হ্যালো বন্ধুরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ প্রথমবার মেট্রোরেলে উঠার অনুভূতি নিয়ে চলে এসেছি। আমাদের দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আরও একটি মাধ্যম হলো মেট্রোরেল। তারজন্য সবারই মেট্রোরেল দিয়ে যাতায়াত করার একটা ইচ্ছে থাকে। আমারও তেমনি একটা ইচ্ছে ছিল। কিন্তু কোথায় যাবো ভেবে পাচ্ছিলাম না। তবে বিপদে পড়ে এবার সেই ইচ্ছে পূরণ হয়ে গেলো। কিছুদিন আগে একটা পোস্টে বলেছিলাম আমার বড় ভাবির ডেঙ্গু হয়েছে আর তিনি তার বাবার বাড়িতে রয়েছেন। ভাবির বাবার বাড়ি মিরপুর ১১ নম্বরে। বাবু হবে বলে গিয়েছে কিন্তু এখনও আসেনি আর সেখানেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এদিকে আমার মা ছোট ভাবির বাবু হয়েছে বলে গ্ৰামে রয়েছে।
এরপর আমি আর আমার হাজবেন্ড চিন্তা করলাম কেউ তো দেখতে যাওয়া উচিত,নয়তো খারাপ দেখায়। তারজন্য গত বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছি আমরা মিরপুর যাবো। প্রথমে মেট্রোরেলের কথা মাথায় আসেনি। আমরা ভেবেছি সিএনজি ভাড়া করে চলে যাবো। তাছাড়া ঐদিকে যাবো যখন তাহলে ছেলেকে নিয়ে চিড়িয়াখানাও ঘুরে আসবো। এরপর আমার হাজবেন্ড বলে চলো মেট্রোরেলে যাই আর আমরা সেটাই করলাম। যেহেতু ছোট দিন তাই আমরা চিন্তা করলাম সকাল সকাল চলে যাবো।
যেহেতু কখনও মেট্রোরেল দিয়ে যাওয়া হয়নি তাই আমরা অনলাইন থেকে সময় এবং কিভাবে টিকেট কাটতে হয় সবকিছু দেখে নিলাম। আমরা সকাল ৯ টার ট্রেনে যাবো বলে বাসা থেকে ৮.১৫ তে বের হলাম। বাসার সামনে থেকে রিকশা করে মতিঝিল চলে গেলাম। সেখানে যেতে যেতে ৯টা পার হয়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম ৯টার ট্রেন পাবো না। কিন্তু টিকেট কেটে উপরে গিয়ে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা তাড়াতাড়ি ভিতরে ঢুকে গেলাম। কিন্তু বসার মতো জায়গা পেলাম না।
পরের স্টেশনে গিয়েই একটি বসার জায়গা পেলাম। আমরা মতিঝিল থেকে ৯.১০ এ মেট্রোরেলে উঠি আর মিরপুর ১১ তে গিয়ে নেমে দেখি মাত্র ৯.৩৬ বাজে। এত তাড়াতাড়ি চলে গিয়েছি দেখে সত্যিই অবাক হলাম। ভাইয়া বলেছিল ১ ঘন্টা লাগবে আর সেখানে মনে হলো আধা ঘন্টাও লাগেনি। এত বছর ধরে ঢাকা শহরে থাকি আর আমি মনে হয় এই প্রথম এত কম সময়ে মিরপুর চলে গেলাম। এটা সত্যিই আমার কাছে খুবই আনন্দের বিষয় ছিল। আমরা এখন এই একটি যানবাহনের জন্য কত দ্রুত গন্তব্য স্থলে পৌঁছাতে পারি।
আমার কাছে সেদিন খুব ভালো লেগেছিল। আমার ছেলে মেট্রোরেলের নাম দিয়েছে,বিমান ট্রেন সে তো ছোট মানুষ এত কিছু বুঝে না। তবে এটা বুঝেছে এই ট্রেন উপরে দিয়ে চলে আর এর নাম বিমান ট্রেন। বিমান আর ট্রেন নামগুলো সে মোবাইল দেখে শিখেছে। তারজন্য যখন আমরা মেট্রোরেলের কাছে গেলাম তখন সে খুব খুশি আর বার বার বলছে আম্মু দেখো বিমান ট্রেন এসেছে। তবে এত তাড়াতাড়ি যেতে পেরে যেমন ভালো লেগেছে তেমনি একটু আনইজিও লেগেছিল। কেন জানেন, যতই হোক কারো বাড়িতে গেলে একটু দেরিতে যাওয়াই ভালো। ঢাকা শহরে এত সকাল সকাল কারো বাড়িতে গেলে হয়তো তাদের ভালো লাগতে না ও পারে। যদিও আগে থেকে তাদের বলে রেখেছিলাম আর আমরা গিয়ে বেশিক্ষণ থাকবো না সেটাও বলেছিলাম। তারপরও কুটুমবাড়িতে এত সকালে গিয়ে উঠলে কেমন দেখায় বলেন।
কিন্তু আমরা তো বুঝতে পারিনি এত তাড়াতাড়ি চলে যাবো। আমরা ভেবেছিলাম যেতে যেহেতু ১০ টা বাজবে তাহলে তো পারফেক্ট সময়। এক ঘন্টা থেকে চিড়িয়াখানায় চলে যাবো। কিন্তু কি আর করার চলে যেহেতু গিয়েছি রাস্তায় তো আর দাঁড়িয়ে থাকতে পারবো না। এরপর ভাবিদের বাসায় চলে গেলাম। সেখান থেকে আমরা ১ টার দিকে বের হয়ে চিড়িয়াখানায় চলে গেলাম। সেই গল্প অন্যদিন শেয়ার করবো। কুটুমবাড়িতে গেলে এত তাড়াতাড়ি কি বের হওয়া যায়। তারজন্য বের হতে অনেক সময় লেগেছিল। এই তো সেদিন এক কাজে দু'কাজ করে আসলাম। মেট্রোরেলেও ওঠা হলো আর চিড়িয়াখানাও ঘুরা হলো। অনেক কথা বলেছি, এবার যাই। ধন্যবাদ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
https://x.com/TanjimaAkter16/status/1861732721690812846?t=CoZbEqJ42Ceitx_7ioYfew&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেট্রোরেলে আজও ওঠার সুযোগ হয়নি তবে আপনার অনুভূতি পড়ে ভীষণ ভালো লাগলো । আপনি মতিঝিল থেকে মেট্রো রেল এ উঠে মিরপুর ১১ তে নেমেছেন মাত্র 30 মিনিট সময় লেগেছে। যেখানে আপনার প্রায় এক ঘন্টা সময় লেগে যাওয়ার কথা। সত্যি এরকম দ্রুত ভাবে গন্তব্যে পৌঁছাতে পারলে কোন ঝামেলাই থাকে না। বেশ ভালো লাগলো আপু আপনার অনুভূতিটা জানতে পেরে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু ইনশাআল্লাহ আপনার সেই ইচ্ছে পূরণ হোক। খুব দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারা যায়। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ভালো করলেন আপু আপনি আপনার ভাবিকে দেখতে গেলেন। যেহেতু উনি অসুস্থ আর পরিবারের কেউ না গেলেই একটু দেখতে খারাপ দেখাই। আপনারা মেট্রোরেলে গেলেন ভিন্ন ধরনের একটি অভিঙ্গতা হয়েছে আপনার। খুব সুন্দর একটি সময় কাটালেন অনেক ভালো লাগলো। মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু আমরা সেদিন খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেট্রোরেলে চড়তে আসলেই খুব ভালো লাগে। কারণ যানজট ছাড়া একেবারে অল্প সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। মতিঝিল থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনে পৌঁছাতে ৩৫/৪০ মিনিট লাগে। আমি প্রায়ই মেট্রোরেলে চড়ে মিরপুর এবং উত্তরার দিকে যাই। যাইহোক প্রথমবার মেট্রোরেলে উঠার অনুভূতি দারুণভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া কোনো রকম যানজট ছাড়াই অল্প সময়ে চলে যাওয়া যায়। আপনিও মাঝে মাঝে মেট্রোরেল দিয়ে যাতায়াত করেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদিও মেট্রোরেলে ওঠার সুযোগ এখনো হয়নি। তবে আপনার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো আপু। আমি অনেকের কাছেই শুনেছি মেট্রোরেলে যাতায়াত করতে খুবই সুবিধা এবং খুব কম সময়ে গন্তব্যে পৌঁছানো যায়। যেমনটা আপনিও বলেছেন।আপনার প্রথমবার মেট্রোরেলে ওঠার অভিজ্ঞতা বা অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit