রেনডম ফটোগ্রাফিঃ আমার ধারণ করা কিছু রেনডম ফটোগ্রাফি 📸

in hive-129948 •  9 hours ago 
আসসালামু আলাইকুম/আদাব

🌿🥰👰🥀আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১৯ নভেম্বর রোজ মঙ্গলবার ২০২৪ ইং:।

হ্যালো আমার বাংলা ব্লগ বাসি........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার পরিবার পরিজনকে নিয়ে আপনারাও নিশ্চয়ই অনেক ভালো আছেন পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। কিছু রেনডম ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে শেয়ার করবো।আমি গাছ লাগাতে যেমন পছন্দ করি ঠিক তেমনি ফটোগ্রাফি করতেও অনেক পছন্দ করে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার ধারণ করা ফটোগ্রাফি গুলো।চলুন তাহলে দেখে আসা যাক।


প্রথম ফটোগ্রাফি

IMG_20241119_135946.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

প্রথম ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটি দেখতে পারছেন এটি হল কলা ফুল। অনেকে হয়তো এই ফুলটির নাম অন্য নামে জানেন।এক কথাই বলতে গেলে এই ফুলটি একাক অঞ্চলে একাক নামে পরিচিত। এই কলা ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর। ফুলের কালারও অনেক দারুণ। এই কলা ফুল গাছের পাতাগুলো অনেক লম্বা লম্বা এবং অনেক বড় বড়। ফুল গাছগুলো অনেক বড় বড় হয়। এই ফুল গাছগুলো সাধারণত স্যাতস্যাতে জায়গায় অনেক সুন্দর হয়। এক কথায় বলতে গেলে ফুল গুলো দেখতে অসাধারণ।

দ্বিতীয় ফটোগ্রাফি

IMG_20241119_140206.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

এটি একটি লতানো গাছ। লম্বা ডালপালা মাটিতে বা অন্য গাছের ওপর উঠে যেতে পারে। নাগবল্লী ফুলের রং সাদা, হালকা গোলাপি বা বেগুনি ছোঁয়া থাকতে পারে। ফুলের কেন্দ্র হলুদ রঙের হয়। এ ফুল থেকে মিষ্টি ও সুগন্ধি গন্ধ ছড়ায়। নাগবল্লী ফুল মৌমাছি, প্রজাপতি ও অন্যান্য পরাগবাহীদের আকর্ষণ করে। এর ফুল ও লতানো প্রকৃতির জন্য এটি বাগান সাজাতে ব্যবহার করা হয়। এ ফুল গুলা দেখতে খুবই দারুণ।

তৃতীয় ফটোগ্রাফি

IMG_20241119_140226.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

তৃতীয় ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটি দেখতে পারছেন এই ফুলটি নাম আমি ঠিক জানি না। কিন্তু পাবনার দিকে এই ফুলটাকে পাতাবাহার ফুল বলে। আমার চোখে একটা জিনিস ধরা পরল আমি খেয়াল করে দেখলাম এই ফুলের প্রতিটি থোকায় একটি হলুদ বর্নের ছোট ফুল ফুটে আছে। যদিও ফুলের ন্যায় সাদা যে পাপড়ি গুলো দেখছেন এগুলা এক সময় পাতায় পরিণত হয়ে যাবে।আমার কাছে মনে হয় এই গাছের ছোট হলুদ বর্ণের জিনিসটাই ফুল হবে।

চতুর্থ ফটোগ্রাফি

IMG_20241119_140107.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

চতুর্থ ফটোগ্রাফি তে আপনারা যে গাছটি দেখতে পারছেন এটা হল ক্যাকটাস গাছ। এই ক্যাকটাস গাছ গুলো দেখতে খুবই সুন্দর। এই গাছগুলোর গায়ে কাঁটাযুক্ত। কাটাগুলো অনেক শক্ত এবং ছোট ছোট হয়ে থাকে। তবে আমার মনে হয় কাটাগুলো অনেক বিষাক্ত হয়ে থাকে। আমার বাসার পাশে একটি নার্সারি আছে আমি সেখান থেকে এই ফটোগ্রাফি করেছিলাম। নার্সারিতে হরেক রকমের ক্যাকটাস গাছ আছে গাছ গুলো দেখতে খুবই সুন্দর। তার মধ্য থেকে আমি এই গাছটির ফটোগ্রাফি করেছিলাম। আমার বসায় ও অবশ্য বেশ কয়েক ধরনের ক্যাকটাস গাছ আছে।

পঞ্চম ফটোগ্রাফি

IMG_20241119_140133.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

পাইনাস গাছ একটি বহুবর্ষজীবী শঙ্কুযুক্ত গাছ, যা মূলত শীত প্রধান অঞ্চলে জন্মায়। এটি পিনাস গণের অন্তর্গত এবং পিনাস পরিবারের সদস্য। পাইন গাছের বনে দেখা যায় এর দীর্ঘ সারি, যা পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য বৃদ্ধি করে।পাইন গাছ সাধারণত ১০ থেকে ৮০ মিটার পর্যন্ত উঁচু হয়।এর পাতাগুলি সরু এবং সূঁচের মতো পাতাগুলি চিরহরিৎ, অর্থাৎ সারা বছর সবুজ থাকে। গাছটি শঙ্কু আকৃতির গাছের বাকল মোটা ও খসখসে হয়। এটি আগুন প্রতিরোধী। এটি প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে। পাইন গাছ থেকে তেল উৎপন্ন হয়, যা সুগন্ধি, ঔষধি ও সাফাইয়ের কাজে ব্যবহৃত হয়।

ষষ্ঠ ফটোগ্রাফি

IMG_20241119_140245.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

আমার এই ফটোগ্রাফিতে আপনারা যে গাছটি দেখতে পারছেন এই গাছটির নাম হল ইন্সি লতা এই গাছটি সাধারণত ঘরের ভেতর লাগানো হয়ে থাকে ঘরে সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছ অনেক ব্যবহার করা হয়। এই গাছটি দেখতে লতানো এবং পাতাগুলো মোটা কালো আর লালচে হয়ে থাকে। যেখানে অন্যান্য কাজগুলো সূর্যের আলো ছাড়া বাঁচতে পারে না এই গাছগুলো ঘরের ভিতরে অনায়াসে জন্মে।


পোস্টের ধরনরেনডম ফটোগ্রাফি
ফটোগ্রাফারতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz1V5uaiRiqrB9va6S5KGDLcZKmqbQvK66sWYZqk3ify6o12sFWUpobLWEmoVTzFAiCQHuMMNv.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhaNegdxYknk1uT5VhJBfVGuCpuCXpYcAodjMGpNcjvdjUztoxYcrGuRKnU5gskaKnfFe8MhU9Jtg4C94.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো ছিল চমৎকার। অসাধারণ ভাবে আপনি প্রত্যেকটা ফটো ধারণ করেছেন। খুবই ভালো লাগলো এত সুন্দর সুন্দর ফটো গুলো দেখে। আর এর মধ্যে ফুলের ফটো মানে অন্যরকম ভালোলাগার একটা বিষয়। রেনডম ফটোগ্রাফির মধ্যে ফুল থাকলে অনেক ভালো লাগে।

ধন্যবাদ আপু এত সুন্দর করে প্রশংসা করার জন্য।

Screenshot_2024-11-19-21-33-01-778_com.twitter.android.jpg

Screenshot_2024-11-19-21-35-43-867_com.android.chrome.jpg

Screenshot_2024-11-19-21-36-32-015_com.android.chrome.jpg

ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। নতুন কিছু জিনিস দেখলাম আপনার ফটোগ্রাফি পোস্টে। প্রথম ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

প্রথম ফটোগ্রাফি টি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত শেয়ার করার জন্য।

ফটোগ্রাফি করতে আমাদের সকলের অনেক ভালো লাগে। আর আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে আপু। হলুদ রঙের ফুলটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে।

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

একটা জিনিস সব সময় আমরা দেখতে পাই যে ফুলের ফটোগ্রাফি সবথেকে আমাদের কাছে বেশি ভালো লাগে। কেননা ফুলের রংগুলো যখন আমরা ফোনের ক্যামেরা দিয়ে দেখি তখন আমাদের কাছে রং অনেক বেশি গাঢ় মনে হয়। আসলে আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কতগুলো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ মনে হয়েছে।

আপনার প্রশংসা মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

image.png

ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতি। যেখানে ফুল থাকে সেখানে সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। আজকের এই রেনডম ফটোগ্রাফির মধ্যে ফুলগুলো থাকায় আরো সুন্দর্য বৃদ্ধি। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি কিন্তু দারুন ছিল পাশাপাশি গাছ ও টবের গাছগুলো। সব মিলে বলতে পারি দারুন একটি পোস্ট শেয়ার করেছেন।

এত সুন্দর মতামত শেয়ার করে পাশে থেকে উৎসাহিত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

মাঝেমধ্যে ভাবি প্রকৃতি দিয়ে ফুল না থাকতো তাহলে প্রকৃতি কত ন্যাড়া ন্যাড়া দেখা তো। মানে হাজার সবুজের মাঝে অন্য কোন রঙের কেটে না থাকলে সবটাই যেন প্রাণহীন হয়ে উঠতো। তাই প্রকৃতিতে ফুলের গুরুত্ব অনেক বেশি। আপনি সেই গুরুত্বপূর্ণ চমৎকার বেশ কিছু ফুলের ছবি ধারণ করেছেন। অপূর্ব হয়েছে প্রতিটা ছবি।

দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে আজকের অ্যালবামটি সাজিয়েছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। সুন্দর সুন্দর কিছু গাছের ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার অ্যালবামে। সুন্দর একটি ফুলের ছবি ও শেয়ার করেছেন। এই ফুলগুলোকে আমাদের এলাকায় কলাবতী ফুল বলে। হলুদ রঙের কলাবতী ফুলগুলো দারুন লাগছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

সুন্দর কিছু ফুলের ছবি শেয়ার করেছেন আমাদের সাথে। বেশ সুন্দর হয়েছে ছবি গুলো। ধন্যবাদ আপনাকে।

আপনার ফটোগ্রাফি গুলো আসলে অনেক চমৎকার হয়েছে আপু ।আপনি হলুদ কলা ফুল লিখতে গিয়ে বানানটা হল কলা ফুল হয়ে গিয়েছে। এটা এডিট করে ঠিক করে নিবেন।