নিজের লেখা একটি ছোটো কবিতা" জীবন সমুদ্র"

in hive-129948 •  3 years ago 

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই কেমন আছেন। আজ আমি আপনাদের সাথে একটি নিজের লেখা কবিতা শেয়ার করব। আমি মাঝে মধ্যে একটু লিখার চেষ্টা করি। আর আমার ডাইরি লিখার অভ্যাস আছে। আর আমার কবিতা ও গল্প পড়তে ভালো লাগে। আগে কখনো লিখার চেষ্টা করিনি। এখন আপনাদের জন্য মাঝে মাঝে একটু আধটু লিখার চেষ্টা করি। এ সব কিছুই আপনাদের জন্য। আপনাদের অনুপ্রেরণা ও সাপোর্ট না পেলে কিছুই পারতাম না। এ জন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আর এক জনের কথা না বললেই নয়। সে হলো আমার প্রিয় মানুষটার জন্য।ও আমাকে উৎসাহ না দিলে আমি কিছুই পারতাম না। আজ আর একটি কবিতা লিখার চেষ্টা করছি। আশা করি, আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20210304_155038.jpg
"জীবন সমুদ্র"
একবার ছুঁয়ে দেখো ম্যাজিক হয়ে যাবে
জীবন অনেক বড় তুমি যতটা ভাবো
তার থেকে অনেক বড়।
সেই বড় জীবনে তুমি অনেক ছোট হয়ে আছো
একবার অন্ধকার থেকে বেরিয়ে আসো।
দেখো দুচোখ ভরে বুক ভরে নাও নিঃশ্বাস
আমার সারা অন্তর জুড়ে আলো আর আলো
তুমি বড় হও তুমি বড় জীবনকে নিয়ে
আরো এগিয়ে যাও।
একদিন শেষ রাতে পূর্ণিমা চাঁদ কে সাথে নিয়ে
আমি বেরিয়ে পড়েছি একাকী,
পথ চলেছি অজানা উদ্দেশ্যে।
ভোর হলে আমি পৌঁছে যাবো অচিন নগরে।
আমাকে কেউ চিনবে না,
সবাই জিজ্ঞাসু চোখে আমার দিকে তাকাবে।
উত্তর তাদের কারও কাম্য নয়,
আমার উত্তর দেবার দায় আছে,
তুমি আর অন্ধকারে নিজেকে আটকে রেখো না।
আলোর মিছিলে তোমাকে বড় দরকার।
জীবন সমুদ্রের মাঝে।
তুমি পৌছে দাও তাদের নিজ নিজ ও তীরে।
তোমাকে আরো বেশি দরকার,
আমার এই রাস্তায় এই অচিন নগরে।
আমার একটা হাত চাই,
যে হাতটা ধরে আমি একটু সাহস পাব।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মানুষ তার জীবনকে সুখী করার জন্য অনেক কিছু করে। জীবনের জন্যই সবকিছু। জীবন যুদ্ধে টিকে থাকা অনেক কঠিন যা সবার দ্বারা সম্ভব হয় না। আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন দিদি।আমার কাছে খুবই ভালো লেগেছে।

ধন্যবাদ

আপনি অসাধারণ একটি আপনি অসাধারণ একটি কবিতা লিখেছেন দিদি। ঠিকই বলেছেন সত্যি মানুষের জীবনটা খুব বড়। আপনার জন্য শুভকামনা রইল দিদি।

ধন্যবাদ আপু।

খুবই সুন্দর হয়েছে কবিতা টি। অনেক ভাল লিখেছেন।

ধন্যবাদ

আসলেই জীবন অনেক বড়। আবদ্ধ ঘরে থেকে জীবনের অর্থের খোজ পাওয়া যায়না। জীবনকে জানতে হলে,জীবনের মানে বুঝতে হলে কাজী নজরুলের কবিতার মতো - থাকব নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগতটাকে, কেমন করে ঘুরছে ঘূর্ণিপাকে।

অনেক সুন্দর একটা কবিতা দিদি। আসলে জীবনের মানেটা হয়ত আমরা অনেকেই বুঝতে পারিনা। চার দেওয়াল আর ডিজিটাল যুগকে নিজের মাঝে বিলিয়ে দেওয়ার কারণে অনেক।কিছুই আমাদের হাত থেকে চলে।যায়। তবে কবিতার মাঝে কোথাও যেন একটু ভালোবাসার অনুভূতি ছিল। অসাধারণ সুন্দর আপনার লেখনি দিদি।
আপনার জন্য শুভেচ্ছা এবং শুভ কামনা।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

কবিতা টি খুবই সুন্দর হয়েছে একদম আমাদের জীবনের সাথে জরানো কিছু সংলাপ।
আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ

চমৎকার উপস্থাপনা করেছেন কবি।
জীবন সম্পর্কে এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়
ভালো লাগলো

ধন্যবাদ ভাইয়া

শুভকামনা অবিরাম। শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আগামী দিনগুলোর জন্য

"আমার একটা হাত চাই,
যে হাতটা ধরে আমি একটু সাহস পাব।" যথার্থ বৌদি।

কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ আপু

অসম্ভব সুন্দর হয়েছে কবিতাটি।প্রত্যেকের জীবনে চলার পথে একজন কাছের মানুষের খুব প্রয়োজন।অনেক ধন্যবাদ বৌদি।

তোমাকে ও ধন্যবাদ, আমার কবিতাটি পড়ার জন্য।

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন দিদি।প্রতিটা লাইন আমার খুবই ভালো লেগেছে।

একদিন শেষ রাতে পূর্ণিমা চাঁদ কে সাথে নিয়ে
আমি বেরিয়ে পড়েছি একাকী,
পথ চলেছি অজানা উদ্দেশ্যে।

কখনো একা বের হবেন না দাদাকে সাথে নিয়ে বের হবেন😍যেহেতু অচিন নগরে যাচ্ছেন অবশ্যই দাদকে সাথে নেওয়া উচিত।সেখানে কেউ আপনাকে না চিনলেও দাদা ঠিকই চিনবে😍।

অনেক সুন্দর ছিল দিদি।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

তাতো অবশ্যই তাকে তো নিতে ই হবে সাথে।সে তো চলার পথের সাথী। আমার কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

খুব সুন্দর লিখেছেন বৌদি, সত্যি জীবন নিয়ে আমাদের মানসিকতাটা অনেক ছোট যার কারনে আমরা বড় কোন চিন্তা করতে পারি না জীবন নিয়ে। আপনার এই লাইন দুটো সবচেয়ে বেশী ভালো লেগেছে আমার কাছে, কারন আমি জানি এর গভীরতা কতটুকু

জীবন অনেক বড় তুমি যতটা ভাবো
তার থেকে অনেক বড়।

ঠিক বলেছেন ভাইয়া।আপনাদের ভালো লাগলে আমার লিখা সার্থক।সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

দিদি অনেক সুন্দর করে কবিতা লিখছেন ।অনেক ভালো লাগলে পড়ে আমার ।দিদি আপনার জন্য শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাইয়া।

দারুণ কবিতা বৌদি, অনেক সুন্দর প্রতিভা।

ও আমাকে উৎসাহ না দিলে আমি কিছুই পারতাম না।

প্রিয় মানুষের কাছ থেকে উৎসাহ পেলে মানুষ অনেক কিছু করতে পারেন। আমি নিজেও সবসময় চেষ্টা করে থাকি আমার প্রিয়তমা স্ত্রীকে উৎসাহ দেয়ার জন্য। আপনার কবিতার প্রশংসা করছি।

বাড়িয়ে দিলাম হাত টা আমি
ছুঁয়ে দেখতে পারো,
প্রেয়ণা দেবো সাহস দেবো
কি চাই বল আরো।

অসাধারণ মনোমুগ্ধকর কবিতা বৌদি,কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনি যে রান্নার পাশাপাশি এতো সুন্দর কবিতা লেখেন জানতামই না,শুভকামনা বৌদি

Well you are looking beautiful and I really tried hard to translate this post but it's not working out I don't know Google Translate is not able to translate it I would love to know what you have wrote in this post

Thank you

জীবনটা কি কখনো বোঝার চেষ্টা করিনি। একটা কথা সত্য জীবন এবং যুদ্ধের মাঝে কোন তফাৎ নেই। একটা সময়ে এসে বুঝলাম জীবনের অন্ধকার নিঝুম একটা জায়গায় পড়ে আছি। তখন মাথায় আসলো আমার এখান থেকে বের হতে হবে আলোর দিশারী খুঁজতে খুঁজতে আজ এক পর্যায়ে এসে পৌছালো। আপু আপনার কবিতা টা জীবন্ত। অসাধারণ ছিল কবিতা অনেক কিছু মনে পড়ে গেল। দিদি আপনার পোষ্ট গুলো অনেক ভালো লাগছে। আগামীর পোষ্টের জন্য অপেক্ষায় থাকলাম।

আমাদের জীবন আসলেই অনেক বড়।খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু।আমার সব থেকে বেশি ভালো লেগেছে শেষের দুটি লাইন।আসলেই আমাদের একটা হাত চাই যে হাতটা ধরলে একটু সাহস পাওয়া যায়।ধন্যবাদ আপনাকে।

জীবন সত্যি অনেক অনেক বড়। ভাল লেগেছে কবিতাটি। মাঝে মাঝে কবিতা শেয়ার করবেন এরকম। কবিতার কথাগুলো অনেক সুন্দর হয় ও পড়তে ভাল লাগে। ধন্যবাদ

এই জীবনের জন্যই তো সব কিছু।এই জীবন যুদ্ধে ভেসে থাকার জন্যই তো এতো এতো তোরজোড়। লাস্ট দুটি লাইন খুব সুন্দর হয়েছে বৌদি।

আমার একটা হাত চাই,
যে হাতটাধরর আমি একটু সাহস পাবো।
এটা বেশি সুন্দর।