বন্ধুরা
আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আপনাদের সাথে করুণাময়ী মায়ের মন্দিরের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।বেশ কিছুদিন ধরে ভাবছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পূজো করতে যাবো। কিন্তু যখনই ভাবছি যাবো ঠিক তখনই একটা না একটা সমস্যা এসে হাজির হচ্ছে।আবার আমাদের মাঝে একটা নিয়ম আছে বাড়ীতে নতুন বউ এলে স্বামী স্ত্রী দুজনে একসাথে পূজো দিতে হয়। আর আমি মাঝে মধ্যে দক্ষিণেশ্বর যাই পূজো দিতে। কিন্তু এবার এক বছরের মতো হয়ে গেল আমি দক্ষিণেশ্বর যেতেই পারছি না।আসলে সময় করেই পারছি না। আর একটা ব্যাপার প্রায়ই হচ্ছে সেটা হলো যখনই ভাবছি আমি দক্ষিণেশ্বর যাবো কিন্তু তখনই হটাৎ করেই সিদ্ধান্ত হচ্ছে আমডাঙা কালী বাড়ি । ঠিক এবারও তাই হলো।কিন্তু কেন এমনটা হচ্ছে বুঝতেই পারছি না। কিন্তু একটা কথা তো সত্যি সব জায়গার মা এক।
এক সপ্তাহ আগে আমরা সবাই মিলে আমডাঙ্গা কালী মন্দিরে গেলাম পূজা দিতে। তবে এখানে খুবই ভালো ভাবে পূজো দেওয়া যায়। চাইলে আপনি মায়ের মন্দিরে বসে অঞ্জলী দেওয়া যায়। মন্দিরের চারপাশ বড় বড় গাছ গাছালিতে ভরা। আর জায়গাটি ভীষণ নিরিবিলি। আবার মন্দিরের পাশে বিশাল বড় ঘাট বাঁধানো একটি পুকুর রয়েছে।
মন্দিরের প্রবেশ করার প্রধান গেট ।
তারিখ:৯ই ডিসেম্বর ২০২৩
স্থান: আমডাঙ্গা কালী মন্দির
মন্দিরের পাশে বড় পুকুর। পুকুরের পাড়ে ঘন গাছে ভরপুর। পুকুরের কাছে বিভিন্ন রকমের ছোট বড় মাছ দেখা যায়।
তারিখ:৯ ই ডিসেম্বর ২০২৩
স্থান : আমডাঙ্গা কালী মন্দির
মন্দির প্রাঙ্গণে বড় বড় বট বৃক্ষ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে।
তারিখ:৯ ই ডিসেম্বর ২০২৩
স্থান: আমডাঙ্গা কালী মন্দির
দারুন তো মন্দির টি সবুজ শ্যামলে ঢাকা। পরিবারের সবাই মিলে মন্দির টি বেশ দারুন পরিদর্শন করেছেন। আর মন্দিরের সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। সত্যি বলতে বউদি আমার কিন্তু সবুজ প্রকৃতি দেখতে বেশ ভালই লাগে। ধন্যবাদ বউদি এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্দির প্রাঙ্গণে বড় বড় বট গাছ থাকলে দেখতে খুব সুন্দর লাগে। কিছুদিন আগে লাঙ্গলবন্দ এর দিকে গিয়েছিলাম, তো সেখানে গিয়েও দেখলাম মন্দির প্রাঙ্গণে বড় বড় বটগাছ। দেখতে আসলেই খুব সুন্দর লেগেছিল। যাইহোক আমডাঙ্গা কালী মন্দিরে পূজা দিতে গিয়েছেন এবং সেখানে ঘুরাঘুরি করে দারুণ সময় কাটিয়েছেন বৌদি। সময় পেলে হয়তোবা খুব শীঘ্রই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পূজা করতে যাবেন। আপনাদের জন্য শুভকামনা রইল বৌদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরিবারের সবাই মিলে মন্দিরে গিয়েছিলেন জেনে অনেক ভালো লাগলো।মন্দিরটি দেখতে অনেক দারুন লাগছে।চারদিকে সবুজ অরণ্য আর মন্দিরে প্রবেশ করার গেটটিও অসাধারন ছিল। মন্দিরের পাশে বিশাল বড় একটি পুকুর রয়েছে জেনে ভালো লাগলো। মন্দিরের প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক দারুন ছিল । অনেক ধন্যবাদ বৌদি সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে কোন কিছু প্লানিং মত হয় না বৌদি। তবে আপনাদের পরিবারের সকলেই মিলে মন্দিরে ঘুরতে গিয়েছেন জেনে অনেক ভালো লাগলো এবং আপনার করা ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল বৌদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
我在中国看外国
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানে যেনো পরিকল্পনা করে কিছুই হয় না। কোথায় যাওয়ার আগে যখন পরিকল্পনা পরিবর্তন হয়ে যায়, তখন আসলে সত্যিই খারাপ লাগে। তবে সবাই মিলে যখন একসাথে কোথায় যাওয়া হয়, তখনকার পরিবেশটা আসলেই মনোমুগ্ধকর হয়ে উঠে। দোয়া করি, আপনাদের সবার জন্য বৌদি। ভালোবাসা নিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit