ক্রিয়েটিভ রাইটিংঃ আতঙ্কের রাত।

in hive-129948 •  23 days ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

👰🥀আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ২৮ আগস্ট রোজ বুধবার ২০২৪ ইং:।

বাংলায় ১২ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ।

হ্যালো বন্ধুরা.............

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে মাঝে একটু ব্লগ নিয়ে হাজির হয়েছে। আমার নতুন ব্লগে আমার বাংলা কমিউনিটির সকল ভাই ও বোনদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সপ্তাহের সাতটি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি।সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ আমি একটি ক্রিয়েটিভ রাইটিং পোস্ট শেয়ার করবো আপনাদের মাঝে।এই কমিউনিটের অনেক সদস্য রাই ক্রিয়েটিভ রাইটিং পোস্ট শেয়ার করে থাকেন, তাদের পোস্টগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করে আমার লেখা ক্রিয়েটিভ রাইটিং আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

cloister-202552_1280.jpg
Source

"আতঙ্কের রাত"

রাত তখন গভীর। মেঘলা আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। পুরানো এক কুঠুরিতে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল অরুণ। তার হাতের টর্চলাইটটি অল্প আলো দিচ্ছিল যা কেবল সামনে কয়েক পা পর্যন্তই আলোকিত করছিল। অরুণ জানে এই বাড়িটি বহুদিন ধরে পরিত্যক্ত। কিন্তু সম্প্রতি লোকমুখে শোনা যাচ্ছিল রাতে এই বাড়িতে কেউ একজন হাঁটাহাঁটি করে। কেমন একটা রহস্যময় আওয়াজ হয় যেন কেউ কাঁদছে।

সেই খবর জানার পরই অরুণ একা একা এই বাড়িতে আসার সাহস করেছিল। কিন্তু এখন এসে তার নিজের সাহস নিয়ে সন্দেহ হচ্ছে। দেয়ালের গায়ে খসে পড়া পলেস্তারা, ভাঙা জানালা, আর ছাদের ওপর ভাঙা টাইলস দেখে তার বুকের মধ্যে এক ধরণের অস্বস্তি হচ্ছিল। হঠাৎ করেই বাতাসটা যেন ভারী হয়ে উঠল, আর অরুণের শরীরের রক্ত হিম হয়ে গেল।একটা চাপা আওয়াজ ভেসে এল সামনে থেকে মাঝে মাঝে জলের ঝরনার মতো আবার কখনো হালকা কান্নার আওয়াজ। অরুণ দ্রুত নিজের বুকের বাঁ দিক চেপে ধরল যেন ভয়কে ধরে রাখতে চায়। সে ধীরে ধীরে এগিয়ে গেল সেই আওয়াজের দিকে। প্রতিটা পা যেন তাকে মৃত্যুর দিকে টেনে নিচ্ছে।

হঠাৎ সামনে দেয়ালের গায়ে একটা ছায়া দেখা গেল। অরুণের টর্চের আলোটা ঝিমিয়ে পড়ছিল কিন্তু সেই ছায়াটা যেন আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছিল। ছায়ার আকারটা মানুষের মতো কিন্তু এর চোখ ছিল গভীর কালো যা কোনো মানুষের চোখ হতে পারে না।

অরুণ কাঁপতে কাঁপতে বলল, কে কে এখানে? কোনো উত্তর নেই, শুধু গভীর নিস্তব্ধতা। তারপর সেই ছায়াটা হঠাৎ করে তার দিকে এগিয়ে এলো। অরুণ চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। চোখের সামনে সেই ছায়াটা মিলিয়ে গেল কিন্তু তার মনে হলো কেউ তার কানে ফিসফিস করে বলল তোমার সময় শেষ অরুণ।

হঠাৎ টর্চলাইটটি নিভে গেল, আর অরুণ অন্ধকারে ডুবে গেল। শেষবারের মতো তার মনে হলো সে আর বেঁচে ফিরবে না। এরপর যেন তার সমস্ত অস্তিত্ব অন্ধকারে বিলীন হয়ে গেল।


মূলভাবঃ

ভয় ও আতঙ্ক আমাদের মানসিক দুর্বলতাগুলিকে সামনে নিয়ে আসে এবং অজানা শক্তির প্রতি আমাদের অসহায়ত্ব প্রকাশ করে। আতঙ্কের রাত গল্পটি এমনই এক অভিজ্ঞতা যেখানে মানুষ তার সাহসিকতার পরীক্ষা দেয়, কিন্তু কখনো কখনো সেই পরীক্ষা তাকে এমন ভয়াবহতার মুখোমুখি দাঁড় করায় যা সে কল্পনাও করতে পারে না।


পোস্টের বিষয়ক্রিয়েটিভ রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। পড়ে খুব ভালো লাগলো। আসলে ভয় আতঙ্কগুলো আমাদের মানসিকভাবে আরও অন্ধকারে ঠেলে নিয়ে যায়। আর অজানা শক্তির প্রতি আমাদের অসহায়ত্ব প্রকাশ করে। ভালো লাগলো আপনার পোস্টি পড়ে।

আমার শেয়ার করা পোস্টটি পড়ে আপনার অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। আপনাকে অনেক ধন্যবাদ আপু।

🌸🎉 Dear @lajuksakhin 🙏! Your post is a joy to read! 😊 I'm loving the snippets of your life, from photography and cooking to biking and singing 🚴‍♀️🎶. It's wonderful that you're balancing work as a homemaker with pursuing higher education 📚💡. Your enthusiasm is infectious! 💥

Your photo at the end is a lovely addition, making me smile 😊. Thank you for sharing your positivity and energy with us here on Steemit. I'm thrilled to be part of this community where we can share our passions and interests.

Let's keep the conversations flowing! What's your favorite type of photography? 📸 And have you discovered any new bike routes recently? 🚴‍♀️

By the way, don't forget to vote for your witness @xpilar.witness (https://steemitwallet.com/~witnesses) and help us continue growing this amazing Steem community. Together, we can make a difference! 💪🏽 #SteemCommunity #SupportLocalWitness