চিরিখানার কিছু পাখি ও প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফী

in hive-129948 •  3 years ago 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন। আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কিছু ফটোগ্রাফী শেয়ার করবো। আপনারা জানেন আমি বেশ কিছুদিন আগে চিড়িয়াখানায় গিয়েছিলাম। সেখানের কিছু পশুর ছবি শেয়ার করেছিলাম। চিড়িয়াখানায় অনেক পশু পাখি, সাপ, কুমীর, গড়িয়াল, আরও কিছু দেখেছিলাম কিন্তু সব কিছু আগের পোস্টে শেয়ার করতে পারিনি। তাই আজ আরও কিছু পাখির ছবি শেয়ার করবো। আসলে পাখি গুলো খাঁচায় বন্দী ছিল তাই ভালো বোঝা যাচ্ছে না। তাই কিছু পাখির বর্ণনা ও আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে।তাহলে চলুন শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20211214_155442.jpg

IMG_20211214_155441.jpg
লেকের ভিতর সুন্দর জলের ফোয়ারা
স্থান: আলীপুর, কোলকাতা
তারিখ: ১৪/১২/২০২১

IMG_20211214_144600.jpg
প্রকৃতির মাঝে কিছু মিষ্টি জলের কুমীর ঘুমিয়ে আছে।
স্থান: আলীপুর, কোলকাতা
১৪/১২/২০২১

IMG_20211214_144525.jpg
সুন্দর একটি ফুলের গেট এবং কিছু লোক জনের সমারোহ।
স্থান: আলীপুর চিড়িয়াখানা, কোলকাতা
১৪/১২/২০২১

IMG_20211214_160403.jpg

IMG_20211214_160349.jpg

এই পাখি গুলোর নাম মলুক্কান কাকাতুয়া। এরা ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। সমুদ্র তীরবর্তী অঞ্চলে ও কৃষি ক্ষেত্রে দেখা যায়। বিভিন্ন ধরনের বাদাম ,ফল ,এবং উদ্ভিদ পদার্থ খায়। এরা দুটি করে ডিম দেয় এবং ২৮ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়।
স্থান: আলীপুর চিড়িয়াখানা, কোলকাতা
১৪/১২/২০২১

IMG_20211214_160825.jpg

IMG_20211214_160822.jpg
এই পাখিটির নাম ব্লু এবং ইয়েলো ম্যাকাও। এদের কে দক্ষিণ আমেরিকায় পানামা থেকে দক্ষিন ব্রাজিল প্যারাগুয়ে তে পাওয়া যায়। উষ্ণমণ্ডলীয় আদ্র জলাভূমি যুক্ত জঙ্গলে থাকে। বিভিন্ন ধরনের ফল বাদাম জাতীয় খাদ্য ও বীজ খায়।দুই থেকে তিন টি ডিম দেয়।২৮ দিনে ডিম ফুটে বাচ্চা বের হয়।
স্থান: আলীপুর চিড়িয়াখানা, কোলকাতা
১৪/১২/২০২১

IMG_20211214_160431.jpg

IMG_20211214_160334.jpg
এই পাখি গুলোর নাম রেড ব্লু ম্যাকাও। পানামার পূর্ব দিকে এবং উত্তর কলম্বিয়া ভেনেজুয়েলা দক্ষিণ-পূর্ব পেরু , পূর্ব প্যারাগুয়ে এর মধ্য ব্রাজিলে পাওয়া যায়। ফল বাদাম জাতীয় খাদ্য খায়। দুই থেকে চারটি ডিম দেয়। ২৭ দিন পর ডিম থেকে বাচ্চা বের হয় ।এদের গড় আয়ু প্রায় চল্লিশ
বছর।
স্থান: আলীপুর চিড়িয়াখানা, কোলকাতা
১৪/১২/২০২১

IMG_20211214_154706.jpg
প্রকৃতির মাঝে একটি লেক। লেকের এক পাড়ে কিছু হাঁস বসে আছে।
স্থান: আলীপুর চিড়িয়াখানা , কোলকাতা
১৪/১২/২০২১

IMG_20211214_150736.jpg

IMG_20211214_150727.jpg
কয়েকটি মিষ্টি জলের কুমীর ঘুমিয়ে আছে। মিষ্টি জলের কুমীর গুলো খুবই শান্ত প্রকৃতির হয়।
স্থান: আলীপুর চিড়িয়াখানা, কোলকাতা
১৪/১২/২০২১

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারন ফটোগ্রাফি করেছেন বউদি ।বিভিন্ন প্রজাতির পাখি যা কখন ও দেখিনি ।লম্বা লম্বা লেজ পাখিগুলোর দেখতে এতো ভালো লাগতেছে বলার মতো না ।ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য বউদি ।

লেকের ভেতর সুন্দর জলের ফোয়ারা আপনি দারুন ভাবে তুলে ধরেছেন বৌদি। খুবই ভালো লাগলো আর সবথেকে ভালো লাগলো প্রকৃতির মাঝে মিষ্টি জলের কুমির ঘুমিয়ে আছে অসাধারণ ভাবে ফুটে উঠেছে এবং কিছু লোকজনের সমারোহ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। খাঁচার মধ্যে থাকায় পাখিগুলো অতোটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না তাও আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ভালো লাগলো। সুন্দর একটি মুহূর্ত উদযাপন করেছেন বৌদি। অনেক ভালো লাগলো আজকে এই পাখিটির নাম জানলাম রেড ব্লু ম্যাকাও নতুন শুনলাম নামটি। প্রকৃতির মাঝে সুন্দর মুহূর্ত যাপন করেছেন।

চিড়িয়াখানায় যেতে আমার খুব ভালো লাগে। আমি অনেক সময় অনেক চিড়িয়াখানা গিয়েছি বিশেষ করে ঢাকার জাতীয় চিড়িয়াখানা আমার খুব ভালো লেগেছে। এখানে এত এত পশুপাখি সহ বিভিন্ন জীবজন্তু ছিল যা ভাষায় প্রকাশ করার নয়। আপনি যে চিড়িয়াখানার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা অনেক ভালো লাগছে । আপনি খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন এখানে প্রায় প্রাকৃতিক দৃশ্য ছিল অসাধারন। আপনি সুন্দরভাবে ফটোগ্রাফিক গুলোর অবস্থান আমাদের মাঝে তুলে ধরেছেন বৌদি। অসংখ্য ধন্যবাদ।

বৌদি খুব ভালো মূহুর্ত কাটিয়েছেন।সব গুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লাগেছে বৌদি। তবে সব থেকে বেশি ভালো লেগেছে রেড ব্লু ম্যাকাও পাখির ফটোগ্রাফি। আমার পাখিটার নামটা জানা ছিলো না আপনার কাছ থেকে জেনে নিলাম বৌদি,আবার খুব সুন্দর ভাবে পাখিটির বিবরণ দিয়েছেন অনেক ভালো লেগেছে বৌদি।

আপনার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইলো বৌদি।

বাহ , দিদি চিড়িয়াখানায় আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন বিশেষ করে ব্লু এবং ইয়েলো ম্যাকাও পাখিগুলোর ফটোগ্রাফি আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এছাড়াও আপনি চিড়িয়াখানায় অনেক সুন্দর সময় কাটিয়েছেন। আমি চিড়িয়াখানায় অনেকদিন আগে গিয়েছিলাম কিন্তু সময়ের অভাবে আর তেমন একটা ঘোরাঘুরি করা সম্ভব হয় না । ধন্যবাদ আপনাকে এমন সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চিড়িয়াখানায় সেই ছোট বেলায় যাওয়া হয়েছিল,এখন আর যাওয়া হয় নি। যখন আমি কিন্ডারগার্টেন এ পড়তাম তখন একবার পরিবারের সবাই মিলে একসাথে গিয়েছিলাম। খুব ভালো লেগেছে তখন। আপনার এই পোস্ট দেখে সেই ছবিগুলোর কথা মনে পড়ে গেল দিদি।খুব সুন্দর হয়েছে সবগুলো ফটোগ্রাফি।

চিড়িয়াখানায় সকল ফটোগ্রাফি গুলি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর বুঝতেই পারছি যে আপনি খুবই আনন্দের সাথে এখানে সময় কাটিয়েছেন। আর সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

একটা সময় আমার খুব শখ ছিলো আমি একটা ম্যাকাও কিনবো।তবে সময় যত বাড়তে লাগলো তত চিন্তা করতে লাগলাম পাখি আটকে রাখা ভালো নয়।তাই আর কিনি নি।
অনেকদিন পর দেখলাম আজ,অনেক ধন্যবাদ বৌদি।

@tipu curate

মনে হচ্ছে খুব সুন্দর সময় কাটিয়েছেন এবং দৃশ্যগুলো বেশ উপভোগ করেছেন। তবে হ্যা, ম্যাকাও পাখিগুলো এই অঞ্চলের না হলেও এগুলো কিন্তু দেখতে বেশ লাগে। ফটোগ্রাফিগুলো ভালো ছিলো। ধন্যবাদ

লেকের ভিতর সুন্দর জলের ফোয়ারা
স্থান: আলীপুর, কোলকাতা
তারিখ: ১৪/১২/২০২১

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। তবে বিশেষ করে এই ফটোগ্রাফব বেশি ভালো লেগেছে। তার উপরে পাখির ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পেলাম। আপনার সুন্দর ফটোগ্রাফির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অসাধারণ ফটোগ্রাফিগুলি তার সঙ্গে সুন্দর বর্ননা।সত্যিই দারুণ সময় কাটিয়েছিলেন বৌদি।প্রকৃতির সৌন্দর্য্য ও জলের ফোয়ারা আমার কাছে অসাধারণ লেগেছে।পাখিগুলো খুবই ছোট ।দেখে ভালো লাগলো,অনেক ধন্যবাদ আপনাকে।

দিদি আপনার পোষ্টের ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে। লেখার মধ্যে পানির ফোয়ারা টা দেখতে অতি সুন্দর লাগছে। এছাড়াও মলুক্কান কাকাতুয়া,ইয়েলো ম্যাকাও, রেড ব্লু ম্যাকাও, মিষ্টি জলের কুমির এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি হল দেখে মন ছুয়ে গেল। এত সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য দিদি আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

বৌদি আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। কাকাতুয়া পাখির ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়া বিভিন্ন রঙের ম্যাকাও পাখিগুলো দেখতে খুবই সুন্দর। ফটোগ্রাফিগুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন। জায়গাটি সত্যি অনেক সুন্দর। অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বৌদি। শুভকামনা রইল আপনার জন্য।

দিদি,আপনি খুবই সুন্দর সুন্দর কতগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার ফটোগ্রাফি গুলো সবসময় খুবই সুন্দর হয়। আপনি চিড়িয়াখানায় কিছু পাখি আর প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। পাখি এবং প্রকৃতিক ফটোগ্রাফি আমার খুবই অসাধারণ সুন্দর লেগেছে।তবে দিদি, আমাদের দেশে চিড়িয়াখানায় প্রকৃতির পরিবেশটা তেমন একটা সুন্দর না।তবে ওখানে চিড়িয়াখানার প্রাকৃতিক পরিবেশ টা এতটাই সুন্দর যারা দর্শনার্থী আছে তার চিড়িয়াখানায় এলে প্রকৃতিক পরিবেশ টা খুবই উপভোগ করে আপনার ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারলাম।
দিদি, ফটোগ্রাফির মধ্যে জলে ফোয়ারা ফটোগ্রাফি টা আমার খুবই ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

বেশ দারুন সময় কেটেছে চিড়িয়াখানায়। বাচ্চারা আসলেই চিড়িয়াখানটা বেশ উপভোগ করে। প্রতিটি পাখি বেশ দারুন লাগছিল।
সবার জন্য শুভকামনা রইল 💌

বাহ আপনার কন্টেন্ট মহান, আমার অন্তর্দৃষ্টি যোগ করুন

চিরিয়াখানার সময় টি ভালই কাটিয়েছেন। কুমির গুলো দেখে মনে পড়ে গেল সুন্দর বনের কথা ।একবার সুন্দর বনে গিয়েছিলাম তখন কুমির দেখেছিলাম। তাছাড়া ম্যাকাও পাখি কখনও সামনা সামনি দেখি নি। ভাল লাগলো ছবি গুলো। ধন্যবাদ দিদি। ভাল থাকবেন।

চিরিখানার কিছু পাখি ও প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফী গুলো আমার খুব ভালো লেগেছে কদিন আগে আমিও আমাদের এখানে রংপুর চিড়িয়াখানা গিয়েছিলাম সেখানে একটি সিংহকে দেখে আমার ভীষণ মায়া হচ্ছিল।আপনার প্রথম ফটোগ্রাফি টি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে সেই সাথে আপনার দিনটি খুব ভালোভাবে কেটেছে আশা করছি ভালো থাকবেন শুভ কামনা সব সময় দিদিমনি♥♥