আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম গ্যাংটক ভ্রমণের নতুন একটি পর্ব নিয়ে। গত দিন আপনাদের সঙ্গে ইয়ামথ্যাং ভ্যালির সৌন্দর্য শেয়ার করেছিলাম। সেখান থেকে ফিরে পরেরদিন সকাল বেলায় আমরা গিয়েছিলাম ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকের পরে আরও দুটি মন্দির পরে। যেহেতু আমরা মন্দিরে যাব না সেজন্য লেকের উদ্দেশ্যেই রওনা দিলাম। ছাঙ্গু লেকেও যাওয়ার জন্য আলাদা পারমিশন এবং গাইড নিতে হয়। গাইড শুধুমাত্র বিদেশি পর্যটকদের জন্যই প্রযোজ্য। ভারতীয়দের জন্য গাইডের প্রয়োজন হয় না। আমরা আগের দিয়ে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র ড্রাইভারকে দিয়ে রেখেছিলাম। যেহেতু ড্রাইভার আমাদের পরিচিত ছিল। ড্রাইভার তার গাইড দিয়ে পারমিশন নিয়ে রেখেছিল। পরদিন সকালবেলায় আমরা রওনা দিলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। সেদিনের আবহাওয়া আমাদের অনুকূলে ছিল। রোদ একেবারে চকচক করছিল চারদিকে। এজন্য অসম্ভব সুন্দর আকাশ দেখতে পেয়েছি।
সাঙ্গু লেকে যাওয়ার আগে আমাদের ড্রাইভার বারবারই বলছিল এখানকার রাস্তাটা অসম্ভব সুন্দর। পাহাড়ী রাস্তা যে এত চওড়া হয় তা এই রাস্তা না দেখলে বোঝা যাবে না। তাছাড়া আরো বলছিল যে আমরা যতই উপরে উঠবো ততই মেঘ আমাদের নিচে চলে যাবে। কিছুদূর যাওয়ার পর আসলেই তাই মনে হচ্ছিল যে আমরা মেঘের উপরে চলে এসেছি। লাচুং যাওয়ার রাস্তাটা অনেক খারাপ ছিল। কিন্তু সাঙ্গু লেক যাওয়ার রাস্তা অসম্ভব সুন্দর। কোথাও ভাঙ্গা নেই। এজন্য এই জার্নিটা খুব ভালো লেগেছিল। খুবই অল্প সময়ে পৌঁছানো যায়। মাত্র দুই ঘন্টা লাগে। কিন্তু রাস্তা দেখে মনে হচ্ছিলো যে আরো দুই তিন ঘন্টা এই রাস্তায় জার্নি করতে পারলে বেশ ভালই লাগতো।
কিছুদূর যাওয়ার পর মনে হল যে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আকাশ না দেখলে অসম্পূর্ণ থেকে যাবে। রাস্তার সাইডে ছোট ছোট বেশ কিছু দোকান ছিল। যেগুলোতে চা,টুপি, চাদর চিপস,চকলেট বিক্রি করছিল। এরকম একটি জায়গায় আমরা দাঁড়িয়ে চা খেলাম। আর বাচ্চাদের জন্য চকলেট, চিপস কিনলাম। সামনে এত সুন্দর আকাশ এবং মেঘ এর মাঝে দাঁড়িয়ে চা খাওয়ার মজাই আলাদা। আর ওখানকার চা একেবারে অন্যরকম টেস্ট ছিল। যদিও এই চা কেনার জন্য অনেক খুজেছিলাম কিন্তু পরে পাইনি।
এখানেও ছোট ছোট বেশ কিছু ঝর্ণা পড়েছিল। এরকম চারপাশে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা সাঙ্গু লেক পৌঁছে গেলাম।
আজ এ পর্যন্তই। পরবর্তীতে ছাঙ্গু লেকের সৌন্দর্য নিয়ে হাজির হব। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | i phone11 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন ফটোগ্রাফি আপু আপনি শেয়ার করলেন। সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর একটি জায়গায় আপনি ঘুরতে গেলেন। আমার তো এখনই যেতে ইচ্ছে করতেছে। সিকিম সাঙ্গু লেক আশা করি আরো সুন্দর হবে। যেহেতু যাওয়ার পথের দৃশ্য আপনি শেয়ার করলেন। আশা করি পরে আরো বিস্তারিত আপনার মাধ্যমে জানতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জায়গাটা আসলেই অসম্ভব সুন্দর ছিল যে কেউ গেলে মুগ্ধ হয়ে যাবে এরকম জায়গা। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর পথ দিয়ে গাড়ি নিয়ে যেতে কতই না ভালো লাগবে। আর এত সুন্দর রাস্তার উপর দাঁড়িয়ে আকাশ দেখা আর চা খাওয়ার তো মজাই আলাদা। আপু পরবর্তী ভ্রমণ পোস্ট দেখার অপেক্ষায় থাকলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া এরকম রাস্তা দিয়ে গাড়িতে করে যেতেই বেশ ভালো লাগছিল। আর চা খাওয়ার মুহূর্তটা আসলে অসম্ভব ভালো ছিল। ধন্যবাদ মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি প্রায় মাঝেমধ্যে ইউটিউবে এই স্থানগুলোর ভিডিও দেখে থাকি। আমাদের দেশে যে সুন্দরতম অনেক জায়গা রয়েছে ঐ সমস্ত ভিডিও দেখার পর আমি মুগ্ধ হই। বেশ চমৎকার চমৎকার ফটোগ্রাফি ধারণ করেছেন আপনি দর্শনীয় এইসব জায়গা গুলো থেকে। পাশাপাশি বেশি ধারণা পেয়ে গেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইউটিউবে থেকে সামনাসামনি দেখতে আরো বেশি চমৎকার লাগে এরকম স্থান গুলো। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit