রেসিপি পোস্টঃ ডিমের মজাদার ভুনা রেসিপি। 🍲🍲

in hive-129948 •  2 days ago 
আসসালামু আলাইকুম/আদাব

❤️আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @tanha001

বাংলায় ০৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।
আরবি ২১ জমাদিউস সানি ১৪৪৬ হি:।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।প্রতিদিনের মতো আজ ও আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ডিমের ভুনা রেসিপি পোস্ট শেয়ার করবো।রেসিপি তৈরি করতে আমি অনেক পছন্দ করি। তার সাথে সাথে অবশ্য খেতে ও অনেক ভালোবাসি। আপনারাও প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনাদের তৈরি করা রেসিপিগুলো দেখে আমি নিজেও অনেক উৎসাহিত পাই। আশা করছি আমার তৈরি করা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে আসা যাক।

সর্বশেষ

IMG_20241223_235029.jpg

IMG_20241223_235013.jpg

IMG_20241223_235046.jpg

IMG_20241223_234956.jpg

প্রয়োজনীয় উপকরণ
ডিম
তেল
পিয়াজ
রসুন
শুকনা মরিচ
মরিচের গুড়া
জিরা
এলাচ
দারচিনি
হলুদ
লবন
ধনিয়াগুঁড়া

1734976501213.png


প্রথম অংশ

IMG_20241223_234521.jpg

IMG_20241223_234538.jpg

প্রথমেই আমি সিদ্ধ ডিমের সাথে অল্প পরিমান হলুদ ও লবন দিয়ে ডিম গুলা ভালো করে মাখিয়ে নিয়েছি।

দ্বিতীয় অংশ

IMG_20241223_234555.jpg

IMG_20241223_234611.jpg

IMG_20241223_234635.jpg

এরপর একটি পাত্রে পরিমান মতো তেল দিয়ে নিয়েছি। তেল গরম হলে ডিম গুলা লো আঁচে আধা ভাজা করে নিয়েছি।

তৃতীয় অংশ

IMG_20241223_234652.jpg

IMG_20241223_234714.jpg

ডিম গুলা ভেজে নেওয়ার পর ওই একই তেলের ভেতর প্রয়োজনীয় মসলা উপকরণ গুলা দিয়ে নিয়েছি। এরপর মসলা গুলা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো মসলা থেকে গন্ধ বের হলে ডিম গুলা মসলার ভেতর দিয়ে নিয়েছি।

চতুর্থ অংশ

IMG_20241223_234731.jpg

IMG_20241223_234820.jpg

ডিম গুলো দেয়ার পর আরও কিছুক্ষন ডিম গুলা কষিয়ে নেওয়ার পর এর ভেতর পরিমান মতো পানি দিয়ে নিয়েছি।

পঞ্চম অংশ

IMG_20241223_234840.jpg

IMG_20241223_234900.jpg

IMG_20241223_234940.jpg

পানি দেওয়ার পর চুলার জ্বাল একটু বাড়িয়ে দিয়ে অনেক ক্ষন ধরে জ্বাল করে নিয়েছি। জ্বাল দিতে দিতে একপর্যায়ে ডিমের মসলা থেকে তেল ছাড়তে শুরু করবে। তেল ছাড়া শুরু করলে বুঝতে হবে তরকারি নামানোর জন্য প্রস্তুত হয়ে গেছে।

ষষ্ঠ অংশ

IMG_20241223_235029.jpg

IMG_20241223_235029.jpg

এরপর আমি ডিমের তরকারি চুলা থেকে নামিয়ে একটি পাত্রে পরিবেশন করেছি। আর এভাবে আমি সিদ্ধ ডিমের ভুনা রেসিপি তৈরি করেছি।


পোস্টের বিষয়রেসিপি পোস্ট
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার মধ্যে ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

আমি তানহা তানজিল তরসা। । আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


Logo.png

New_Benner_ABB.png

20241222_205024.jpg

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnznE4oV7ctWuCxnsd9uy6YxdR8heVcjeT9mQWG2kihiWVWy9u9N83zWKRcGD2v7GMF1ttdPgUBMuuMuZY2.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ডিম পুষ্টিগুণে ভরপুর। তাইতো প্রতিদিন কোন না কোনভাবে ডিম খাওয়া হয়। ছোট বড় সবার জন্য ডিম খাওয়া খুবই উপকারী। আপনি আজ ডিমের খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। এভাবে ডিম ভুনা খেতে খুব ভালো লাগে। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য।

Screenshot_2024-12-23-21-21-00-614_com.peak.jpg

Screenshot_2024-12-23-19-14-00-180_com.android.chrome.jpg

Screenshot_2024-12-23-19-12-34-417_com.twitter.android.jpg

Screenshot_2024-12-23-19-07-03-151_com.android.chrome.jpg

Screenshot_2024-12-23-19-04-44-468_com.android.chrome.jpg

Screenshot_2024-12-23-14-47-41-990_com.android.chrome.jpg

ডিম ভুনা আমার খুবই প্রিয়। ডিম যেভাবেই রান্না করা হোক না কেনো খেতে অনেক ভালো লাগে। আপু আপনি অনেক সুন্দর ভাবে ডিম ভুনা রেসিপি উপস্থাপন করেছেন। দারুন হয়েছে আপনার এই রেসিপি। অনেক লোভনীয় লাগছে দেখতে।

ডিম ভুনা রেসিপি আপনার অনেক পছন্দের জন্য ভালো লাগলো আপু।

সত্যি বলতে আপনার রেসিপিটি দেখে আমার অনেক লোভনীয় লাগছে। খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো।ডিম ভুনার রেসিপি খেতে সত্যি আমার অনেক বেশি ভালো লাগে। এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আমার তৈরি করা রেসিপিটি ভালো লাগার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই ভালো থাকবেন।

আমিও ডিমের রেসিপি করেছিলাম বেশ চমৎকার সুন্দর হয়েছিলো।ডিম খেতে সবার পছন্দের। আপনার মতো ডিম ভুনা রান্না করে খেতে বেশি ভালো লাগে।দারুণ লোভনীয় রেসিপিটি হয়েছে। কালারটাও অনেক সুন্দর এসেছে ডিম ভুনার।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় ডিম ভুনা রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

আমার তৈরি করা ডিম ভুনা রেসিপি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। জি আপু ডিম ভুনার কালারটি অনেক দারুন হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন।

আপু আপনি সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন। ডিম ভূনা আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে ডিম ভূনা টি অসাধারণ হয়েছে। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো রেসিপি টি শেয়ার করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

জি ভাই ডিম ভুনা রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

ডিমের যত প্রকার রেসিপি হয় তার মধ্যে ভুনা রেসিপি আমার খুবই প্রিয়। অনেক সুন্দর লাগছে আপনার রেসিপি তৈরি। ভুনা রেসিপির কালারটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে । সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

ডিমের রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। সত্যি আপু ডিমের রেসিপি খেতে যেমন মজা তেমনি তৈরি করা যায় সহজে।ধাপ গুলো সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার তৈরি করার রেসিপির প্রতিটি ধাপ আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

খিচুড়ি বানালে এই ধরণের ডিমের রেসিপি করি৷ কী সুস্বাদু লাগে। আপনিও বেশ সুন্দর বানিয়েছেন৷ আশাকরি খেতেও বেশ চমৎকার হয়েছিল৷ আপনার রান্নার রঙটা এতো লোভনীয় হয়েছে কি বলব আপু দেখেই জিভে জল এসে যাচ্ছে৷

জ্বি আপু ডিম ভুনা রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আর রেসিপির কালারটিও অনেক দারুন হয়েছিল। আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

এরকম রেসিপি গুলো দেখলেই তো লোভ লাগে। আপনার আজকের এই রেসিপিটা খুবই লোভনীয় লাগছে দেখতে। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু ছিল। এভাবে ডিম ভুনা করলে আর কিছুই লাগে না এর সাথে। গরম ভাতের সাথে এই ঝোলগুলো মেখে ডিম দিয়ে খেতে দারুন লাগে। মজার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

অনেক সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন আপনি । ডিমের মজাদার ভুনা রেসিপি খেতে অনেক বেশি সুস্বাদু হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

এই ডিম ভুনা রেসিপি গরম গরম খিচুড়ির সাথে খেতে বেশ ভালো লাগে। খুবই লোভনীয় লাগছে আপু ডিম ভুনার রেসিপি টা।ধন্যবাদ মজাদার ডিম ভুনা রেসিপি শেয়ার করার জন্য।

জ্বি আপু খিচুড়ি দিয়ে ডিম ভুনা খেতে সত্যি অনেক টেস্টি লাগে।

মাঝেমধ্যে ডিম ভুনা খেতে বেশ ভালোই লাগে। বিশেষ করে ভুনা খিচুড়ির সাথে ডিম ভুনা খেতে বেশি ভালো লাগে। আপনার রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে আপু। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ডিম ভুনা রেসিপি খেতে সত্যি অনেক সুস্বাদু হয়েছিল।

বেশি রুচি সম্মত একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। এত সুন্দর ডিমের ভুনা তৈরি করে দেখানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

ডিম ভুনা রেসিপি আমি খুবই পছন্দ করি। যার কারণে আপনার রেসিপি পরিবেশন এবং রেসিপিটা দেখে আমার ভালো লাগলো, খেতে খুবই ইচ্ছা করলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার গঠন মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

লাল লাল ডিম ভুনা খেতে দারুন লাগে। খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রেসিপি টা শেয়ার করেছেন। গরম ভাতের সাথে এই রেসিপি টা হেব্বি জমবে।ধন্যবাদ।

জি ভাই গরম ভাতের সাথে ডিম ভুনা খেতে অনেক টেস্ট লাগে।

মাছ মাংস খেতে সব সময় আর ভালো লাগেনা। মাঝেমধ্যে এরকম রেসিপি হলে খেতে অন্যরকম মজা লাগে। আজকে আপনি দেখতেছি মজার ডিম ভুনার রেসিপি করেছেন। ডিমের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আর ডিম ভুনা রেসিপির মধ্যে হালকা পেঁয়াজ বেশি দিলে খেতে মজা লাগে। ডিম ভুনা রেসিপি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।