🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার নতুন ব্লগে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি প্রতি সপ্তাহে একটি করে লাইফ স্টাইল পোস্ট আপনাদের মাঝে শেয়ার করে থাকি। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ একটি লাইফ স্টাইল পোস্ট শেয়ার করব।আশা করি আমার লেখা আইয়ান বাবুর জন্য হঠাৎ করে গাড়ি কেনার অনুভূতি পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
আইয়ান বাবু যত বড় হচ্ছে তত তার বায়না বেড়ে যাচ্ছে। সে কিছুদিন ধরে বায়না করছে তার একটা গাড়ি লাগবে। অলরেডি তার একটা গাড়ি আছে তার নানুভাই তাকে কিছুদিন আগে গিফট করেছিল। কিন্তু তার কথা সেই গাড়িটা নাকি পুরাতন হয়ে গেছে। তাই সেই গাড়িটা সে চালাতে পারবে না। আইয়ান বাবু আমার থেকে তার বাবার কাছে বেশি বায়না করে। আমার কাছে বায়না করলেও আমি সেগুলো তেমনভাবে সাপোর্ট করিনা সেজন্য আমার কাছে এসে এখন আর বায়না করার সাহস পায় না। তার যত বায়না সব তার বাবা আর নানুর কাছে।তবে কি আর করার ছেলের আবদার মেটাতে তো হবেই। এটা অবশ্য আমার কথা না তার বাবার কথা। আমি অবশ্যই এত প্রশ্রয় দিতে একদমই পছন্দ করি না।এরপর আপনাদের ভাইয়া আমাকেও বাবুকে নিয়ে সন্ধ্যার পর বাজারের উদ্দেশ্যে রওনা দিল এবং আমরা সেখানে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম।তবে পাবনা চাটমোহরে মানিক কাজী শপিং কমপ্লেক্সটা অনেক বড়। আর এই শপিং কমপ্লেক্সে যাবতীয় যত রকম জিনিস আপনি চাইবেন সব কিছুই ওখানে পাবেন। মানিক কাজী শপিং কমপ্লেক্সটা আমার অনেক পছন্দের।বিশেষ করে একটা সংসারে যতরকম জিনিস লাগে আমি সবকিছু এখন থেকে নিতে পারি এজন্য আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। যেহেতু আমরা রাতে গিয়েছিলাম বাজারে সেজন্য একটু ভিড় কম ছিল। তাছাড়া এই শপিং কমপ্লেক্স এর অলটাইম অনেক ভিড় থাকে।
এরপর যেহেতু আমাদের মূল উদ্দেশ্যই ছিল বাবুর জন্য একটা গাড়ি কেনা। তাই আর দেরি না করে আমরা সব রকম গাড়ি গুলা দেখতে থাকি।তার যেহেতু এরকম একটা গাড়ি আছে তাই তাকে বললাম একটা সাইকেল নেওয়ার জন্য।কিন্তু সে মোটেও রাজি ছিল না বরঞ্চ সে অনেক কান্না করছিল। তখন তার কান্না দেখে আপনাদের ভাই বলল থাক বাবু যেটা নিতে চাই সেটাই নিয়ে নিক। আর একটু বড় হলে সাইকেল কিনে দিবো। বাবু এখনো অনেক ছোট আছে যখন সাইকেল চালাতে শিখবে তখন কিনে দিবো। তারপর আমি বললাম ঠিক আছে যেটা ভালো বুঝো তুমি। এরপর সে লাল কালো দিয়ে আপনারা যে গাড়িটি দেখতে পারছেন বাইক সিস্টেমের ওই গাড়িটি সে অনেক পছন্দ করে। এরপর গাড়িটির বিষয়ে আপনাদের ভাই ওখানকার কর্মচারীদের সাথে কথা বলে এবং দাম দর ঠিক করে। গাড়িটির দাম বললো কম করার পর ৩৭০০ টাকা হলে দিতে পারবে।এরপর আমরা আর বেশি কথা না বাড়িয়ে টাকাটা দিয়ে দিলাম। গাড়িটা আমাদেরও বেশ অনেক পছন্দের হয়েছিল। গাড়িটার কালার লাল ও কালো হওয়ার কারনে অনেক বেশি দারুন লাগছিল। বাবুতো গাড়ি পেয়ে অনেক খুশি। আর তার খুশিতে এই আমরা খুশি। সন্তানের আবদার গুলো পূরণ করতে পারলে সত্যি অনেক ভালো লাগে। এরপর আমরা গাড়িটি নিয়ে বাসায় চলে আসি।আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। নতুন কোন পোস্ট নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো।সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
পোস্টের বিষয় | লাইফস্টাইল |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন আপু সন্তানকে খুশি দেখলে আমরা বাবা মায়েরাও অনেক খুশি হই। আমার ছেলেরও বেশ কয়েকটি গাড়ি আছে তারপরও বায়না ধরেছে বাইক আর সাইকেলের জন্য। বাচ্চারা এরকমই। গাড়িটি খুবই সুন্দর হয়েছে আপু। বাবুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সন্তানের জন্য কোন জিনিস কিনতে পারলে আসলেই বাবাদের অনেক খুশি হয়। আইয়ান বাবু সুন্দর একটা খেলনা পেয়েছে এটা দেখে খুবই ভালো লাগলো। আপনারা তো দেখছি ৩৮০০ টাকা দিয়ে করে এটা কিনে ফেলেছেন। আমি ভাবছি আবু রায়হানের জন্য এমন একটা খেলনা কিনব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাই ছেলের আবদার বলে কথা মেটাতে তো হবেই।গাড়িটা ৩৮০০ টাকা না ৩৭০০ টাকা নিয়েছে। আইয়ানের নানুভাই অনেক আগে একটা গাড়ি কিনে দিয়েছে গাড়িটা একদম নতুন রয়েছে তারপর ও সে নতুন গাড়ি চাই।তাই সে তার বাবার কাছ থেকে উপহারটা পেয়ে গেল। আপনিও আবু রায়হানের জন্য গাড়ি কিনবেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো ভাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বাচ্চারা কিছু আবদার করলে না করা যায় না। তাছাড়া বাচ্চাদেরকে খেলনা কিনে দিতে পারলে প্রতিটি মা বাবার কাছেই খুব ভালো লাগে। এই গাড়িটা ৩,৭০০ টাকা দিয়ে কিনে দিয়েছেন,জেনে খুব ভালো লাগলো। গাড়িটা আসলেই খুব সুন্দর হয়েছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাই আপনি ঠিকই বলেছেন ছোট বাচ্চাদের কোন আবদার মেটাতে পারলে সত্যি অনেক ভালো লাগে।আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন এই গাড়ি গুলো ভালো পরিচিতি পেয়েছে। সাধারণত সব বাচ্চারা এই গাড়ি গুলো পেলে খুশি হয়। বাবার কাছ থেকে নতুন হাড়ি পেয়ে আয়ান ও অনেক খুশি হয়েছে। তবে সাবধানে রাখবেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit