গতকাল চকলেট ডে ও টেডি ডে উপলক্ষে ছোট একটি ছন্দ ও কবিতা

in hive-129948 •  3 years ago 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই অনেক ভাল আছেন। সবাইকে টেডি বিয়ার এর অনেক অনেক শুভেচ্ছা। গতকাল চকলেট দিবস উপলক্ষে আমি একটি ছন্দ ও কবিতা লিখেছিলাম। আমার প্রিয় মানুষটির জন্য। আমি তো বেশি কিছু দিতে পারি না আমার কাছে আছে শুধু কবিতা ও ছন্দ। তবে প্রতি বছর প্রতিটা দিন উপলক্ষে আমার জন্য অনেক কিছু করে। তেমনি রোজ দিবস থেকে আজ পর্যন্ত বিভিন্ন ভাবে দিনটি পালন করে। আর আমি প্রতিদিন ছন্দ ও কবিতা লিখি। কিন্তু সবকিছু তো শেয়ার করা সম্ভব না বা হয় ও না। আমি আগেই বলেছি আমাদের ৬ মাসের সম্পর্ক ছিলো। আমাদের সম্পর্ক টা হয়েছিলো ওর মা- বাবা আর আমার মা-বাবার মাধ্যমে। আমি বিয়ের আগে দেখতাম প্রায় সকলে মানে আমার বান্ধবীরা ভালোবাসার সপ্তাহ পালন করতো। তখন ওসব কিনিয়ে আমি কেয়ার করতাম না। তবে আমি একটাই প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে সত্যি কারের ভালোবাসবে যাকে জীবনসাথী হিসেবে পাবো শুধু তার সাথে এই দিন গুলো পালন করবো।আমি ছেলেবেলা থেকে একটু রাগী এবং জেদী একটা মেয়ে তাই সচরাচর আমার সাথে কেউ কথা বলতে আসতো না। আর বন্ধুত্ব তো দূরের কথা।আমার মতোই আপনাদের দাদা। আমরা কথা বলার পর ঠিক করেছিলাম বিয়ের পর থেকে আমরা এই দিন গুলো পালন করবো। কিন্তু সে সব কথা আমার মনে ছিলো না। সেই আমাকে আমার প্রতিবছর মনে করিয়ে দেয়। আমি তাকে সরাসরি তাকে দেখেছিলাম ২০১৭ সালের ১০ ই নভেম্বর দুপুর ২.৩০ দিকে। যাই এখন থাক ওসব পুরনো কথা।

আমাকে আগে থেকে কিছু বলিনি হটাৎ করে সকালে উঠে বলে চল আজ কোথাও থেকে ঘুরে আসি। অনেক দিন যাওয়া হয় না। আমি বললাম ঠিক আছে চল। তবে আগে বললে আমি সব কাজ আগে থেকে করে রাখতাম। শুধু বললো চল তো আগে তারপর বলবো। যথা রীতি কাল গিয়েছিলাম একটু লং ড্রাইভে। সে সব পড়ে কখনও শেয়ার করবো। একটা নদীর পাশে দাঁড়িয়ে আমাকে চকলেট দিয়ে বললো আজ চকলেট ডে।আমি বললাম আগে বলবে না। আমি তো এখন কি দিবো। একটা চকলেট ও নেই। শুধু বললাম আমি বাড়ি গিয়ে দিবো তোমাদের। ঠিক সেই মুহূর্তে একটি ছন্দ কবিতা লিখে সেন্ট করে দিলাম। আজ সেটি শেয়ার করবো।

IMG_20220210_110212.jpg

IMG_20220210_001030.jpg
সর্ব প্রথম চকলেট টি আমার দেওয়া।আর পরের চকলেট টি আমার প্রিয় মানুষটি দিয়েছিলো। এই চকলেট টির সঙ্গে একটি কার্ড ও ছিলো। অনেক সুন্দর করে সাজানো ছিলো। আসলে ও বুঝতে পারে আমি কি পছন্দ করি আর কোনটা পছন্দ করি না। আমি সব কিছু সাজানো গুছানো পছন্দ করি। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে ।

IMG_20220210_000936.jpg

5 star এর মতো দেখতে তুমি....
KitKat এর মতো পাগলামি,
Sneakers এর মতো হাসিটা তোমার
Holly bar এর মতো নাকটি....
Twix এর মতো মুখখানি তোমার
Alpenliebe এর মতো চোখটি ....
Park এর মতো পুরো ... তুমি টাই আমার
Dairy milk এর মতো চকলেট তুমি....

আর আজ টেডি ডে উপলক্ষে সকালে ছোট একটি ছন্দ কবিতা লিখেছিলাম। আসলে আমি আমার এসব লিখার অভ্যাস নেই। বা এত টা আবেগ দিয়ে ও লিখতে পারি না। তবে চেষ্টা করি।আমার টেডি বিয়ার খুব পছন্দের তাই এই দিনটার কথা মনে থাকে। আমার ঘরে প্রচুর টেডি বিয়ার আছে। আগেই বলছি আপনারা কেউ কিন্তু ছন্দ কবিতা পড়ে হাসবেন না। কারণ আমি ভালো লিখতে পারি না। চলুন শুরু করি টেডি বিয়ার এর ছবি দিতে পারছি না কারন আজ বিকালে আমার আনতে হবে। কাল সে গুলো শেয়ার করবো।

হারাতে দেবো না তোমায়,
আমার এই অন্তর থেকে,
হৃদয়ের মধ্যে রেখেছি তোমায়
পৃথিবীর সকল সুখ দিয়ে
ভালোবাসি তোমায় অনেক বেশি।
সারাজীবন থাকতে চাই তোমার পাশে।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভালোবাসা সপ্তাহ চলছে স‍্যোসাল মিডিয়ায় দেখছি। সবাই ছবি আপলোড দিচ্ছে। দাদাকে দেখার প্রথম দিনটাও আপনার পরিষ্কার মনে আছে। আসলে ভালোবাসা এইরকমই হয়। প্রিয়জনই সবসময়ই মাথার মধ্যে ঘুরে। এবং কবিতা টা অসাধারণ হয়েছে বৌদি। ছন্দটা যেমন সুন্দর ছিল তেমন ছিল ভাষাটা।

হারাতে দেবো না তোমায়,
আমার এই অন্তর থেকে,
হৃদয়ের মধ্যে রেখেছি তোমায়
পৃথিবীর সকল সুখ দিয়ে
ভালোবাসি তোমায় অনেক বেশি।
সারাজীবন থাকতে চাই তোমার পাশে।

অনেক ধন্যবাদ বৌদি উপরোক্ত কথাগুলো আমার অনেক ভালো লেগেছে।আর আপনার কবিতার ছন্দ ছিল অসাধারন এবং অর্থবহ।

বৌদি আমার মনে হয় দিবস টিবস কিছুই না, ভালোবাসাটাই আসল। দাদার প্রতি আপনার যে ভালোবাসা তা আপনার দিন তারিখ সহ সাল উল্লেখ করাতেই বোঝা যায়। প্রিয় মানুষটি কবে কি করেছে প্রতিদিন আপনি মনের খাতায় তা লিখে রেখেছেন। কবিতাটাও অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনাদের জন্য সব সময়।

সবকিছুই ঠিক আছে বৌদি। তবে টেডি বিয়ার সম্পর্কে যে ছোট্ট কিছু কবিতা লিখেছেন এখানে টেডি বিয়ারের কোন ধারণা পাওয়া যায়নি।

এখানে আপনার প্রিয় মানুষটিকে আপনি মেনশন দিয়ে কবিতা লিখেছেন। দেখেই বোঝা যাচ্ছে কবিতাটির মাঝে আপনি আপনার প্রিয় মানুষকে শুভকামনা জ্ঞাপন করেছেন।।

অনেক চমৎকার ছিল পুরো বিষয়টি। বিশেষ করে কবিতার মাঝে আপনি আপনার প্রিয় মানুষটির অসাধারণ সুন্দর এর বর্ণনা দিয়েছেন।

সুখে-শান্তিতে এবং ভালো থাকুক আপনার প্রিয় মানুষটি। দোয়া শুভকামনা এবং অবিরাম শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো

চকলেট ডে উদযাপন দারুন হয়েছে বৌদি। আপনি এবং আপনার প্রিয় মানুষ মিলে দুজনে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এটা জেনে ভালো লেগেছে আমার। সেই সাথে আপনার লেখা ছোট্ট এই কবিতাটি আমার কাছে ভালো লেগেছে। বৌদি আপনার জন্য এবং আপনার প্রিয় মানুষের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এভাবেই আগামীর পথ চলা আরো সুন্দর হোক এই কামনাই করছি।

দিদি আপনার জীবনের ভালোবাসার অনূভুতির গল্প জানতে পেরে আমি শিহরিত। এভাবেই যেন ভালোবাসার সম্পর্ক আজীবন অটুট থাকে সেটাই কামনা করি। পৃথিবীর শ্রেষ্ট বন্ধন হলো ভালোবাসার বন্ধন।দাদা এতো ব্যস্ত থাকার পরেও ভালোবাসার প্রতিশ্রুতি গুলো পালন করে যাচ্ছে। এটাই প্রকৃত ভালোবাসা দিদি এতো সুন্দর জীবনের অনূভুতির গল্প শেয়ার করায় আমরাও ধন্য।

হারাতে দেবো না তোমায়,
আমার এই অন্তর থেকে,
হৃদয়ের মধ্যে রেখেছি তোমায়
পৃথিবীর সকল সুখ দিয়ে
ভালোবাসি তোমায় অনেক বেশি।
সারাজীবন থাকতে চাই তোমার পাশে।।

প্রতিটি লাইন ভালোবাসার স্ফুরণ ঘটেছে দিদি।এভাবেই ভালোবাসার মেলবন্ধনে আবদ্ধ থাকুক সেটাই কামনা করি। ❤️❤️❤️

বৌদি দাদা আপনাকে সুন্দর একটি চকলেট দিয়েছেন। আমার কাছে খুবেই ভালো লেগেছে। বৌদি আপনাদের ভালোবাসা যেন সারা জিবন অটুট থাকে এই কামনা করি৷ বৌদি চকলেট টি ছন্দ অসাধারণ হয়েছে। অনেক সুন্দর ভাবে প্রতিটি লাইন মিলিয়েছেন। সব মিলে অনেক সুন্দর লিখছেন বৌদি। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।

বৌদি আপনাদের কালকের প্রেমময় দিনটির কথা শুনে সত্যিই আমি মুগ্ধ। খুব খুব খুব ভালো লাগছে। আপনার আর দাদার মধ্যে এত সুন্দর মধুর ভালোবাসা সারাজীবন অটুট থাকুক।

দুঃখের বিষয় হল আমার তিনির সাথে আমি এ দিনগুলো ভালোভাবে কাটাতে পারলাম না। পরীক্ষার কারণে ও অনেক দূরে রয়েছে।

আমি তাকে সরাসরি দেখেছিলাম ২০১৭ সালের ১০ ই নভেম্বর দুপুর ২.৩০ দিকে। যাই এখন থাক ওসব পুরনো কথা।

না না বৌদি, তা হবেনা।।। একদিন না একদিন শোনাতেই হবে সেই দিনের গল্পটা।

দাদা দুঃখ করেন না ভালোবাসার প্রতি দিনই সমান। সত্যি কারের ভালোবাসায় যেকোন দিন পালন করা যায়। সময় পেলে এক দিন শেয়ার করবো দাদা।

বৌদি আপনার কবিতাটি খুব খুবই সুন্দর হয়েছে। অনেক সুন্দর ভাবে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করলেন। কবিতার মাধ্যমে চকলেটের নাম গুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।

এই ভাবেই আপনাদের ভালোবাসাময় দিনগুলো দীর্ঘায়িত হোক। প্রতিটা দিন আপনাদের নিজের মতো করে কাটুক স্বপ্নের মতো করে কাটুক। সব সময় একে অপরের ছায়া হয়ে থাকুন এই কামনা করি। আপনার ছোট ছোট ছন্দে কবিতা গুলো আমার খুব ভাল লেগেছে বৌদি। ভালোবাসা মাসে ভালোবাসা নেবেন।

দিদি আমারও চাই চকলেট 😭😢। আমাকে কেউ দেয় না 😔। আমার সত্যি তোমাদের চকলেট বক্স দেখে নিতে ইচ্ছে করছে 🤗🥰।

আমার ব্যাপার তো জানোই গো। চাইলেও কত ইচ্ছে পূরণ করতে পারি না 😔😢।

সে যাই হোক খুব ভালো লাগলো পুরো লেখা পড়ে। কত মিষ্টি তোমাদের দুজনের জুড়ি ❤️।
আর আমার দাদা একটু রাগী আছে এটা আমি মানতে রাজি কিন্তু তুমি রাগী 🙄🤔। আমি এটা কখনোই মানব না। অমন সুন্দর মুখ খানা কখনো রাগী হতে পারে না দিদি 🥰❤️🙏

আমি জানি সবকিছু দুঃখ পেও না। একদিন তোমার ও সকল ইচ্ছা পূরণ হবে দিদি।তোমাদের দাদা করলেও কিছুক্ষন পরে ভুলে যায়, কিন্তু আমার রাগ সহজে যায় না। তবে আমার যাকে ভালো লাগে তার জন্য আমি সব কিছু করতে পারি। তুমি তো দেখেছো আমি কিন্তু সচরাচর কথা বলি না। তবে দিদি তোমাকে আমার খুব ভালো লাগে এবং মজাও পাই। দিদি তোমাকে টেডি ডে এর অনেক অনেক শুভেচ্ছা। ও আর একটা কথা সজীব দাদা আমার হয়ে শুভেচ্ছা দিয়ে দিও। আমার ছোট বোন টির জন্য অনেক অনেক শুভকামনা রইলো।🧸💓🧸💓

মেয়েদের রাগ হওয়া ভালো। নাহলে পুরুষ মানুষ ওড়ে। হিহি।

আমারও তাই হয় বৌদি, যাকে ভালবাসি, তার জন্য সবকিছু।
তোমাকেও ভালবাসার দিনগুলোর অনেক অনেক শুভেচ্ছা।

অবশ্যই আমি ওকে জানিয়ে দেব। কিন্তু ও আমাকে কোনো কিছুই উইস করেনি। তাই রাগ আছে।

আমার ভালবাসা নিও বৌদি আর একদিন দুই জন মিলে আড্ডা দেবো অবশ্যই।

দিদি সত্যি বলতে আমি খুবই মজা পেয়েছি।চকলেট ডে উপলক্ষে যে ছন্দ কবিতা গুলো আপনি মিলিয়েছেন। অনেক সুন্দর করে লিখেছেন চকলেটের সাথে দাদার ভালোবাসার কাহিনী গুলো আপনি উল্লেখ করেছেন। খুবই ভালো লাগলো আর আজকের দিনটি উপলক্ষে যা লিখেছেন সবই ভালো লেগেছে। অনেক ভাল থাকুন আপনারা দুজনে। সব সময় এভাবে একজন আরেকজনের পাশে থাকুন এটাই কামনা করি।

জানতে পেরেছি দাদা 3000 টাকার চকলেট কিনেছে। আর আপনার এই পোস্ট দেখে বুঝতে পারলাম আসলে আপনি চকলেট পছন্দ করেন। শুধু একটি কথাই বলতে চাই আপনার প্রিয় মানুষটির সাথে আপনি হাজার বছর বেঁচে থাকুন এই কামনাই করি।

আপনার কবিতার মাধ্যমে অনেকগুলো চকলেট এর নাম জানতে পারলাম।ধন্যবাদ বৌদি এত সুন্দর আরেকটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

বৌদি কি বলবো এক কথাই অসাধারণ সব ছন্দ আর ভালো বাসার ভরপুর আমাকে করেছে অনেকটা মুগ্ধ। আমার চকলেট খেতে খুবই ভালো লাগে বৌদি ঠিক আপনার মতো।দাদাকে দেখার খুব পরিস্কার ভাবে মনে রেখেছে। আপনার লেখা কবিতা আমার বার বার পড়তে ইচ্ছে করছে তাই আর কি বেশ কয়েক বার পড়লাম। কি সুন্দর ছন্দের মিল কি যে সুন্দর ভাষা শৈলী। দাদা ও আপনার জন্য অবিরাম ভালো বাসা ও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের জীবন হক চির সুখের ও মধুময়। এই দোয়া করি।

আহা বৌদি আপনার এবং দাদার এই মিষ্টি প্রেমের কাহিনী সব সময় শুনতে ইচ্ছে করে। আপনাদের ভালোবাসা চিরদিন অটুট থাকুক সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। প্রতিটি দিদি আপনাদের জীবনের সৌন্দর্য এবং সুখ বয়ে আনুক। অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল দাদা এবং আপনার জন্য বৌদি।

ধন্যবাদ ভাইয়া।আপনাকে ও ভাবীকে টেডি ডে এর শুভেচ্ছা।

ভালোবাসা রইলো প্রিয় বৌদি।

বৌদির ছন্দ কবিতাটি অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। আমিতো ইতিমধ্যেই দু-তিনবার পড়ে ফেলেছি। কবিতাটি পড়তে খুবই মজা লাগছিল আমার কাছে। আমি সবসময় বলি, দাদা আর আপনি একদম পারফেক্ট জুটি।

সময় করে একদিন নিশ্চয়ই আপনার এবং দাদার ভালোবাসার গল্পটি আমাদের সাথে শেয়ার করবেন।

ধন্যবাদ ভাইয়া।সময় হলে একদিন অবশ্যই শেয়ার করবো ভাইয়া।

বৌদি আজকের কবিতা অসাধারণ ছিল।💝💖❤️ অনেক বেশি ইনজয় করেছি আজকের কবিতা। চকলেট ডের সাথে মিলিয়ে কবিতাটি লিখেছেন। পড়ে কিছুক্ষণ হাসলাম আমি 😆😆ধন্যবাদ বৌদি।

আপু আমি ও কবিতা লিখে হেসেছিলাম। তবে আপনাদের ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো আপু।

বাহ,বৌদি দারুণ হয়েছে ছন্দ কবিতাগুলো। আমার তো মনে হচ্ছে যে দাদা অনেক বেশি খুশি হয়েছে যখন আপনি এগুলো সেন্ড করেছেন।আমাদের কাছে পড়েই তো খুব ভালো লাগলো, তাহলে দাদা কতটা খুশি হয়েছি চিন্তা করতেছি।সত্যিই বৌদি অসাধারণ কিছু উপহার দিয়েছেন আজকে।

বাহ,বৌদি সুন্দর কবিতা ও ছন্দ লিখেছেন ।মন ছুঁয়ে গেল, আর আপনার রোমান্টিকতার কিছু অনুভূতি প্রকাশ দুর্দান্ত ছিল।এই দিনগুলো সেভাবে পালন করা হয় না।চকলেটটি খুবই সুন্দর ছিল,শেষমেষ তাহলে আমাদের দাদা গভীর ভালোবাসা প্রকাশ করেই ফেললো চকলেট প্যাকেটের গায়ে লেখা বাক্যটি দিয়ে।খুবই ভালো লাগলো ।আর দাদা রাগী ও জেদি এটি আমার কাছে মনেই হয় না আজ জানলাম।আপনাদের জুটি খুবই সুন্দর।👌আমি প্রে করি ঈশ্বরের কাছে আপনাদের দুইজনের ভালোবাসা সবসময় অটুট থাকুক ও দৃঢ় হোক।ধন্যবাদ বৌদি,ভালোবাসা রইলো আপনাদের জন্য।💝💝💝

হারাতে দেবো না তোমায়,
আমার এই অন্তর থেকে,
হৃদয়ের মধ্যে রেখেছি তোমায়
পৃথিবীর সকল সুখ দিয়ে
ভালোবাসি তোমায় অনেক বেশি।
সারাজীবন থাকতে চাই তোমার পাশে।।

খুবই সুন্দর লিখেছেন বৌদি, ভেতরের আবেগটা বেশ সুন্দর ও ছন্দভাবে প্রকাশ করেছেন। আর চকলেট এর কবিতাটি তো একদম চকলেটের মতো হয়েছে, হা হা হা। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য।

ভাইয়া আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইলো। একটু মজা করেই এটি লিখেছিলাম ভাইয়া।

আজকে পোস্টটি খুবই ভালো ছিল। আমি পোস্টটি পড়ে খুবই মুগ্ধ হলাম । দাদা করতে আপনার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আপনি খুব সুন্দর করে কথাগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে।

হারাতে দেবো না তোমায়,
আমার এই অন্তর থেকে,
হৃদয়ের মধ্যে রেখেছি তোমায়
পৃথিবীর সকল সুখ দিয়ে
ভালোবাসি তোমায় অনেক বেশি।
সারাজীবন থাকতে চাই তোমার পাশে।।

এত সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তর অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন বৌদি।

5 star এর মতো দেখতে তুমি....
KitKat এর মতো পাগলামি,
Sneakers এর মতো হাসিটা তোমার
Holly bar এর মতো নাকটি....
Twix এর মতো মুখখানি তোমার
Alpenliebe এর মতো চোখটি ....
Park এর মতো পুরো ... তুমি টাই আমার
Dairy milk এর মতো চকলেট তুমি....

সুন্দর বলেছেন বৌদি। আমরাও গত রাতে পালন করেছি চকলেট ডে। শুভেচ্ছা রইলো।

শুনে খুব ভালো লাগলো যে আপনারাও চকলেট ডে পালন করেছেন।

আপনাদের ভালবাসার গল্প পড়ে খুব ভাল লাগল। সব থেকে বেশি ভাল লেগেছে দুজনের প্রতি দুজনের ভালবাসা। চকলেট দেওয়ার সময়ের ছন্দটা পড়ে খুব মজা পেয়েছি আর শেষেরটি তো অনেক সুন্দর হয়েছে। খুব ভাল লাগল সব মিলে। দাদা আর আপনার জন্য শুভ কামনা রইল বৌদি।

হারাতে দেবো না তোমায়,
আমার এই অন্তর থেকে,
হৃদয়ের মধ্যে রেখেছি তোমায়
পৃথিবীর সকল সুখ দিয়ে
ভালোবাসি তোমায় অনেক বেশি।
সারাজীবন থাকতে চাই তোমার পাশে।

ধন্য হক সুন্দর মুহূর্তগুলো ।গতকালের চকলেট ডে ও টেডি ডে উপলক্ষে ছোট একটি ছন্দ ও কবিতাটি চমৎকার হয়েছে বউদি ।এরকম হঠাৎ আমরাও পারবোনা লিখতে ।আপনার হাতে যাদু আছে বিধায় লিখতে পারেন ।ধন্যবাদ বউদি ।

বৌদি আমার জীবনে কখনো প্রিয় মানুষটির সাথে চকলেট ডে পালন করা হয়নি কেননা জীবনে এখনো প্রিয় মানুষটির খোঁজই পেলাম না। তবে আশা রাখি কোনো একদিন আমিও আপনাদের মতো করে প্রিয় মানুষটির সাথে চকলেট ডে,টেডি ডে পারন করব।

বৌদি আপনি এত অদ্ভুত অদ্ভুত কবিতা লেখেন যে মাঝে মাঝে ইচ্ছে করে আপনার মত কবিতা লিখি। কিভাবে যে আপনার মাথায় এত সুন্দর সুন্দর চিন্তা আসে বুঝতে পারিনা। এতসব চকলেট দিয়ে কবিতার ছন্দ মালা গেঁথেছেন যাষ্ট অসাধারণ। চকলেটের মিষ্টির মত মিষ্টি মধুর হোক আপনার আর দাদার ভালোবাসা।