🥰👰🥀আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট করবো।আমি প্রতি সপ্তাহে সাতটি ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। তার মধ্যে একটি করে স্বরচিত কবিতা ও পোস্ট করে থাকি।কবিতা লিখতে এবং পড়তে আমার অনেক ভালো লাগে। আর বাংলা কমিউনিটিতে অনেক সদস্যরাই কবিতা পোস্ট করে থাকেন তাদের পোস্টগুলো দেখলে আমি নিজে অনেক উৎসাহিত পাই। তাদের লেখা কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার লেখা কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন আর কথা না বাড়াই।
ধরার বুকে শুকিয়ে যায় ধারা
মেঘের আড়ালে অপেক্ষা করে,
পানির ছোঁয়ায় নতুন প্রাণের ডালা।
পানি লাগবে পানি, গাছের পাতায়
শিশির বিন্দু হয়ে ঝরে,
কৃষকের মন চেয়ে থাকে আকাশের পানে
এক ফোঁটা পানির আশায়, হৃদয়ে জমে ব্যথা।
পানি লাগবে পানি, নদীর বুকেও
স্রোতহীন দুঃখের করুণ কাহিনী,
ভাঙা হাল, শুকনো পলি
পানি ছাড়া নেই কোনো কল্পনাও।
পানি লাগবে পানি, প্রাণের তৃষ্ণায়
মাঠে ফসলের হাসি,
তুমি এলে মেঘের মতো
জীবন পেলো এক ফোঁটা সুখের বাণী।
পানি লাগবে পানি, এ পৃথিবীর প্রাণ,
প্রকৃতির বুকে বয়ে যাবে
যেখানে ঝরবে পানি,
সেখানেই ফুটবে নতুন জীবনের গান।
মূলভাবঃ
পোস্টের ধরন | স্বরচিত কবিতা |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |