বাঙালি রেসিপি " তেতুঁল দিয়ে ইলিশ মাছের মাথা ও ডিমের টক"

in hive-129948 •  3 years ago 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি পুরনো একটি রান্নার রেসিপি শেয়ার করবো। এটি আমার খুবই পছন্দের একটি খাবার। আমার যখনই কিছু খেতে ইচ্ছা না করে তখনই এটি আমি রান্না করি। গতকাল সকালে আমি তেতুঁল দিয়ে ইলিশ মাছের মাথা ও ডিম দিয়ে টক রান্না করেছিলাম। এটি খুবই টেস্টি একটি খাবার। খুব তাড়াতাড়ি রান্না ও করা যায়। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন শুরু করা।

IMG_20211130_220345.jpg

IMG_20220220_094820.jpg
কালো সরিষা, সরিষার তেল, লবণ ও হলুদ

উপকরণ:
১. তেঁতুল গোলা জল - ১ কাপ
২. ইলিশ মাছের মাথা ও ডিম
৩. কালো সরিষা - ১ চামচ
৪. সরিষার তেল - ২ চামচ
৫. লবণ - ২ চামচ
৬. হলুদ - ২ চামচ

IMG_20211130_211421.jpg
তেঁতুল গোলা জল

IMG_20211130_211353.jpg
ইলিশ মাছের মাথা ও ডিম
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে ইলিশ মাছের মাথা ও ডিম একটি ছোট করে কেটে নিতে হবে।এবার জল দিয়ে পরিস্কার করে ধুয়ে নিতে হবে।

IMG_20211130_211323.jpg

২. পরিস্কার করা মাথা ও ডিম সামান্য লবণ ও হলুদ দিয়ে মেখে নিতে হবে।

IMG_20211130_211717.jpg

৩. এবার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিতে হবে।

IMG_20211130_211511.jpg

৪. তেল গরম হয়ে গেলে কালো সরিষা গুলো দিয়ে দিতে।

IMG_20211130_211850.jpg

৫. সরিষা গুলো ভাজা হয়ে গেলে লবণ ও হলুদ মাখানো ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে দিতে হবে। ৫ মিনিট ধরে হালকা ভেজে নিতে হবে।

IMG_20211130_211949.jpg

৬. ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেলে তেঁতুল গোলা জল দিয়ে দিতে হবে। এর সাথে এর এক কাপ সাদা জল দিয়ে দিতে হবে।

IMG_20211130_212441.jpg
৭. জল ফুটতে শুরু করলে পরিমান মতো লবণ ও হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে।

IMG_20211130_213103.jpg
৮. এবার ১০ মিনিট ধরে জ্বাল দিতে হবে। এরপর ঝোল একটু কমে হালকা গাঢ় হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

IMG_20211130_214436.jpg
৯. ঝোল গাঢ় হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20211130_220345.jpg
তৈরি হয়ে গেল আমার তেতুঁল দিয়ে ইলিশ মাছের মাথা ও ডিম টক। এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। আজ এই পর্যন্তই কাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার আসবো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কী অদ্ভুত রেসিপি। আপনার মাথায় আসেও বটে। তেতুল দিয়ে ইলিশ মাছের রেসিপি প্রথমবার শুনলাম। মাছের রেসিপিতে তেতুল দেওয়াই রেসিপি টা মনে হয় কিছুটা টকস্বাদ যুক্ত হয়েছে। এটা বেশ ইউনিক ছিল। এবং মাছের ডিমর পিসটা তো 👌👌👌। খুব সুন্দর রেসিপি ছিল বৌদি

প্রিয় বৌদি আশা করি ভাল আছেন? আপনার পোস্ট দেখে আমি খুব মুগ্ধ হলাম। আসলে কি বলব তা খুঁজে পাচ্ছিনা। ইলিশ মাছের মাথা, মাছের ডিম এবং তেতুল দিয়ে আপনি খুব সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন। এক কথায় খুবই অসাধারণ হয়েছে। দেখে আমার খুব ইচ্ছে করতেছে খেতে। এত সুন্দর রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন বৌদি।

ইলিশ মাছের মাথার সাথে বা ইলিশের সাথে তেতুলের রেসিপি এই প্রথম দেখলাম। যদিও এর টেস্ট সম্পর্কে কোন ধারণা নেই কারণ এটি আমার কাছে একদম ইউনিক রেসিপি, কখনো খাওয়াই হয়নি। তবে রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্ট হয়েছে।
ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বৌদি।

বৌদি ক্ষুধা লেগে গেল তো 😋।কি মজাদার রেসিপি।একদম ইউনিক লাগছে।আগে কখনোই এমন খাওয়া হয়নি। কিন্তু এবার বাসায় ইলিশ মাছ আনলেই আমি নিজে‌ বাসায় বানিয়ে খাবো। ধন্যবাদ বৌদি এত লোভনীয় একটি রেসিপি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য 💞।

অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন বৌদি। এরকম ইউনিক রেসিপি মাথায় আসে কি করে? আপনার রেসিপি আমার কাছে একদম নতুন মনে হয়েছে ।এর আগে এরকম রেসিপি দেখি নাই ।রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে। খেতেও সুস্বাদু হবে হয়তো। শুভকামনা রইল।

আমি প্রথমেই বলতে চাই বৌদি আপনি দারুন একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার তৈরি করা রেসিপি যতই দেখি ততই লোভ লেগে যায়।ইলিশ মাছের মাথা ও ডিম দিয়ে টক রান্না রেসিপি দারুন হয়েছে। অনেক মজার একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে শেয়ার করেছেন বৌদি। ইলিশ মাছের মাথা ও ডিম দিয়ে একদম ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন। দারুন মজার ও ইউনিক একটি রেসিপি সকলের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বৌদি আপনার জন্য শুভকামনা রইল।

তেতুল দিয়ে ইলিশ মাছের মাথার এই সুস্বাদু রেসিপি দেখে জিভে জল চলে আসলো। আসলে এই রেসিপিটি আমার কাছে একদম নতুন মনে হয়েছে। এই রেসিপি আমি কখনো খাইনি।তেতুল দিয়ে সুস্বাদু ইলিশ মাছের রেসিপিটা মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। পরবর্তীতে আমি তৈরী করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বৌদি আপনার তৈরি রেসিপিটি আমার কাছে ইউনিক রেসিপি মনে হয়েছে। আমি এই ধরনের রেসিপি কখনো তৈরি করে খেয়ে দেখি নি। বৌদি আপনি অনেক সুন্দর করে তেতুঁল দিয়ে ইলিশ মাছের মাথা ও ডিমের টক দিয়ে রেসিপি তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ও মজাদার হয়েছে। বৌদি আপনার রেসিপিটি দেখে আমার মুখে পানি চলে আসলো। ইস যদি একটু খাইতে পারতাম তাহলে খুব ভালো হতো। সুন্দর একটি ভিন্ন ধরনের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল।

বৌদি আপনার রেসিপি তৈরি দেখে আমারও ইচ্ছে করছে এভাবে রেসিপি তৈরি করতে। আপনার রেসিপিগুলো আমার খুবই ভালো লাগে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে আপনি সবসময় মজার মজার ও ইউনিক ধরনের রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন। ইলিশ মাছের ডিম ও মাথা দিয়ে টক রান্না খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপনি। অনেক মজার একটি রেসিপি তৈরি করে সকলকে শেখার সুযোগ করে দিয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বৌদি।

তেতুল ইলিশ বেশ চমকপ্রদ রেসিপি তো। খেতে যে কি দারুন লাগবে শুধু ভাবছি আর তাতেই জিভে জল চলে আসছে। অসাধারণ ছিল বৌদি রেসিপিটি প্রত্যেকটি দাব্বে সুচারুরূপে সম্পন্ন করেছেন আপনি। শুভেচ্ছা রইল আপনার জন্য।

তেতুল দিয়ে যে ইলিশ মাথা ও ডিম টক রেসিপি উপহার দিয়েছেন তা আমার কাছে একটি ইউনিক রেসিপি ছিলো।কখনো জানা ছিলো না এভাবে রান্না করা যায়।টক,সরিসা সাথে ইলিশের দারুন কম্বিনেশন নিশ্চয়ই মজাদার হয়েছিলো।

  • আপনার এমন সুন্দর উপস্থাপনায় এটিকে শিখতে সহায়ক হবে। ধন্যবাদ শ্রদ্ধেয়।

খুব ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে খুবই মজাদার লোভনীয় হবে'। কখন খাওয়া হয়নি তবে বাসায় অবশ্যই ট্রাই করবো । আপনি ধাপে ধাপে খুবই সুন্দরভাবে উপস্থাপন করে মাঝে মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো । ধন্যবাদ বউদি এরকম ইউনিক রেসিপি আমাদের শেয়ার করার জন্য ।

ইলিশ মাছ এমনিতেই অনেক সুস্বাদু মাছ আপনি তেতুল দিয়ে ইলিশ মাছ ও ডিমের টক রেসিপি করেছেন। আমার কাছে খুবই ভালো লাগলো কারণ এই ধরনের রেসিপি আগে কখনো দেখিনি ।খেতে অনেক সুস্বাদু হবে বুঝি। শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

দিদি,সবসময় নতুন নতুন রেসিপি নিয়ে আপনি হাজির হন।আপনার এই কাজটা আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে দেয়।কিভাবে আপনি এত সুন্দর করে কাজগুলো করেন।আর আজকের এই ইলিশ মাছের মাথা আর ডিম দিয়ে তেতুলের টক ফ্লেভারে রেসিপি তৈরি করা অভাবনীয় ছিল। তবে খুবই ভালো লেগেছে রেসিপিটি।

ইলিশের নানা রকম রেসিপি খেয়েছে কিন্তু কখনো টক দিয়ে অর্থাৎ তেতুলের টক দই ইলিশের মাথা ও ডিম খাওয়া হয়নি। তুমি রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। আপু আপনি খুব মজাদার রেসিপি শেয়ার করেছেন।

যদিও এই রেসিপির নাম আগে কখনো শুনি নি বৌদি , তবে যেহেতু প্রথম শুনলাম ও উপস্থাপনা দেখলাম, আশাকরা যায় এইটা ভালো হয়েছে ।চেষ্টা করতে বলবো একবার হিরাকে । শুভেচ্ছা রইল বৌদি ।

এই রেসিপিটি প্রথমবার দেখলাম বৌদি, খুব সুন্দর একটা রেসিপি। তেতুঁল দিয়ে এভাবে ইলিশ মাছের মাথা ও ডিম রান্না করা যায়, দেখেই জীবে জল চলে আসছে হে হে হে হে। তবে আমি কিন্তু বেশ টক খেতে পারি তাই আমার খেতে কোন সমস্যা হবে না হা হা হা।

বাহ বৌদি। দেখেই তো জ্বিভ এ জল এসে গেলো। ইলিশ মাছ তো এমনিতেই অনেক স্বাদের হয়। তার উপর সেটা যদি হয় একটু টক টক নিশ্চই অনেক স্বাদের হয়েছে। দেখেই তো লোভ সামলাতে পাচ্ছিনা। খেতে না জানি কতো মজা হয়েছে।

সত্যিই অসাধারণ এবং ইউনিক একটি রেসিপি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন বৌদি। তেতুল দিয়ে ইলিশ মাছের মাথা এবং ডিমের টক সত্যিই জিভে জল চলে এসেছে নাম শুনে। যদিও ইলিশ মাছ আমার খুবই প্রিয়, তবে এভাবে কখনো খাওয়া হয়নি। আর এভাবে কখনো করো রান্না করতেও দেখেনি। আর এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

তেতুঁল দিয়ে ইলিশ মাছের মাথা ও ডিমের টক রেসিপি অনেক সুন্দর হয়েছে বৌদি আপনার রেসিপিগুলো আমার কাছে সবসময় অনেক অনেক বেশি ভালো লাগে কারণ আপনি অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করেন আমাদের মাঝে তেতুল দিয়ে ইলিশ মাছ রান্না করা যায় সেটা আপনার রেসিপি না দেখলে বিশ্বাসই করতাম না রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক টেস্টটি এবং সুস্বাদু হয়েছে ধন্যবাদ আমাদের সাথে ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ভালোবাসা অবিরাম বৌদি

এটা একদম ইউনিক রেসিপি ছিল বৌদি। আমার কাছে যে কোন মাছ থেকে মাছের ডিম টা বেশি স্বাদ লাগে। আপনার রান্নাতো অনেক লোভনীয় হয়েছে দেখেই বুঝা যাচ্ছে কতটা স্বাদের। ধন্যবাদ বৌদি।

বৌদি আপনার রেসেপি গুলো সবসময় ব্যতিক্রমি হয়। আজকের রেসিপি টা আমার কাছে ভীষন ভালো লেগেছে। ইলিশ মাছের মাথা ও ডিমের টক আগে কখনো খাইনি। তবে রেসিপি টি দেখতে খুবই লোভনীয় লাগছে। তাই বাসায় ট্রাই করে দেখতে হবে।

বৌদি তেতুল দিয়ে ইলিশ মাছ রান্না এই প্রথম দেখলাম ও শুনলাম। জানিনা রেসিপিটি কেমন হবে তবে আপনি যেহেতু তৈরি করেছেন অবশ্যই ভালো হতে হবে। আমার কাছে সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি লেগেছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে ধারাবাহিক ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বৌদি সত্যি বলছি এরকম রেসিপি কখনো শুনিও নাই দেখিও নাই। তবে এত ইউনিক একটি রেসিপি আপনি আমাদের সাথে তুলে ধরেছেন। আসলে এটা অনেক আনন্দের বিষয় যে নিত্যনতুন রেসিপিগুলো আপনার কাছ থেকে পাই।আপনাকে অনেক ধন্যবাদ,এবং ভাল থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনা করব।

তেতুঁল দিয়ে ইলিশ মাছের মাথা ও ডিমের টক রেসিপিটি অনেক সুন্দর হয়েছে বৌদি। আপনার তৈরি করা এই রেসিপিটি দেখার পরে আমার অনেক লোভ লেগে গিয়েছিল। মনে হচ্ছিল যদি এটা এখনই খেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

arabesko.ru_13-1.png

ইলিশ মাছ অনেক খেয়েছি তবে তেতুল দিয়ে কখনো ইলিশ মাছ খাওয়া হয়নি। আমার কাছে এটি একদম নতুন একটা রেসিপি। ইলিশ মাছের ছবি গুলো কাছ থেকে তোমার কারনে সেটি দেখতে আরো বেশি লোভনীয় লাগতেছে। আপনাকে অনেক ধন্যবাদ দিদি। ইউনিক একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল

qara-xett.png

বৌদি সকাল বেলায় একদম চমক দিয়ে দিলে রেসিপির মাধ্যমে। এমন রেসিপি বা এরকম টক আমি কখনো খাইনি গো। মাকেও দৌড়ে গিয়ে দেখালাম। আমার মায়ের খুব পছন্দ হয়েছে এরকম ইলিশ মাছের মাথা এবং ডিম দিয়ে টক। এত ব্যস্ততার মাঝেও নতুন নতুন এরকম রেসিপি নিয়ে কিভাবে যে হাজির হও আমি এটা বুঝে উঠতে পারিনা। অনেক ভালো থেকো দিদি।

বৌদি আপনার রেসিপির মধ্যে আমি সব সময় একটা নতুনত্ব খুজে পাই। এই ধরনের রান্না কখনও খাই নি ।

তেতুঁল দিয়ে ইলিশ মাছের মাথা ও ডিমের টক

এটি আমার কাছে নতুন এবং একবার হলেও রান্না করার চেষ্টা করবো। রেসিপি টি আমার কাছে ইউনিক মনে হয়েছে। ছবি দেখে তো লোভে লেগেছে সত্যি । রেসিপি টি রিস্টিম করে রাখলাম। ভাল থাকবেন বৌদি। ধন্যবাদ।

অঞ্চলভেদে কিছু কিছু খাবার এর নিজস্ব স্বকীয়তা থাকে। তেতুল দিয়ে ইলিশ মাছ রান্নার কথা কখনই শুনিনি। আপনার পোষ্টের মাধ্যমে আজ জানতে পারলাম। যেহেতু আপনারা মাঝেমাঝেই খান তাই ধরে নিচ্ছি অবশ্যই খেতে অনেক সুস্বাদু হবে। রেসিপিটি শিখে রাখলাম। আশা করি কোন একদিন কাজে লাগবে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি

বৌদি আজকের রেসিপির নাম এবং রান্না প্রনালি প্রথম বার শুনলাম এবং দেখলাম।দেখেই স্বাদ গ্রহনের ইচ্ছা হচ্ছে খুব শিগ্রহই বাসায় একবার ট্রাই করব আশা করি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি হবে ।আপনাকে ধন্যবাদ বৌদি এমন ইউনিক কিছু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

মাত্র কয়েকটি উপকারী খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন বৌদি। যদি ও এই রেসিপিটির সাথে আমি পরিচিত নয় তবুও দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে।

তেঁতুল দিয়ে যে ইলিশ মাছের মাথা ও ডিম রান্না করা যায় এটা জানাই ছিলো না।আহা বৌদি একটু খেতে দিলে ভালো লাগতো খুব।

বৌদি আপনার রেসিপি পোষ্ট সব সময় সবার থেকে ব্যতিক্রম হয়। তেতুল দিয়ে যে ইলিশ মাছের মাথা এবং ডিম রান্না করা যায় এটা কখনো চিন্তাও করিনি। যদিও টক জাতীয় খাবার আমার খুব পছন্দ। ইলিশের মাথা না খেলেও ইলিশ মাছের ডিম আমি খুবই পছন্দ করি। এই খাবারটি দেখে মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি।

তেতুল দিয়ে ইলিশ মাছ রান্না ,আমার কাছে নতুন একটি রেসিপি মনে হইলো বৌদি।তবে আমার কাছে এর স্বাদ কেমন তা যানা নেই। তবে মনে করতেছি এটি অনেক টেস্টি হবে মনে হয়, যেহেতু টক আছে। একটি নতুন রেসিপি শেয়ার করা জন্য ধন্যবাদ আপনাকে ।শুভকামনা রইল বৌদি আপনার জন্য

I hope you small charity for War in Ukraine. Your heart can be help for keep safety during this situation.

Here is Solana Addr : BtQAS3jrWBbD5CArU2ncqQFBh46BaRzTGLD2s2pEQhpC

Thank you. Сердечно дякую!