ভালোবাসার সপ্তাহ নিয়ে নতুন একটি কবিতা " love "

in hive-129948 •  5 months ago 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা
সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রেমিক প্রেমিকাদের জন্য ভালোবাসার সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। তাই ভালোবাসার সপ্তাহ নিয়ে কবিতা না লিখে পারলাম না। যদিও বা আমি মনে করি ভালোবাসার কোন দিন, মাস,সপ্তাহ, বছর নেই। ভালোবাসার মানুষ কাছে থাকলে সকল দিনই ভালোবাসার হয়ে থাকে। তারপরও সকলে ভালোবাসার সপ্তাহ পালন করে থাকে। আর ভালোবাসার মানে শুধু প্রেমিক প্রেমিকাদের জন্য নয়। সেটা মা বাবা, ভাই বোন, বান্ধবী দের এবং স্বামী ও স্ত্রীর মাঝে হতে পারে। যাই হোক ভালোবাসার সপ্তাহ বলে কথা। আসলে মজার ছলে কেন কবিতা লিখে ফেললাম। লেখার পর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদিও বা এখন আমি সেভাবে কবিতা লেখা হয় না। লেখা হয় না বললে ভুল হবে। কবিতা লিখি তবে আপনাদের মাঝে শেয়ার করা হয় না। শুধুমাত্র আমার লেখা কবিতা আমার প্রিয় মানুষটিকে উপহার হিসেবে। যাই হোক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

IMG_20240120_183039.jpg
"Love "
Love love love হবে কত love,
ফেব্রুয়ারি মাস হলো ভালোবাসার hub।
এই মাসেতে নতুন নতুন কত ছেলে মেয়ে,
Rose dey করবে পালন হাতে গোলাপ নিয়ে।
প্রেমের মানুষ কাছে পাবে আর সয় না দেরি,
৮ তারিখ এলে propose করবে তাড়াতাড়ি।
৯ তারিখে চকলেট দেয় মনে কত আশা,
মিষ্টি মধুর থাকে যেন তাদের ভালোবাসা।
সবাই খুব খুশি জেন্টস বা লেডি,
১০ তারিখে উপহার দেবে তারা টেডি।
১১ ই ফেব্রয়ারি কেউ করে না miss,
এই তারিখে দুই জনাতে করবে কত promise।
১২ তারিখ এলে তারা করবে আলিঙ্গন,
১৩ তারিখে জড়িয়ে ধরে করবে তারা চুম্বন।
১৪ ই ফে্রুয়ারি সবাই এই দিনে,
ভ্যালেন্টাইন্স পালন করবে দুজনে।
সুখ শান্তি পায় যেন সকল প্রেমের জোড়া,
সবাইকে দিলাম তাই আমি গোলাপ ফুলের তোড়া।
ভালোবাসার দিনে যারা হলে নতুন সাথী,
মনের মত পত্নী হও, হও ভালো পতি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভালোবাসার সপ্তাহ নিয়ে দিদি আজকে দারুন একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরলেন। সত্যি ভালো লাগলো আপনার সাথে আমি একমত ভালোবাসা কোন দিবসকে অপেক্ষা করেনা। যাইহোক, তবুও মানুষ পালন করে সেই ভালোবাসার সপ্তাহকে নিয়ে খুব সুন্দর কথা সাজিয়েছেন অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

তারিখ এলে তারা করবে আলিঙ্গন,
১৩ তারিখে জড়িয়ে ধরে করবে তারা চুম্বন।

ভালোবাসার সপ্তাহ সামনে রেখে আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন দিদি। আপনার লেখা কবিতাটি পড়তে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার লেখা এই লাইন দুটো সবথেকে আমার কাছে বেশি ভালো লেগেছে । ধন্যবাদ দিদি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

কবিতা দেখে তারিখগুলো বা কোন তারিখে কোন ডে এটা বেশ ভালো মুখস্ত হয়ে গেল। তারিখের সাথে বেশ মিলিয়ে মিলিয়ে কবিতাটি রচনা করেছেন খুবই সুন্দর ছিল ভালোবাসার সপ্তাহ নিয়ে এই কবিতাটি।

আসলেই বৌদি প্রেম ভালোবাসা নির্দিষ্ট কোনো দিনের জন্য নয়,বরং সারা বছর প্রিয়জনকে ভালোবাসা উচিত। যাইহোক ভালোবাসার সপ্তাহ নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন বৌদি। কবিতার লাইনগুলো একেবারে ছন্দ মেলানো। কবিতার প্রতিটি লাইন এতো সুন্দর হয়েছে যে,প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছি না। কবিতাটি পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো বৌদি। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

বৌদি ভালোবাসার সপ্তাহ নিয়ে বেশ দারুন একটি কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন।
অনেকদিন পর আপনার একটি কবিতা উপহার পেলাম। কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে ভালোবাসার কোন নির্দিষ্ট তারিখ লাগেনা। ভালোবাসা প্রতিটি দিনের জন্য প্রতিটি মুহূর্তের জন্য সারা জীবনের জন্য। বৌদি আপনার পুরো কবিতাটি অনেক রোমান্টিক ছিল। এ ধরনের রোমান্টিক কবিতা পড়তে বেশ ভালো লাগে এবং আনন্দ কাজ করে। অনেক ধন্যবাদ বৌদি সুন্দর একটি কবিতা আমাদের কে উপহার দেওয়ার জন্য।

শুরু হয়ে গেল ভালোবাসার মাস! আপনি দারুণ ছন্দে কবিতাটি লিখেছেন বৌদি। আপনার কাছ থেকে আমরা প্রতিনিয়ত কবিতা চাই। তবে একথা ঠিক, ভালোবাসার কোনো দিন মাস নেই। ভালোবাসা সবসময়ই থাকে

আপনারা কবিতা পড়ে সব ডে গুলো আবারো মনে চাঙা হয়ে উঠলো।তবে আজ কিন্তু কেউ প্রপোজ করেনি আমায় আর আগামীকাল ও চকলেট পাবো না।তবে আমি নিজেই বেশ ভালো চকোলেট তৈরি করতে পারি তাই নিজেই না হয় নিজেকে উপহার দিবো

যদিও বা আমি মনে করি ভালোবাসার কোন দিন, মাস,সপ্তাহ, বছর নেই। ভালোবাসার মানুষ কাছে থাকলে সকল দিনই ভালোবাসার হয়ে থাকে।

আমিও আপনার সাথে একমত বৌদি। ভালোবাসার জন্য আলাদা কোনো সপ্তাহ লাগে না। প্রিয় মানুষের জন্য সবর্দা স্পেশাল কিছু করাটাই হচ্ছে ভালোবাসা।

আর কবিতার লাইন গুলো মিলে গেছে।
আর এর ফলে আমার একটা কথা মনে পড়ে গেলোঃ-
বাহ বস বাহ,
ক্যায়া কাবিতা কাহিহে! 😁