superwalk অ্যাপের মাধ্যমে আমার এক সপ্তাহের এক্টিভিটিস।❤️

in hive-129948 •  16 days ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ১০ জানুয়ারি রোজ শুক্রবার ২০২৫ ইং:।

বাংলায় ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।

হ্যালো আমার বাংলা ব্লগবাসী.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে।আশা করি আপনারা অনেক ভাল আছেন আপনাদের পরিবার-পরিজন নিয়ে। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।নতুন পোস্টের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আশাকরি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।

IMG_20250110_225423.jpg

আধুনিকতার যুগে এসে আমারা অনেক কিছু দেখতে পারছি। আরও অনেক কিছু আছে দেখার বাকি। আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করার জন্য নানা রকম নিত্যনতুন জিনিস উদ্ভাবন করে আসছে। বিজ্ঞান আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। প্রযুক্তির যুগে আমাদের এখনো অনেক কিছুই দেখার ও শেখার বাকি আছে। কিছু দিন আগে আমাদের কমিউনিটিতে নতুন একটি জিনিস সংযুক্ত করা হয়েছে। আর সেটা হলো সুপার ওয়াক(Superwalk)। এইটা হলো হাটাহাটি গননা করার একটি অ্যাপ। আমারা প্রতিনিয়ত কম বেশি হাটাহাটি করি কিন্তু এই হাটাহাটির কোন হিসাব আমাদের কাছে থাকে না। কিন্তু সুপার ওয়াক এমন একটি অ্যাপ যার মাধ্যমে আপনি প্রতিনিয়ত কতটুকু হাঁটাহাঁটি করেছেন তার একটা হিসাব কাউন্ট করা যায়।

Screenshot_2025-01-10-22-37-58-962_com.peak.jpg

Screenshot_2025-01-08-23-54-10-093_com.peak.jpg

এই অ্যাপ ব্যবহার ফলে আপনি দৈনিন্দ্য কতটুকু হাটাহাটি করছেন সেটাই শুধু গননা করা হয় না এর সাথে কিছু রিওয়ার্ড অর্জন করা যায়। আমি বেশ কয়েকদিন ধরেই এই অ্যাপ ব্যবহার করছি। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে। অ্যাপটা আমাদের জন্য খুবই উপকারী বলে আমি মনে করি। কারন আমরা কারন ছাড়া অকারনে কোন দিনও এক পা বাড়ায় না। কিন্তু এই অ্যাপস ব্যবহারের ফলে আমি কমবেশি হাটাহাটির চেষ্টা করেছি। চেষ্টা করেছি প্রতিদিনের এক্টিভিটিস ধরে রাখার জন্য।

Screenshot_2025-01-08-23-50-01-931_com.peak.jpg

Screenshot_2025-01-08-22-09-05-634_com.peak.jpg

আপনি অ্যাপসটি দুইটি মোডে ব্যবহার করতে পারবেন একটি হল বেসিক মোড আরেকটা হলো প্রো মোড। বেসিক মোডে আপনি হাটাহাটি করবেন এবং সেখান থেকে কিছু রিওয়ার্ড সংগ্রহ করতে পারবেন এছাড়া প্রো মোডে আর কোন সুযোগ সুবিধা নেই। তবে প্রো মোডে রয়েছেন নানা রকম সুযোগ সুবিধা। সেখানে আপনি নিজের লোকেশন অন করে প্রতিদিনের হাটহাটির একটি সুক্ষ হিসাব দেখতে পারবেন। তাছাড়া এই প্রো মোডে হাটাহাটি করার জন্য অবেক গুলা সু দেখতে পারবেন। সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি সু কিনে ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই সু ব্যবহারের ফলে সু তার কার্যক্ষমতা হারাবে একপর্যায়ে সু রিপেয়ারিং করার দরকার পড়বে। আপনি চাইলে সু সঠিক ভাবে রিপেয়ারিং করে আবার একটি নির্দিষ্ট মূল্যে মার্কেটে বিক্রি করে দিতে পারবেন।

Screenshot_2025-01-07-23-38-58-374_com.peak.jpg

Screenshot_2025-01-06-22-31-48-983_com.peak.jpg

যতই বেশি হাঁটাহাঁটি তত বেশি রিওয়ার্ড অর্জন করতে পারবেন। আর যত বেশি রিওয়ার্ড অর্জন করতে পারবেন আপনি এই প্রতিযোগিতায় তত বেশি সফলতা অর্জন করতে পারবেন। এই অ্যাপ ব্যবহারের ফলে বাড়তি কিছু টাকা ইনকাম করার ব্যবস্থা রয়েছে।

Screenshot_2025-01-05-21-05-44-546_com.peak.jpg

পোস্টের বিষয়superwalk এক্টিভিটিস।
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার ভেতর অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


Logo.png

Banner.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LsUc8S2zjHiaW6UcX2M5SAfbrPcxiCjQzCc6aZJSjUDgt85bSStrwGCUjZMWCDKxNata4NQ2cZTKGxsY.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQSDb9smBj3URUjFGE7vrEAPbEVJLDc7onLTwamxiexWmfePPZvvABGDzk4cbdhLYDDGCW75ZRQ.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি তো এই অ্যাপ লোড করার পর থেকে ভালোই হাঁটাহাঁটি করেন বলে মনে হচ্ছে। যদিও আরেকটু বাড়ালে মনে হয় আরো চাঙ্গা থাকতে পারবেন। তবে আপনার প্রত্যেকদিনের একটিভিটি বেশ ভালই লাগলো। সম্পূর্ণ সপ্তাহের খতিয়ান আমাদের সামনে তুলে ধরলেন বলে ভালো লাগলো।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

1736528807438.png

সুপার ওয়াকে তোমার এক সপ্তাহের অ্যাক্টিভিটিস বেশ ভাল ছিল। তুমি আমার থেকে অনেক ভালো কাজ করেছো দেখছি। অনেক সুন্দর করে সুপার ওয়াকের সাথে কাটানো একটি সপ্তাহ আমাদের মাঝে শেয়ার করলে দেখে বেশ ভালো লাগলো। আশা করছি এর থেকে আরও ভালো করার চেষ্টা করবে। ধন্যবাদ তোমাকে।

তোমার অনেক সুন্দর মতামত শেয়ার করে আমার পাশে থেকে উৎসাহিত দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

আপু আপনার এক সপ্তাহের এক্টিভিটিস দেখে বুঝা যাচ্ছে আপনি প্রতিদিন ভালোই হেঁটেছেন। এই অ্যাপসটি আমাদের সবার জন্য খুবই উপকারী। এমেতে কিন্তু হাঁটাহাঁটি খুব বেশি একটা হয় না। কিন্তু সুপার ওয়াক অ্যাপস ডাউনলোড করার পর থেকে সবাই বেশ ভালো হাঁটাহাঁটির মাধ্যমে ব্যায়াম করে নিচ্ছে। যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপু এভাবেই আপনার এক্টিভিটিস চালিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

superwalk অ্যাপের মাধ্যমে আপনার এক সপ্তাহের এক্টিভিটিস শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আমাদের নিয়মিত হাঁটাহাঁটি করা ব্যায়াম করা উচিত। তাতে করে আমাদের শরীর সুস্থ থাকবে মন ও ভালো থাকবে। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার সুপার ওয়াল্কের এক্টিভিটিস শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত প্রকাশ করার জন্য।

image.png

আসলেই আপু প্রযুক্তির আবির্ভাবের ফলে আমরা এখন অনেক কিছুই দেখতে পাচ্ছি। আমাদের কমিউনিটিতে সময়ের সাথে সাথে নতুন নতুন বিষয় যুক্ত হয়েছে তার মধ্যে সুপার ওয়াক অন্যতম। যেখানে আমরা আমাদের দৈনন্দিন হাঁটাহাঁটি করার হিসাব দেখতে পারি সেই সাথে এখান থেকে ইনকাম করার প্রসেসহ রয়েছে। গত সপ্তাহে দেখতেছি সুপারওয়াকে আপনার একটিভিটিস ছিল চমৎকার। এভাবেই এক্টিভিটিস বজায় থাকলে আশা করি সুস্থ স্বাভাবিক জীবন উপভোগ করতে পারবেন। গত সপ্তাহের সুপার ওয়াকের অ্যাক্টিভিটিস আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার সুন্দর মতামত শেয়ার করে পাশে থেকে উৎসাহিত দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনি তো ভালোই হাঁটাহাটি করেন দেখা যায়। প্রো মুড চালু করলে ভালো কিছু Walk কয়েন ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনি তো মোটামুটি বেশ ভালোই হাঁটাহাঁটি করেছেন। এইজন্য আপনার পয়েন্ট টাও বৃদ্ধি পেয়েছে। তবে আপনি এখনও এনএফটি স‍্যু কিনেন নাই। ঐটা নিলে হাঁটাহাঁটির আনন্দ আরও দ্বিগুন বেড়ে যাবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনার সাপ্তাহিক এক্টিভিটিজ টা শেয়ার করে নেওয়ার জন্য।।

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Nominated 💧

অবশ্যই করণীয়: এর একটি NFT জুতা buy করতে হবে। যদি সেটা মিনিমাম প্রাইসের ( $6-$7) হলেও। পরবর্তী SuperWalk পোস্টে ভোট পেতে আজই কিনে ফেলুন।

আদেশক্রমে: কমিউনিটি ফাউন্ডার।

টিউটোরিয়াল: https://steemit.com/hive-129948/@rex-sumon/superwalk-nft-usdgrnd

সুপার ওয়াক অ্যাপটি আসলেই বেশ উপকারী একটি অ্যাপ। আমি তো প্রতিদিন এই অ্যাপ ব্যবহার করছি। যাইহোক আপনি তো দেখছি পুরো সপ্তাহে মোটামুটি ভালোই হাঁটাহাঁটি করেছেন। এতে করে বেশ ভালোই সুপার মানি পেয়েছেন। তবে এনএফটি সু কিনে হাঁটাহাঁটি করার মাধ্যমে ওয়াক টোকেন ইনকাম করতে পারেন। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার গঠন মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।