হ্যালো বন্ধুরা,
আমি কমিউনিটির চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করছি। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme দাদার কাছে। কারণ তিনি না থাকলে আজ কোনভাবেই আমাদের কমিউনিটির নিজস্ব কয়েনের অস্তিত্ব পাওয়া যেতো না। এই কয়েন লঞ্চ হওয়ার পর থেকেই সবাইকে দেখছি নিজ নিজ অবস্থান থেকে একটু একটু করে $PUSS কয়েন কেনার চেষ্টা করছে। আমি একটু সময় নিয়ে সবার পোস্ট গুলো ভালো ভাবে দেখে বুঝে তারপর কিনবো ভেবেছিলাম। তাছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করারও ইচ্ছে ছিল। এর মাঝে গতকাল সন্ধ্যায় যখন কমিউনিটির ডিসকর্ড চ্যানেলে দেখলাম যে প্রত্যেক সদস্যকেই কিছু $PUSS টোকেন কিনতেই হবে বলা হচ্ছে। তখন চিন্তা করলাম রাতেই কিনবো, কিন্তু আপনারা তো জানেন আমার ছেলে খুব অসুস্থ ছিল। সে রাত ২টা পর্যন্ত সজাগ ছিল আর সেজন্যই আমি রাতে কাজ করতে পারিনি। এসব কাজ করতে গেলে একটু ঠান্ডা মাথায় ভেবেচিন্তে করা ভালো। তারজন্য রাতে আর কেনা হলো না।
এরপর সকাল সকাল উঠে নাস্তা খেয়েই বসে পড়লাম কাজে। তবে আপনাদের মতো আমার পক্ষে $PUSS কয়েন কেনা এতটাও সহজ ছিল না। আমার এই কয়েন কিনতে প্রায় অনেক সময় লেগেছিল। স্যামসুন্দর ভাইয়ার টিউটোরিয়াল এবার নওরিন আপুর পোস্ট বেশ কয়েকবার দেখেছি। এই দুটো দেখে দেখে tronlink অ্যাপস ডাউনলোড করে নিলাম। এভাবে সব কাজ শেষ করেছি আর স্ক্রিনশর্ট দেওয়া শেষ হলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ১২ টা বাজে। এরপর চিন্তা করলাম স্ক্রিনশর্ট যেহেতু নেওয়া রয়েছে তাহলে সাংসারিক কাজ শেষ করে সন্ধ্যায় পোস্ট করবো। তাই এখন চলে আসলাম আমার পোস্ট নিয়ে। তাহলে চলুন ধাপে ধাপে আপনাদের সব দেখিয়ে দেই।
ধাপ-১, প্রথমে আমি আমার tronlink একাউন্টের স্কিন শর্ট শেয়ার করলাম। এরপর উপরে প্লাস এ ক্লিক করে $PUSS টোকেন নিয়ে আসলাম। আমার TRX এখানে 0.00068 দেখাচ্ছে। খুবই অল্প TRX রয়েছে তারজন্য আমি আরও TRX এড করবো।
ধাপ-২, tronlink অ্যাপস এর সাথে আমার স্টিমিট TRX একাউন্ট লিংক করা আছে। আমার বাইনান্সে কিছু স্টিম ছিল আর সেখান থেকে আমি 59.0125827 স্টিম নিয়ে নিলাম। এরপর TRX এ কনভার্ট করে 60 TRX কিনে নিলাম। এরপর বাইনান্স থেকে আমার TRX গুলো Tronlink Pro নিয়ে আসলাম। সেখানে 59.00068 TRX দেখা যাচ্ছে।
ধাপ-৩, এবার ছবির নিচে discover লেখা দেখা যাচ্ছে। ঐখানে ক্লিক করতে এই পেজটি ওপেন হয়েছে। এখানের যে search or type url বারটি দেখা যাচ্ছে ঐখানে একটি link পেস্ট করেছি যেটি আমি নওরিন আপুর টিউটোরিলার পোস্টে পেয়েছিলাম। ঐ লিংকটি হল $PUSS কয়েনের SunPump লিংক। তারপর গো টু অপশনে ক্লিক করেছি৷
ধাপ-৪, এর পর এই পেজটি এসেছে। এখানে সবই লেখা আছে। নিচে buy/sell অপশন আছে৷ আমি buy অপশন সিলেক্ট করতেই আমার TRX দেখা যাচ্ছে। আমার 59 TRX ছিল আর এখানে দেখা যাচ্ছে 57.7 TRX। এর কারণ আমি তিন বার ভুল করে ফেলেছি আর সেজন্য 1.30 TRX মতো কেটে নিয়েছে।
ধাপ-৫, এবার আমি সেখান থেকে 56 TRX দিয়ে $PUSS কিনতে চাইলাম। তাই এই অ্যামাউন্টটা লিখলাম। এরপর ট্রেড অপশনটাতে ক্লিক করলাম।
ধাপ-৬, ট্রেডে ক্লিক করতেই এই পেজটা এলো। আমি নেক্সট করলাম।
ধাপ-৭,পরের অংশে আমার পাসওয়ার্ড চাওয়া হল এবং আমি তা দিলাম। আর কনফার্মও করলাম।
ধাপ-৮, ট্রানজাকশন ওয়াজ সাকসেসফুললি সাবমিটেড হয়েছে বলে এই সবুজ টিক ওয়ালা পেজটি এলো। আমিও কনফার্ম করে দিলাম।
ধাপ-৯, অবশেষে আমার $PUSS কেনা হয়ে গেল আর হোমপেজে তা দেখাও যাচ্ছে।
যতক্ষণ পর্যন্ত $PUSS কয়েন কিনছিলাম ততক্ষণ যেনো মনের ভিতরে বাড়তি উত্তেজনা কাজ করছিলো। এমনি এক্সাইটেড ছিলাম যে পর পর তিন বার ভুলে করে ফেলেছি আর বারবার সাকসেস ফেইল্ড উঠে গেলো। প্রথমে আমি একজন ইউজার এর পোস্ট দেখে করেছিলাম আর যখন দেখলাম বারবার এমন হচ্ছে তখন খুব টেনশনে পরে গিয়েছিলাম। এরপর কাজ অফ করে দিয়ে আবারও সবার পোস্ট দেখতে থাকলাম। অবশেষে আমি neelamsamanta আপুর পোস্ট দেখে খুব ভালো ভাবেই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি।
যখন সম্পূর্ণ কাজ শেষ করে Tron link একাউন্ট দেখতে পেলাম $PUSS কয়েন জমা হয়েছে আর সেই সময় নিজের কাছে অনেক আনন্দ লেগেছে। কারণ আজ নিজেদের একটা নিজস্ব কয়েন হয়েছে আর তা আমরা দেখতেও পাচ্ছি। এসব কিছু সম্ভব হয়েছে আমাদের সবার প্রিয় @rme দাদার জন্য। সত্যিই এভাবে যে একদিন আমাদের কয়েন হবে আর আমরা তা কিনবো এবং আমাদের tronlink একাউন্টে তা দেখা যাবে সেটা কখনো ভাবিনি। দাদা মজার ছলে এই $PUSS টোকেন নিয়ে আসলেই এটা যেনো আমাদের মধ্যে এক অন্যরকম অনুভুতি তৈরি করেছে। যাইহোক আশা করি আমার দেওয়া প্রতিটা স্ক্রিনশর্ট গুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন।
এতক্ষণ ধরে আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। |
---|
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
![C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbja4sC5ZUQ1cTzZwYPsSiJ8fyCFS8g2jAJtXkWi8s8oi/C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png)
![PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmR2mawKEaaBp8XoGwrwWJn88s1nvkJG8YiBrtepRVPpVF/PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png)
![2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmdkckySfU4dLA17wixLyomDfqmijASCbrGn3ceCYuhgNM/2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png)
![PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmR2mawKEaaBp8XoGwrwWJn88s1nvkJG8YiBrtepRVPpVF/PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png)
![2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmTvJLqN77QCV9hFuEriEWmR4ZPVrcQmYeXC9CjixQi6Xq/2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif)
![PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmR2mawKEaaBp8XoGwrwWJn88s1nvkJG8YiBrtepRVPpVF/PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png)
Support @heroism Initiative by Delegating your Steem Power
![RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmZQ7F9Zp7jdu2Dym9AU62Tj5fHdsZoC1pamo6EkKJXC7K/RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png)
আপনি এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। আমার ইচ্ছে রয়েছে এই কনটেস্টে অংশগ্রহণ করার। তবে আমি খুব শীঘ্রই চেষ্টা করব অংশগ্রহণ দিতে। এত সুন্দর একটি কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনিও এই চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ কনটেস্টে অংশগ্রহন করার জন্য। আমিও গতকাল অংশগ্রহন করেছি। একটু দেরি হয়ে যাওয়ার কারনে অনেক বেশি দাম দিয়ে পুশ কিনতে হয়েছে। তারপরও কনটেস্ট বলে কথা যোগদান তো করিতেই হইবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া দেরি হয়ে যাওয়াতে আমাকেও দাম দিয়ে কিনতে হয়েছে। নিজের কপালে নিজে কোড়াল মারার মতো অবস্থা হয়েছে। যাই হোক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি কথা বলতে আপু $PUSS কয়েন কেনার যে প্রসেসটা, এটা খুব বেশি একটা কঠিন নয়। তবে প্রথমবার হিসেবে একটু কঠিন আমার কাছেও লেগেছিল। বর্তমানে $PUSS কয়েনের দাম অনেকটাই বেড়ে গেছে। আপনি চাইলে আরও বেশি কিছু কয়েন কিনে রাখতে পারতেন আপু। যাই হোক, তারপরও যে আপনি এই প্রতিযোগিতায় নিজেকে সামিল করেছেন, সেটা জেনেই ভাল লাগছে। আসলে আমাদের দাদার তৈরি কয়েন এজন্য বিশ্বাসযোগ্যতা বেশি। আশা করি, এই কয়েন খুব ভালো একটা জায়গায় যাবে একটা সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া প্রথমে আমার কাছেও কঠিন লেগেছিল তাইতো কিনতে অনেক লেট করে ফেলেছি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও কিনতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিল আপু। তখন বেশি দাম দিয়ে কিনতে হয়েছিল আমাকে এই পুশ(puss) কয়েন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা।আপনি অনেক সুন্দর ভাবে $PUSS কেনার বিষয়টি উত্থাপন করেছেন এবং ছবি সহ ধাপে ধাপে সুন্দরভাবে বর্ণনা করেছেন।এজন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"🚀💥 WOOHOO! Let's get this party started! 🎉 We're so excited to share our latest updates and initiatives with you all! 💪 As always, we appreciate your support and enthusiasm for the @heroism initiative. ❤️ By delegating your Steem Power, you're helping us create a more engaging and rewarding community experience. 👍 Don't forget to join our Discord server (link in comments) to learn more about our plans and get involved! 🤝 And, as a friendly reminder, we'd love it if you could vote for our witness, xpilar.witness, by heading over to https://steemitwallet.com/~witnesses. Your support means the world to us! 🌎 Together, let's keep making Steem an amazing place to be! 💖"
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit