আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজ আমি ধনী গরিবের লড়াই নাটকের ২২ তম পর্ব শেয়ার করবো।এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নেয়েছি।ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও শিক্ষানীয় হয়ে থাকে। আশা করি আমার নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
নাটকের প্রথমে দেখা যায় নায়িকে যে ঘরের মধ্যে আটকে রেখেছে এই ঘর থেকে আওয়াজ আসতেছে। রিমা চৌকিদারকে সালাম ভাই সালাম ভাই বলে ডাকছে। সালাম ভাই বাইরে থেকে উত্তর নেয় এবং সেই মুহূর্তে রিমা বলে ওঠে ভাই আমার হাত পায়ের বাঁধন একটু খুলে দেন আমার অনেক কষ্ট হচ্ছে। সালাম তখন বলে ওঠে আপামনি আপনার কষ্ট দেখে আমারও অনেক কষ্ট হচ্ছে। এরপর সালাম কষ্ট সহ্য না করতে পেরে ঘরের তালা খুলে ভিতরে গিয়ে রিমার হাতে পায়ের বাঁধন খুলে দিল। রিমা সালামকে বললো আপনি আমার হাতে পায়ের বাঁধন খুলে দেন আমার দ্বারা আপনার কোন ক্ষতি হবে না ভাই। এরপর সালাম নায়িকার হাতের ও পায়ের বাঁধন খুলে দেয়।
এদিকে দেখা যায় নায়ককে পুলিশে ধরে নিয়ে গেছে সেই সুত্রে তার বন্ধু তাড়াতাড়ি তার বাসায় এসে তার বাবা মাকে খবর দেয়। এরপর নায়কের বাবা বলে আমি এবার মোড়লদের দেখে নেব। ওরা আমাদের অনেক ক্ষতি করেছে আমি আর সহ্য করব না। এবার যা যা করতে হয় আমি তাই তাই করবো। আবার এদিকে দেখা যায় মোড়ল বাড়িতে সবাই এক জায়গায় দাঁড়িয়ে খুবই আনন্দ করছে কারণ নায়ক কে পুলিশে ধরে নিয়ে গেছে এজন্য। পুলিশে ধরে নিয়ে গেছে নায়ক কে একথা শুনে রিমার ছোট মা খুবই কষ্ট পায়। তখন মোড়ল বাড়ির সবাইকে রিমার ছোটমা বলে ওঠে বিনা দোষে জামাইকে জেলে পাঠাইছো তোমরা কাজটা একদমই ভালো করনি। এর ফল তোমরা একদিন পাবে।
এরপর দেখা যায় নায়কের বাবা ও লতিফের বাবা থানায় গেছে মোড়ল বাড়ির নামে মামলা করার জন্য। এরপর নায়কের বাবা মোড়ল বাড়ির নামে মামলা করে আসে। আবার এদিকে দেখা যায় নায়কের দুই বন্ধু রাস্তাদিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে মোড়ল বাড়ির বড় মেয়ে সুলতানা ও পথ দিয়ে যাচ্ছিল। এরপর তাদের দেখে সুলতানা দাঁড়িয়ে যায়। তার দাঁড়ানো দেখে লতিফ বলে যাকে ভালোবাসলাম তার হাতেই মার খেলাম এখন যদি তাকে নাই পাই তাহলে বেচে থেকে এ কি লাভ। এরপর লতিফের বন্ধু বলে তোর মাথায় যেভাবে আঘাত লেগেছে ডাক্তার বলেছে যদি ইনফেকশন হয় তাহলে তোকে বাঁচানো খুবই মুশকিল হয়ে যাবে। এরপরে দেখে দেখা যায় নায়কের বোন সোহানা কলেজে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে সেখানে রতন অপেক্ষা করছিল তার জন্য। এরপর সোহানা তাকে দেখে বলল আপনি এখানে তখন রতন বলে তোমাকে না দেখলে আমার একদমই ভালো লাগেনা। রতন বলে আমি আমার মাকে বলেছি তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য।তখন সোহানা বলে আমার বাসায় অনেক অশান্তি চলছে এখন বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার প্রয়োজন নেই কিছুদিন পরে আসুক আপনার বাড়ি থেকে লোকজন। এরপর সোহানা সেখান থেকে কলেজের উদ্দেশ্যে রওনা দেই।
এরপর দেখা যায় মোড়ল মোড়লের ছোট ভাই ও সুরুজ দাঁড়িয়ে কথা বলছিল ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ এসে হাজির হয়। মোড়ল বাড়িতে পুলিশ দেখে মোড়ল সাহেব জিজ্ঞাসা করে অফিসার আপনি এখানে কেন। এরপর পুলিশ অফিসার বলে সুরুজের নামে সোহাগের বাবা থানায় মামলা করেছে। এই প্রেক্ষিতে আমরা সুরুজকে গ্রেফতার করতে এসেছি।এরপর পুলিশ তাকে থানায় ধরে নিয়ে যাই। এরপর দেখা যায় রিমার ছোট মা ও মাস্টার দাঁড়িয়ে কথা বলছে তখন সেখানে সুলতানা এসে হাজির হয়। সুলতানা তাদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে ছোটমা। তখন মাস্টার বলে সুরুজ ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে। তখন সুলতানা বলে কি জন্য তখন বলে রিমা আপার শশুর থানায় মামলা করেছে এজন্য। এরপর সুলতানা বলে আমি ওদের কাউকে ছাড়বো না দেখে নিব। এরপর সুলতানা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।
এরপর দেখা যায় রতন সোহানার সাথে দেখা করে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে এরপর রতনের মা বলে তুই সারাদিন কোথায় থাকিস বাড়ির কোন খোঁজ খবর রাখিস। এই কথা বলে তার মা তার মুখে একটা চড় মারে। এরপর তার মা তাকে বলে তোর সুরুজ ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। কথা শুনে রতন বলে কি জন্য তখন বলে ওই ছোটলোকরা থানায় মামলা করেছে। একথা শুনে এ রতন বলে আজ আমি কাউকে ছাড়বো না। এরপর একে একে সুলতানা সহ তারা আর বাকি ভাইয়েরা সেখানে লাঠি নিয়ে চলে আসে নায়কের বাড়িতে হামলা করবে এজন্য। এদিকে আবার দেখা যায় সোহানা কলেজ থেকে বাড়ি ফিরে গিয়ে শুনে তার ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ কথা শুনে সোহানা বলে আজ আমি মোড়ল বাড়ির কাউকে ছাড়বো না। কোন সোহানার মা বলে তুই ওদের সাথে পারবি না। তখন সে বলে না আর ভয় পেলে চলবে না অনেক চুপ করে থেকেছি। এরপর সোহানা ও নায়কের বন্ধু মিলে বের হয়ে যাই মোড়ল বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে মোড়ল বাড়ির লোক ও নায়কের বাড়ির লোক মুখোমুখি হয়। যখন রতন দেখে সোহানা সোহাগের বোন এবং সোহানা যখন দেখে রতন মোড়ল বাড়ির ছেলে তখন তারা দুজনই অবাক হয়ে যায়। এরপর রতন সোহানার হাত ধরে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই কথা বলতে বলতে নাটকটি শেষ হয়ে যায়। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই পরবর্তী পর্ব আমি আপনাদের মাঝে শেয়ার করব।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | ধনী গরিবের লড়াই ২২ তম পর্ব |
পরিচালক | সুলাইমান। |
অভিনয়ে | ইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির ও আরও অনেকেই। |
দৈর্ঘ | ২০ মিনিট ১৬ সেকেন্ড |
মুক্তির সময় | ২৬ আগস্ট ২০২৪ খ্রিঃ |
এরপর নাটকটি শেষ হয়ে যায়.............
পোস্টের বিষয় | নাটক রিভিউ |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম সুন্দর সুন্দর নাটকগুলোর রিভিউ যত পড়ি ততই খুব ভালো লাগে। আপনার শেয়ার করা এই নাটকটির রিভিউ পোস্ট পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। নাটক রিভিউর মাধ্যমে সহজে নাটকের সম্পূর্ণ কাহিনী জেনে নেওয়া যায়, এই বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগে। এই কাহিনীটাকে আপনি আজকে এত সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করেছেন, সবাই রিভিউ পড়লে আর নাটকটা দেখা লাগবেনা। সুন্দর ছিল নাটকটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার শেয়ার করা ধনী গরিবের লড়াই নাটকের ২২ তম পর্ব আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit