রেসিপি পোস্ট: ঝাল ঝাল মজাদার পাঙ্গাস মাছের ভুনা রেসিপি। 🍲🍲

in hive-129948 •  4 days ago 
আসসালামু আলাইকুম

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @tanha001

বাংলায় ১৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ।


আরবি ০২ রমজান ১৪৪৬ হি:।

রোজ: সোমবার।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি পরিবার-পরিজন নিয়ে। আশা করি আপনারাও অনেক ভালো আছেন পরিবারের সদস্যদের কে নিয়ে। প্রতিদিনের মতো আজও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।আজ আমি অনেক মজাদার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আমি রেসিপি তৈরি করতে অনেক পছন্দ করি সাথে খেতেও মোটামুটি পছন্দ করি। আমার বাংলা কমিউনিটিতে অনেক সদস্যরা অনেক মজার মজার রেসিপি তৈরি করে শেয়ার করে থাকেন। তাদের রেসিপিগুলা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমি নিজেও অনেক উৎসাহিত পাই।আশা করছি আমার আমার তৈরি করার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।

সর্বশেষ

IMG_20250302_233818.jpg

IMG_20250302_233747.jpg

IMG_20250302_233725.jpg

IMG_20250302_190721.jpg

IMG_20250302_190653.jpg

IMG_20250302_190630.jpg

প্রয়োজনীয় উপকরণ
পাঙ্গাস মাছ
তেল
পিয়াজ
শুকনা মরিচ
জিরা
হলুদ
লবণ
ধনিয়া গুড়া

1740924434062.png


প্রথম অংশ

IMG_20250302_185844.jpg

IMG_20250302_185949.jpg

প্রথমে আমি মাছের টুকরো গুলাতে পরিমান মতো হলুদ আর লবন দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে পরিমান মতো তেল দিয়ে অনেক সুন্দর করে তেল গরম করে নিয়েছি। তেল ভালো ভাবে গরম হলে মাছ গুলা সুন্দর করে সাবধানে ভেজে নিয়েছি। সব গুলা মাছ যত্ন সহকারে ভেজে নিয়ে একটি পাত্রে নামিয়ে নিয়েছি।

দ্বিতীয় অংশ

IMG_20250302_190205.jpg

IMG_20250302_190254.jpg

মাছ গুলা ভাজা হয়ে গেলে এর ভেতর আরও কিছু তেল দিয়ে তেলের ভেতর সকল মসলা উপকরণ গুলা দিয়ে নিয়েছি৷ এরপর খুব সুন্দর করে মসলা উপকরণ গুলা কষিয়ে নিয়েছি।

তৃতীয় অংশ

IMG_20250302_190356.jpg

IMG_20250302_190429.jpg

মসলার উপকরণ গুলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতর পরিমান মতো পানি দিয়ে নিয়েছি। এরপর বেশ কিছুক্ষন জ্বাল করে নিয়েছি। জ্বাল করার এক পর্যায়ে পানি বলগ উঠলে এর ভেতর ভেজে নেওয়া মাছ গুলা ছেড়ে দিয়েছি।

চতুর্থ অংশ

IMG_20250302_190453.jpg

IMG_20250302_190519.jpg

এবার আমি চুলার জ্বাল একটু কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষন ধরে জ্বাল করে নিয়েছি। অনেক ক্ষন সময় নিয়ে মাছের তরকারি জ্বাল করে নিয়েছি যাতে করে মাছের ভেতর ভালো ভাবে মসলা ঢুকে যায়। জ্বাল করতে করতে এক পর্যায়ে ঝোলের পানি শুকিয়ে আসবে। মাছের রেসিপি কড়াই হতে নামানোর আগে লবন চেকে দেখতে হবে। সব কিছু ঠিক ঠাক থাকলে পরিমাণ মতো ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে।

পঞ্চম অংশ

IMG_20250302_190630.jpg

IMG_20250302_190653.jpg

IMG_20250302_233725.jpg

IMG_20250302_190653.jpg

আর এভাবেই আমি কড়া ঝালে পাঙ্গাস মাছ ভুনা করেছি।


পোস্টের বিষয়রেসিপি পোস্ট
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে খুব শীঘ্রই উপস্থিত হব।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

আমি তানহা তানজিল তরসা। । আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Bright_Animated_Ramadan_Kareem_Islamic_Greeting_Card_Video.jpg

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LsUc8S2zjHiaW6UcX2M5SAfbrPcxiCjQzCc6aZJSjUDgt85bSStrwGCUjZMWCDKxNata4NQ2cZTKGxsY.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

যেকোনো বড় মাছ এভাবে ভুনা করলে খেতে আসলেই বেশ দারুন লাগে। তবে আমাদের বাসায় পাঙ্গাস মাছ খুব কম খাওয়া হয়। আপনি পাঙ্গাস মাছ ভুনা করেছেন দেখে ভালো লাগলো। কালারটা তো বেশ লোভনীয় ছিল। মাছ ভুনার ঝোলটা ভাতের সাথে মেখে খেতে দারুন লাগে। সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন।

1740978507344.png

বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। এরকম ঝাল ঝাল করে ভুনা রেসিপি তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে। পাঙ্গাস মাছের ভুনা রেসিপি তৈরি করার প্রসেস গুলি খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। রেসিপিটা দারুন হয়েছে আপু।

আমার তৈরি করা রেসিপি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই।

ঝাল ঝাল বেশ মজাদার পাঙ্গাস মাছের রেসিপি শেয়ার করেছেন আপু আপনি। দেখতে অনেক লোভনীয় লাগছে। তবে আমি এই মাছটা খাই না। রেসিপির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে উপস্থাপন করেছেন আপু আপনি আমাদের মাঝে। মজাদার রেসিপি পোস্ট টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

জি আপু খেতে অনেক লোভনীয় হয়েছিল। আমার বাসার সবাই হাত চেটেপুটে খেয়েছে। ধন্যবাদ আপনাকে।

পাঙ্গাস মাছের ঝাল ঝাল ভুনা রেসিপি করলে সবচেয়ে বেশি সুস্বাদু লাগে খেতে। যেটা আমার খুবই প্রিয়। আপনি দেখছি খুব সুন্দর করে রেসিপিটি তৈরি করেছেন। এই ধরনের রেসিপি আমার খুবই পছন্দের। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

পাঙ্গাস মাছ ঝাল ঝাল করে তৈরি করলে খেতে আপনার কাছে অনেক ভালো লাগে জেনে খুবই খুশি হলাম ভাই ধন্যবাদ আপনাকে।

সকাল সকাল খুবই মজাদার একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। মাছের মধ্যে পাঙ্গাস এবং তেলাপিয়া মাছ আমার ভীষণ পছন্দ। একটু ঝাল ঝাল করে পাঙ্গাস মাছ এভাবে ভুনা করলে খেতে ভীষণ মজা লাগে। আপনার রেসিপি টা দেখতে ভীষণ লোভনীয় লাগছে। নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছিল রেসিপিটা। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

আমার মতো তুমিও পাঙ্গাস মাছ খেতে অনেক পছন্দ করে জেনে খুবই ভালো লাগলো। পাঙ্গাস মাছ ভুনা খেতে সত্যি অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ তোমাকে।

আমার খুবই পছন্দের একটা মাছ হচ্ছে পাঙ্গাস। আর এরকম ভাবে ঝাল ঝাল করে পাঙ্গাস মাছ ভুনা করলে খেতে খুবই ভালো লাগে। আপনি তো আজকে আমার পছন্দের রেসিপিটা শেয়ার করলেন। তবে এই রোজার সময় দুপুরবেলায় রেসিপিটা কেন যে দেখলাম। বুঝতে পারছি রেসিপি টা খুব লোভনীয় এবং সুস্বাদু ছিল।

আমার তৈরি করা পাঙ্গাস মাছের ঝাল ঝাল ভুনা রেসিপি আপনার অনেক পছন্দের জেনে অনেক ভালো লাগলো। মাছ ভুনা রেসিপি খেতে অনেক টেস্ট হয়েছিল।

image.png

আসলে পাঙ্গাশ মাছের রেসিপি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তৈরি করা যায়। আপনি দেখছি একদম ভিন্ন পদ্ধতি অবলম্বন করে ঝাল ঝাল মজাদার পাঙ্গাস মাছের ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

আমার তৈরি করা রেসিপিটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

মজার মজার রেসিপি দেখলে কিভাবে লোভ সামলানো যায় আপনি বলেন। যেমন আপনার রেসিপিটা দেখে আমার এতটা লোভ লেগেছে। এখন তো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি সবসময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আপনার তৈরি করা রেসিপিগুলো অনেক লোভনীয় হয়ে থাকে। নিশ্চয়ই এই রেসিপিটা অনেক সুস্বাদু ছিল।

জ্বি ভাই রেসিপিটি সত্যি অনেক সুস্বাদু লাগছিল। আমার বাসার সবাই হাত চেটেপুটে খেয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

পাঙ্গাস মাছ আমাদের পুকুরেও অনেক হয়৷ কিন্তু কেউ কোনদিন রান্না করে খাইনি। আমি শুনেছিলাম মাংসের মত রান্না করলে খেতে ভালোই লাগে। কিন্তু আপনার রান্নাটাও দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। দেখি কখনো সুযোগ হলে এইভাবে রান্না করে দেখব কেমন লাগে খেতে।

জ্বি আপু খেতে অনেক সুস্বাদু লাগে। সময় করে একদিন পাঙ্গাস মাছের এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে।

অনেকেই কিন্তু পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমার ছেলেও খুব পছন্দ করে পাঙ্গাস মাছ খায়। এই মাছটা ভেজে ভুনা যখন করা হয় তখন খেতে খুবই ভালো লাগে। আপনার রান্নাটা দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে আপু। বেশ বড় সাইজের পাঙ্গাস মাছ ভুনা করেছেন।

বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। পাঙ্গাস মাছ ভুনা করে খেতে দারুণ লাগে। যদিও আমাদের বাসায় পাঙ্গাস মাছ কেউ খেতে চায় না এখন। তাই ২/৩ বছর ধরে পাঙ্গাস মাছ কেনা হয় না আমার। যাইহোক রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে এবং ঝাল ঝাল মজাদার হয়েছে। দারুণ রেসিপি করেছেন আপু।লোভ লেগে যাওয়ার মতোই একটা রেসিপি এই ঝাল ঝাল মজাদার পাঙ্গাস মাছের রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার ভাবে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

জ্বি আপু খেতে অনেক টেস্ট হয়েছিলো। রেসিপির প্রতিটি ধাপ আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

পাঙ্গাস মাছ অনেক সুস্বাদু হয়ে থাকে৷ অনেকে অনেক ভাবে পাঙ্গাস মাছ খেয়ে আসছে৷ আর আজকে যেভাবে আপনি এই পাঙ্গাস মাছের ভুনা
রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে নিঃসন্দেহে অনেক সুস্বাদু হয়েছে বলে মনে হয়। একই সাথে এখানে যেভাবে আপনি ধাপে ধাপে সবকিছু শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে তেমনি এখানে যখন আপনি ডেকোরেশন শেয়ার করেছেন তা দেখেও একেবারে সুস্বাদু দেখা যাচ্ছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।