রেসিপি পোস্টঃ অবশিষ্ট ভাত দিয়ে মজাদার বড়া রেসিপি।

in hive-129948 •  9 months ago  (edited)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/আদাব।

আজ ১৫ এপ্রিল ২০২৪ খ্রি: রোজ সোমবার ।

কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বেচে যাওয়া ভাত দিয়ে মজাদার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আমি কিভাবে তৈরি করলাম সেই বিষয়ে পোস্ট করতে চলেছি। আশা করি আমার তৈরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক।

🍝🍝🍝🍝পরিবেশন🍚🍚🍚

IMG_20240331_183029.jpg

প্রয়োজনীয় উপকরণ :-

IMG_20240331_175757.jpg

IMG_20240331_180549.jpg

★ভাত
★ময়দা
★বেসন
★টমেটো
★গুড়া ঝাল
★হলুদ
★পেয়াজ
★কাঁচা মরিচ
★ লবন

IMG_20240331_180455.jpg

এবার আমি প্রয়োজনীয় উপকরণগুলো ভালো ভাবে ধুয়ে নির্দিষ্ট আকারে কেটে নিয়েছি। বেশি বড় করে কাটা যাবে না। ছোট হলে সমস্যা নাই।

IMG_20240331_180549.jpg

এবার আমি একটি পাত্রে পরিমান মতো ভাত আটা ও বেসন নিয়ে নিয়েছি। পরিমান মতো পানি দিয়ে ভাত আটা ও বেসন গুলিয়ে নিয়ে এর ভেতর আগে থেকে কেটে নেওয়া সকল উপদান দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেনো আটা ও বেসন দলা বেধে না থাকে।

IMG_20240331_180827.jpg

এরপর পরিমান মতো হলুদের গুড়া নিয়ে নিয়েছি। এরপর আবার সুন্দর করে সেগুলা মাখিয়ে নিয়েছি।

IMG_20240331_181638.jpg

এবার একটা কড়াইতে অল্প পরিমান তেল দিয়ে নিয়েছি। চুলার তাপ একটু কমিয়ে রাখতে হবে। বেশি তাপে রান্না করা যাবে না।

IMG_20240331_181835.jpg

তেল গরম হলে এবার চুলার উপর ভাতের ডো তুলে হাত দিয়ে চেপে গোল করে দিয়েছি। খেয়াল রাখতে হবে যেনো মোটা চিকন না হয়ে যায়। চুলার আঁচ কমিয়ে রাখতে হবে বেশি তাপে জ্বাল দেওয়া যাবে না। বেশি তাপে জ্বাল দিলে বড়া বাহিরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা হয়ে থাকবে।

IMG_20240331_182535.jpg

নিচের অংশ ভালো ভাবে ভাজা হয়ে গেলে এবার খুব সাবধানে অন্য অংশটি উল্টিয়ে দিতে হবে। দুই পাশ সুন্দর করে ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।

বিষয়ঃ রেসিপি পোস্ট।
ডিভাইস-রেডমি নোট ৮
ক্যামেরা-৫০ মেগাপিক্সেল
লোকেশন- পাবনা।

আমার পরিচয় 👩

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার হাসবেন্ড একজন সরকারি চাকুরিজিবী। আমার একটা ছেলে সন্তান আছে। বিবাহিতা সূত্রে বাড়ি জুগির গোফা গ্রামে। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান। বর্তমানে হাসবেন্ড এর চাকরির সূত্রে আমি আমার ছেলেকে নিয়ে পাবনা চাটমোহরে বসবাস করছি।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাত দিয়ে যে এভাবে বড়া তৈরি করা যায় এটা আজকে প্রথম দেখলাম আপু। তবে আপনি যদি কড়াইয়ের মধ্যে থেকে তুলে সুন্দরভাবে কোন পাত্রে পরিবেশন করতেন তাহলে দেখতে হয়তোবা আরো বেশি সুন্দর লাগতো। এরকম নতুন একটি রেসিপি দেখতে পেরে খুবই ভালো লাগলো ধন্যবাদ।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু আপনি হয়তো ভুল দেখেছেন আমি কড়াইয়ের ভিতর না আমি একটা প্লেট ভাত এর বড়ার রেসিপিটি পরিবেশন করেছি।

আপনার রেসিপিগুলো বরাবরের মতোই বেশি ইউনিক লাগে। অবশিষ্ট ভাত দিয়ে মজাদার বড়ার রেসিপি সম্পন্ন করেছেন।এটা বেশ দারুন ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

ধন্যবাদ ভাইয়া। আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আপু আপনার কাছ থেকে একদম ইউনিক একটি রেসিপি শিখতে পারলাম। অবশিষ্ট ভাত দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় শুনেছিলাম। কিন্তু কখনো তৈরি করে খাওয়া হয়নি। আপনি অবশিষ্ট ভাত দিয়ে খুবই মজাদার একটি বড়া রেসিপি তৈরি করেছেন। এই বড়া খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছিল। একদিন বাসায় তৈরি করার চেষ্টা করব। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু গঠন মূলক মতামত শেয়ার করার জন্য। এই রেসিপিটা আপনি বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি রেসিপিটা খেতে আপনার কাছে বেশ ভালোই লাগবে।

বাহ্ আজকে নতুন একটা রেসিপি দেখতে পেলাম। এর আগে কোনদিন আমি শুনি নাই যে ভাতের বড়া তৈরি করা যায়, আজকে প্রথম আপনার রেসিপি টি দেখে বুঝতে পারলাম। যাইহোক আপনি পুরো রেসিপি টি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ভাত দিয়ে এভাবে কখনো বড়া তৈরি করা হয়নি। তবে নতুন একটি রেসিপি শিখে কিন্তু বেশ ভালো লেগেছে আপু। আশা করছি আপনার এই রেসিপিটি সবার ভালো লেগেছে। আমি অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখব।

হ্যা অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করা জন্য।