আর্ট পোস্টঃ অনেক সুন্দর একটি সিম্পল ফুলের ডিজাইন। ❤️

in hive-129948 •  12 days ago  (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১২ ডিসেম্বর ২০২৪ ইং: রোজ বৃহস্পতিবার ।

বাংলায় ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ।

হ্যালো বন্ধুরা..........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি সিম্পল ফুলের আর্ট শেয়ার করব।এই ধরনের আর্ট তৈরি করতে কম বেশি সবারই অনেক ভালো লাগে। আর্ট করতে আমি অনেক পছন্দ করি কিন্তু তেমন একটা পারি না। আশা করি আমার অংকন করার সিম্পল ফুলের আর্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।

ফাইনাল লুক

IMG_20241212_100304.jpg

IMG_20241212_100130.jpg

IMG_20241212_095905.jpg

প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেনসিল
রাবার
কালো পেন
মোম রং

IMG_20241212_100036.jpg


প্রথম ধাপ

IMG_20241212_095418.jpg

প্রথমে আমি একটি পেনসিল দিয়ে একটি ফুল এঁকে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20241212_095442.jpg

একই ভাবে আমি পেনসিল দিয়ে আরও একটি ফুল এঁকে নিয়েছি। তবে প্রথম ফুলের থেকে দ্বিতীয় ফুলটি একটু ছোট করে আঁকিয়ে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20241212_095504.jpg

এরপর আমি দুই ফুলের মাঝখানে আরও একটি ফুল পেনসিল দিয়ে এঁকে নিয়েছি। তৃতীয় ফুলটি আরও ছোট করে আঁকিয়ে নিলাম।

চতুর্থ ধাপ

IMG_20241212_095544.jpg

সব গুলা ফুল তৈরি করা হয়ে গেলে এবার আমি ফুলের পাপড়ির উপর পেনসিল দিয়ে দাগ কেটে নিয়েছি সৌন্দর্য বৃদ্ধির জন্য।

পঞ্চম ধাপ

IMG_20241212_095616.jpg

এরপর আমি ফুলের পাপড়ির মাঝ বরাবর তিনটা পাতা এঁকে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20241212_095754.jpg

পাতা এঁকে নেওয়ার পর পাতা গুলা সবুজ মোম রঙ দিয়ে রং করে নিয়েছি।

সপ্তম ধাপ

IMG_20241212_095734.jpg

এরপর লাল মোম রঙ দিয়ে বড় ফুলটি রঙ করে নিয়েছি। এরপর পর্যায়ে ক্রমে সব গুলা ফুল ভিন্ন ভিন্ন রঙ দিয়ে ফুল গুলা রঙ করে নিয়েছি।

অষ্টম ধাপ

IMG_20241212_095905.jpg

আর এভাবেই আমি একটি সিম্পল ফুলের ডিজাইন আঁকিয়ে ফেললাম।

পোস্টের ধরনআর্ট পোস্ট
চিত্র অংকনতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

PUSS.zip_-_6.png.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Screenshot_2024-12-12-13-04-31-537_com.android.chrome.jpg

Screenshot_2024-12-12-13-03-48-652_com.android.chrome.jpg

Screenshot_2024-12-12-13-02-48-005_com.twitter.android.jpg

খুব সিম্পিল হলেও বেশ ভালো লাগছে আপনার আজকের অংকনটি। মোম রঙের কাজ সহজ বলে সবাই কিন্তু ঠিক মতো শেডিং এর কাজ করতে পারলে মোম রঙেই অসাধারণ ছবি আঁকা যায়৷

আপনার প্রশংসা মুখোরিত মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

সত্যি অনেক সুন্দর হয়েছে আপু আপনার সুন্দর ফুলের আর্ট টি।দারুণ হয়েছে আপনার করা আর্টটি।ফুল গুলো দারুণ হয়েছে।কালার কম্বিনেশন অসাধারণ। ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

সুন্দর একটি ফুলের ডিজাইন আর্ট করলেন। যদিও সিম্পল আর্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। অন্যান্য গর্জিয়াস আর্টের তুলনায় সিম্পল আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। এত সুন্দর করে কালার করার কারণে দারুন দেখাচ্ছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

আপনার সুন্দর মতামত পেয়ে নিজের কাছে অনেক ভালো লাগলো।

ফুলের ডিজাইন অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম খুবই সুন্দরভাবে আপনি ডিজাইনটি করেছেন।

ফুলের ডিজাইনটি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

সিম্পল অনেক সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। ফুলের পাপড়ি আর সবুজ পাতার কম্বিনেশন দারুন লাগছে এক কথায় আপনার পুরোপুরি আর্ট করার দক্ষতা যেন তুলে ধরেছেন। যাই হোক আপনার জন্য শুভকামনা রইল।

আপনার সুন্দর মতামত পেয়ে নিজের কাছে অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ডিজাইন টা সিম্পল হলেও ফুলটা কিন্তু বেশ চমৎকার লাগছে দেখতে। খুবই সুন্দর করেছেন ফুলের আর্ট টা আপু। বেশ চমৎকার লাগছে। এবং পোস্ট টা বেশ সুন্দর উপস্থাপন করেছেন। সবমিলিয়ে অসাধারণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

আপু আপনার করা ফুলের নকশাটি সিম্পল হলেও দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর অনেক সুন্দর করে নকশাটি করেছেন। ফুল এবং পাতা দেখতে অনেক ভালো লাগলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আর্ট করতে আমি অনেক পছন্দ করি কিন্তু তেমন একটা পারি না।

নিয়মিত চেষ্টা করলে আপনিও এক সময় সুন্দর সুন্দর আর্ট করতে পারবেন। যাইহোক এই আর্টটি সিম্পল হলেও দেখতে মোটামুটি ভালোই লাগছে। বিশেষ করে কালার কম্বিনেশনটা বেশি সুন্দর লাগছে। যাইহোক আর্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

জি ভাইয়া সুন্দর হবার আশায় প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি।

আপনার ফুলের ডিজাইনটি খুবই সিম্পল হলেও দেখতে অনেক সুন্দর লাগছে। সিম্পল ভাবে আর্ট করে দারুন ভাবে সাজিয়ে তুলেছেন। আমার কাছে চিত্রটি ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ।

সিম্পিল ফুলের ডিজাইন আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে আমার নিজের কাছেও অনেক ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে।