ফটোগ্রাফি পোস্টঃ আমার ধারণ করা কিছু আলোকচিত্র 📸

in hive-129948 •  16 days ago 
আসসালামু আলাইকুম/আদাব

🌿🥰👰🥀আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১৬ সেপ্টেম্বর রোজ সোমবার ২০২৪ ইং:।

হ্যালো আমার বাংলা ব্লগ বাসি........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার পরিবার পরিজনকে নিয়ে আপনারাও নিশ্চয়ই অনেক ভালো আছেন পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আজ আমি কিছু ফুল ও ফলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি আমার ধারণা করা ফটোগ্রাফিগুলো আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240914_155924.png

প্রথম ফটোগ্রাফি

IMG_20240914_155148.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

প্রথম ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটি দেখতে পারছেন এটা হল করমোচা গাছের ফুল। ফুলটি দেখতে খুবই সুন্দর এবং সুগন্ধযুক্ত। এ ফুলটি দেখতে ধবধবে সাদা রঙের হয়। ফুলটিতে পাঁচটি করে পাপড়ি হয় এবং পাপড়ি গুলো খুবই নরম। করমোচা গাছের পাতাগুলো বেশ মাঝারি আকারে গোল গোল পাতা হয়।

দ্বিতীয় ফটোগ্রাফি

IMG_20240914_155455.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

দ্বিতীয় ফটোগ্রাফিতে আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন এটা ড্রাগন ফল। এই ফলটি আমার ছাদ বাগানে ধরেছে আর আমি সেখান থেকেই ফটোগ্রাফি করেছি। এখন ফলটির পুরোপুরি পাকেনি সবেমাএ পাক ধরেছে। এ ফলটি পাকলে খেতে অনেক সুস্বাদু এবং ড্রাগন ফলের কালারটি দখতে গাড়ো গোলাপি রঙের। ফলটি দেখতে যতটা সুন্দর ততটাই খেতে ও সুন্দর। আমি তো ড্রাগন ফল খেতে অনেক পছন্দ করি।

তৃতীয় ফটোগ্রাফি

IMG_20240914_155258.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

তৃতীয় ফটোগ্রাফিতে আপনারা যে ফুলের ছবিটি দেখতে পারছেন এটা হলো ক্যাকটাস ফুল গাছ।ক্যাকটাস ফুল গুলো দেখতে খুবই চমৎকার। ক্যাকটাস ফুলের পাপড়ি গুলো দেখতে খুবই সুন্দর এবং পাপড়ি গুলো শক্ত।ফুলের কালার টাও বেশ দারুন। প্রতিটি ফুলের ভেতর থেকে আরেকটি করে হলুদ রঙের ফুল ফুটছে এজন্য দেখতে আরো বেশি চমৎকার লাগছে। ক্যাকটাস গাছের পাতা গুলো অনেক লম্বা লম্বা হয় এবং পাতা গাছ থেকে ছিড়লে পাতার বোটা থেকে অনেক আঠা বের হয়।

চতুর্থ ফটোগ্রাফি

IMG_20240914_155526.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

চতুর্থ ফটোগ্রাফিতে আপনারা যে ছবিটি দেখতে পারছেন এটা এ্যালোভেরা গাছ।এ্যালোভেরা গাছের ফটোগ্রাফিটি আমি আমার ছাদবাগান থেকে করেছি। এ্যালোভেরা আমাদের জন্য খুবই উপকারী। এটা আমরা মাথার চুলে ও মুখে ব্যবহার করতে পারি এমনকি এ্যলোভেরার শরবত বানিয়ে খেতে পারি। এ্যালোভেরার ডালগুলো অনেক লম্বা লম্বা হয় এবং ডালে কাটাযুক্ত থাকে। এলোভেরার খোসা ছাড়ালে ভিতরে নাল বিজলী টাইপের আংশ থাকে। এ্যালোভেরার শরবত খেলে আমাদের শরীরকে অনেক ঠান্ডা করে।

পঞ্চম ফটোগ্রাফি

IMG_20240913_113632.jpg

IMG_20240913_113630.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

পঞ্চম ফটোগ্রাফিতে আপনারা এখন যে ছবিটি দেখতে পারছেন এটা করমোচা ফল।করমোচা কলের ফটোগ্রাফিটি আমি আমার ছাদবাগানের আজ থেকে ধারণ করেছি। কাঁচা করমোচা খেতে অনেক টক লাগে। করমোচা গুলো সাইজ অনেক বড় বড় হয়। করমোচা গুলো পেকে গেলে এর গায়ের রঙ হয় লাল খয়েরী। পাকা করমোচা খেতে অনেক মিষ্টি লাগে এবং খেতে অনেক টেস্টি।

ষষ্ঠ ফটোগ্রাফি

IMG_20240913_120346.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

ষষ্ঠ ফটোগ্রাফিতে আপনারা যে ছবিটি দেখতে পারছেন এটা আনারস গাছ। বেশ কিছুদিন আগে আপনাদের ভাইয়া আনারস কিনে এনেছিল তখন আমি সেই আনারসের ওপরের পাতার অংশটুকু গোরা থেকে ভেঙে নেই এবং ছাদে টবে আনারসের ওই মাথার অংশটুকু লাগিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ গাছটি খুব সুন্দর ভাবে হয়ে গেছে আশা করি কিছুদিনের ভিতরে ফল দেবে।গাছটি অনেক বড় হয়ে গেছে এবং পাতাগুলো অনেক বড় বড় হয়েছে।

সপ্তম ফটোগ্রাফি

IMG_20240914_155215.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

সপ্তম ফটোগ্রাফি তে আপনারা যে ফুলটি দেখতে পারছেন এ ফুলটির নাম আমি সঠিক মনে করতে পারছি না ফুলটি দেখতে খুবই চমৎকার।ফুলের কালারটা অনেক দারুন। গারো গোলাপি রঙের ফুল এবং ফুলের পাপড়ি গুলো খুবই নরম হাত দিলে যেন হাতের সাথে মিশে যাই। ফুল গাছের পাতাগুলো অনেক চিকন চিকন লম্বা লম্বা। পাতাগুলো অনেক নরম।

পোস্টের ধরনফটোগ্রাফি পোস্ট
ফটোগ্রাফারতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি ছিল খুব ভালো। আবার ফটোগ্রাফি গুলো দেখতেও অনেক মনোমুগ্ধকর লাগছে। আমার কাছে প্রথম ফটোগ্রাফিটা সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে। আবার এলোভেরা গাছের ফটোগ্রাফিও অনেক সুন্দর ছিল। সব মিলিয়ে এটাই বলতে হচ্ছে আপনি আজকে দারুন সব ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন।

আমার ধারণ করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে জেনে আমার কাছেও অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

image.png

করমোচা ফল আগে কখনো দেখা হয়নি। ‌ এই গাছের ফুলগুলো তো দেখছি খুবই সুন্দর। আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। তৃতীয় ফটোগ্রাফির এই ফুলটাকে কাটা মুকুট ফুল বলা হয়। আপনার ফটোগ্রাফির দক্ষতা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। ‌ প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু চমৎকার এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

জি আপু করমোচা গাছের ফুল দেখতে খুবই সুন্দর এবং ফল খেতেও অনেক টেস্ট। তৃতীয় ফটোগ্রাফির ফুলের নামটি জানতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

আপনার ধারণ করার জন্য ফটোগ্রাফি গুলো বেশ দারুন ছিল। খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আজকের এই পোস্ট। আপনার চমৎকার এই পোস্ট দেখে আমি মুগ্ধ। এতো সুন্দরভাবে একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করে পাশে থেকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপু আজকে আপনি অনেকগুলো আলোকচিত্র শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। করমচা ফুল, আনারস গাছ, অ্যালোভেরা গাছ সবকিছুই অসাধারণ লেগেছে আমার কাছে। প্রতিটি আলোকচিত্র অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আমার ধারণ করা ফটোগ্রাফি দেখে সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

অসাধারণ আপু অসাধারণ আপনি খুবই সুন্দর করে নিজের হাতে উঠানো কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে করমচা ফলের আলোকচিত্রটা দেখে আমি প্রথমে মনে করেছিলাম
এটা আম। যাইহোক আপু আপনার প্রত্যেকটা আলোক চিত্র আমার কাছে খুবই ভালো লেগেছে। তার মধ্যে সবচাইতে বেশি ভালো লেগেছে ক্যাকটাস গাছের ফুল এবং এই করমচা ফলের আলোকচিত্রটা। সবশেষে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাইয়া আপনার কাছে ক্যাকটাস গাছের ফুল ও করমচা ফলের আলোকচিত্রটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।

করমোচা ফল এর আগে দেখি নাই,তবে আজকে আপনার পোস্টে ফলটি দেখে খুবই ভালো লাগলো। আপনি আজকে দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। বিশেষ করে করমোচা ফল ও ড্রাগন ফলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

আপনার কাছে করমোচা ও ড্রাগন ফলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

আপু অনেক চমৎকার কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। করমচা দেখে আমি ভেবেছিলাম যে কাচাঁ আম। আর অবাক হয়েছি আনারসের ওপরের পাতার অংশটুকু গোরা থেকে ভেঙে লাগিয়েছেন আর মাশাল্লাহ খুব সুন্দর আনারস হয়েছে। আজ আপনার বাগানের অনেক সুন্দর গাছের ফটোগ্রাফিগুলো দেখে ভালো লাগলো।

আমার ছাদ বাগানের গাছ গুলা দেখে আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে আমার কাছেও অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

আপনার মাধ্যমে আজকে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখার সুযোগ হয়েছে। বিশেষ করে কাঁটামুকুট ফুল আমার দেখতে খুবই ভালো লাগে। এছাড়াও অন্যান্য ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল।

আপনার কাছে সবচেয়ে কাটামুকুট ফুল ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

আপু আপনি খুবই চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে করমচার ফুল ও করমচা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমাদের গ্ৰামে এখন আর এই ফলের গাছ দেখা যায় না। তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

করমচা গাছের ফুল খুবই ছোট এবং সুন্দর হয়ে থাকে। যদিও সেটাই ঐরকম কোন সুগন্ধ নেই। করমচা এর ফটোগ্রাফি টাও বেশ করেছেন। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল আপু। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।

আপনার মূল্যবান অভিমত প্রকাশের জন্য ধন্যবাদ।

খুব সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে আজকে আপনি আপনার এই পোস্ট শেয়ার করেছেন৷ একই সাথে এখানে একের পরে ফটোগ্রাফি গুলো যখন দেখছিলাম তখন অনেক ভালো লাগছিল৷ খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনার এই পোষ্টের মধ্যে ফুটিয়ে তুলেছেন৷ যখন আপনার এই ফটোগ্রাফি গুলো দেখছিলাম তখন অনেক ভালোই লাগছিল৷ একই সাথে এই ফটোগ্রাফি গুলোর মধ্যে প্রথমে আপনি যে সাদা রঙের ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷

আপনার প্রশংসা মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।