রেসিপি পোস্টঃ আলু ও টমেটো দিয়ে মজাদার ভুনা রেসিপি।

in hive-129948 •  last month 
আসসালামু আলাইকুম/আদাব

❤️আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @tanha001

বাংলায় ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ।
আরবি ০১ রজব ১৪৪৬ হি:।

রোজ: বৃহস্পতিবার।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি পরিবার পরিজনদেরকে নিয়ে। আপনারও নিশ্চয়ই আপনাদের পরিবার নিয়ে অনেক ভালো আছেন।আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি শীতকালীন সবজি আলু ও টমেটো দিয়ে মজাদার ভুনা রেসিপি পোস্ট শেয়ার করবো।শীতকালে শীতকালীন সবজি খাওয়ার মজাই আলাদা। শীতকালীন সব রকম সবজি আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর টমেটো রেসিপি হলে তো কোনো কথায় হবেনা।আলু দিয়ে টমেটো রান্না রেসিপি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।আশাকরি আমার শেয়ার করার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

সর্বশেষ লুক

IMG_20240915_225500.jpg

IMG_20240915_230220.jpg

প্রয়োজনীয় উপকরণ
তেল
টমেটো
আলু
কাঁচা মরিচ
লবণ
হলুদ
পিয়াজ
রসুন
জিরা
এলাচ
দারচিনি
সরিষা

1735831073339.png


প্রথম অংশ

IMG_20240915_225855.jpg

IMG_20240915_225721.jpg

IMG_20240915_225811.jpg

প্রথমে আমি একটি কড়াইতে পরিমান মতো তেল ও আলু দিয়ে এর ভেতর অল্প পরিমান হলুদ লবন দিয়ে নিয়েছি। এরপর পরিমান মতো এর ভেতর পানি দিয়ে বেশ কিছুক্ষন জ্বাল করে নিয়েছি।

দ্বিতীয় অংশ

IMG_20240915_225954.jpg

IMG_20240915_230048.jpg

আলুর ভেতর পানি শুকিয়ে গেলে আগে থেকে কেটে রাখা টমেটো আর প্রয়োজনীয় মসলা দিয়ে নিয়েছি। এরপর কিছুক্ষন ভালো করে কষিয়ে নিয়েছি।

তৃতীয় অংশ

IMG_20240915_230144.jpg

IMG_20250102_183153.jpg

ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি পরিমান মতো পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে বেশ কিছুক্ষন জ্বাল করে নিয়েছি।

চতুর্থ অংশ

IMG_20250102_183255.jpg

এরপর আমি তরকারির ভেতর পরিমান মতো লবন দিয়ে নিয়েছি। চুলার জ্বাল একটি বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষন ধরে জ্বাল করে নিয়েছি। জ্বাল দিতে দিতে পানি পরিমান কমে আসবে আর তরকারি থেকে তেল ছাড়তে শুরু করবে। আমি পরিমান মতো ঝোল রেখে তরকারি চুলা থেকে নামিয়ে নিয়েছি।

পঞ্চম অংশ

IMG_20240915_230220.jpg

IMG_20240915_225500.jpg

আর এভাবেই আমি আলু আর টমেটো দিয়ে মজাদার ভুনা রেসিপি তৈরি করেছি।


পোস্টের বিষয়রেসিপি পোস্ট
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার ভেতর ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।

আমি তানহা তানজিল তরসা।আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovTNFu5VYG14A9ZPsi3a7AsCNhegyKiFbjfPhKXxVwcXvrh1rc8LHsetzKjM24fyHVLnvtYEaJfpAek28cSJTCTY2.jpeg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yuC3rR4rbxh9drqZCiu2ohaW3jfBNmPsHwm45DRuiVaA9hiTkfe3LLto79THKBB3jh2i2DcPTSJHBpiDZSmfErdeVBnYW.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Screenshot_2025-01-02-20-42-38-809_com.peak.jpg

Screenshot_2025-01-02-20-26-22-766_com.android.chrome.jpg

Screenshot_2025-01-02-20-24-48-871_com.twitter.android.jpg

Screenshot_2025-01-02-20-14-01-409_com.android.chrome.jpg

Screenshot_2025-01-02-20-13-21-511_com.android.chrome.jpg

Screenshot_2025-01-02-20-13-06-476_com.android.chrome.jpg

Screenshot_2025-01-02-20-12-45-053_com.android.chrome.jpg

image.png

টমেটো আলু দিয়ে মজাদার সবজি রান্না করেছেন দেখে ভালো লাগলো। এই খাবারটি খেতেও অনেক ভালো হবে দেখেই বোঝা যাচ্ছে। দেখতে ভীষণ লোভনীয় লাগছে।

জ্বি আপু খেতে অনেক মজাদার হয়েছিল।

এখন শীতকাল। এ সময়ের বিভিন্ন রকমের শাকসবজি পাওয়া যাবে। তবে তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগার সবজি হচ্ছে টমেটো। টমেটো খাবারের রুচি বৃদ্ধি করে থাকে। আপনার সুন্দর রেসিপি তৈরি করতে দেখে আমি মুগ্ধ হলাম।

শীতকালীন সবজি খেতে আমি অনেক পছন্দ করি তার মধ্যে টমেটো তো আমার অনেক প্রিয়। টমেটো আপনারও অনেক প্রিয় জেনে ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।

হায়রে কপাল! যদি তরকারি গুলো সামনে পেতাম তাহলে গরম ভাত দিয়ে খেয়ে নিতাম। আপনি বেশ দারুন করে রেসিপিটি করেছেন সেটা বুঝাই যাচেছ। বেশ দারুন ছিল আপনার উপস্থাপনাও। এক কথায় অসাধারন।

আপু শীতকালীন সব রকম সবজি খেতে আমি অনেক পছন্দ করি। তবে টমেটো যেভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে খেতে অনেক ভালো লাগে।

আলু ও টমেটো দিয়ে মজাদার ভুনা রেসিপি শেয়ার করেছেন বিশেষ করে রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। মজাদার এই রেসিপিটি কিভাবে তৈরি করেছেন সেটা ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

রেসিপির কালার আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

আলু টমেটো দিয়ে মজার একটি তরকারি তৈরি করেছেন আপনি। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। তৈরি করার প্রতিটি ধাপ আপনি সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জ্বি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিল টমেটোর রেসিপি।

বাহ আপনি তো টমেটো এবং আলু দিয়ে মজার ভুনা রেসিপি করেছেন। আসলে আলু এবং টমেটো দিয়ে রেসিপি করলে খেতে বেশ মজাই লাগে। তবে আপনার এই রেসিপি দিয়ে গরম রুটি খেতে অনেক মজা লাগবে। এবং রেসিপিটি অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন।

আপনার সুন্দর ও সাবলীল ভাষায় মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।