"গাছের ডালে একটি পাখির ড্রয়িং"

in hive-129948 •  last month 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ অনেক দিন পর আপনাদের সাথে ড্রয়িং শেয়ার করবো। বহু দিন পর আবার ড্রয়িং করতে বসা। কি আঁকবো বুঝতে পারছিলাম না। এদিকে আবার হাতে সময় ও খুব কম ছিলো। কারণ টুনকু বাবুকে ঘুম পরিয়ে আঁকতে বসেছিলাম আবার টিনটিন বাবুর পড়া ও শেষের দিকে ছিলো। তবে কি আঁকবো বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম দ্রুত একটি পাখির ড্রয়িং এঁকে ফেলি। অনেক দিন পর আবার ড্রয়িং করছি জানিনা কেমন হবে একটু ভয় ভয় লাগছিলো। লুকিয়ে বাবুর রং পেন্সিল কালার করলাম। বাবু দেখলে আর নিতেই দিতো না।আধা ঘন্টার ভিতরে ড্রয়িং শেষ করে নিলাম। জানিনা কেমন হয়েছে পাখির ড্রয়িং। চলুন আমরা এখন মূল পর্বে ফিরে যাই।

IMG_20241113_222946.jpg

IMG_20241113_223031.jpg
উপকরণ:
১.সাদা কাগজ
২. পেন্সিল
৩. রবার
৪. রঙ পেন্সিল

IMG_20241110_213440.jpg
প্রস্তুত কারক:
১.সাদা কাগজের মাঝ বরাবর ছোট বৃত্ত এঁকে নিলাম। এরপর বৃত্তের উপর থেকে দাগ টেনে নিয়ে অনেকটা ফুলের পাপড়ির মতো এঁকে দিলাম। এবার নিচের দিকে দাগ টেনে দিয়ে একটি পাখি এঁকে নিলাম।

IMG_20241113_214819.jpg

IMG_20241113_214846.jpg

IMG_20241113_214926.jpg

IMG_20241113_215018.jpg

IMG_20241113_215037.jpg
২.এবার পাখির নিচে একটি গাছের ডাল এঁকে দিলাম। ডালের উপরে পাখির পা এঁকে দিলাম।এবং পাখির ডানা এঁকে দিলাম।

IMG_20241113_215325.jpg

IMG_20241113_215417.jpg

IMG_20241113_215535.jpg

IMG_20241113_215853.jpg

IMG_20241113_220034.jpg
৩. এবার পাখির ঠোঁটে লাল রং করে দিলাম। পাখির মাথার থেকে সমস্ত শরীরে হালকা নীল রং করে দিলাম। পাখির ডানায় হলুদ রং ও হালকা নীল রং করা হয়েছে। লেজে কমলা হলুদ রং এঁকে দিলাম।

IMG_20241113_220650.jpg

IMG_20241113_220854.jpg

IMG_20241113_220912.jpg

IMG_20241113_220936.jpg

IMG_20241113_221342.jpg

IMG_20241113_221401.jpg
৪.পাখির রং করা হলে। গাছের ডালে বাদামী রং ও পাতায় সবুজ রং করা হয়েছে। এবার ড্রয়িং টি শেষ হয়েছে।
IMG_20241113_221658.jpg

IMG_20241113_221705.jpg

IMG_20241113_221827.jpg

IMG_20241113_222412.jpg
গাছের ডালে পাখির ছবি আঁকা শেষ হয়েছে। জানিনা ছবিটি কেমন হয়েছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।

IMG_20241113_223055.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গাছের ডালে একটি পাখির ড্রয়িং অসাধারণ হয়েছে, দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই ড্রিয়ং করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



জ্বী বৌদি আমরা ভালো আছি। আশা করছি টিনটিন এবং টুনকু বাবু দুইজনেই ভালো আছে। হ্যা, অনেক দিন পর আপনার ড্রয়িং দেখলাম, বেশ সুন্দর ড্রয়িং হয়েছে। কালার ম্যাচিংটা বেশী ভালো হয়েছে। এতো কম সময় এবং তাড়াহুড়োর মাঝেও চমৎকার আকাঁ হয়েছে। অনেক ধন্যবাদ

বৌদি অনেকদিন পর আপনার হাতের ড্রয়িং দেখলাম। যেটা দেখেই আমার কাছে অনেক ভালো লেগেছে। খুবই কিউট দেখতে একটা পাখি গাছের ডালে বসে রয়েছে। খুব সুন্দর একটা দৃশ্য আপনি তুলে ধরেছেন অনেক সুন্দর করে। অনেক সুন্দর করে কালার করেছেন। যার কারণে দেখতে আরো ভালো লাগছিল। তাড়াহুড়োর মাঝে অনেক সুন্দর একটা ড্রয়িং করে নিয়েছেন। এক কথায় দুর্দান্ত ছিল এটি।

অনেকদিন পর বৌদির পোস্ট দেখতে পেয়ে সত্যি আমার কাছে বেশ ভালো লাগলো। আপনি খুবই চমৎকারভাবে আমাদের মাঝে গাছের ডালে একটি পাখির ড্রয়িং তৈরি করে শেয়ার করেছেন। এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে পোস্ট তৈরি করে আমাদের মাঝে প্রত্যেকটি স্টেপ ধারাবাহিকভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Hi @tanuja,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

গাছের ডালে বসে থাকা কালারফুল এই পাখিটা দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে বৌদি। অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর করে ড্রয়িংটা করে নিয়েছেন। কালার ম্যাচিংটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমার কাছে দেখতেও খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ বৌদি, এত সুন্দর একটা ড্রইং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেকদিন পর দেখতে ভালো লেগেছে।

বৌদি অনেকদিন পর আপনার হাতের ড্রইং টি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।এত অল্প সময়ে অনেক সুন্দর ভাবে ড্রয়িং করেছেন। একটি পাখি গাছের ডালে বসে রয়েছে ড্রয়িং টি অসাধারণ হয়েছে।কালার কম্বিনেশন দেখে মুগ্ধ হয়ে গেলাম।ধন্যবাদ বৌদি দারুন একটি ড্রইং আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য।

আপনি খুব সুন্দরভাবে এই গাছের ডালের পাখির ছবিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই ধরনের ছবি একটা আমাদের সবার খুব ভালো লাগে। এছাড়াও এই ছবিটি আঁকার প্রত্যেকটি পদ্ধতির খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বৌদি আমরা তো বেশ ভালোই আছি। আমাদের দুই বাবাজি কেমন আছে বলেন তো? বেশ অনেকদিন পর আপনার হাতের এমন সুন্দর একটি ড্রয়িং দেখলাম। দারুন ছিল আপনার আজকের ড্রয়িং এর কালার কম্বিনেশন। খুব সুন্দর হয়েছে পাখিটি। ধন্যবাদ বৌদি এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

এতো অল্প সময়ের মধ্যেও দারুণ একটি আর্ট করেছেন বৌদি। পাখিটাকে দেখতে যেমন সুন্দর লাগছে, তেমনি গাছের ডাল-পাতা গুলোও দেখতে খুব সুন্দর লাগছে। তাছাড়া পাখির কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। বেশ ভালো লাগলো আর্টটি দেখে। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়।