ম্যান্ডেলা আর্টঃ রঙিন কলম দিয়ে ম্যান্ডেলা আর্ট তৈরি।

in hive-129948 •  5 months ago 
আসসালামু আলাইকুম / আদাব

👰🥀🥰 আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৬ আগস্ট রোজ সোমবার ২০২৪ ইং:।

বাংলায় ০৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।

হ্যালো বন্ধুরা........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ম্যান্ডেলা আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম। আর্ট করতে বেশ ভালোই লাগে। কিন্তু তেমন একটা পারিনা তারপরও চেষ্টা করি একটু ভালো করে আর্ট করার জন্য। যাই হোক এখন যতটুকু পারি আর্ট করি আর সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আমার আঁকা ম্যান্ডেলা আর্ট আপনাদের অনেক ভালো লাগবে।

ফাইনাল লুক

IMG_20240826_213904.png

IMG_20240826_183505.png

IMG_20240826_213131.jpg

IMG_20240826_213956.jpg

IMG_20240826_213923.jpg

প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
কম্পাস
কালার পেন
সিগনেচার

IMG_20240825_210116.jpg


প্রথম ধাপ

IMG_20240825_210754.jpg

প্রথমে আমি একটি সাদা কাগজের উপর দুই ধাপে বাঁকা করে দুইটা করে চারটি বাঁকানো দাগ কেটে নিয়েছি কম্পাস দিয়ে।

দ্বিতীয় ধাপ

IMG_20240825_210932.jpg

এবার আমি কেটে নেওয়া দাগের ভেতর প্রথমে একটি ছোট পাতা বিশিষ্ট ফুল ও পরের অংশে আগের থেকে একটু বড় পাতা বিশিষ্ট ফুল এঁকে নিয়েছি। এরপর এঁকে নেওয়া ফুলের উপর দাগ কেটে নিয়ে কালো এবং লাল রঙ দিয়ে ফাকা জায়গা ভরাট করে নিয়েছি। এরপর আমি এর উপরে আরেকটা অন্য ধরনের ফুল এঁকে নিয়েছি। ফুলের ভেতর আমি কালো কালি দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20240826_180612.jpg

দুইটি ধাপ এঁকে নেওয়া হয়ে গেলে এর উপর আবার আরেক ডিজাইনের ফুল এঁকে নিয়েছি। এই ডিজাইনটা আমি কালো কালি দিয়ে করে নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG_20240825_213319.jpg

IMG_20240825_213301.jpg

আমি যেই ফুলটি এঁকে নিয়েছিলাম সেই ফুলের ভেতরের ফাকা অংশে লাল কলম দিয়ে সেটা ভরাট করে নিয়েছি।

পঞ্চম ধাপ

IMG_20240826_180355.jpg

IMG_20240826_180531.jpg

IMG_20240826_180418.jpg

এই ধাপে আমি কালো কালি দিয়ে বেশ কয়েকটা ফুল এঁকে নিয়েছি। ফুলের ভেতরে অন্য একটি ডিজাইন এঁকে নিয়েছি। ডিজাইন করা পাপড়ি গুলো লাল রং করে নিয়েছি। উপরের বড় ফুলের মাঝখানে ছোট ছোট কলি এঁকে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20240826_180515.jpg

উপরের বড় পাপড়ির ডিজাইনের ভিতরে হলুদ রঙের কলম দিয়ে পাপড়িগুলো রং করে ভরাট করে নিয়েছি।

সপ্তম ধাপ

IMG_20240826_213131.jpg

IMG_20240826_180436.jpg

IMG_20240826_213923.jpg

আর এভাবে আমি বিভিন্ন রঙের রঙিন কলম ও সিগনেচার দিয়ে ম্যান্ডেলা আর্ট তৈরি করে নিয়েছি।

পোস্টের ধরনআর্ট পোস্ট
চিত্র শিল্পীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ম্যান্ডেলা আর্ট পোস্টটি দেখতে জাস্ট চমৎকার লাগছে।এই আর্ট গুলো বেশ সময় নিয়ে করতে হয়।আপনি আর্ট এর ধাপ গুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে সহজেই আর্ট শিখে নেওয়া সম্ভব।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আমার তৈরি করা ম্যান্ডেলা আর্ট আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জানতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

image.png

কলম দিয়ে খুবই সুন্দর মেন্ডেল চিত্র অঙ্কন করেছেন। মেন্ডেলা চিত্রগুলো দেখতে অনেক ভালো লাগে। আপনার এই চিত্র অংকনটি আমার অনেক ভালো লেগেছে।

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

ম্যান্ডেলা আর্ট খুবই ধৈর্যের কাজ। এটি আমি একদমই পারিনা। আপনার ম্যান্ডেলা আর্ট দেখে খুবই ভালো লাগলো। রঙ্গিন হওয়াতে ফুটেছেও ভালো। অবাক হচ্ছি আপনার ধৈর্যশক্তি দেখে। শুভকামনা রইলো আপু।

আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করে আমার পাশে থেকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ম্যান্ডেলা আর্ট গুলো করতে সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আজ আপনি রঙিন কলম দিয়ে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন যা দেখে বেশ ভালো লাগলো ।প্রতিটি ধাপের উপস্থাপন বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

আমার ম্যান্ডেলা আর্ট ভালো লাগার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপু আপনার শেয়ার করা আর্ট খুবই সুন্দর হয়েছে। আর্টের পদ্ধতি দেখে মুগ্ধ হয়েছি।রঙিন কলম দিয়ে ম্যান্ডেলা আর্ট করেছেন এবং ধাপে ধাপে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।ভালো থাকবেন সুস্থ থাকবেন।

রঙিন কালারের খুব সুন্দর মেন্ডেল আর্ট করেছেন। আপনার আটটা অনেক সুন্দর হয়েছে আপু। বেশি ভালো লাগলো দেখে। আপনার দেশ দারুণ দক্ষতা ও ধৈর্য শক্তি রয়েছে। এখানে দুইটা জিনিসই একান্ত প্রয়োজন। তা না হলে এত সুন্দর আর্ট সম্ভব নয়।

আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার টাইপিং এর ভেতর লেখা ভুল আছে আশা করি ঠিক করে নিবেন।

রঙিন কলম ব্যবহার করে আপনি খুবই চমৎকার একটি মেন্ডেলা একেছেন আপু অনেক সুন্দর হয়েছে আপনার করা মেন্ডেলা টা। প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো।

আপনার প্রশংসা মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

রঙিন কালার কলম দিয়ে অসাধারণ ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশি দারুণ আর্ট করতে পারেন এবং এ বিষয়ে আপনার অসাধারণ দক্ষতা রয়েছে যা বুঝলাম। আবারো নতুন একটি আর্ট দেখার অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ ভাইয়া আমার তৈরি করা ম্যান্ডেলা আর্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। জ্বি অবশ্যই খুব শীঘ্রই আবার নতুন একটি আর্ট আপনাদের মাঝে শেয়ার করবো।

রঙিন কলম দিয়ে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

আমার করা ম্যান্ডেলা আর্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম। উৎসাহ মূলক মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

সুন্দর ম্যান্ডেল আর্ট করেছেন আপু দেখতে চমৎকার লাগছে বিশেষ করে কালারফুল ভাবে ফুটিয়ে তুলেছেন যার কারণে বেশি ভালো লেগেছে। আপনার অর্ট করা দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই অনেক ভালো থাকবেন।

আর্ট করতে আমার খুবই ভালো লাগে। তবে অনেকদিন থেকে এই ধরনের আর্টগুলো করা হয় না। একটা সময় ম্যান্ডেলা আর্ট অনেক করতাম। আপু আপনার ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে এবং কালারফুল হয়েছে। দেখতেও চমৎকার লাগছে।

আপু আপনার ম্যান্ডেল আর্ট অনেক পছন্দ অনেক ভালো লাগলো। আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

বাহ আপনি তো রঙিন কলম দিয়ে চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। তবে ম্যান্ডেলা আর্ট এর ভিতর ছোট ছোট ডিজাইনগুলোর কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো যদি ধৈর্য ধরে করে আর্ট করার পর দেখতে বেশ চমৎকার লাগে। চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।

আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করে পাশে থেকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

রঙিন কমল দিয়ে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করছেন।ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এগুলো ম্যান্ডেলা আর্ট করতে খুবই সময় ও ধৈর্য লাগে। যাইহোক ম্যান্ডেলা আর্ট করার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

আপনার গঠন মূলক মতামতের জন্য ধন্যবাদ ভাই।

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি দেখছি রঙিন কালারের কলম দিয়ে খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। যা দেখে চোখ সরানোই মুশকিল। সত্যিই ম্যান্ডেলা আর্টটি দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

চেষ্টা করেছি সুন্দর করে আর্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করার। আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

আপনার আর্ট গুলো অনেক সুন্দর হয়ে থাকে৷ আজকে আপনি খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন৷ যেভাবে আপনি আর্ট এখানে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ এর মধ্যে আপনি ডিজাইনগুলো খুব নিখুঁতভাবে দিয়েছেন এবং এখানে রঙের সংমিশ্রণ আপনি খুব সুন্দর ভাবেই বজায় রেখেছেন৷ যার ফলে এটিকে অনেক সুন্দর দেখা যাচ্ছে৷

ভাইয়া আপনার প্রশংসা মুখরিত মতামত পেয়ে অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।



Hello everyone, I'm so grateful to be a part of this amazing community 💕. As a married mother of one beautiful child 🙏, I've always been passionate about photography 📸, singing 🎶, cooking 🍳, and exploring new places on my bike 🚴‍♀️.

Born in the lovely town of Kaliganj Thana under Jhenaidah District, I'm proud to call myself a homemaker 💕. While taking care of our home and family, I've also continued my education, and I'm currently in my third year of graduation 🎓.

Living with my loving husband in Pabna Chattmohar, we're blessed with a beautiful life together ❤️. And now, I get to share it all with you all here on this amazing platform 🤩.

I'd like to thank everyone for taking the time to read my post and for your wonderful comments 🤗. Special thanks to the founders, admins, and moderators of this Bengali blog community for giving me the opportunity to be a part of this beautiful ecosystem 🙏.

Here's a small gift from me to you all: 10% LAJUKKHANAK for everyone! 😊

And finally, please take a moment to vote for our wonderful witness xpilar.witness by visiting https://steemitwallet.com/~witnesses 👍. Your support means the world to us, and it will help us continue contributing to the growth and success of the Steem community 🌟