নাটক রিভিউঃ ধনী গরিবের লড়াই [পর্ব-১৪ তম]❤️

in hive-129948 •  10 days ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ ১১ নভেম্বর ২০২৪ ইংঃ রোজ সোমবার ।

বাংলায় ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ ।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে সকল সদস্য বৃন্দকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি।আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজ আমি ধনী গরিবের লড়াই নাটকের ১৪ তম পর্ব নিয়ে কথা বলবো।এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নেয়েছি। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। আশা করি আমার নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারনে আপনাদের মাঝে রিভিউ টা নিয়ে এসেছি। চলুন তাহলে দেখে আসা যাক।

নাটকের পোস্টার

IMG_20241111_121706.jpg

IMG_20241111_121735.jpg

নাটকের প্রথমে দেখা যায় নায়কের দুই বন্ধু নায়কের বোনকে বলছে ছলনা আজ তুই আদালতে যাবি না। তখন ছলনা বলে না ভাইয়া আমার কলেজ আছে ভাইয়া ও ভাবি যাবে। তখন তার ভাইয়ের বন্ধুরা বলে ও আচ্ছা আর বলে তোকে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে আমাদেরকে জানাবি। তখন ছলনা বলে তোমাদের কে কেন জানাবো আমি ধরে মারবো। তারা দুজন বলে বাহ আমাদের বোনতো বড় হয়ে গেছে। তারপর সেখান থেকে ছলনা কলেজের উদ্দেশ্যে রওনা দেই।

IMG_20241111_121811.jpg

IMG_20241111_121839.jpg

এরপর দেখা যায় নায়ক ও নায়িকা আদালতে যাবে বলে নায়কের বাবার ও মায়ের সাথে কথা বলছে। নায়কের মা বলে তোমরা কেস তুলে নাও। তখন নায়ক ও নায়িকা বলে না মা কেস তুলবো না তুললে ওরা আরো আমাদের কে বাঁচতে দেবে না। এরপর নায়ক-নায়িকা সেখান থেকে চলে যায় এই কোটের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তায় মোড়ল বাড়ির সদস্যদের সাথে তাদের দেখা হয়। মোড়ল সাহেব তার মেয়েকে বলে কাজটা তুই ঠিক করলে না। তখন তার ভাইয়েরা বলে তোদেরকে দেখে নেব। এরপর সেখান থেকে তারা যার যার মতন করে চলে যাই।

IMG_20241111_121906.jpg

এরপর আদালতে বিচারের জন্য বিচারক আসে এবং প্রথমে সাক্ষী হিসেবে নায়িকা কে কাঠগোড়ায় ডাকা হয়। এবং নায়িকা সেখানে বিস্তারিত সব কথা বলে। এরপর কাজ করা হয় পুলিশ অফিসারকে ডাকা হয় এবং তাকে প্রশ্ন করা হয় ড্রাইভারকে আটক করেছে কিনা। তখন পুলিশ অফিসার বলে ড্রাইভারকে আটক করা হয়নি। এরপর পুলিশ অফিসার কে ড্রাইভারকে আটক করার জন্য বলা হয়। তারপরে আদালতের কার্যক্রম ওখানে শেষ করে দেই। পরবর্তীতে আবার নতুন করে ডেট দেই।

IMG_20241111_121936.jpg

এরপর দেখা যায় মোড়ল বাড়ির মাস্টার ও কাজের মেয়ে দাঁড়িয়ে কথা বলছে। মোড়ল বাড়ির কাজের মেয়ে মাস্টারকে বলছে আপনি সুলতানা আপারে পছন্দ করেন তাই না। তখন মাস্টার ও বলে ফেলে হ্যাঁ তারপরে আবার মাস্টার কথা ঘোরাতে যাই। তখন কাজের মেয়েটা বলে সুলতানা আপার পেছনে পড়ে না থেকে আমার দিকেও একটু তাকান।এই কথা বলে কাজের মেয়েটি ওখান থেকে চলে যায়।

IMG_20241111_122845.jpg
এরপর দেখা যায় নায়কের পরিবারের সবাই এক জায়গায় হয়ে এ কথা বলছে। নায়কের বাবা নায়ক ও নায়কাকে বলছে কেচ কোথায় নেওয়ার জন্য। কিন্তু নায়ক ও নায়িকা মোটেও রাজি না। এরপর নায়কের বোন বলে কাল থেকে ঘরের চাল নেই। এরপর নায়ক বলে চাল নেই কি হয়েছে। তখন তার মা বলে চাল ফুরায়ে গেছে নায়ক বলে দোকান থেকে বাকি আনলেই হয়। তখন নায়কের বাবা বলে দোকানে অনেক টাকা বাকি হয়ে গেছে এখন আর বাকি দিচ্ছে না। তারপর নায়িকা বলে তুমি তো একটা কাজ করতে পারো। নায়ক বলে আমি তো ও চাকরি চেষ্টা করছি কিন্তু না পেলে কি করব। তখন নায়িকা বলে তুমি রিকশা চালাও। তখন নায়কের মা বলে ও রিকশা চালালে তোমার মান সম্মান থাকবে না বৌমা। তখন নায়িকা বলে ও তো চুরি ডাকাতি করছে না ও কর্ম করে টাকা উপার্জন করে আনছে।
IMG_20241111_122910.jpg
এরপর দেখা যায় পুলিশ অফিসার মাইক্রো ড্রাইভারকে একটি চায়ের দোকান থেকে আটক করেছে। এবং সেই ছেলেটাকে থানায় নিয়ে যাওয়ার জন্য তাদের সাথে করে নিয়ে যাই।

IMG_20241111_123013.jpg
এদিকে দেখা যায় মোড়লের বউ ও তার বড় বৌমা কেনাকাটা করার জন্য শপিং মলে গেছে। তারা শপিং করে বাসায় যাওয়ার জন্য রিক্সার জন্য রাস্তায় অপেক্ষা করছে।

IMG_20241111_123042.jpg

এদিকে দেখা যায় রিমা ছোটমা রিমার জন্য তার শ্বশুরবাড়িতে খাবার নিয়ে গেছে। রিমা তার ছোট মাকে দেখতে পেয়ে অনেক খুশি। এরপর নাটকটি আগামী পর্বে দেখিয়ে দেই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই পরবর্তী পর্বটি আমি আপনাদের মাঝে শেয়ার করব।

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামধনী গরিবের লড়াই পর্ব ১৪
পরিচালকসুলাইমান।
অভিনয়েইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির ও আরও অনেকেই।
দৈর্ঘ২৪ মিনিট ০৩ সেকেন্ড
মুক্তির সময়১০ আগস্ট ২০২৪ খ্রিঃ



এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক


নাটকটি আমার কাছে খুবই ভালো লাগছে। যেহেতু নাটকটি পর্বের নাটক সেহেতু যত পর্ব বাড়বে নাটকটি ততই আকর্ষণীয় হবে। এ নাটকে যারা অভিনয় করেছে তারা খুব সুন্দর ভাবেই তাদের চরিত্র উপস্থাপন করেছে। নাটকটির রেটিং ০৮/১০ দিলাম।


পোস্টের বিষয়নাটক রিভিউ
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhaNegdxYknk1uT5VhJBfVGuCpuCXpYcAodjMGpNcjvdjUztoxYcrGuRKnU5gskaKnfFe8MhU9Jtg4C94.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

এই নাটকটির আমি অনেকগুলো পর্ব দেখেছিলাম আপু কিন্তু পরে গিয়ে কেন জানি আর দেখা হয়নি। আপনি আমার খুব পছন্দের একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন ১৪ তম পর্বের। বেশ ভালো লাগলো পড়ে।ভাবছি আবার নাটকটি দেখা শুরু করতে হবে। ধন্যবাদ আপু সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

নাটকটি আপনার অনেক পছন্দের যেন অনেক ভালো লাগলো। নাটকটি দেখতে আমার কাছেও অনেক ভালো লাগে।আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

ওয়াও আপনি দেখতে দেখতে ১৪ টি পর্ব আমাদের মাঝে শেয়ার করলেন।যদিও সব গুলো পর্ব দেখা হয়নি কিন্তু কয়েকটি পর্ব দেখেছি।ঈগল টিমের প্রতিটা নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে । আপনার নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

ঈগল টিম এর নাটক গুলো অনেক সামাজিক এবং শিক্ষানিয়। ঈগল টিমের প্রতিটি নাটক আপনি দেখতে পছন্দ করেন জেনে বেশ ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

অনেক ভালো লাগলো আপনার চমৎকার এই নাটকে রিভিউ করতে দেখে। দারুন ভাবে আজকে আপনি আমাদের মাঝে একটি নাটক রিভিউ করে দেখিয়েছেন। এই নাটকটা আমার কাছে খুবই ভালো। আজকেও অনেক ভালো লাগলো আর একটা সুন্দর পর্ব আমাদের মাঝে রিভিউ করেছেন দেখে।

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।

দারুন একটা নাটক দেখার সুযোগ করে দিয়েছেন আমাদের। আমি মনে করি ভাললাগা নাটক গুলা মানুষে রিভিউ করে থাকে। আর তাই সেই রিভিউ পড়তে গিয়ে নাটকটা দেখার সুযোগ করে। ঠিক তেমনি আপনার জন্য এই নাটকটা দেখার সুযোগ পেলাম। পর্বটা বেশ দারুন ছিল।

নাটকটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার নিজের কাছে অনেক ভালো লাগলো আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য ।

আজকে আপনি অনেক সুন্দর করে ১৪ তম পর্বের রিভিউ শেয়ার করেছেন। আমার কাছে এই পর্বের রিভিউ টা খুব ভালো লেগেছে। আমার কাছে এই পর্ব টা অনেক ভালো লেগেছে। এই পর্ব টা অনেক সুন্দর ছিল। এই নাটকের পর্বগুলো আমার দেখা হয়। আমার কাছে অনেক ভালো লাগে নাটকটা। এত সুন্দর একটা নাটকের রিভিউ সবার মাঝে শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ।

আপনার গঠন মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

খুবই সুন্দর একটা নাটকের রিভিউ করেছেন আপনি। আসলে নাটকের রিভিউ পোস্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। যে নাটকটি আমি দেখি নাই সে নাটক দেখার সুযোগ হয়। কারণ সব সময় আপনারা সুন্দর নাটকগুলোর রিভিউ করে থাকেন। চমৎকার একটি নাটকের রিভিউ করার জন্য ধন্যবাদ।

সুন্দর কমেন্ট করে পাশে থেকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপু আপনি ধনী গরীবের লড়াই নাটকের আজ ১৩ তম পর্ব শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনি প্রতি সপ্তাহে একটি একটি করে পর্ব শেয়ার করেন আর আপনার পর্বগুলো পড়তে খুব ভালো লাগে। এই ধরনের নাটক গুলো দেখতে সব সময় ভালো লাগে। এসব নাটক থেকে অনেক কিছুই শেখা যায়। আপনি সম্পূর্ণ নাটক খুব সুন্দর ভাবে রিভিউ দিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

ঈগল টিমের নাটকগুলো অনেক সামাজিক এবং শিক্ষানীয়। ধন্যবাদ আপু সুন্দর মতামত শেয়ার করার জন্য।