স্বরচিত ছোট একটি কবিতা " ভালোবাসার বৃষ্টি"

in hive-129948 •  3 years ago  (edited)

IMG_20220220_101946.jpg

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার নতুন একটি কবিতা নিয়ে আসছি। আজ আমি ছোট একটি কবিতা লিখছি।আশা করি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করা যাক।

ভালবাসার বৃষ্টি

বৃষ্টি মানেই অন্যরকম, প্রেমের আবহাওয়া,
কাক ভেজা হাওয়া তখন একান্ত এক চাওয়া।
ভিজে মাটির সেদা গন্ধে মন যে মাতাল করে,
কদম বনে দস্যিপনা, সখার হাতটি ধরে।

ডিঙ্গি করে শাপলা বিলে, শালুক খোঁজে সারাক্ষন
পদ্মপাতায় ভালোবাসা উদাস করে মন।
কচু পাতার ছাতার নিচে ভিজবো তোমার সাথে
বৃষ্টি শেষে স্নিগ্ধ আকাশ, হাতটা রেখো হাতে।

লাল পাঞ্জাবিতে দস্যিপনা ঝড় জলের মাঝে,
সৌন্দর্য যেন তার ঠিকরে পড়ে ভেজা জামার ভাজে।
ভেজা চুলে হাত ছোঁয়ানোর ইচ্ছে আমার হয়,
বৃষ্টিস্নাত তোমার রূপ বড্ড মায়াময়।

ছুঁয়ে ছুঁয়ে হাতটা তোমার হয়ে যাব বৃষ্টি,
তোমার দিকে তাকিয়ে রবো সরবে না এই দৃষ্টি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কচু পাতার ছাতার নিচে ভিজবো তোমার সাথে

আহা, মন জুড়িয়ে এই লাইনটা পড়ে বৌদি ।

ভালোবেসে কি খুব বেশি কিছু পাওয়ার দরকার আছে, এমন ছোট ছোট আশা গুলো পূরণ হলেই তো ভালোবাসা সার্থক ।

যথার্থ লিখেছেন বৌদি ।

বৌদি আদার কবিতা পড়ে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর কবিতা লেখেন। আজকে আপনার কবিতাটি সত্যি অসাধারণ হয়েছে। ভালবাসার বৃষ্টি নিয়ে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখলেন, সত্যি অনেক ভালো লেগেছে, শুভকামনা রইল।

বৃষ্টি মানেই অন্যরকম, প্রেমের আবহাওয়া,

ঠিক বলেছেন বৌদি। বৃষ্টি মানেই যেনো প্রেমের আবহাওয়া। বৃষ্টি দেখলেই আমার প্রেমিকার সাথে ভিজতে মন চায়। যদিও প্রেমিকা নাই আমার। হেহেহে।

ভালবাসার বৃষ্টি নামে চমৎকার একটা স্বরচিত কবিতা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন বৌদি। এর আগেও আমি আপনার রচিত কবিতাগুলো পড়েছিলাম খুবই ভালো কবিতা রচনা করতে পারেন আপনি।

কচু পাতার ছাতার নিচে ভিজবো তোমার সাথে
বৃষ্টি শেষে স্নিগ্ধ আকাশ, হাতটা রেখো হাতে।

আপনার রচিত কবিতার এই লাইন দুইটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

সত্যি আপু আপনার কবিতা খুবই সুন্দর এবং আমার কাছে মনমুগ্ধকর লেগেছে ।কবিতার প্রতিটি লাইন যেন অনেক ভাবার্থ বহন করে। এভাবে চালিয়ে যান আপু

বৌদি বৃষ্টির নরম মাটি সব সময় আমাদের মনকে মাতাল করে। ডিঙ্গি নৌকায় করে শালুক বনে শালুক তোলার যে চিত্রটি আপনার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সত্যিই আমার কাছে অসাধারণ লেগেছে ।এবং আমার শৈশবের কিছু স্মৃতি মনে পড়ে গেছে ।ধন্যবাদ বৌদি আপনাকে।

দিদি, অনেক দিন পর আপনার লেখা কবিতা পড়ে সত্যি মন জুড়িয়ে গিয়েছে। এই কবিতটি ছোট কিন্তু এর মধ্যে হাজারো অর্থ লুকিয়ে রয়েছে। দিদি,আপনার কবিতা খুব ভালো লাগে খুব সুন্দরভাবে ছন্দে ছন্দে কবিতা লিখেন।কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর করে আমাদের মাঝে ফুটিয়ে তোলেন। দিদি, কবিতার প্রতিটি লাইনে আমার ভালো লেগেছে তবে কবিতার অংশটি খুব ভালো লেগেছে।

ভেজা চুলে হাত ছোঁয়ানোর ইচ্ছে আমার হয়,
বৃষ্টিস্নাত তোমার রূপ বড্ড মায়াময়।

ধন্যবাদ দিদি।।

ডিঙ্গি করে শাপলা বিলে, শালুক খোঁজে সারাক্ষন
পদ্মপাতায় ভালোবাসা উদাস করে মন।
কচু পাতার ছাতার নিচে ভিজবো তোমার সাথে
বৃষ্টি শেষে স্নিগ্ধ আকাশ, হাতটা রেখো হাতে।

এই লাইনগুলো বেশ সুন্দর। আর কি লাগে,ভালোবাসার জন্য।ধন্যবাদ

ভেজা চুলে হাত ছোঁয়ানোর ইচ্ছে আমার হয়,
বৃষ্টিস্নাত তোমার রূপ বড্ড মায়াময়।

অসাধারণ একটা লাইন ছিল। খুব ভালো লাগলো কবিতাটা পড়ে। জামাই ষষ্ঠী তো, দাদা কে নিয়ে বাপের বাড়ি যাও বৌদি, কবিতা তো পড়েও হবে। আগে তো ভুঁড়িভোজ দরকার দাদার।😅❤️❤️
ভালোবাসা নিও বৌদি।

ডিঙ্গি করে শাপলা বিলে, শালুক খোঁজে সারাক্ষন
পদ্মপাতায় ভালোবাসা উদাস করে মন।
কচু পাতার ছাতার নিচে ভিজবো তোমার সাথে
বৃষ্টি শেষে স্নিগ্ধ আকাশ, হাতটা রেখো হাতে।

বৌদি, মাঝে মাঝে বেশ দারুণ চমৎকার অনুভূতির কবিতা শেয়ার করেন, সত্যি কবিতাগুলো বেশ দারুণ হয় এবং ভালোলাগে। আজকের কবিতাটি অনবদ্য ছিলো, বৃষ্টির আবহে হৃদয়টা দারুণভাবে উত্তোলিত হলো। এই রকম সুন্দর অনুভূতির কবিতা চাই নিয়মিত। ধন্যবাদ

ভালোবাসার বৃষ্টি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন বৌদি।

লাল পাঞ্জাবিতে দস্যিপনা ঝড় জলের মাঝে,
সৌন্দর্য যেন তার ঠিকরে পড়ে ভেজা জামার ভাজে।
ভেজা চুলে হাত ছোঁয়ানোর ইচ্ছে আমার হয়,
বৃষ্টিস্নাত তোমার রূপ বড্ড মায়াময়।

বিশেষ করে, কবিতার এই লাইন গুলো অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

ছুঁয়ে ছুঁয়ে হাতটা তোমার হয়ে যাব বৃষ্টি,
তোমার দিকে তাকিয়ে রবো সরবে না এই দৃষ্টি।

বৌদিভাই কি বলবো দারুন লিখেছেন কবিতা খানি। কবিতাটি আমার কাছে খুবি ভাল লেগেছে।

আপনাদের কবিতা লেখা দেখে আমিও অনুপ্রানিত হয়ে ইদানিং কিছু লেখার চেষ্টা করে যাচ্ছি। ভাল থাকবেন বৌদিভাই। শুভেচ্ছা রইল।

চমৎকার রোমান্টিক একটি কবিতা লিখেছেন দিদি। বৃষ্টি মানেই রোমান্টিক মুহূর্তের সৃষ্টি। বৃষ্টিতে প্রিয় মানুষটার হাত ধরে ভিজার অনুভূতিটাই অন্যরকম। ❤️

Hello mam @tanuja
I’m new on steemit…
Please support me to grow on steemit
This is @raffann
Thanks

আহা দিদিভাই কি মিষ্টি করে লিখেন গো 🥰🥰🥰❤️। আপনার ভালবাসার এই লেখা গুলো পড়ে আবারও তো প্রেমে পরতে ইচ্ছে করে 😍। কিছু কিছু উপমা এত চমৎকার লেগেছে, লাইন গুলো পড়তে পড়তেই যেন স্বপ্ন দেখে ফেলি গো। ভালোবাসা গুলো এমনই রঙ্গিন থাকুক দিদিভাই। অনেক অনেক ভালো থাকবেন ❤️❤️🙏

ভালোবাসা কতোটা পবিত্র আর মিষ্টি হয় তা আপনার লেখার মাঝেই চাইলেই খুঁজে পাওয়া যায়।

ছুঁয়ে ছুঁয়ে হাতটা তোমার হয়ে যাব বৃষ্টি,
তোমার দিকে তাকিয়ে রবো সরবে না এই দৃষ্টি।

বৃষ্টি হয়ে সারা জীবন
থাকবো তোমার পাশে,,
দৃষ্টি মাঝেই দৃষ্টি যেন
আনমনে হাসে।

এমনি করেই বৌদি তোমায়
দাদা ভালোবাসে,,
অপরূপ এই কবিতাখানি
বলছে অনায়াসে।♥♥

সত্যি দিদি কবিতাটি পড়ে আমার মন জুড়িয়ে গেল। এক অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে আপনার এই কবিতার মধ্য দিয়ে।

কবিতাটি ছোট্ট হলেও বেশ লিখেছেন বৌদি।চমৎকার হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে।বৃষ্টির অনুভূতিগুলি এইরকম হওয়া উচিত, ধন্যবাদ বৌদি।

God is great