আজ সন্ধ্যায় দীপাবলির প্যান্ডেলে কিছু লাইটিং এবং ফটোগ্রাফী প্রথম পর্ব

in hive-129948 •  3 years ago 

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।আজ সারাদিন আমার মনটা বেশি ভালো না। অগ্রিম ভাই ফোঁটার শুভেচ্ছা সবাইকে । কাল ভাই ফোঁটা তাই বেশি ভালো লাগছে না। আজ আমার ভাই থেকে ও কাছে নেই। আমার এক মাত্র ছোটো ভাই তবুও সে অনেক দূরে। আর ভাইয়ের মতো আমার দেবর সে ও আজ দূরে। বছরে এই একটা দিনের জন্য সব বোনেরা অপেক্ষা করে বোনেরা তার ভাইকে ফোঁটা দেয়। তাই আজ আর কাল আমার দিনটি খুব খারাপ ভাবে কাটবে। তাই সকাল থেকে আমার মনটা খুব খারাপ কিছু ভালো লাগছে না। শুধু একটাই প্রার্থনা আমার ভাইরা যেনো খুব ভালো থাকে। আজ আমার কোথাও যাবার ইচ্ছা নেই তারপর আপনাদের দাদার অনুরোধে যেতে হলো। তাই সন্ধ্যা ৬.৩০ টার দিকে আমরা সবাই একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম। কয়েকটি প্যান্ডেলে গিয়ে গিয়ে ছিলাম। সেখানে গিয়ে কিছু লাইটিংয়ের ও প্যান্ডেলের ছবি তুলেছি। আজ সেই ফটোগ্রাফী গুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। তাহলে চলুন শুরু করা যাক। আশা করি, আপনাদের ভালো লাগবে।

IMG_20211105_195326.jpg
কাঠ ও বাঁশ দিয়ে তৈরি কাঠামো অনেক বড় প্যান্ডেল ভিতরে মা কালীর মূর্তি।এই পূজা টি বসুনগর যুবক বৃন্দ অ্যাথলেটিক ক্লাব কর্তৃক পরিচালিত হয়েছে।
স্থান: পশ্চিমবঙ্গ ,কলকাতা
তারিখ: ৫- ১১-২০২১

IMG_20211105_195348.jpg

IMG_20211105_195345.jpg

IMG_20211105_195255.jpg
কালী মায়ের মূর্তি
স্থান: পশ্চিমবঙ্গ , কলকাতা
তারিখ: ৫-১১-২০২১

IMG_20211105_194927.jpg
প্যান্ডেলের পাশে আঁকানো ছবি। ছবিতে শিক্ষক ছাত্র ছাত্রী দের পড়াচ্ছেন।
স্থান: পশ্চিমবঙ্গ , কলকাতা
তারিখ: ৫-১১-২০২১

IMG_20211105_194738.jpg

প্যান্ডেলে ঢুকতে হাতে আঁকা একটি ছবি। ছবিতে একটি মেয়ে মোমবাতির আলোর নিচে বসে বই পড়ছে।
স্থান: পশ্চিমবঙ্গ , কলকাতা
তারিখ: ৫-১১-২০২১

IMG_20211105_193705.jpg
রাস্তার কিছু লাইটিং
স্থান: পশ্চিমবঙ্গ, কলকাতা
তারিখ: ৫-১১-২০২১

IMG_20211105_190421.jpg
রাস্তার পাশে একটি বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করছে।
স্থান: পশ্চিমবঙ্গ , কলকাতা
তারিখ: ৫-১১-২০২১

IMG_20211105_185622.jpg
রাস্তার পাশে বাচ্চাদের খেলনা বিক্রি করছে।
স্থান: পশ্চিমবঙ্গ, কলকাতা
তারিখ: ৫-১১-২০২১

IMG_20211105_185151.jpg
রাস্তায় করা কিছু লাইটিং
স্থান: পশ্চিমবঙ্গ , কলকাতা
তারিখ: ৫-১১-২০২১

IMG_20211105_185129.jpg

IMG_20211105_185117.jpg

IMG_20211105_183848.jpg

IMG_20211105_183803.jpg

IMG_20211105_183751.jpg
রাতে কলকাতার কিছু লাইটিং এর দৃশ্য
স্থান: পশ্চিমবঙ্গ কলকাতা
তারিখ: ৫-১১-২০২১

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বৌদি আপনার দীপাবলির ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।আপনি প্রতিনিয়ত আপনার কাটানো মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করেন এটা আমার খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফির দক্ষতা আমাকে মুগ্ধ করে দেয়। আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে সাধারণ জিনিসগুলোকে অসাধারণ করে তোলেন। যা আমার খুব ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল।

আপু আপনার দীপাবলির ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। কিন্তু আপনার প্রথম কয়েক লাইন লেখা পড়ে আমার মনটা খারাপ হয়ে গেল।

আপনাদের কালকে ভাই ফোটা, কিন্তু আপনার ভাইয়ের দূরে থাকায় আপনে ভাই ফোটা দিতে পারবেন না। যার কারণে আপনার মনটা খারাপ। তারা হয়ত তাদের কাজের কারণ, আপনার হাতে ভাই ফোটাটা নিতে পারল না। আপনে তাদের জন্য প্রাথর্না করেন যাতে তারা যেখানেই থাকে ভালো থাকে।

আপনার সকল ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। রাতের কলকাতার লাইটিং এর ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লাগছিল।।

শুভ কামনা রইল আপু,,।

দিদি, মন ছোট করবেন না হয়তো এই বছরে আপনার ভাই অনেক দূরে, আপনার আদরের দেবর অনেক দূরে। যদি ঈশ্বরে চাই সামনের বছর আপনার মন খারাপ থাকবে না। আপনার মন আনন্দে ভরে থাকবেন ভাই এবং দেবর দুজনই আপনার পাশে পেয়ে। ভাই ফোটা দিবেন খুব আনন্দে😊😊।

দিদি,বরাবরই আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়।এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে।তবে আমার প্রথম ফটোগ্রাফি টিদেখে আমার মন জুরিয়ে গেছে। অসাধারণ সুন্দর হয়েছে ফটোগ্রাফিতে গুলো।ধন্যবাদ, এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

পূজোর আমেজে পুরো কলকাতা শহর রঙিন আলোতে সেজে উঠেছে। লাইটিং দিয়ে সাজানো মূর্তি এবং পূজা প্যান্ডেল এর মেনইগেট দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে বৌদি।
বৌদি আপনার ও আপনার ভাইদের জন্য শুভকামনা রইল। প্রার্থনা করি সামনে বছর ভাইফোঁটার দিন আপনার ভাইয়েরা যেন আপনার সাথেই থাকে।

আপু দীপাবলীর ফটোগুলো চমৎকার হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে। তবে আপনি মন খারাপ করবেন না আপনার ভাই আপনার কাছে নেই বলে, সে যেখানেই আছে সুস্থ এবং ভালো থাকবে আশা করি আর দোয়া করেন তাকে যেন পরের বার আপনি তাকে কাছে পান। আর আপনার দিনটি আজকে খুব সুন্দর ছিল। শুভকামনা রইলো আপনার প্রতি।

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন বৌদি ,আপনার দীপাবলি সুন্দর কেটেছে এমন আশা রাখি। আপনার মন খারাপের কারণ দেখে আমারও খারাপ লাগতেছে। আসলেই আমাদের আপনজনদের সময়মত কাছে না পেলে খারাপ লাগারই কথা। ধন্যবাদ আপনাকে বৌদি সুন্দর ফটোগ্রাফিগুলো উপস্থাপন করার জন্য৷

পুজো প্যান্ডেলের অবকাঠামো ও আলোকসজ্জার ছবি গুলো বেশ দৃষ্টিনন্দন ছিল । শুভেচ্ছা রইল আপনার জন্য বৌদি ।

বৌদি আপনার দীপাবলীর প্রতিটা ছবিই অসাধারণ হয়েছে, শুনেছি ইন্ডিয়াতে নাকি দুর্গাপূজা কালীপূজা বড় উৎসবে আসলেই তাই দেখতেসি যে কথা সত্যি।

লাইটিং আমার খুব বেশি পছন্দের। আর সেই সাথে আপনার এমন কোনো ছবি নেই যেটাতে আলোর ঝলকানি নেই। কলকাতা শহরটা মনে হচ্ছে আলোয় আলোয় ভরে উঠেছে একেবারে। খুবই মনোরম দৃশ্য।
আশা করছি আপনার দুই প্রান্তে থাকা দুই ভাই খুব বেশি ভালো থাকবে, সৃষ্টিকর্তা উনাদের খুব বেশি ভালো রাখবেন এই দোয়াই করি। প্লিজ মন খারাপ করবেন না বৌদি।

ধন্যবাদ আপু। হ্যা এটাই প্রাথর্না আমার ভাইয়েরা যেনো ভালো থাকে। এবং আমার আদরের ভাইয়েরা তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসে।

অবশ্যই ফিরে আসবে। 😍😍

কাঠ ও বাঁশ দিয়ে তৈরি কাঠামো অনেক বড় প্যান্ডেল ভিতরে মা কালীর মূর্তি।এই পূজা টি বসুনগর যুবক বৃন্দ অ্যাথলেটিক ক্লাব কর্তৃক পরিচালিত হয়েছে।
স্থান: পশ্চিমবঙ্গ ,কলকাতা
তারিখ: ৫- ১১-২০২১

অনেক সুন্দর হয়েছে আপনার পোস্ট ও ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে ভাবি।

আপনি বাংলায় থাকেন "কলকাতা" সেখানে কি কলকাতার মাদার তেরেসা জন্মগ্রহণ করেননি?

আপনি কোথায় থাকেন সে সম্পর্কে আমি একটু পড়েছি এবং আপনার শহরটি এর সুন্দর স্থাপত্য এবং এর সাংস্কৃতিক উত্সব দ্বারা চিহ্নিত করা হয়েছে৷ আপনার শহর সারা বছর ধরে খুব সক্রিয় থাকে৷
রাস্তার সাজসজ্জা খুব সুন্দর।

মাদার তেরেসা জন্মগ্রহণ করে ১৯১০ সালের ২৬ আগস্ট দক্ষিণ মেসিডোনিয়া। আমি কোলকাতা থাকি।

আমাকে মাদার তেরেসার গল্প পড়তে হবে কারণ তিনি যদি মেসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন, কারণ আমি তাকে নামিয়ে দিয়েছি, তারা বলেছিল সে কলকাতার। 🤷‍♀️
উত্তর করার জন্য ধন্যবাদ.

আপনি চাইলে আমি মাদার তেরেসার জীবনী নিয়ে একটি পোস্ট করতে পারি। আমার জানা আছে তার জীবনী। আমি ছেলেবেলায় স্কুলে থাকতে আমার শিক্ষক আমাকে বলেছিল।

ঠিক আছে. পরামর্শের জন্য ধন্যবাদ.
আমি আপনার পরামর্শ মেনে মাদার তেরেসার জীবনী বানাবো।

লাইটিংয়ের দৃশ্য গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। খুবই সুন্দর লাগছে এবং আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। অনেক নিখুঁতভাবেই ফটোগ্রাফি গুলো করেছেন।অনেক ভালো লেগেছে আমার, অনেক ধন্যবাদ বৌদি আপনাকে।

লাইটিংগুলোর দৃশ্য বেশ আকর্ষনীয় ছিলো, এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। এখনো গ্রামের দিকে কোন অনুষ্ঠান হলে চারপাশটা লাইটিং দেয় বেশ সুন্দর করে সাজানো হয়।

তবে প্রথম দিকের প্যান্ডেলের ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর ছিলো, ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ

আপু দীপাবলির ফটোগ্রাফি অনেক ভালো লাগলো, আমার প্রতিটা ছবি দেখে মনে হচ্ছে অনেক আনন্দ হযেছে সবার , মেলায় অনেক খেলনা আর খাবারের দোকান বসেছে দেখছি , প্রতিটা জায়গা অনেক সুন্দর ছিল , আমার কাছে খুবই ভালো লেগেছে , অনেক ধন্যবাদ আপ।

দূর থেকে দীপাবলির প্যান্ডেল দেখে খুবই ভালো লাগছে।বাড়িতে বসে দেখতে পাচ্ছি।ফটোগ্রাফিগুলি খুবই সুন্দর হয়েছে বৌদি।আমাদের এখানে কালীপূজার তেমন জমজমাট নয়,বারাসাতেই বেশি জমজমাট।তাই পরের পর্বের অপেক্ষায় রইলাম।আর আপনার প্রিয় ভাইদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইলো।ধন্যবাদ বৌদি।

দিদি অসাধারণ সুন্দর হয়েছে দীপাবলীর ফটোগ্রাফি গুলো। পাশাপাশি বর্ণনা গুলো অসাধারণ হয়েছে। দিদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

বৌদি আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। লাইটিং গুলো এত সুন্দর করে সাজানো হয়েছে পুরো জায়গাটা আলোয় আলোকিত হয়ে গেছে খুবই সুন্দর লাগছে বৌদি। আপনার লেখাগুলো পড়ে বৌদি মনে হল আপনার খুব মন খারাপ কারণ আপনার ভাইরা আপনার থেকে দূরে থাকার কারণে আপনি আপনার ভাইদের কপালে ভাইফোঁটা দিতে পারেননি। তবে বৌদি মন খারাপ করবেন না। পরেরবার ভাইফোঁটায় যাতে আপনার ভাইরা আপনার কাছে থাকে আর আপনি যাতে ওদের ভাইফোঁটা দিতে পারেন এই কামনা করি। আপনার জন্য শুভকামনা রইল।