানান ধরণের অনুষ্ঠানে সবাই কার্ড ব্যবহার করতে খুব ভালোবাসে। আমার ছোট মেয়ে খুবই আনন্দিত কারণ সে তার বন্ধুদের কাছ থেকে প্রায় দশটি ক্রিস্টমাসের কার্ড পেয়েছে। একটি একটি করে খুলছে আর পড়ে পড়ে দেখছে কে কি লিখেছে। প্রায় তিন সপ্তাহ স্কুল বন্ধ কিন্তু প্রবলেম হচ্ছে বাসায় বসে থাকতে থাকতে একেবারে বোরিং হয়ে যাবে। এই খারাপ ওয়েদারে কোথাও বের হতেও পারবে না। বাংলাদেশও এসময় শীতের ছুটি থাকে।স্কুল-কলেজ বন্ধ থাকে। বাংলাদেশ স্কুলগুলোতে এসময় জানুয়ারিতে সবাই নতুন ক্লাসে যায়। নতুন নতুন বই, সে এক অন্যরকম অনুভূতি। কিন্তু এদেশে ঠিক তার বিপরীত। কারণ এদেশে জানুয়ারিতে নতুন ক্লাস শুরু হয় না, সেপ্টেম্বরে শুরু হয় নতুন ক্লাস। আর তাদের নির্দিষ্ট কোন বইও থাকে না। তাদের বয়স অনুযায়ী নানান ধরনের বই প্রতি সপ্তাহে একটি করে দেয়া হয়।বইগুলো পড়া হলে আবার ফেরত দিতে হয়।যাইহোক এই কয়েক সপ্তাহ আমিও একটু রিলাক্স করতে পারবো কারণ খুব সকালে উঠতে হয় তাদের স্কুলে দিতে হলে। সকলকে আবারো বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোষ্টটি শেষ করছি।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
আপু আপনাকেও ১৬ ডিসেম্বর এর শুভেচ্ছা। আসলে ছোটবেলায় বিটিভে ১৬ ডিসেম্বর এর সময় সরাসরি অনুষ্ঠান গুলো বেশ ভালো লাগতো।যাই হোক -৬ ডিগ্রি তাপমাএা তাহলে তো অনেক শীত পরেছে,আপু সামধানে থাকিয়েন।আসলেই শীতের সময় অনেক রকমের রোগ দেখা দেয়।ভালোই হয়েছে তিন সপ্তাহ বন্ধ দেওয়াতে।কার্ডগুলো সুন্দর, আপনার ছোট মেয়ে অনেকগুলো কার্ড পেয়েছে। ভালো লাগলো।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় আপু এটা ঠিক যে ছোট্ট বেলার সৃতি টা আজও অনেক মনে পড়ে ৷ যে কোনো দিবসে সকালে উঠে স্কুলে গিয়ে দিবস পালন করা ৷
যা হোক বাংলাদেশ ও বেশ ঠান্ডা পরেছে বিশেষ করে গ্রামের দিকে প্রচুর ৷ আর এখন আমাদের এই দিকেও কার্ডের প্রচলন শুরু করেছে ৷
ধন্যবাদ আপু ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এখানে এত অল্প শীত তাতেই চলা যায় না। আর মাইনাস হলে তো বাঁচায় যেত না। বাচ্চাদের স্কুল বন্ধ দিয়ে ভালো হয়েছে। তা না হলে এই ঠান্ডার মধ্যে বাচ্চাদের স্কুলে যাওয়া বেশ কষ্টকর। কার্ডগুলো বেশ সুন্দর হয়েছে। বিদেশের বাচ্চাদের পড়ালেখার সিস্টেম কত ভালো। ওদের নির্দিষ্ট কোন বই থাকে না। আর আমাদের এখানে বাচ্চাদের বইয়ের ভারে স্কুলের ব্যাগই নিতে পারেনা। যাই হোক ছুটি ভালো কাটুক আপনাদের সকলের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা আপু। যতদূর জানি ক্রিসমাস ওদের প্রধান উৎসব। যেহেতু অতিরিক্ত ঠান্ডা সেজন্য হয়তো আপনার বড় মেয়ের সর্দি কাশি হয়েছে আশাকরি ঠিক হয়ে যাবে। তিন সপ্তাহ বেশ বড় একটা সময় ছুটি পেয়েছে। কার্ডগুলো বেশ সুন্দর লাগছে দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন রইল ৷ আসলেই আপু আবহাওয়া পরিবর্তনের এ সময়টা একটু সবার জন্যই সমস্যার ৷ জ্বর সর্দি কম বেশি সবারই হচ্ছে ৷ যাই হোক আপনার বড় মেয়ের সুস্থতা কমনা করছি ৷ তবে কার্ডগুলো বেশ সুন্দর ছিলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার মেয়ে অসুস্থ জেনে সত্যিই খারাপ লাগলো। আসলে ঠাণ্ডা বেশি পড়ার কারণে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। এই সময় স্কুল বন্ধ হয়েছে ভালোই হয়েছে। এই ঠান্ডায় বাচ্চারা বাহিরে গেলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। সত্যি আপু ১৬ই ডিসেম্বরকে ঘিরে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি আছে। আজও সেই স্মৃতিগুলো মনে পড়ে। আর আপনাদের ওখানকার স্কুলগুলোতে পাঠদান পদ্ধতি দেখছি একেবারেই ভিন্ন। বই পড়ে আবার ফেরত দিতে হয়। কিন্তু বাংলাদেশে বইয়ের বোঝা বহন করতেই মাঝে মাঝে বাচ্চাদের পড়ার প্রতি আগ্রহ হারিয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার ছোট মেয়ে অনেকগুলো কার্ড পেয়েছে। দেখে অনেক ভালো লাগলো।আপু আমাদের এদিকেও বেশ শীত পড়েছে। তবে আমার মনে হয় আমাদের এদিকের চেয়ে আপনাদের ওখানে অনেক বেশি শীত। তাই,সাবধান এবং সচেতন ভাবেই থাকতে হবে। যেন ঠাণ্ডা লেগে না যায়।। তবে তিন সপ্তাহ ছুটি হওয়াতে অনেক ভালো হয়েছে।মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা আপনাকে। ভালো থাকবেন♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit