ফটোগ্রাফি পোস্টঃ কিছু এলোমেলো রেনডম ফটোগ্রাফি।

in hive-129948 •  12 days ago 
আসসালামু আলাইকুম/আদাব

🌿🥰👰🥀আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২০ জানুয়ারি রোজ সোমবার ২০২৫ ইং:।

হ্যালো আমার বাংলা ব্লগ বাসি........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার পরিবার পরিজনকে নিয়ে।প্রতি সপ্তাহের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে আমি বিভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে।ফটোগ্রাফি করতে যেমন পছন্দ করি ঠিক ফটোগ্রাফি দেখতেও অনেক পছন্দ করি। যদিও তেমন একটা ফটোগ্রাফি করতে পারি না তারপরেও চেষ্টা করি।আশা করি এভাবে ফটোগ্রাফি করতে করতে একদিন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো সুন্দর করে ফটোগ্রাফি করার। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার ধারণা করা রেনডম ফটোগ্রাফি গুলো।চলুন তাহলে দেখে আসা যাক।

প্রথম ফটোগ্রাফি

IMG_20250120_192006.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

প্রথম ফটোগ্রাফিতে আপনারা যে দৃশ্যটি দেখতে পারছেন এটা হল মিলের ধোঁয়া ওড়ার ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। ফটোগ্রাফিটি আমি মোবারকগঞ্জ সুগার মিল থেকে করেছিল। সুগার মিলের ধোঁয়া ওড়ার প্রাকৃতিক দৃশ্য একটি গভীর অনুভূতির জন্ম দেয়। মিলের চিমনি থেকে ধোঁয়া ধীরে ধীরে আকাশের দিকে উঠে যায়, যেন প্রকৃতির সঙ্গে এক হয়ে যাচ্ছে। কুয়াশা মিশ্রিত সকালবেলার আলোয় এই ধোঁয়া মেঘের মতো দেখতে লাগে। সূর্যের কিরণ ধোঁয়ার ভেতর দিয়ে এসে চারপাশে সোনালি আভা ছড়িয়ে দেয়, যা পুরো দৃশ্যকে মায়াবী করে তোলে।ধোঁয়ার নিচে মিলের চারপাশে সবুজ মাঠ, যেখানে শ্রমিকরা ব্যস্ত তাদের কাজ নিয়ে। ট্রাকটার ও পাওয়ারটিলার গাড়িতে আখ বোঝাই করে নিয়ে আসা হয়। এর মাঝেই মেশিনের শব্দ আর শ্রমিকদের কোলাহল পরিবেশটা অনেক ভালো লাগে।দূর থেকে এই দৃশ্য দেখে মনে হয়, প্রকৃতি আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। ধোঁয়ার মৃদু স্রোত, সবুজ মাঠ, আর নীল আকাশ একসাথে মিলিত হয়ে এক প্রাকৃতিক চিত্রের মতো দেখায়, যা দীর্ঘক্ষণ মনের মধ্যে গেঁথে থাকে।

দ্বিতীয় ফটোগ্রাফি

IMG_20250120_192038.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে আপনারা যে ফটোগ্রাফিটি দেখতে পারছেন এটি হলো সুগার মিলের বয়লারের ফটোগ্রাফি । এই বয়লার থেকেই পুরো মিলে কারেন্ট সরবারাহ সহ রস জ্বাল দেওয়ার কাজে ব্যাবহার করা হয়। এখানে জ্বালানি হিসাবে আখের চুচা ব্যাহার করা হয়। মিল চালু করার কয়েক মাস আগে থেকেই এই চুলা জ্বালানো হয়। এর ভেতর প্রচুর পরিমানে তাপ উৎপন্ন হয় এর ভেতরের দৃশ্যটা দেখতে খুবই চমৎকার লাগে। গনগনে আগুনের দিকে তাকালে বুঝা যায় এত তাপ কেমন।

তৃতীয় ফটোগ্রাফি

IMG_20250120_192142.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location
তৃতীয় ফটোগ্রাফিতে আপনারা যে ছবিটি দেখতে পারছেন এটা হল শীতকালীন সবজি ফুলকপির ফটোগ্রাফি। ফুলকপি শীতকালীন সবজি হিসেবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত জনপ্রিয়।ফুলের মতো আকৃতির এই সবজির কপি অংশটি মূলত ভোজ্য।ফুলকপি মূলত সাদা, তবে এর কিছু জাত বেগুনি, সবুজ এবং হলুদ রঙেরও হতে পারে। এর ভেতরের অংশটি দেখতে খুবই সুন্দর। বাইরের দিকে সবুজ পাতা দিয়ে ঘেরা থাকে যা ফুলকপিকে ঠান্ডা ও রোদ থেকে সুরক্ষা দেয়।ফুলকপি পুষ্টিগুণে ভরপুর। এতে ভিটামিন সি, ভিটামিন কে, ফাইবার, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।এটি ভাজি, তরকারি বা পকোড়া তৈরিতে ব্যবহৃত হয়। শীতকালে এই পছন্দের ফুলকপির তরকারি দিয়ে রুটি বা ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে। ফুলকপির তরকারি খেতে আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে। ফুলকপি চাষের জন্য শীতল আবহাওয়া ও উর্বর মাটির প্রয়োজন।ফুলকপি শুধু স্বাদের জন্য নয়, এর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতার জন্যও মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
চতুর্থ ফটোগ্রাফি

IMG_20250120_192113.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

চতুর্থ ফটোগ্রাফিতে আপনারা যে ছবিটি দেখতে পারছেন এটা মোবারকগঞ্জ সুগার মিলের ভেতরে আখ সংগ্রহের দৃশ্য।মিলের বিশাল চত্বরজুড়ে স্তূপাকারে জমা করা আখের সারি যেন আখ সংগ্রহের এক বিশাল ভান্ডারের প্রতিফলন। এই আখগুলো আসে আশপাশের গ্রাম থেকে, যেখানে চাষিরা তাদের বছরের পর বছর অনেক কষ্ট করে আখ চাষ করে এবং টাইম মতো সেগুলো মিলে সরবরাহ করে।মিলের আখ সংগ্রহস্থলে ট্রাক, ট্রাক্টর এবং গরুর গাড়িতে করে আনে আখগুলো এবং এরপর শ্রমিকরা মেশিনের কাছে নিয়ে যায়। এরপর অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে আখ থেকে রস নিষ্কাশন এবং পরবর্তী প্রক্রিয়াকরণ শুরু হয়।মিলের মধ্যে এমন অসংখ্য আখের গাড়ি আছে যেগুলা দেখতে অসম্ভব সুন্দর লাগে। আমার কাছে তো অনেক ভালো লেগেছিল যখন সারি সারি গাড়িগুলো আপনি সেখানে উপস্থিত ছিল।মোবারকগঞ্জ সুগার মিলের এই আখ সংগ্রহের চিত্র শুধু একটি কর্মক্ষেত্রের নয় বরং গ্রামীণ অর্থনীতি ও মানুষের ঐকান্তিক প্রচেষ্টার জীবন্ত প্রতীক।

পঞ্চম ফটোগ্রাফি

IMG_20250120_192232.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

পঞ্চম ফটোগ্রাফিতে আপনারা যে ছবিটি দেখতে পারছেন এটা হল একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটি আমি আমার বাসার পাশ থেকে করেছিলাম। যেহেতু আমরা কিছুদিনের জন্য গ্রামে বেড়াতে এসেছি আর গ্রামে এমন পরিবেশ পাওয়া যায়। আমিন পরিবেশ গুলো সত্যিই অসাধারণ। শেষ করে পুকুরের গা ঘেঁষে অনেকগুলো খেজুর গাছ রয়েছে এর জন্য দেখতে অনেক বেশি চমৎকার লাগছে। প্রত্যেকটি খেজুর গাছ দেখতে অনেক সুন্দর লাগছে। সেখানে অবশ্য কড়ই গাছও আছে। সব মিলিয়ে জায়গাটি আমার কাছে অনেক ভালো লেগেছিল যার জন্য আমি ফটোগ্রাফি ধারণ করে রেখেছিলাম। খোলা আকাশের ও মেঘের সাথে কড়াই গাছের পাতাগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে। সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছিল যার জন্য ফটোগ্রাফিটা করেছিলাম।

পোস্টের ধরনরেনডম ফটোগ্রাফি পোস্ট
ফটোগ্রাফারতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnznNvfTVEwUXyMtpxmHcfPysYyJgJKtr4kEeViawuXEuo9dy3jYHS1TR1KreGTCTJkxwUyzgRttBjiswvn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি তো দেখছি সুগার মিলের বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। তবে আমার কাছে ফুলকপির ফটোগ্রাফিটা ভালো লেগেছে। কারণ ফুলকপি আমার খুব পছন্দ। এই বছর শীতকালে ফুলকপির দাম একেবারেই কমে গিয়েছে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ফুলকপি আপনার অনেক পছন্দের এবং ফুলকপির ফটোগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই ধন্যবাদ আপনাকে।

1737385224178.png

আপু আজ আপনি বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। দারুন উপস্থাপনা করে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

এলোমেলো ফটোগ্রাফি আমি সব সময় অনেক বেশি বেশি পছন্দ করে থাকি। এলোমেলো ফটোগ্রাফি গুলো অনেক কিছু দেখার সুযোগ করে দেয়। এখানে আপনার পোস্টের ঠিক তেমনি সুযোগ পেলাম বিভিন্ন কিছু দেখার। ফুলকপি এর ফটোটা বেশি দারুন ছিল।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আসলে অনেক সুন্দর ভাবে আপনি ধারণ করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে ফুলকপির ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

ফুলকপির ফটোগ্রাফি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর কিছু এলোমেলো রেনডম ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপু আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় ।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন আপু আপনি। সুন্দর এই ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ওয়াও বেশ চমৎকার এলোমেলো রেনডম ফটোগ্রাফি দেখলাম আপনার আজকের শেয়ার করা পোস্টটিতে।ফটোগ্রাফি আমি অনেক ভালোবাসি। আজ কিন্তু আপনার দুর্দান্ত এলোমেলো রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি এলোমেলো রেনডম ফটোগ্রাফি অনেক অসাধারন ছিল।ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার ধারণ করা প্রত্যেকটি ফটোগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই।

বেশ অনেকগুলো ফটোগ্রাফি, আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা পড়ে অনেক কিছু জানতে পারলাম। এরকম পোস্টগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর পোস্ট করে দেখানোর জন্য।

আপনার সুন্দর মতামত শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি এবং বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।

এলোমেলো ফটোগ্রাফি ভালো লাগার জন্য ধন্যবাদ।

চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি আজকে। বিভিন্ন ক্যাটাগরির ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। প্রাকৃতিক দৃশ্যের এবং অন্যান্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার দেখাচ্ছে আপু।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

আপু নামটা এলোমেলো হলেও আপনার বরাবরের মতো আজকের প্রতিটা ফটোগ্রাফিও কিন্তু দারুন গোছালো। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ লেগেছে। খুবি সুন্দর করে ফটোগ্রাফিগুলো ক্যাপচার করেছেন। যা সত্যি দুর্দান্ত হয়েছে।

আর পোস্টে ভিজিট করে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার চতুর্থ ফটোগ্রাফি টা বেশ সুন্দর লেগেছে আমার কাছে। পঞ্চম ফটোগ্রাফি টাও বেশ সুন্দর ছিল। সুগার মিলের ভেতরের ফটোগ্রাফি টা বেশ দারুণ করেছেন আপু। সবমিলিয়ে বেশ ভালো ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

আমার শেয়ার করা চতুর্থ ও পঞ্চম ফটোগ্রাফি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

আজকে আপনি চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। শীতকালীন সবজি পাতাকপির ফুলের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। সত্যি বলতে ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।