বাঙালি রেসিপি " আলু দিয়ে কুঁচো চিংড়ি ভাজি "

in hive-129948 •  3 years ago 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই কেমন আছেন। আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো। কিছুদিন আগে আমি বাজার থেকে কিছু কুঁচো চিংড়ি মাছ নিয়ে আসছিলাম। কিন্তু সময়ের স্বল্পতার কারণে কারণে রান্না করতে পারিনা।একদিন ভাবলাম চিংড়ি মাছের বড়া তৈরি করি কিন্তু হলো না। তাই কাল সকালে ভাবলাম রান্না করি। গতকাল রবিবার ছিলো আমাদের এখানে পৌরসভার নির্বাচন ছিল। আবার কাল বিকালে একটু ফুলের ফটোগ্রাফী করতে যাওয়ার ইচ্ছা ছিল। তাই ভাবলাম সকালে আর বেশি কিছু রান্না করবো না। আর আমি ডায়েটের ভিতর আছি। বাইরের খাবার তো খাই না। সবাই জোর করলে তখন শুধু এক কাপ কফি আর একটু সুপ খাওয়া হয়।তাই আর আমার জন্য কার ও খাওয়া হয় না। আমি না আমি খেলে কেউ আমার সামনে খেতে ও পারে না। তাই কাল একবার প্ল্যান করেছে আমার দেবর বাইরে খাওয়ার।কিন্তু পরক্ষণে আমার কথা ভেবে আর খেতে পারিনি। তাই গতকাল ছুটির দিন থাকা সত্বেও আমার জন্য নরমাল কিছু খেলো। তাই কাল সকালে আলু দিয়ে কুঁচো চিংড়ি মাছ ভাজি করেছিলাম। এটি অনেক টেস্টি একটি খাবার। আর চিংড়ি মাছ ভাজি করলে অনেক মজার হয় খেতে হয়। এবং রান্না করতে ও বেশি সময় লাগে না। অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20220219_112959.jpg
উপকরণ:
১. কুঁচো চিংড়ি - ২০০ গ্রাম
২. আলু - বড় সাইজের একটি
৩.পেয়াঁজ কুচি - ১ কাপ
৪. কাচা মরিচ - ৪ টি
৫. লবণ - ২ চামচ
৬. হলুদ - ২ চামচ
৭. তেল - পরিমান মতো

IMG_20220219_110300.jpg

লবণ , হলুদ, কাচা মরিচ ও পেয়াঁজ কুচি।

IMG_20220219_094335.jpg
কুঁচো চিংড়ি মাছ

IMG_20220222_123750.jpg
তেল

প্রস্তুত প্রণালী:
১. প্রথমে চিংড়ি মাছ গুলো ধুয়ে নিতে হবে। এরপর সামান্য লবণ ও হলুদ দিয়ে মেখে নিতে হবে।

IMG_20220219_105015.jpg

২. এবার আলু টি ছোটো করে কুচিয়ে নিতে হবে।

IMG_20220219_110531.jpg

৩.এরপর চুলার ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিতে হবে।ফ্রাই প্যানে পরিমান মতো তেল দিয়ে দিতে হবে।

IMG_20220219_101252.jpg
৪. তেল গরম হয়ে গেলে লবণ ও হলুদ মাখানো চিংড়ি মাছ গুলো দিয়ে দিতে হবে।

IMG_20220219_105058.jpg

৫. এবার মাছগুলো ২ মিনিট ধরে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ গুলো বাদামী রং ধারণ করলে একটা পাত্রে নামিয়ে নিতে।

IMG_20220219_105125.jpg

IMG_20220219_105834.jpg

৬. এবার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে পরিমান মতো তেল দিয়ে দিতে হবে।তেল গরম হয়ে গেলে এক চামচ জিরা দিয়ে দিতে হবে।

IMG_20220219_110332.jpg

৭. জিরা ভাজা হয়ে গেলে পেয়াঁজ কুচি গুলো দিয়ে দিতে হবে।

IMG_20220219_110431.jpg

৮.পেঁয়াজ কুচির ভিতর সামান্য লবণ ও হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে। পেয়াঁজ ভাজা হয়ে গেলে কুচানো আলু গুলো দিয়ে দিতে হবে। এবার আলু গুলো কিছুক্ষন ধরে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে ভাজা চিংড়ি মাছ দিয়ে দিতে হবে।

IMG_20220219_110453.jpg

IMG_20220219_110730.jpg

IMG_20220219_110837.jpg

IMG_20220219_110946.jpg
৯. এবার আলু আর চিংড়ি মাছ গুলো কিছুক্ষন ধরে ভেজে নিতে হবে।আলু আর চিংড়ি মাছ গুলো সেদ্ধ হয়ে গেলে লবণ টেস্ট করে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20220219_112411.jpg

IMG_20220219_112036.jpg

IMG_20220219_112658.jpg

IMG_20220219_112959.jpg
তৈরি হয়ে গেল আলু দিয়ে কুঁচো চিংড়ি মাছ ভাজি।এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চিংড়ি আমার ভীষণ পছন্দের একটি খাবার। সব মাসের মধ্যে চিংড়ি মাছ আমার অনেক প্রিয়।আপনি খুব সুন্দর করে কুচো চিংড়ি দিয়ে আলুর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার কুচো চিংড়ির কালার দেখে জিভে জল চলে আসলো।এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ বৌদি আপনাকে।আর আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন।শুভকামনা রইল বৌদি আপনার জন্য।

বৌদি আপনার কুচো চিংড়ি ভাজি দারুণ লাগছে দেখতে। আমি ও প্রায় সময় সব ধরনের চিংড়ি খাই।তবে গোটা জিরা দেয়া আমার কাছে ইউনিক মনে হয়েছে। নতুন কিছু শিখলাম।ধন্যবাদ

আলু দিয়ে কুঁচো চিংড়ি ভাজি দেখি অনেক সুস্বাদু মনে হচ্ছে, তাই বারবার খেতে ইচ্ছা করছে। সত্যি আপনি খুবই লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। আপনার রেসিপি গুলো দেখে খেতে ইচ্ছা করে। আপনার উপস্থাপন দেখে আমিও তৈরি করা চেষ্টা করব। আপনার জন্য রইল শুভকামনা।

আলু দিয়ে কুচো চিংড়ি ভাজি আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে। দারুণ খেতে লাগে সত্যিই।কিন্তু যখন আপনি এই কুচো চিংড়ি দিয়ে পকোড়া করবেন তখনও দেখবেন খুব ভালো লাগবে।খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। রেসিপিটি উপস্থাপন দেখে সত্যিই লোভ লেগে গেলো আর গরম ভাতের সাথে কুচো চিংড়ি ভাজি খেলে তো আর কিছু খাওয়াই লাগবে না😍। অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর একটু রেসিপি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।ভালোবাসা রইলো অনেক।

আমাদের এদিকে এগুলোকে দেশী চিংড়ি বলে। তবে এগুলো খেতে ভালই মজা। সুন্দর হয়েছে আপনার রেসিপিটা বৌদি ,শুভেচ্ছা রইল ।

আলু দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের অনেক মজার একটি রেসিপি তৈরি করেছেন বৌদি। আপনার তৈরি করা এই মজার রেসিপি আমার কাছে ভালো লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। বৌদি আপনি অনেক সুন্দর ভাবে আপনার রেসিপি তৈরীর প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনার রেসিপি তৈরির প্রসেস দেখে আমিও মজাদার রেসিপি শিখে নিলাম। দারুন একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বৌদি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো।

বৌদি আপনার রান্নার জাদুতে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুবই মজার একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার রেসিপি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। তবে যাই হোক বৌদি আপনি এত সুন্দর তারপরও আপনার ডায়েট করার কি প্রয়োজন। আপনিতো আমাদের সুন্দরী বৌদি।😍😍

আলু দিয়ে কুঁচো চিংড়ি ভাজি, নামটা আমার কাছে খুবই ইউনিক লাগছে। কারণ আমাদের গ্রাম বাংলায় আমরা এই চিংড়ি মাছ গুলোকে গুড়া ইচা বলী। তবে যা-ই বলি না কেন, কিন্তু আপনার রেসিপি টা দেখে জিভে জল পড়ে যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে হেব্বি সু-স্বাদু হয়েছে। আর চিংড়ি মাছ ভুনা সেটাতো স্বাদের কথা বলা লাগে না। গুড়ো চিংড়ি মাছের স্বাদ অতুলনীয়। আর আমাদের সাথে এত সুন্দর একটি কুঁচো চিংড়ি আলু ভাজি শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম বৌদি।

বৌদির রেসিপি মানেই আমাদের জন্য নতুন কিছু শেখা। ছোট চিংড়ি আমি কখনো এভাবে খাইনি। তবে আপনার রান্না দেখে মনে হচ্ছে খেতে খুবই মজা হবে। ধন্যবাদ বৌদি।

বৌদি চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন আপনি। ছোট ছোট চিংড়ি মাছ গুলো দেখতে খুবই চমৎকার লাগতেছে আমার কাছে। রেসিপি টা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আলু দিয়ে কঁচু চিংড়ী ভাজি আমার কখনো খাওয়া হয়নি বা এর আগে এই রকম ভালো মানের রেসিপি আছে জানতাম ও না তবে আজকে আপনার শেয়ারকৃত পোষ্টের মাধ্যমে জানতে পারলাম আলু ও কঁচু দ্বারা চিংড়ী মাছের রেসিপি।
দিদি আপনার রেসিপিটা দেখে এত এত লোভনীয় লাগছিলো যে কাছে থাকলে সবটি আমি একাই সাবাড় করে দিতাম।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বৌদি আপনার চোখের কি অবস্থা এখন?

কুঁচো চিংড়ি ভাজি খুবই টেস্টি খাবার।আর বৌদি আপনি যেহেতু এটি আলু দিয়ে ভাজি করেছেন তাতে এর স্বাদ দ্বিগুন হয়ে গেছে।আগে খুব খাওয়া হতো এই চিংড়ি মাছ।কিন্তু আমাদের এখানে কুঁচো চিংড়ি পাওয়া যায় না তাই আর খাওয়া হয় না।আপনার রেসিপিটি খুবই সুন্দর হয়েছে, ধন্যবাদ বৌদি।আপনার ও আপনার পরিবারের সকলের জন্য শুভকামনা রইলো।

দিদি আশাকরি ভাল আছেন। আপনার এই রেসিপি পোষ্ট টি দেখে মনে পড়লো ছোটবেলার সেই কথা। ছোটবেলায় গামছা দিয়ে নদীতে এই চিড়িং মাছ গুলো খেও দিয়ে ধরতাম। তখন বুঝি নি এই চিড়িং দিয়ে সুন্দর রেসিপি তৈরী করা যায়। চিংড়ি মাছ আমার খুবি প্রিয় কিন্তু খাওয়ার সুযোগ কম হয় । আমার বাসায় চিংড়ি মাছ খায় না কেউ এলার্জির ভয়ে। অরিজিনাল নামটিও জানতে পারলাম পোষ্ট এর মাধ্যমে ( কুঁচো চিংড়ি ) । দারুন ছিল রান্নাটি । ভাল থাকবেন । ধন্যবাদ।

আলু দিয়ে খুবই সুন্দর একটি কুঁচো চিংড়ি মাছ ভাজির রেসিপি তৈরি করেছেন বৌদি। আপনার তৈরি করা রেসিপিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই রেসিপিটি তৈরি প্রত্যেকটি ধাপ খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেকে সুন্দর লাগছে তো।আমি এভাবে কুচো চিংড়ি খাওয়া হয় নি।আমি শুধু এই চিংড়ির শুটকি খেয়েছি। ধোকলা রেসিপি টা আমার কাছে ভালো লেগেছে। রেসিপি-এর কালার দেখে মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে। ধন্যবাদ

অনেকে সুন্দর লাগছে তো।আমি এভাবে কুচো চিংড়ি খাওয়া হয় নি।আমি শুধু এই চিংড়ির শুটকি খেয়েছি। ধোকলা রেসিপি টা আমার কাছে ভালো লেগেছে। রেসিপি-এর কালার দেখে মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে। ধন্যবাদ

চিংড়ি মাছ আমার ভীষণ পছন্দের একটি মাছ। বৌদি আপনার হাতের রান্না করা চিংড়ি মাছ দেখে আমার লোভ লেগে গেছে। খুব সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। এই রকম চিংড়ি মাছের রেসিপি পেলে আর কোনো কথাই নেই অনায়াসে দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলবো।সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি। আপনার জন্য অবিরাম ভালো বাসা ও শুভেচ্ছা রইল।

দিদি,চিংড়ি মাছ দিয়ে যেকোনো রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়।কুঁচো চিংড়ি মাছ দিয়ে আপনি আলু দিয়ে ভাজি করেছেন দেখে সত্যিই অনেক লোভনীয় লাগছে। চিংড়ি মাছ আমার খুবই পছন্দের কুঁচো চিংড়ি মাছ গুলো সত্যিই অনেক পছন্দের আমার কারণ এগুলো খেতে অনেক ভালোই লাগে। আলু দিয়ে আপনি খুব লোভনীয় ভাবে কুঁচো চিংড়ি ভাজি রেসিপি তৈরি করেছেন। কুঁচো চিংড়ি ভাজি রেসিপি তৈরি করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ দিদি, এতো সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আলু দিয়ে কুঁচো চিংড়ি ভাজিটি রেসিপি অসাধারণ হয়েছে। বৌদি আপনার রেসিপির প্রশংসা করে ফুরানো যাবে নাহ। প্রতিটি রেসিপি বাঙালি রেসিপি হয়ে থাকে এবং খুব সুন্দর লাগে দেখতে। আজকের রেসিপি টি অনেক ভালো লেগেছে আমার কাছে। চিংড়ি খেতে অনেক টেষ্ট হয়ে থাকে। খুব লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন‍্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি। ভালোবাসা অবিরাম বৌদি💯🥰

এই কুঁচো চিংড়ির ভর্তা,রান্না অনেক রকম খেয়েছি।তবে বৌদি এভাবেও যে এই চিংড়ি গুলো রান্না করা যায় তা তো জানতাম ই না।দেখেই তো টেস্টি লাগছে।আপনার হাতে জাদু আছে সত্যিই।যা ই করেন একেবারে পারফেক্ট।

অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন। কুচো চিংড়ির বড়া অথবা এভাবে রান্না করে খেতেই ভাল লাগে।আবার মাঝেমধ্যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রেও এই কুচো চিংড়ির ঝুড়ি নেই। আমার তো খুবই প্রিয় চিংড়ি মাছ, সেগুলো ছোট হোক বা বড়।অসাধারণ একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

দিদি অনেক সুন্দর একটি রেসিপি আপনি নিজ হাতে তৈরি করেছেন, সত্যিই অনেক সুন্দর অসাধারণ। আমি ছোটবেলা থেকেই চিংড়ি মাছ খেতে অনেক বেশি ভালোবাসি এবং মাঝে মাঝে চিংড়ি মাছ খাওয়া হয়ে থাকে তবে, এরকম সুন্দর একটি পদ্ধতিতে কখনো রান্না করে খাওয়া হয়নি। তবে এবার চেষ্টা করব। কারণ রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পদ্ধতিতে চিংড়ি মাছ রেসিপি আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল,,,,,

আচ্ছা কুঁচো চিংড়ি মানে তো ছোট ছোট চিংড়ি তাই না বৌদি?
যদি তাই হয় তাহলে বলবো আমি এই চিংড়িগুলো খেতে খুব পছন্দ করি তবে একটু ভিন্নভাবে। এগুলো দিয়ে ভরা বানালে বেশী স্বাদ লাগে আমার কাছে। অবশ্য আপনার ভাজিটি বেশ দারুন হয়েছে।

দিদি তুমি কেন ডায়েট করছো গো?! আমি তো রীতিমতো চমকে গেলাম। আর আমার কাছে তোমাকে একদম ঠিকঠাক লাগে। ডায়েট তো আমার করার কথা। কিন্তু একদম করতে পারিনা।
সত্যি বলতে চিংড়ি মাছ ভাজি যে রেসিপি টা আজকে দেখালে এটা নিঃসন্দেহে দুর্দান্ত লাগবে খেতে সকালবেলা গরম ভাত দিয়ে। আমার বাড়িতে মা মাঝে মাঝে করে থাকে এমন রান্না। আমি এবং আমার ভাই দুজনেই খুব পছন্দ করি।

বাবু আসার পর একটু মোটা হয়ে গেছি বোন। আর নিজেকে ফিট রাখার জন্য এটা করি। তোমার বেশি ডায়েটের প্রয়োজন নেই। শুধু মিষ্টি ও বাইরের খাবার কম খাবে। ভাজি আমার ও খুব পছন্দের কিন্তু এখন খাই না।আমি আগে প্রচুর ভাজি খেতাম। ভাজি না হলে আমি ভাত খেতে পারতাম না। একদিন তোমার দাদা আমাকে ভাজি খাওয়া নিয়ে একটু বকা দিয়েছিলো। বলেছিলো ভাজি খেতে খেতে একটা মোটু হয়ে গেছ। কয়েকদিন পর তুমি দরজা দিয়ে ঢুকতে পারবে না। আসলে সেইদিন মজা করে বলেছিলো কথাগুলো। আর ডাক্তার ও বলেছেন ওজন কমাতে তাই এর জন্য সবকিছু কন্ট্রোলে রাখি বোন। আর আমার নিজের কাছে ও বেশি মোটা ভালো লাগে না। তবে তুমি ঠিক আছো বোন। তুমি আমার মিষ্টি একটা ছোট বোন। তুমি তো অনেক সুন্দর দেখতে। ❤️❤️😘

কয়েকদিন পর তুমি দরজা দিয়ে ঢুকতে পারবে না।

আমার মিষ্টি বৌদিকে এসব বলে দাদা! আমরা দুই বোন একসাথে হয়ে নেই তারপর মজা দেখাবো কেমন 🥰
আর তোমার মুখে প্রশংসা পেতে ভালোই লাগে আমার 🤗। হিহিহিহি। আরেকজন তো করেই না।

বৌদি খুব অসাধারণ একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। ছোট ছোট চিংড়ি মাছ গুলো দেখতে খুব অসাধারণ দেখাচ্ছে। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার তৈরীকৃত রেসিপি টা দেখতে। রইল বৌদি আপনার জন্য।

আমিও মাঝেমধ্যে ডায়েট শুরু করি কিন্তু বিভিন্ন ধরনের খাবার দেখলে লোভ সামলাতে পারি না। কিন্তু আপনি বৌদি খুব সুন্দর বাইরের খাবার না খেয়ে কন্ট্রোল করছেন শুনে খুবই ভালো লাগলো। আর আপনার আজকে কুচো চিংড়ি এর রেসিপি দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। এভাবে কুচো চিংড়ি দিয়ে গরম গরম ভাত খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ বৌদি এতো সুস্বাদু রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

কুচো চিংড়ি ভাজি আমার খুবই পছন্দের খাবার। দিদি আজকে আপনি আলু দিয়ে কুচো চিংড়ি মাছের সুন্দর ভাজি রেসিপি তৈরি করেছেন। যেটা খুবই লোভনীয় খাবার। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।