নাটক রিভিউঃ ধনী গরিবের লড়াই [পর্ব - ১৮ তম]❤️

in hive-129948 •  13 days ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ০৯ ডিসেম্বর ২০২৪ ইংঃ রোজ সোমবার।

বাংলায় ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে সকল ব্লগবাসীকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি।আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজ আমি ধনী গরিবের লড়াই নাটকের ১৮ তম পর্ব নিয়ে কথা বলবো।এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নেয়েছি। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে।ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও শিক্ষানীয়। আশা করি আমার নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।

নাটকের পোস্টার

IMG_20241209_210809.jpg


IMG_20241209_210220.jpg

IMG_20241209_210244.jpg

নাটকের প্রথমে দেখা যায় নায়ক তার দুই বন্ধুকে সাথে নিয়ে মোড়ল বাড়িতে গেছে তার রিক্সা চুরি করার জন্য। এরপর নায়ক ও তার এক বন্ধু ও এদিক-ওদিক দেখছে কেউ আসে কিনা। আরেক বন্ধু রিক্সা আনতে গেছে ঠিক সেই মুহূর্তে মোড়ল বাড়ির বড় মেয়ে সুলতানা তাকে দেখে ফেলে।তখন সুলতানা তাকে বলে তাড়াতাড়ি রিক্সা নিয়ে চলে যাও না হলে কেউ দেখে ফেললে সমস্যা হবে। এরপর নায়করা রিক্সা নিয়ে চলে যাই নিজের বাড়িতে।

IMG_20241209_210356.jpg
এরপর দেখা যায় নায়ক রিকশা নিয়ে বাড়িতে গেছে এবং তার বউ ও তার বাবা মাকে ডাক দেই। নায়কের পরিবারের সবাই রিক্সা দেখে তো খুবই খুশি। বিশেষ করে নায়ক এর বাবা খুবই খুশি হয়েছিল। নায়কের বাবা রিকশা দেখে বলে আজ থেকেই আমি রিক্সা নিয়ে বের হব।

IMG_20241209_210306.jpg

IMG_20241209_210444.jpg

এদিকে দেখা যায় চৌকিদার এসে এই সুরুজকে ডাকছে। তখন সুরুজ ও তার মা ঘর থেকে বের হয়ে আসে। শুধু চৌকিদারকে জিজ্ঞাসা করে কি হয়েছে বলো তখন চৌকিদার বলে ভাই রিকশা চুরি হয়ে গেছে। এই কথা শুনে সুরুজের মা অনেক খুশি। তখন সুরুজ তার মাকে বলে তো অনেক খুশি। তখন তার মা বলে হ্যাঁ আমি খুবই খুশি। তোরা ওদের রিক্সা চুরি করে এনেছিলি আবার ওরা রিক্সা চুরি করে নিয়ে চলে গেছে। এরপর সুরুজ বলে আমি দেখে নেব সবাইকে। তারপর সুরুজ তার বড় আব্বার কাছে যাই। এবং রিক্সা চুরি হয়ে গেছে সেইসব কথা বিস্তারিত সব তাকে জানাই। এই কথা শুনে মোড়ল অনেক রেগে যায়।তখন মোড়ল বলে এবার ওদেরকে অন্যভাবে শায়েস্তা করতে হবে। এরপর মোড়ল সাহেব তার মেয়ের রিমাকে কিডন্যাপ করার কথা চিন্তা করে। তারপর রিক্সাওয়ালার নামে মামলা করবে এটাই তারা মতলব করে।

IMG_20241209_210523.jpg

এদিকে দেখা যায় মোড়লের ছোট ছেলে রতন নায়কের বোন সোহানাকে অনেক পছন্দ করে এবং সোহানার কলেজের যাওয়ার পথে রতন প্রতিদিন দাঁড়িয়ে থাকে।সোহানা রতন কে বলে আপনি প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকবেন না আমার অনেক বিরক্ত লাগে। এই কথা শুনে রতন বলে আমি তোমাকে ভালোবাসি। তখন সোনা বলে আমি আপনাকে ভালোবাসি না। আপনি কাল থেকে যদি এই পথে দাঁড়িয়ে থাকেন তাহলে আমি অন্য পথ দিয়ে যাব কলেজে। এই কথা বলে সোহানা কলেজে চলে যাই।

IMG_20241209_210503.jpg
এরপর দেখা যায় মাস্টার মোড়ল বাড়ির দিকে যাচ্ছে। মোড়ল বাড়ি যাওয়ার পথে সুলতানার সাথে দেখা হয় এবং সুলতানা কাকে বলে কাল রিমার জামাইকে রিকশা চুরি করতে আমি সাহায্য করেছিলাম। এই কথা শুনে মাস্টার বলে আমি তোমাকে যতটা খারাপ ভাবতাম তুমি ঠিক ততটা খারাপ না।এরপর মাস্টার সেখান থেকে যাওয়ার পথে বলে জানো সুলতানা এই মোড়ল বাড়িতে পড়ে আছে কিসের জন্য, তখন সুলতানা বলে কি জন্য আছেন মাস্টার। তখন মাস্টার বলে ওটা তুমি বুঝবে না। এ কথা বলে সেখান থেকে মাস্টার্স চলে যাই।

IMG_20241209_210542.jpg

IMG_20241209_210626.jpg

এরপর সুলতানা কলেজ শেষে বাসায় যাওয়ার পথে নায়কের দুই বন্ধুর সাথে দেখা হয়। ওদের দেখে লাঠিয়ান বলে সামনে থেকে সরে যাও না হলে অনেক খারাপ হবে। এরপর তারা দুই বন্ধু তাকে ধমক দেই। এরপর নায়কের বন্ধুরা সুলতানা কে ধন্যবাদ জানাই কারণ রিক্সা চুরি করার সময় সাহায্য করেছিল এজন্য। তখন সুলতানা রেগে যায় এবং দুই এক কথা তাদেরকে শুনিয়ে দেই। এদিকে আবার দেখা যায় সোহানা কলেজ থেকে বাড়ি ফিরেছে এবং তার ভাবিকে জিজ্ঞাসা করছে ভাবি তুমি কি করছো।তখন তার ভাবি বলে চাল বাঁচতেছি রান্না করবো।সোহানা তখন তার ভাবিকে সব কথা বলে। তার ভাবে তাকে প্রশ্ন করে ছেলে দেখতে কেমন বাড়ি কোথায়। তখন সোহানা বলে ছেলে দেখতে সুন্দর। তখন তার ভাবি বলে তাহলে একটা চান্স নেওয়া যেতে পারে। তারা কথা বলতে বলতে নায়ক বাজার করে নিয়ে চলে আসে সেখানে। এরপর নায়ক বলে মাকে বলো রান্না করতে। তখন তার বোন বলে আজ আমি আর ভাবি দুজন মিলে রান্না করবো তখন তার ভাই বলে ঠিক আছে।

IMG_20241209_210605.jpg

IMG_20241209_210720.jpg

IMG_20241209_210742.jpg

এরপর দেখা যায় সুরুজ রিমাকে কিডন্যাপ করবে তাই তার ভাবি ও কাজের মেয়ে মিনার সাথে দাঁড়িয়ে আলোচনা করছে। এরপর এদিকে দেখা যায় রতন রাত করে বাড়ি ফিরছে ঠিক তখন তার মা বলছে তুই খাওয়া দাওয়া করিস না সারাদিন কোথায় থাকিস। তখন রতন বলে আমি একটুও কাজে ছিলাম।এরপর রতন তার মাকে বলে আমি বিয়ে করবো মা। এ কথা শুনে রতনের মা বলে আচ্ছা ঠিক আছে আমি তোর বলবো। তখন রতন বলে আমার একটি মেয়ে পছন্দ আছে আমি তাকে অনেক ভালোবাসি। তখন তার মা বলে বাড়ি কোথায় তখন রতন বলে এ পাশের গ্রামে। এই কথা শুনে তার মা বলে তুই জানিস না পাশের গ্রামে আমাদের শত্রু আছে। এরপর রতনের মা বলে আচ্ছা ঠিক আছে আমি তোর বাবার সাথে কথা বলবো। তারপর রতন বলো ঠিক আছে। এরপর নাটকটি আগামী পর্বে দেখিয়ে দেই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই পরবর্তী পর্ব আপনাদের মাঝে শেয়ার করব।

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামধনী গরিবের লড়াই পর্ব - ১৮ তম
পরিচালকসুলাইমান।
অভিনয়েইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির ও আরও অনেকেই।
দৈর্ঘ২১ মিনিট ২৮ সেকেন্ড
মুক্তির সময়১৮ আগস্ট ২০২৪ খ্রিঃ



এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক


নাটকটি আমার কাছে খুবই ভালো লাগছে। যেহেতু নাটকটি পর্বের নাটক সেহেতু যত পর্ব বাড়বে নাটকটি ততই আকর্ষণীয় হবে। এ নাটকে যারা অভিনয় করেছে তারা খুব সুন্দর ভাবেই তাদের চরিত্র উপস্থাপন করেছে। নাটকটির রেটিং ০৯/১০ দিলাম।


পোস্টের বিষয়নাটক রিভিউ
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhaNegdxYknk1uT5VhJBfVGuCpuCXpYcAodjMGpNcjvdjUztoxYcrGuRKnU5gskaKnfFe8MhU9Jtg4C94.png

PUSS.zip_-_6.png.jpg

</div

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Screenshot_2024-12-09-18-21-10-980_com.android.chrome.jpg

Screenshot_2024-12-09-18-20-22-647_com.android.chrome.jpg

Screenshot_2024-12-09-18-19-26-419_com.twitter.android.jpg

image.png

আমি বেশ অনেকদিন ধরে লক্ষ্য করে আসছি আপনি ধনী গরিবের লড়াই নাটকটা রিভিউ করে চলেছেন প্রত্যেক পর্ব। ঠিক তেমনিভাবে আজকে ১৮ তম পর্ব সুন্দর রিভিউ করেছেন। আপনার এই পোষ্টের মধ্য দিয়ে এই পর্বে ধারণা পেলাম অনেকটা। সুযোগ করে নাটক এর অংশটুকু দেখার চেষ্টা করব আমি।

আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ। সময় পেলে নাটকের পর্ব গুলো দেখবেন আশা করি অনেক ভালো লাগবে।

ধনী গরিবের লড়াই নাটকের ১৮ তম পর্ব আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। নাটকের বেশ কিছু পর্ব আপনার পোষ্টের মাধ্যমে পড়া হয়েছে। নাটকের বিষয়বস্তু ভীষণ সুন্দর। সুন্দর এই নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। সাবলীল ভাষায় নাটক রিভিউ করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

অনেক সুন্দর ও সাবলীল ভাষায় সুন্দর মতামত শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

গরিবের লড়াই পর্ব ১৮ তম পড়ে ভীষণ ভালো লাগলো। বর্তমান সময়ে ধনী গরিবের লড়াই লেগেই চলছে। তাই মা রতনকে পাশের গ্রামে যেতে নিষেধ করেছিল। শত্রুর ভয়ে এই কথা বলেছিল রতনের মা। আগামী পর্বে বিষয়বস্তু খুব সুন্দর করে বুঝতে পারবো অপেক্ষায় রইলাম আপু। আপনার রিভিউ পড়ে নাটকের বিষয়বস্তু জানতে পারলাম। ধন্যবাদ আপু আপনাকে ভালো থাকবেন।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।আশাকরি খুব শীঘ্রই পরবর্তী পর্ব আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব।

আপু আপনি ধনী গরীবের লড়াই নাটকের ১৮ তম পর্ব শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনি প্রতি সপ্তাহে একটি একটি করে পর্ব শেয়ার করেন আর আপনার সেই পর্ব গুলো পড়তে খুব ভালো লাগে। এই নাটক এখনও দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়তে অনেক ভালো লাগে। এই ধরনের নাটক থেকে অনেক কিছু শেখা যায়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

ধনী গরীবের লড়াই নাটকটি অনেক সামাজিক এবং শিক্ষনীয়। আপনি প্রতি সপ্তাহে আমার পোস্টে ভিজিট করেন জেনে ভালো লাগলো।

বর্তমান ঈগল টিমের ইফতি অনেক সুন্দর অভিনয় করে।তার নাটক গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। ধনী গরীবের লড়াই নাটক টি কিছু পর্ব দেখছি।যাইহোক আপনার রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

আপনি ধনী গরিবের লড়াই নাটকে বেশ কয়েকটি পর্ব দেখেছেন জেনে খুবই ভালো লাগলো ভাই। বাদবাকি পর্বগুলো দেখবেন আশা করি অনেক ভালো লাগবে।

  ·  12 days ago (edited)

ধনী গরিবের লড়াই নাটকের ১৮ তম পর্বের রিভিউটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এরকম সুন্দর সুন্দর নাটক গুলো দেখতে আমি অনেক পছন্দ করি। এই নাটকটা আমি দেখছি। আর অনেক আগে এই পর্ব টাও দেখেছিলাম। আপনি অনেক সুন্দর করে রিভিউর মাধ্যমে এই পর্বের পুরো কাহিনীটা তুলে ধরেছেন। আশা করি একে একে সবগুলো পর্ব শেয়ার করবেন।

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আজ আপনি যে নাটকটার রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন, এই নাটকটা আমি দেখেছিলাম। আর আমার কাছে তো তখন অনেক ভালো লেগেছিল নাটকটা দেখতে। আর আজকে আপনি নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে এই নাটকের কাহিনীটাকে রিভিউর মাধ্যমে সবার মাঝে তুলে ধরার জন্য।

নাটকের রিভিউ পড়ে সুন্দর মন্তব্য করে পাশে থেকে উৎসাহিত দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।