শুভ রাত্রি,হ্যালো বন্ধুরা
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। সবাইকে কনকনে শীতের রাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
আজ একদম ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো মাটি দিয়ে তৈরি জিনিসপত্র। আজ বিকাল বেলা আমরা ক্ষেতের পাঠে মাঠ রয়েছে সেখানে বসে ছিলাম। ঐ জায়গায় আমার পাশের বাড়ির এক বড় বোন মাটির চুলা বানিয়ে রেখে দিয়েছে। চুলার পাশেই কিছু কাঁদা মাটি রাখা ছিল। বাচ্চারা সেই মাটি দিয়ে খেলাধুলা করছে। আমার ছেলেও ধরতে চেয়েছিল কিন্তু বিকাল হয়ে যাওয়াতে ধরতে দেইনি। এরপর ছেলে বলছে মা আমাকে মাটি দিয়ে কিছু বানিয়ে দাও। ছেলের এই কথা শুনে ছোটবেলার কথা খুব মনে পড়ে গেলো। আমিও ছোটবেলায় মা কে এভাবেই কিছু বানিয়ে দেওয়ার কথা বলতাম। তাছাড়া নিজেও মাটি দিয়ে অনেক কিছু তৈরি করার চেষ্টা করতাম। যদিও তখন ছোট থাকায় সেভাবে কিছু বানাতে পারতাম না।
আজ বাচ্চাদের কাদামাটি দিয়ে খেলা দেখে আমারও খেলতে ইচ্ছে করছিল। এরপর চিন্তা করলাম কাঁদা মাটি দিয়ে কিছু হাঁড়ি পাতিল তৈরি করি। এতে ছেলে খুব খুশি হবে। এরপর ভাবলাম যেহেতু এগুলো তৈরি করবো তাহলে কিছু ফটোগ্রাফি করে রাখি। কিন্তু মুশকিল হলো ছবি তুলা নিয়ে। আমার ছেলে বলে আম্মু আমি তোমায় ছবি তুলে দেবো। আজকের পোস্টের সবগুলো ফাইনাল ফটোগ্রাফি বাদে বাকি সব ফটোগ্রাফি আমার ছেলে করেছে। আমি যখন এগুলো বানাচ্ছিলাম তখন আমার পাশে সব বাচ্চারা বসে ছিল। তারা খুবই ছোট ছিল বলে আমার বানানো জিনিসপত্র মন দিয়ে দেখতে লাগলো। আজ মনে হলো অল্প সময়ের জন্য হলেও শৈশবে চলে গিয়েছিলাম। শৈশবের সময়টা খুবই মধুর ছিল আর তা কোনো দিনও ফিরে আসবে না। যাই হোক চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. কাঁদা মাটি
২. পানি
ডাই তৈরির ধাপ নিচে দেওয়া হলো----
🍁১ম ধাপ🍁 |
---|
প্রথমে কাঁদা মাটি কে গোল বলের মতো বানিয়ে নিলাম।
🍁২য় ধাপ🍁 |
---|
এবারের মাঝখানে গর্ত করে পাতিলের শেপ দিয়ে দিলাম।
🍁৩য় ধাপ🍁 |
---|
এবার ঢাকনা বানানোর জন্য আবারও কিছু মাটি নিয়ে চ্যাপ্টা করে নিলাম। তারপর উপরে ঢাকনা ধরার মতো অংশ বানিয়ে নিলাম।
🍁৪র্থ ধাপ🍁 |
---|
এখন একটি প্লেট বানিয়ে নিলাম।
🍁 শেষ ধাপ🍁 |
---|
সবশেষে এবার একটি কুলা বানিয়ে নিলাম আর এভাবেই শেষ হলো আমার তৈরি মাটির জিনিসপত্র। আমার ছেলে এগুলো পেয়ে খুব খুশি হয়েছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় আর বেশি কিছু বানাতে পারিনি। বন্ধুরা, আজকে শেয়ার করা "কাঁদা মাটি দিয়ে তৈরি জিনিসপত্র" আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা এরকম মাটির হাড়ি পাতিল অনেক বানাতাম। ধন্যবাদ আপু ছোটবেলার স্মৃতিকে এরকম ভাবে মনে করে দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাদা মাটির তৈরি হাড়ি পাতিল গুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি কখনোই খুব একটা এগুলো বানাতে পারতাম না। আমার মা পুকুর থেকে মাটি নিয়ে আসতো। মা আমাদের দুই ভাই বোনকে এ ধরনের অনেক খেলা বানিয়ে দিতো।সব থেকে মজা লাগতো মা যখন কাদা মাটির চুলা তৈরি করে দিতো।শৈশবের স্মৃতিগুলো কতই না রঙিন। আপনার কাদামাটি তৈরি জিনিসগুলো দেখে সেই জিনিসগুলোর কথা মনে পড়ে গেল। খুব সুন্দর হয়েছে জিনিসগুলো।আপনার পোষ্টের মাধ্যমে সুন্দর জিনিস গুলো দেখতে পেরে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামের বাচ্চাদের খেলার একটা উৎস বলা চলে এই কাঁদা মাটি।এখন গ্রামের কিছু বাচ্চা ক্লে দিয়ে অনেক বাচ্চা খেলা করলেও মাটি দিয়ে খেলার প্রতি অন্যরকম একটা টান।আপনি চমৎকার করে কাঁদা মাটি দিয়ে চমৎকার সুন্দর করে খেলনা তৈজসপত্র বানিয়েছেন। খুব সুন্দর হয়েছে এ-সব জিনিসপত্র। ধন্যবাদ আপনাকে সুন্দর মাটির খেলনা হাড়িপাতিল বানিয়ে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার কাঁদা মাটি দিয়ে তৈরি করা জিনিসগুলো দেখে আমার সেই ছেলেবেলার কথা মনে হয়ে গেল। কতই না খেলেছি এসব জিনিস দিয়ে। অনেক সুন্দর করে আপনি প্রতিতি জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলায় কাঁদামাটি দিয়ে অনেক কিছুই তৈরি করতাম। আর সেগুলো দিয়ে খেলতে অনেক ভালো লাগতো। সময়ের সাথে সাথে সবকিছুই অতীত হয়ে গেছে। আপু আপনার এই পোস্ট দেখে সত্যিই অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit