আমার বাংলা ব্লগ থেকে ক্রেস্ট পাওয়ার আনন্দ

in hive-129948 •  2 years ago 

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি অনেক অনেক খুশি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এত খুশি? হ্যাংআউটে অনেকেই হয়তো আপনারা আমার ক্রেস্টটি দেখেছেন এবং কারনটিও জানেন কেন পেয়েছি?তারপরও আর একবার বলে দিচ্ছি।নিয়মিত একটি নির্দিষ্ট পরিমান পাওয়ার আপ করার কারনে এই ক্রেস্টটি পেয়েছি। আসলে আমি আমার বাংলা ব্লগ এ জয়েন করার পর থেকেই নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছি। আর পাওয়ার আপ করার সময় আমি কখনোই প্রাইস এর দিকে তাকাই নি। প্রাইস কম বা বেশি হোক আমি সব সময়ই একটি নির্দিষ্ট অ্যামাউন্ট পাওয়ার আপ করে যাচ্ছি।এই ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখার চেষ্টা করব।আর এই সম্মাননা পাওয়ার পেছনে যার হাত রয়েছে তিনি হচ্ছেন আমাদের সকলের অতি পছন্দের @rme দাদা।তার কারনেই পুরস্কার টি পেয়েছি।আজকে যে শুধু ক্রেস্ট পেয়েছি তাই নয়, দাদার কাছ থেকেও একটি স্পেশাল পুরস্কার পেয়েছি আমার একটি পোস্টে, যা দাদা আমাকে করতে বলেছিলেন স্পেশাল পুরস্কার দেওয়ার জন্য।সত্যি এই দিনটির কথা কোন দিনও ভুলবনা। আসলে জীবনে কখনো ক্রেস্ট পাওয়ার মত কোন সৌভাগ্য হয়নি।এটি আমার জন্য একটি বড় পাওয়া।আমার বাংলা ব্লগে কাজ করতে পেরেছি বলেই এত বড় একটি পুরস্কার আমি অর্জন করতে পেরেছি।

DAB5071E-A538-4375-AB25-214142D8E067.jpeg

ফটো টি আমার ছোট বোন তানিয়ার তোলা।

ক্রেস্ট টি দেখে আপনাদের কি মনে হচ্ছে এটি আমি কোথায় পেলাম? আসলে এটি পাঠানো হয়েছে আমার ছোট বোন @tania69 এর বাসায়। ক্রেস্ট পাঠানোর আগে সুমন ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন এটি কোথায় পাঠাবেন ? তখন আমি বলেছিলাম আমার বোনের বাসায় দেওয়ার জন্য।তাই ওর বাসায় পাঠানো হয়। ক্রেস্টটি আজকেই ওর বাসায় পৌঁছে যায়। পাওয়ার সাথে সাথেই ও ফটো তুলে আমাকে পাঠিয়ে দেয়। খুবই চমৎকার এই ক্রেস্টটি।দেখে অনেক ভালো লেগেছে। আমার ছোট মেয়ে ক্রেস্টটি দেখে কি বলেছে জানেন? বলেছিল আমি উইশ করি যদি আমার নাম টি থাকতে তোমার নামের জায়গায়! ওর খুবই ভালো লেগেছে, শুধু ওর না আমার বাসার সকলেরই অনেক ভালো লেগেছে।এমনকি আমার হাজবেন্ডও অনেক পছন্দ করেছে। যখন বাংলাদেশ যাব তখন হাতে পাব আমার অতি পছন্দের ক্রেস্টটি। ততদিন তানিয়ার বাসায় যত্নে থাকবে।

অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির কাছে আমি চির কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ @rex-sumon ভাইকে আমার জন্য এত কষ্ট করার জন্য এবং স্পেশাল ধন্যবাদ @hafizullah ভাই কে এত সুন্দর একটি আইডিয়া দেওয়ার জন্য। চির স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে এই দিনটি।আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করে আমি ধন্য। অনেক ভালোবাসি আমার বাংলা কমিউনিটিকে এবং কমিউনিটির প্রতিটি সদস্যকে।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুমন ভাইয়া বলেছিল যে আপনার এই ক্রেস্টটি আমার বাসায় পাঠাবে। কিন্তু পাঠানোর পর বলতে ভুলে গিয়েছিল। হঠাৎ করে পার্সেল আশাতে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তার উপরে আবার ছেলের কাছে দিয়ে চলে গিয়েছে। পরে কুরিয়ারের লোককে ডেকে পার্সেলটি খোলার পর দেখলাম যে আপনার পার্সেলটি। আসলে খুবই আনন্দের একটি বিষয়। ক্রেস্টটি আমার কাছেও খুব সুন্দর লেগেছে। রিহার মত আমারও মনে হয়েছে যে এখানে যদি আমার নামটা থাকতো। যাই হোক শুভকামনা রইল আপু আপনার জন্য।

হ্যাঁ হ্যাঁ অনেক যত্নসহকারে আমার উপহারটি রেখে দিও।

তানিয়া আপু আর আপনি আপন বোন সেটা আজকে জানতে পারা আমি 🙂
পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আপনি নিজের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আপনি ক্রেস্ট পেয়েছেন। আসলেই এমন স্পেশাল কোন পুরষ্কার পেলে তখন খুশির কোন সীমা থাকে না। এগিয়ে যান আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

হ্যাঁ আপু একটি সপ্তাহের নির্দিষ্ট দিনে ধারাবাহিকভাবে পাওয়ার বৃদ্ধি করে চলেছিলেন। কখনো পাওয়ার বৃদ্ধি মিস করেন নি আসলে এই কৃতিত্বটা আপনারই পাওয়া উচিত ছিল যেটা পেয়েছেন দাদার পক্ষ থেকে । সুমন ভাই হাফিজ ভাই তাদের মহান উদ্যোগ প্রত্যেকটা পরিকল্পনা সত্যিই অনেক বড়। পুরস্কারটি আমার কাছে অনেক ভালো লাগলো দেখতে খুবই সুন্দর লাগছে।

একদম ঠিক বলেছেন পুরস্কারটি আসলেই অনেক সুন্দর হয়েছে।

আপনার লেখা পড়ে খুব ভাল লেগেছে আপু আর মনে হচ্ছিল যদি আমিও পেতাম। আপনি কনসিস্টেন্ট পাওয়ার আপ করার কারণে আমার বাংলা ব্লগ এবং দাদার পক্ষ থেকে অনেক সুন্দর একটি প্রাইজ পেয়েছেন। ক্রেস্ট অনেক সুন্দর হয়েছে। আপনার মেয়ের ইচ্ছা শুনে ভাল লেগেছে। আপনার পুরষ্কার দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি। ধন্যবাদ আপু।

আপনি অনুপ্রাণিত হয়েছেন জেনে খুবই ভালো লাগলো,চেষ্টা করলে আপনিও পেতে পারেন এমন সুন্দর একটি ক্রেস্ট। অনেক ধন্যবাদ আপনাকে।

ক্রেস্টটি দেখতে সত্যি অনেক সুন্দর। আসলে এরকম উপহার পাওয়ার অভিজ্ঞতা আমার নেই। তবে আপনার আনন্দ দেখে এবং আপনার পরিবারের সবার আনন্দ দেখে ভীষণ ভালো লাগলো। যেহেতু ক্রেস্টটি এখনো হাতে পাননি আশা করছি বাংলাদেশে এলেই আপনার বোনের কাছ থেকে ক্রেস্টটি সংগ্রহ করে নিবেন। আর আপনার বোন যত্ন সহকারে সেটা নিজের কাছে রেখে দিবেন। দোয়া করি আপনার মেয়েও যেন ভবিষ্যতে অনেক অনেক উপহার পায়। অনেক অনেক শুভকামনা রইলো আপু।

অনেক ভালো লাগলো আপু তোমার সুন্দর মন্তব্যের জন্য।

আপু শুরুতেই অভিনন্দন আপনাকে। আসলে পুরস্কার পাবার মজাই আলাদা তা যেমনই হোক না কেন। আমিও কমউনিটি থেকে একবার মিষ্ট্রি বক্স পেয়েছিলাম। সে আনন্দ ভুলবার নয়। আশাকরি সবাই আপনার একাগ্রতা থেকে অনুপ্রানিত হবে।

একদম ঠিক বলেছেন পুরস্কার পাওয়ার মজাই আলাদা তা যাই হোক না কেন।অনেক ধন্যবাদ আপনাকে।

আমার বাংলা ব্লগ মানেই এক্সেপশনাল কোন কিছু।
অনেক ভালো লাগলো আপু আমার বাংলা ব্লক থেকে আপনি একটি উপহার পেয়েছেন। সরাসরি না পেলেও তানিয়া আপুর মাধ্যমে ফটো পেয়েছেন। আসলে ভালো কাজ করলে তার প্রতি ফল সবসময়ই অনেক ভালো হয়ে থাকে ধন্যবাদ।।

আপনাকেও অনেক ধন্যবাদ।

সত্যি বলতে পুরষ্কার এমন যেটা ছোট কিংবা বড় সেটা বড় কোথা নয় ৷ আসলে একটা সফলতা অর্জন করার পর যখন পুরষ্কার হাতে পাওয়া ৷ তখন আসলে আনন্দের সীমা থাকে না ৷ আপনি দীর্ঘ এক বছর নিয়মিত পাওয়ার আপ করার পর এমনটা একটা বড় ক্রেডিট অর্জন করেছেন ৷ তাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা ৷ আপনি আমার বাংলা ব্লগের গর্বিত মেম্বার ৷

আপনার মুখে প্রশংসা শুনে খুবই ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে।

তানিয়া আপু আপনার আপন বোন?? আমি জানতাম না। যাই হোক আপনার পুরষ্কারটি দেখে আপনার পরিবারই শুধু খুশি না আমারও খুব ভাল লাগলো আপু। সম্মানের পুরষ্কার ভাল তো লাগবেই।বাংলাদেশ এলে এটা হাতে নিয়ে ছবি তুলে পোস্ট করবেন আপনাকেও দেখব।অনেক শুভেচ্ছা আপু। সব সময় ভাল থাকবেন।

ওমাগো আমাকেও দেখতে চায়! আমিতো কাউকে দেখাই না আমাকে সোশ্যাল মিডিয়াতে।অনেক ধন্যবাদ আপু আপনাকে মন্তব্যের জন্য।

আপনি ক্রেস্টটি হাতে পেয়েছেন দেখে অনেক বেশি ভালো লেগেছে।তবে আমাদের ফেনী এলাকায় বাকি যে দুজন পেয়েছে সেটা আশা করছি খুব শীঘ্রই দেখতে পাবো।তবে এবারের আয়োজনটা একদম ব্যতিক্রম ছিল এবং কল্পনাও করতে পারেনি এত সুন্দর ভাবে সিজন টু শেষ করা হবে। আশা করছি সিজন থ্রি তে ভাল কিছু হবে।

আসলেই ক্রেস্ট দেয়ার এই ব্যাপারটি খুবই চমৎকার একটি উদ্যোগ ছিল অনেক ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২০২৩ সালে যদি বাংলাদেশে না আসেন তাহলে ২০২৪ সালে আশা করি আরো একটা ক্রেস্ট পাবেন। দুটি একসাথে হাতে তুলে দেবো তখন।

যাইহোক, অনেক ভালো লাগলো আপনার অনুভূতি পড়ে। 🥰

  ·  2 years ago (edited)

বাহ চমৎকার আইডিয়া! খুব বড় একটি পাওয়া, একসাথে দুটি ক্রেস্ট নিয়ে ইংল্যান্ডে ফিরব। সুন্দর এই প্লান এর জন্য অসংখ্য ধন্যবাদ।

এটা সত্য যে আমরা সবাইকে উৎসাহ দেয়ার জন্য প্রতিনিয়ত নানা আইডিয়া চিন্তা করি এবং কমিউনিটিতে সবাইকে আরো বেশী অনুপ্রাণীত করার চেষ্টা করি। ভালো লাগে, যারা এ্যাকটিভ থাকেন এবং নিজেদের ভিন্নভাবে উপস্থাপন করেন। আপনার চেষ্টা আপনাকে কাংখিত কিছু অর্জন করতে সহজ করে দিয়েছে। অভিনন্দন আপনাকে আবারও।

  ·  2 years ago (edited)

আমরা সকলেই জানি আপনি সবসময় কমিউনিটি নিয়ে ভাবেন। সবসময় চেষ্টা করেন কিভাবে কমিউনিটির উন্নতি করা যায়, ব্যতিক্রমী বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে কমিউনিটিকে সুসজ্জিত করে গড়ে তোলার চেষ্টা করছেন। আপনি আমাদের কমিউনিটির জন্য একটি বড় পাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।