ডাই পোস্টঃ ক্লে দিয়ে আঙ্গুর ফল তৈরি 🍇🍇

in hive-129948 •  5 months ago  (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৫ আগষ্ট ২০২৪ ইং: রোজ রবিবার।

বাংলায় ১০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।


হ্যালো বন্ধুরা......

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে একটি ক্লে দিয়ে আঙ্গুল ফলের ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। এই ধরনের ডাই তৈরি করতে কম বেশি সবারই অনেক ভালো লাগে। এই ধরনের পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার তৈরিকৃত ডাই প্রজেক্টটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

ফাইনাল লুক

IMG_20240825_093602.png

Photoroom-20240825_093646.png

IMG_20240825_093410.jpg

IMG_20240825_093346.jpg

IMG_20240825_093326.jpg

প্রয়োজনীয় উপকরণ
ক্লে
চিকন পাইপ

Photoroom-20240825_094358.png


প্রথম ধাপ

Photoroom-20240825_100444.png

প্রথমে আমি কিছু ক্লে নিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

Photoroom-20240825_094124.png

Photoroom-20240825_094035.png

গোল করা ক্লে একের পর এক ধাপে ধাপে লাগিয়ে নিয়েছি।

তৃতীয় ধাপ

Photoroom-20240825_094222.png
এবার সবুজ রঙের ক্লে নিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়েছি পাতা তৈরির জন্য।

চতুর্থ ধাপ

Photoroom-20240825_093708.png
গোল করা ক্লে দিয়ে এবার পাতা তৈরি করে নিয়েছি।

পঞ্চম ধাপ

Photoroom-20240825_093816.png
এবার চিকন পাইপ এর সাহায্যে ক্লে দিয়ে আঙ্গুর ফল এর ডাল তৈরি করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

Photoroom-20240825_093738.png

Photoroom-20240825_094300.png

IMG_20240825_093410.jpg

আঙ্গুর ফল এর ডাল তৈরি করা হয়ে গেলে খুব সুন্দর করে ডালটি লাগিয়ে নিয়েছি। তারপর আমার কজটি পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে।

পোস্টের ধরনডাই পোস্ট
তৈরিকারকতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একদম সত্যিকারের আঙ্গুরের মত লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে পুরো আঙ্গুরের থোকা তৈরি করেছেন। একদম পারফেক্ট হয়েছে। ক্লে দিয়ে তৈরি যে কোন জিনিস বেশ ভালো লাগে দেখতে। আর এটা দিয়ে চাইলেই সব কিছু তৈরি করা যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করে শেয়ার করার জন্য।

যে আপনি ঠিকই বলেছেন ক্লে দিয়ে আমরা যা ইচ্ছে তাই তৈরি করতে পারি। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থেকে উৎসাহিত করার জন্য।

image.png

ক্লে দিয়ে অনেক সুন্দর আঙুর ফল তৈরি করেছেন। সত্যি ক্লের তৈরি জিনিস গুলো দেখতে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

সত্যি বলতে আপু আপনাদের ক্রিয়েটিভিটি দেখতে অনেক ভালো লাগে। আপনি ক্লে দিয়ে আঙ্গুর ফল তৈরি করেছেন দেখতে অনেক চমৎকার লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

ক্লে দিয়ে কোন জিনিস তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে এবং তৈরি করতে অনেক ভালো লাগে। আপনি ক্লে দিয়ে চমৎকার ভাবে অনেকগুলো আঙ্গুর ফল সহ দুইটি পাতা তৈরি করেছেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

ক্লে ব্যবহার করে অনেক কিছুই তৈরি করা যায়। আর এরকম ভাবে কোনো কিছু তৈরি করা হলে আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। এমনকি আমি তৈরি করতেও খুব পছন্দ করি। সময় পেলেই ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার চেষ্টা করি। আজ আপনি অনেক সুন্দর করে ক্লে দিয়ে আঙুর ফল তৈরি করেছেন। প্রথমে তো মনে করেছিলাম এগুলো সত্যিকারের আঙুর ফল। আমার কাছে অনেক ভালো লেগেছে এটা।

আমার তৈরি করা ক্লে দিয়ে আঙুর ফলের ডাই প্রজেক্টটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জানতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে আঙ্গুর ফল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এত সুন্দর আইডিয়া মাথায় নিয়ে পোস্ট তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। এত সুন্দর ভাবে পোস্ট তৈরির প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে ধারাবাহিকভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থেকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ওয়াও ক্লে দিয়ে খুব সুন্দর ভাবে আঙ্গুর ফল তৈরি করেছেন আপু। যা দেখতে তো খুবই সুন্দর হয়েছে। একদম নিখুঁত হাতে তৈরি করেছেন। যাই হোক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে ক্লে ব্যবহার করে আঙ্গুর ফল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

কেন যেন এখন ক্লের প্রতি অনেক লোভ হয়ে গেছে। এখানে সবাইকে দেখতে দেখতে আমিও ক্লে দিয়ে কাজ করবে পছন্দ করি। আর কেউ ক্লে দিয়ে কোনকিছু বানালেও দেখতে ভালো লাগে। আজ আপনার ক্লে দিয়ে আঙ্গুর ফল কিন্তু এক্সসিলেন্ট হয়েছে। যার প্রশংসা না করে পারছিনা। প্রতিটি ধাপও অনেক সুন্দর করে আমাদের বুঝিয়ে পরিবেশন করেছেন।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

চমৎকার সুন্দর বানিয়েছেন আপু ক্লে দিয়ে চমৎকার আঙ্গুল। দারুল হয়েছে আপনার বানানো ক্লে আঙ্গুর।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে ক্লে দিয়ে আঙ্গুর তৈরি পদ্ধতি চমৎকার করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে আঙ্গুর বানানো পদ্ধতি চমৎকার ভাবে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার প্রশংসা মূলক মতামতের জন্য।

বেশি দারুণ হয়েছে আপনার আঙ্গুর ফল তৈরি করা। অনেক সুন্দর ভাবে আপনি আঙ্গুর ফল তৈরি করে দেখিয়েছেন আমাদের। খুবই ভালো লাগলো আপনার চমৎকার আঙ্গুর ফল দেখে। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল আপনার আঙ্গুর ফলগুলো।

চেষ্টা করি ভাইয়া ভালো কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার। আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ক্লে দিয়ে খুব সুন্দর আঙ্গুর তৈরি করেছেন দেখে মনে হচ্ছে আপনি রিয়েল আঙ্গুর গুলো তৈরি করলেন। ক্লে দিয়ে এত সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করে নিলেন যা দেখতে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ আপু।

ক্লে দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আপনি ক্লে দিয়ে আঙ্গুর ফল তৈরি করেছেন। আঙ্গুর ফল তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। আপনার আঙ্গুর ফল দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। ক্লে দিয়ে আঙ্গুর ফল তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো অসাধারণ ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আমার তৈরি করা আঙ্গুর ফলের ডাই পোস্টটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সবাই প্রতিনিয়ত নিজের প্রতিভা প্রকাশ করছে এটা দেখে অনেক ভালো লাগলো। ক্লে দিয়ে আঙ্গুর ফল তৈরি করেছেন দেখে খুবই ভালো লেগেছে। আঙ্গুর ফল তৈরি করার প্রসেস উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

ক্লে দিয়ে সুন্দর একটি আঙ্গুর ফল এর ডাই আপনি শেয়ার করেছেন আপু।ডাই টি দেখতে জাস্ট দারুন লাগছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা সুন্দর ছিল,ধন্যবাদ আপনাকে।

ডাই প্রজেক্টটি ভালোলাগার জন্য ধন্যবাদ।

আরে বাহ্ আপনি তো একেবারে চোখে তাক লাগিয়ে দিলেন। আমি তো প্রথমে মনে করে ছিলাম যে আঙ্গুর ‍গুলো সত্যিকারের। বেশ সুন্দর করে ক্লে দিয়ে আপনি আঙ্গুর বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করি আগামী তে আপনার কাছ হতে আরও বেশী ক্রেয়েটিভ পোস্ট দেখতে পাবো।

ক্লে দিয়ে আঙ্গুর ফল তৈরির ধাপ গুলা আপনার অনেক পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ক্লে দিয়ে অনেক সুন্দর আঙ্গুর ফল তৈরি করেছেন। আঙ্গুর ফলটি দেখতে বেশ চমৎকার লাগছে। দেখে মনে হচ্ছে যেন এটা সত্যিকারের আঙ্গুর ফল। আঙ্গুর ফল তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

শুকরিয়া আপনিও ভালো থাকবেন। জাযাকাল্লাহু খাইরান।

অরে বুদ্ধিরে ক্লে দিয়ে আঙ্গুর ফল তৈরি করে ফেললেন। আসলে এটা তো দেখতে সত্যিকারের আঙ্গুরের মত দেখা যায়। আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। আশা করি আপনার এই ক্রিয়েটিভিটি অব্যাহত রাখবেন।

আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

বর্তমান সময়ে ক্লে দিয়ে অনেকে অনেক জিনিস তৈরি করে। আজকে আপনি ক্লে দিয়ে অনেক সুন্দর করে আঙ্গুর ফল তৈরি করেছেন। তবে আপনার আইডিয়া সত্যি আমার কাছে খুব ভালো লাগলো।ক্লে দিয়ে তৈরি করা ছোট ছোট আঙ্গুর ফল গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ক্লে দিয়ে আঙ্গুর ফল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার ক্লে দিয়ে ডাই প্রজেক্টটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আর এখানেই আমার কাজের সার্থকতা খুঁজে পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

বাহ্ আপনি ক্লে দিয়ে খুব সুন্দর আঙ্গুর তৈরি করছেন।ক্লে দিয়ে বানানো সবকিছু আমার কাছে অনেক ভালো লাগে।আপনার তৈরি করা ক্লে দিয়ে আঙ্গুরটি অনেক সুন্দর হয়েছে আপু।আঙ্গুরটি তৈরি করার প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করে পাশে থেকে অনেক উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।