আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে নার্সারিতে ঘোরাঘুরি এবং গাছ কেনার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আগে গাছ কেনার তেমন একটা নেশা ছিল না। ইদানিং কিছু গাছ কেনার পর থেকে নেশা হয়ে গিয়েছে। বিভিন্ন ধরনের গাছ কিনতে ইচ্ছা করে। প্রথমে কিছু ইনডোরের গাছ কিনেছিলাম। কিন্তু ইনডোরের গাছগুলো বেশি দিন বাঁচে না। বেশ কয়েকটি গাছ কিনেছি অনেকগুলো গাছ মারা গিয়েছে। এজন্য ভাবলাম যে এখন বাইরের কিছু গাছ কিনি। বারান্দার জন্য ফুল গাছ বেশি ভালো লাগে। আর ফুল গাছ বলতেই তো গোলাপ গাছের কথা সবার আগে মনে পড়ে। আমার বোন কিছুদিন আগে বেশ কিছু গোলাপ গাছ কিনেছে। ওর গোলাপ গাছগুলো দেখে আরো কেনার ইচ্ছা জেগেছে। তাই গোলাপ গাছ কেনার জন্য নার্সারিতে গিয়েছিলাম। নার্সারিতে গিয়ে এত কালারের গোলাপ ফুল দেখে মাথা খারাপ হয়ে গিয়েছে। কোনটা রেখে কোনটা কিনব অবস্থা। কিন্তু দাম শোনার পর খুবই হতাশ হলাম। বড় গাছ এক একটি ৮০০ টাকা করে এবং ছোট গাছগুলো এক একটি ৪০০ টাকা করে। ছোট গাছগুলো দেখতে একদমই দুর্বল ছিল। মনে হচ্ছিল না যে এগুলো আর ফুল ফুটবে। এক একটি গাছে একটি করে ফুল ফুটেছিল। বড় বেশ কিছু হাজারী গোলাপ গাছ দেখেছিলাম। সেগুলো খুব পছন্দ হয়েছিল। কিন্তু সেগুলো ৮০০ টাকা করে দাম। সেগুলির ছোট একটি হাজারী গোলাপ গাছ কিনেছিলাম। তাছাড়া অনেকদিন ধরে একটি মরিচ গাছ কেনার ইচ্ছা ছিল। এবার মরিচ গাছ পেয়ে গেলাম। একটি মরিচ গাছ কিনেছি। আমার হাসবেন্ড আবার একটি গাঁদা ফুল গাছ কিনলো। তাছাড়া বেশ কিছু টব কিনেছি বাসায় এনে গাছ লাগাবার জন্য। সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
এই ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই নার্সারিতে গোলাপ গাছের অনেক কালেকশন ছিল। বিভিন্ন কালারের গোলাপ গাছ ছিল। একটি থেকে আরেকটি কালার আরো বেশি সুন্দর। তাছাড়া নিচের ছবিতে বেশ কিছু পাতাবাহার গাছ দেখতে পাচ্ছেন। এই গাছগুলো বেশ ভালো লাগছিল। কিন্তু এগুলো বাঁচে না জন্য কিনিনি।
এই যে দেখেন মরিচ গাছ। এত মরিচ ধরে ছিল যে দেখতে ভালো লাগছিল। আমি প্রথমে এই কালো মরিচ গাছ কিনতে গিয়েছিলাম। কিন্তু আমার হাসবেন্ড আবার দেশী মরিচ গাছ কিনলো।
এই মরিচগুলো ক্যাপসিকাম মরিচ। এই মরিচের ঝাল খুবই কম থাকে। সালাতে খাওয়ার জন্য বেশি ব্যবহার করা হয়। মরিচগুলোর সাইজ অনেক বড় বড় ছিল। ছবিতে তেমন একটা বোঝা যাচ্ছে না।
বাসায় আনার পর আমার মরিচ গাছটি। বেশ মরিচ ছিল এই গাছে। মরিচগুলো খেতে অনেক ঝাল ছিল। ২০০ টাকা নিয়েছিল এই মরিচ গাছটি। আর টবের দাম ১২৫ টাকা। আর এই গাঁদা ফুল গাছটি এনেছি। এটি ৪০ টাকা নিয়েছে। কিন্তু কিছুদিন পরে গাছটি মারা যাবে। এজন্য আর টবে লাগাইনি গাছটি।
আমি এই গোলাপ গাছটি কিনেছি ৪০০ টাকা দিয়ে। আমার হাসবেন্ডকে বলেছিলাম একটি ভালো গোলাপ গাছ বেছে নেওয়ার জন্য। কিন্তু ও ফুল ছাড়া গোলাপ গাছ নিয়েছে। বাসায় আসার পর পরের দিন সকালে ফুল ফুটার পর দেখি যে ফুল একদমই ভালো না। ছবিতে নিশ্চয়ই দেখতে পারছেন কেমন ফুল ফুটেছে। এমন গোলাপ ফুল আমি কখনোই দেখিনি। এত সুন্দর সুন্দর গোলাপ ফুল গাছ দেখে এরকম পচা একটি গোলাপ ফুল গাছ কিনে এনেছি জন্য খুবই মন খারাপ হয়েছে।
এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ । সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | i phone11 |
Location | Link |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আপু, আপনি যে নার্সারিতে গাছ কেনার জন্য গিয়েছেন, সেই নার্সারিতে গোলাপ ফুলের অনেক কালেকশন দেখে সত্যি খুব ভালো লাগলো। তবে ভালো লাগাটা কমে গেল তখন, যখন শুনলাম বড় গোলাপ ফুলের গাছের দাম ৮০০ টাকা, আর ছোট গোলাপ ফুল গাছের দাম ৪০০ টাকা। দামটা অনেক অনেক বেশি। কিন্তু কি আর করার, সবখানেই এখন বাজারের মূল্য ঊর্ধ্বগতি, যার কারণে কিছুই বলার নেই। যাইহোক, আপনি মরিচের গাছ ও গাঁদা ফুলের গাছ কিনেছেন শুনে ভালো লাগলো। আপনার বাসার বেলকুনিতে ফুল গাছগুলো বেশ মানিয়েছে। নার্সারি থেকে কিছু গাছ কেনা নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া আপনার মত গাছ গুলো দেখে আমার কাছেও খুবই ভালো লেগেছিল। কিন্তু দাম শুনে খুবই হতাশ হয়েছিলাম।। দাম অনেক বেশি মনে হয়েছিল আমার কাছে। এজন্যই তো একটি মাত্র গাছ কিনেছিলাম। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু নার্সারি মানে গাছের সমরহ। আপনি যেহেতু ফুলের নার্সারিতে গিয়েছেন তাই অনেক ফুল রয়েছে। একটি গোলাপ ফুল গাছের দাম ৮০০ টাকা শুনে আমি অবাক হয়ে গেলাম। আপনার টবে যে দাম নিয়ে সেই দামে আমাদের এখানে অনেকগুলো ঝালের গাছ কিনতে পাওয়া যায়। আপনি যে বাসায় ফুলগুলো এনেছেন ফুল গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তবে প্রতিটা ফুলের দাম অনেক বেশি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মত আমিও অবাক হয়েছিলাম ৮০০ টাকা দাম শুনে। একটি ফুল গাছের দাম ৮০০ টাকা অনেক বেশি মনে হয়েছিল আমার কাছে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নার্সারি তে যেয়ে এতো ফুল একসাথে দেখতে পেয়ে বেশ ভালো লাগে।৪০০ টাকা দিয়ে গোলাপ গাছ কিনেছেন,কিন্তু ফুল একদমই ভালো না তাই আপনার মন খারাপ।আসলেই পছন্দ মতো কোনো জিনিস না কিনতে পারলে মন এমনিতেই খারাপ হয়ে যায়।ধন্যবাদ আপনার গাছ কেনার অভিজ্ঞতা গুলো শেয়ার করার জন্য আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত টাকা দিয়ে গাছ কেনার পর ফুল যদি ভালো না হয় তাহলে মন খারাপ তো হওয়ারই কথা। যাই হোক আপু ধন্যবাদ মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি নার্সারিতে গিয়ে এখন বিভিন্ন রকমের ফুলগাছ কিনে থাকেন এবং ফুল গাছ কেনার প্রতি আপনার এখন বেশি আগ্রহ এটা জেনে ভালো লাগলো। মরিচ গাছ, গাঁদা ফুল গাছ এবং গোলাপ ফুল গাছ সত্যি ভীষণ ভালো লাগলো আপনার কেনা গাছ গুলো দেখে। বারান্দায় গাছ রাখলে সৌন্দর্যতা আরও বেশি বৃদ্ধি পায়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই দৃশ্যটি। দেখবেন গাছগুলো থেকে খুবই সুন্দর ফুল ফুটবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু বারান্দায় বিভিন্ন ধরনের ফুলের গাছ থাকলে সৌন্দর্য বেড়ে যায় এজন্যই গাছ কেনা। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নার্সারিতে গেলে আপু আসলে ফুলের অভাব হয় না হরেক রকমের ফুল দেখা যায়। তবে গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর দেখাচ্ছে দুর থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়েছেন নার্সারি থেকে। এছাড়া অনেকগুলো ফুলের গাছ নিয়েছেন এবং বাসার টবে লাগিয়েছেন অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর গোলাপ গাছ দেখে আমার নিজেরই মাথা খারাপ হয়ে গিয়েছিল। বিভিন্ন কালারের গোলাপ ফুল ছিল এখানেম ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নার্সারিতে গেলে আমারও অনেক ভালো লাগে বিভিন্ন ধরনের ফুল ফুটে রয়েছে আর বাহারি রকমের কালার এক কথায় অসাধারণ একটি পরিবেশ।।
আপনি গোলাপ গাছ কিনার উদ্দেশ্যে নার্সারি ভ্রমণ করেছেন জানতে পেরে ভালো লাগলো আসলে গোলাপকে ফুলের রানী যা সর্ব অবস্থায় সৌন্দর্য ছড়ায়।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি দেখে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিভিন্ন রকমের গাছ কিনতে এখন আপনার কাছে ভালো লাগে এটা জেনে কিন্তু আমি সত্যি ভীষণ খুশি হলাম। বারান্দায় লাগানোর জন্য খুবই সুন্দর সুন্দর কয়েকটি গাছ কিনেছেন আপনি। নিশ্চয়ই দেখতে ভীষণ ভালো লাগছিল। আপনার হাজব্যান্ড গাঁদা ফুল গাছ কিনেছিল এবং আপনি গোলাপ ফুল সহ আরো কয়েকটি গাছ কিনেছেন তাহলে। আপনি তো দেখছি মরিচ গাছও কিনেছেন। ফটোগ্রাফির মাধ্যমে দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাইয়া ফুলগুলো যখন ফুটেছিল তখন খুবই সুন্দর লাগছিল দেখতে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখেই বোঝা যাচ্ছে নার্সারিতে গিয়ে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন আসলে ফুল গাছের সঙ্গে যদি সময় অতিবাহিত করা যায় তাহলে সময়টা খুব দ্রুত চলে যায়। গোলাপ গাছ কেনার জন্য নার্সারিতে গিয়েছেন তবে ভেবে অবাক হলাম যে গাছের এত দাম..!! যাই হোক যারা ফুলপ্রেমী মানুষ তাদের কাছে এটা কোন ব্যাপারই না। ভালো লাগলো নার্সারিতে কাটানো আপনার সুন্দর মুহূর্তটা দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তা অবশ্য ঠিকই বলেছেন এই দাম দিয়ে অনেকেই গাছ কিনে জন্যই গাছের দাম এত বেশি। তা না হলে দাম আরো কম হতো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন শীতকাল আর এই সময় নার্সারিতে অনেক রকম ফুলের গাছ দেখা যায় আপু। কিছুদিন আগে আমিও নার্সারি নিয়ে কয়েকটি মরিচের গাছ ও ফুলের গাছ কিনে এনেছি। আপনার মত আমারও ইদানিং গাছ কেনার অনেক নেশা হয়েছে আপু। বারান্দায় গাছ গুলো রেখেছেন দেখতে সুন্দর লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন আপু শীতকালে নার্সারিতে বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখা যায়। খুব ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নার্সারি বাগানে গেলে ফুল গাছ দেখলে মাথা শুধু ঘুরে। যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল। তবে ৮০০ টাকায় গোলাপ ফুলের দাম চাইলো শুনে আমি অবাক হয়ে গেলাম। যাইহোক এক এক জায়গা এক এক রকম হয়তো ফুল গাছের দাম গুলো। তবে বাসায় এনে টপের মধ্যে গাছগুলো লাগিয়েছেন দেখে খুব ভালো লাগলো। এবং খুব চমৎকারভাবে ফটোগ্রাফি করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নার্সারিতে গোলাপের বিভিন্ন রকমের কালেকশন ছিল। দেখে এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। যাই হোক আপু ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit