সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো হিমছড়ি পাহাড়ে ঘুরতে যাওয়ার মুহূর্ত। যেহেতু একই রাস্তায় সিরিয়ালে পাটুয়ারটেক বিচ, ইনানী বিচ,মিনি বান্দরবান,লাল কাঁকড়া বিচ ও হিমছড়ি রয়েছে, তারজন্য সবাই একদিনে সবগুলো ঘুরে আসে। আমরা তাই করেছিলাম,এর আগে বাকি জায়গার পর্ব শেয়ার করেছিলাম। আজ হিমছড়ি পাহাড়ে ঘুরতে যাওয়ার গল্প বলবো। আমরা সেখানে যেতে প্রায় বিকাল ৪.৩০ বেজে গিয়েছিল। এরপর ভিতরে প্রবেশ করে জানতে পারলাম সন্ধ্যা ৬ টায় বন্ধ করে দেয়। তাই আমরা তাড়াতাড়ি করে সবকিছু দেখার চেষ্টা করলাম।
কিন্তু এটা তো পাহাড় আর তার উপরে উঠতে হবে তাই তাড়াতাড়ি বললেই তাড়াতাড়ি হয়ে যায় না। প্রথমে আমরা পাহাড়ে ওঠার আগে ঝর্ণার কাছে গিয়ে কিছু ছবি তুলে নিলাম। ২০১৯ সালে যখন গিয়েছিলাম তখন ঝর্ণার আশেপাশের অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু এবার গিয়ে একদম ভিন্ন ও সাজানো গোছানো দেখে খুব ভালো লাগলো। এরপর পাহাড়ে উঠার জন্য চলে গেলাম। তারা বাবা ছেলে আগে উঠে গিয়েছে। কিন্তু আমি উঠতে গিয়ে অনেকবার সিঁড়িতে দাঁড়িয়ে ছিলাম। সবাই বলে এটাকে সাত পাহাড় বলে। এর আগে যখন গিয়েছিলাম তখন এমন সিঁড়ি ছিল কিংবা ধরার মতো কোনো ব্যবস্থা ছিল না।
কিন্তু বর্তমানে হিমছড়ির অনেক পরিবর্তন করেছে। তবে এত উপরে উঠতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য এত উপরে উঠা খুবই ঝুঁকিপূর্ণ। অনেক বয়স্ক মানুষদের দেখলাম আনন্দ নিয়ে পাহাড়ের উপর উঠছে। কিন্তু এটা ঠিক নয়। কারণ আমাদেরই সিঁড়ি বেয়ে উঠে অবস্থা খারাপ হয়ে যায় আর তাদের কি অবস্থা হয় বুঝেন তো। আমার ছেলে তার বাবার কোলে করে উঠেছে তো তাই সে খুব আনন্দ পেয়েছে। তবে নামার সময় ছেলে একা একাই নেমেছে। বাচ্চারা আবার সিঁড়ি বেয়ে উপরে উঠা খুব পছন্দ করে।
যেহেতু সেদিন প্রচুর গরম ছিল তাই আমরা পাহাড়ের উপরে উঠে আইসক্রিম খেয়েছিলাম। আমরা সেখানে অল্প কিছুক্ষণ বসে ছিলাম। এরপর সন্ধ্যা হয়ে গেলে সবাইকে নেমে যাওয়ার জন্য বলা হচ্ছিল। তারপর আমরা নিচে নেমে আসলাম। নামার সময় আবার খুব ভালো লেগেছিল। ঐ দিন সারাবেলা ঘোরাঘুরি করে যতটা না কষ্ট হয়েছিল তারচেয়ে বেশি কষ্ট হয়েছিল আমরা যে রিকশা ভাড়া করে গিয়েছিলাম ওনাকে খোঁজাখুঁজি করে। আমরা পাহাড়ে উঠার আগে উনার মোবাইল নাম্বার আর কোথায় থাকবেন সব কিছু দেখে তারপর ভিতরে যাই।
কিন্তু সেখানে ঘোরাঘুরি করে এসে দেখি রিকশাওয়ালা নেই। বারবার ফোন করছি কিন্তু নাম্বার বন্ধ বলছে। আমরা রিকশাওয়ালাকে হিমছড়ি পার্কিং এর সম্পূর্ণ জায়গা খোঁজাখুঁজি করেও পেলাম না। তখন এতটা বিরক্ত লেগেছিল বলে বুঝাতে পারবো না। রিকশাওয়ালা ভাড়া না নিয়ে তো যাবে না। এরপর অনেকক্ষন পরে রিকশাওয়ালাকে খুঁজে পেলাম। এরপর জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছে তিনি বললো আমি একটু দূরে গাড়ি রেখেছি। কারণ সেখানে অনেক গাড়ি থাকায় সমস্যা হচ্ছিল। মোবাইল নেটের সমস্যার জন্য হয়তো বন্ধ পাচ্ছিলেন।
যাই হোক এভাবেই সেদিন আমাদের সব জায়গায় ঘোরাঘুরি শেষ হলো। রাতের বেলা যখন রিকশা দিয়ে আসছিলাম তখন দারুন একটা অনুভুতি হয়েছিল। আমরা যে কয়দিন কক্সবাজার ছিলাম খুব সুন্দর সময় কাটিয়েছি। বিশেষ করে আমার ছেলে খুব মজা পেয়েছে। মাঝে মাঝে মন মানসিকতা ঠিক রাখতে একটু ঘোরাঘুরি করতে হয়। অনেক কথা বলেছি আজ আর নয় আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে আমার কাছে অনেক ভালো লাগে। হিমছড়ি পাহাড়ে গিয়ে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন, এটা দেখে খুব ভালো লাগলো। বুঝতেই পারছি ওখানে গিয়ে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন আপনি। মাঝেমধ্যে এভাবে ঘুরতে যাওয়ার মজাটাই হয় আলাদা। সুন্দর মুহূর্তটা শেয়ার করলেন দেখেই ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু আমরা ওখানে খুব সুন্দর সময় অতিবাহিত করেছি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাহাড়ি এলাকা গুলো আমার অনেক বেশি পছন্দের। আর আপনি হিমছড়ি পাহাড়ে ঘুরতে গিয়েছেন এটা দেখে অনেক ভালো লাগলো। জায়গাটা দেখছি অনেক বেশি সুন্দর। এত ভালো মুহূর্ত কাটিয়েছেন দেখে ভালো লাগলো। এরকম জায়গা গুলোতে গেলে মন মানসিকতা এমনিতেই অনেক ভালো হয়ে যায়। এভাবে মাঝেমধ্যে ঘুরতে গেলে ভালো লাগে অনেক বেশি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া এমন সুন্দর জায়গায় ঘোরাঘুরি করলে মন মানসিকতা ভালো থাকে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হিমছড়ি পাহাড়ে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। কারণ পাহাড়ের উপর থেকে সমুদ্রের ভিউটা জাস্ট অসাধারণ লাগে। তাই কক্সবাজার গেলে,আমি হিমছড়ি যাওয়া মিস করি না। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো আপু। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন পাহাড়ের উপর দাঁড়িয়ে সমুদ্রের ভিউ দারুন লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/TanjimaAkter16/status/1866479924871364894?t=fIYe4RviOnpZnxmXmrjjDQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit