বাঙালি রেসিপি " বাগদা চিংড়ি ভাপা"

in hive-129948 •  3 years ago 

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আর একটি বাঙালি রেসিপি নিয়ে এসেছি। এটি হলো চিংড়ি মাছ ভাপা। আমি প্রায়ই এই রেসিপি টি তৈরি করি। আমাদের বাড়ির সবাই বাগদা চিংড়ি পছন্দ করে। আর আমার চিংড়ি তো খুবই প্রিয়। অনেক দিন চিংড়ি মাছ রান্না করিনি। তাই আজ সকালে কিছু চিংড়ি মাছ রেখেছিলাম। আর আমার প্রিয় মানুষ বললো আজ একটু চিংড়ি মাছ ভাপা করো। এটি খুবই মজাদার
খাবার।এবং খুবই টেস্টি একটি খাবার। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে ফিরে যাই।

IMG_20211023_225828.jpg
উপকরণ:
১. বাগদা চিংড়ি - ৫০০ গ্রাম
২. সরিষার তেল - ৪ চামচ
৩. শুকনো মরিচ গুঁড়া - ২ চামচ
৪. লবণ - ২ চামচ
৫. হলুদ - ১ চামচ
৬. জিরা গুঁড়া - ১ চামচ
৭. স্টিলের কৌটা
৮. কাচা মরিচ - ৩ টি
৯.গরম মসলা - ১ চামচ

IMG_20211023_174757.jpg
বাগদা চিংড়ি

IMG_20210713_111023.jpg
লবণ, হলুদ, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া,সরিষার তেল, কাচা মরিচ ও গরম মসলা

IMG_20211023_193824.jpg
স্টিলের কৌটা
প্রস্তুত প্রণালী :
১. প্রথমে বাগদা চিংড়ি গুলো কেটে ভালো করে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।

IMG_20211023_181624.jpg
২. এবার একটা ছোটো গামলা নিতে হবে। গামলায় কেটে নেওয়া চিংড়ি মাছ গুলো নিতে হবে। একে একে পরিমান মতো লবণ, হলুদ জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া ও গরম মসলা গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

IMG_20211023_193706.jpg
৩.মসলা মাখানো চিংড়ি মাছ গুলো স্টিলের কৌটার ভিতর নিয়ে এতে চার চামচ তেল ও ৬ চামচ জল দিয়ে দিতে হবে। জল তব মেপে দিতে হবে। যাতে তেলের থেকে বেশি না হয়। আবার চিংড়ি মাছ গুলো মেখে নিতে হবে। মাখানো হলে তিন টি কাচা মরিচ সামান্য চিরে কৌটার ভিতর দিয়ে দিতে হবে। এবার কিছুক্ষন রেস্টে রেখে দিতে হবে।

IMG_20211023_194154.jpg

IMG_20211023_194302.jpg
৪. এবার কৌটা ভাতের ভিতর দিয়ে দিতে হবে। আমি রাইস কুকার এ ভাত রান্না করি। তাই ভাত যখন ফুটতে শুরু করবে তখন স্টিলের কৌটার মুখ দিয়ে ভাতের ভিতর বসিয়ে দিতে হবে।

IMG_20211023_201042.jpg
৫. ভাত হবার আগ পর্যন্ত ভাতের ভিতর রেখে দিতে হবে। তারপর ভাত যখন ফুটে যাবে তখন কৌটা ভাতের ভিতর ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর ভাতের ভিতর থেকে কৌটা টি নিচে নামিয়ে নিয়ে কৌটার মুখ খুলে দিতে হবে।

IMG_20211023_224851.jpg
৬. এরপর কৌটার থেকে চিংড়ি ভাপা একটা পাত্রে ঢেলে রেখে দিতে হবে।আমাদের সুস্বাদু চিংড়ি মাছ ভাপা তৈরি।

IMG_20211023_225912.jpg
তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু বাগদা চিংড়ি ভাপা। এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাগদা চিংড়ির ভাপা রেসিপিটা দেখতে যেমন সুন্দর লাগতেছে তেমনি খেতেও অনেক সুস্বাদু হবে। দেখেই বোঝা যাচ্ছে। বৌদি এরকম একটা সুন্দর রেসিপি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর রেসিপির কালারটা ও দেখার মতো ছিল। আমাদের মাঝে এরকম রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

বাগদা চিংড়ি যে আমার কি পরিমাণ প্রিয় তা বলে বুঝানো সম্ভব নয় বৌদি। দাদার আর আপনার পছন্দের সাথে দেখছি আমার অনেকটাই মিল আছে। আমি এলার্জীর কারণে অনেক কিছুই বাদ দি। তবে বাগদা চিংড়ি কখনোই মিস করিনা।
তবে ভাপা রান্নাটা আজ ই প্রথম দেখলাম বৌদি। অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় চিংড়ির রেসিপি দেওয়ার জন্য।

আপনার রান্না গুলা আমার কাছে সবসময় একদম নতুন মনে হয় কারণ এই ভাবে ভাতের ভিতর দিয়ে রান্না করতে আমি এর আগে কোনদিনও দেখিনি। আপনার কাছেই আজকে প্রথম দেখছি। আপনার এই বাগদা চিংড়ি গুলা আমারও অনেক বেশি প্রিয়। আমি প্রায় সময় এই জন্য আম্মাকে বলি আমার জন্য বাগদা চিংড়ি রান্না করতে। আম্মাকে অবশ্যই আপনার এই রেসিপি দেখাবো আপু। আপনার রেসিপিটি আমার কাছে অনেক ভালো লাগছে।

দিদি,আপনার রেসিপি এগুলো সব সময় ইউনিক হয়। কারণ আমি কখনো চিংড়ি ভাপা খায় নি। রেসিপিটি দেখে জানতে পারলাম বাগদা চিংড়ি ভাপা রান্না করা যায়। বাগদা চিংড়ি ভুনা ফ্রাই করে খাওয়া খেয়েছে কখনো ভাপা বাগদা চিংড়ি খাইনি।আপনার এই রেসিপিটি আমি শেয়ার করে রেখে দিচ্ছি ঘরে কখনো বাগদা চিংড়ি মাছ আনা হলে তৈরি করে খেয়ে দেখব।

ধন্যবাদ দিদি, এত সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন 🥰

আপনাকেও ধন্যবাদ আপু।এটি খুবই টেস্টি একটি খাবার।

খুব সুন্দর ভাবে রেসিপি উপস্থাপন করেছেন। রেসিপির ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। শেষের ছবিটি দেখেই খেতে ইচ্ছা করছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

চিংড়িগুলো খুবই বড় বড়, দেখতেই ভালো লাগছে। বেশ ঝাল হয়েছে মনে হচ্ছে। একেবারে লাল ভুনা তরকারি। খুব সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখালেন আমাদের আপু। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল।

আপনাকেও ধন্যবাদ। হ্যা চিংড়ি মাছ গুলো অনেক বড় বড় ছিল।

অও,কি দারুণ দেখতে লাগছে।মনে হচ্ছে ভীষণ স্বাদের খেতে হয়েছিল।বৌদি সকল গুনে পারদর্শী।খুবই সুন্দর হয়েছে রেসিপিটা।ধন্যবাদ আপনাকে বৌদি।

বাগদা চিংড়ি ভাপা এই রেসিপির সাথে নতুন পরিচয় হলাম।চিংড়ি আমার অনেক পছন্দের একটি মাছ।সন্দুর একটি রেসিপি উপস্থাপন করার জন‍্য আপনাকে অনেক ধন‍্যবাদ।

অসাধারণ একটি রেসিপি, খুব খুব ভালো লেগেছে দিদি।চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করা যায় সেটা জানা নেই। আপনার অনেক রেসিপিই খুব ইউনিক হয়, অনেক ভালো লাগে দেখতে৷ আর ধাপগুলো এত সুন্দরভাবে তুলে ধরেন যে বুঝতে অসুবিধাই হয় না।অনেক ভালোবাসা রইল দিদি।

ধন্যবাদ আপু।আমি সব সময় ইউনিক জিনিস পছন্দ করি। এবং আমার পছন্দ গুলো সবার থেকে আলাদা।

আমার প্রিয় একটি রেসিপি । অনেক সুস্বাদু রেসিপি। বৌদি সবসময়ই লোভনীয় রেসিপি শেয়ার করেন। রান্না ও সুন্দর হয়। দেখেই বোঝা যায়। অনেক অনেক শুভেচ্ছা রইলো বৌদি।

Sister this looks like a very delicious Shrimp recipie inshallah I will try it in the future one day

বৌদি আপনার গলদা চিংড়ি ভাপা রেসিপি টা একবার পার্সেল করে দেন না। কি লিখবো আপনার রেসিপি সম্পর্কে জিবে তো জল পড়ে যাচ্ছে। এমনিতেই খুবই পছন্দ করি এবং আপনার গলদা চিংড়ি ভাপা রেসিপি টি খুবই আকর্ষণীয় হয়েছে। কালার টা দেখার মত। আমাদের সাথে এত সুন্দর একটা রেসিপি ভাগাভাগি করে নেওয়ার জন্য, ভালোবাসা অবিরাম প্রিয় দিদি, বৌদি।

বাগদা চিংড়ি আমার খুবই প্রিয়। বাগদা চিংড়ির ভাপা রেসিপি দেখে জিভে জল চলে আসলো। চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। আমি চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসি। আপনার তৈরি রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনার রেসিপি তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বৌদি আপনার জন্য শুভকামনা রইলো।

বৌদি আপনার বাগদা চিংড়ি ভাপা দেখে আমার জিভে জল চলে আসলো। আমি চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করি। আর আপনার এই রেসিপি দেখে আমার খুবই খেতে ইচ্ছা করছে। কারণ রেসিপিটা খুবই সুস্বাদু মনে হচ্ছে। আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

উফ কি মজার রেসিপি। আপনি বরাবরই সুন্দর সুন্দর রেসিপি তৈরি করেন। এর আগে ইলিশের রেসিপি টা একদম ইউনিক ছিল। চিংড়ি মাছের রেসিপি টাও খুব লোভনীয়। যদি একটু টেস্ট করতে পারতাম 😋 মজার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিদিভাই।

আমার আবার চিংড়ি মাছ দেখলেই জিহবায় জল চলে আসে।চিংড়ি মাছ ভাজি ও যেকোন ভাবে খেতে খুবই পছন্দ করি। দাদা আজ খুব মজা করে খাবে এমনিতেই তিনি ভোজন প্রিয় লোক। অনেক সুন্দর হয়েছে বাগদা চিংড়ির রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ। 😍😍

বৌদি আপনার রেসিপিটা দেখেই জিভে জল চলে এলো। গরম ভাত এর সাথে এই ভাপা খেতে যে কি পরিমাণ মজা লাগবে তা ভাবলেই মনে হচ্ছে এখনি যেয়ে এরকম একটা রেসিপি বানিয়ে নি। আমি এইরকম রেসিপি আগে কখনো খাই নি। আপনি অনেক ইউনিক রেসিপি আমাদের সাথে শেয়ার করেন। আপনাকে অনেক ধন্যবাদ দিদি।

বউদি প্রিয় মানুষ যখন কিছু করতে বলে তখন যেকোনো জিনিস চমৎকার হয় ।বাগদা চিংড়ির ভাপা কখন ও খাওয়া হয়নি ।তবে যে লোভ দিলেন তাতে মনে হচ্ছে খেতে হবে বানিয়ে ।খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করে বুজিয়েছেন ।ধন্যবাদ বউদি।

খুবই অসাধারণ একটা রেসিপি শেয়ার করেছেন বৌদি। আপনার তৈরি করার রেসিপি ছবি দেখে আসলেই খেতে ইচ্ছে করছে। কারণ আমি এখন পর্যন্ত বাগদা চিংড়ি খাইনি । খেয়েছি শুধু ছোট চিংড়িগুলো তবে এত বড় ধরনের চিংড়ি খাওয়া হয়নি। তবে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

এভাবে যে চিংড়ি মাছ রান্না করা যায় আজকে প্রথম দেখলাম। ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন আপু। দেখেই বোঝা যাচ্ছে চিংড়িটা কতটা সুস্বাদু হয়েছে খেয়ে দেখার দরকার নেই ।ধন্যবাদ আপনাকে আপু চিংড়ির একটু ইউনিক রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

বাহ্ আপু এতো দারুন রেসিপি দেখছি ,আপনি এত সুন্দর করে প্রতিটা রেসিপি তৈরি করেন যেটা দেখতেই ভালো লাগে , আর খেতে যেন কেমন লাগবে,আমি যদিও আগে এই রেসিপি দেখছি তবে কখনো খাওয়া হয়নি ,এর স্বাদ নিশ্চিত দারুন হবে , আপু আপনার জন্যে অনেক দোয়া রইলো যাতে আপনি সুস্থ থাকেন আর আমাদের আরো সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারেন।

দারুন রেসিপি। দেখে খুব সুস্বাদু লাগছে। বাচ্চার জন্য বানাতে চেষ্টা করবো সে পছন্দ করবে চিংড়ি ভাপা। ধন্যবাদ আপনাকে।

দিদি আপনি তো একের পর এক রেসিপি দিয়ে ফাটিয়ে দিচ্ছেন। এই রেসিপি টি অসাধারণ । আমি আগে কখনও শুনি নি। কঠিনের মধ্যে সহজ মনে হয়েছে আপনার রান্নার প্রক্রিয়াটি । অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। ভাল থাকবেন। শুভ কামনা রইল।

চিংড়ি খুব সুস্বাদু খাবার. চিংড়ি আমার প্রিয় খাবার. চিংড়ি ভাপা হলে তাহলে কোন কথাই নেই. আপনার রেসিপির ছবি দেখে খুবই মুখরোচক মনে হচ্ছে. ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি দেওয়ার জন্য.

আহা! কি স্বাদের চিংড়ি দেখাইলো বৌদি, যদিও আমি খুব একটা বেশী খাইনা বড় সাইজের চিংড়ি, কিন্তু আজ সত্যি সত্যি রান্নাটা দেখে খেতে মন চাইছে।

রান্নার স্টাইলটা ভালো লাগছে, মনে হচ্ছে নতুন একটা রেসিপি শিখলাম, তবে সমস্যা হলো এতো সুন্দর রেসিপি বাড়ীতে একবার করলে বৌ তো আর রান্নাই করতে চাইবে না, হি হি হি

দিদি, বাগদা চিংড়ি ভাপা অসাধারণ সুস্বাদ একটি খাবার। বাগদা চিংড়ি ভাপা তৈরীর প্রতিটি ধাপের বর্ণনা এবং ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে। পড়ে আমার অনেক ভালো লাগলো। দিদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

বাঙালি রেসিপি " বাগদা চিংড়ি ভাপা"খুবই সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন যা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং তরকারিটি দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। আর স্বাদ হয়েছে অতুলনীয়।তাই না বৌদি♥♥

বৌদি আপনার রান্নার রেসিপি গুলোতে একটা বিষয় শিক্ষণীয় যে, একদম সহজ উপায়ে কিভাবে ইউনিক কিছু করা যায়। এই ব্যাপারটা আমার দারুন লাগে। আজকের রেসিপি টা আমার কাছে একদম নতুন।আমি মুগ্ধ হয়ে দেখলাম শুধু। যদি দেখার সাথে সাথে বানিয়ে ফেলতে পারতাম কত ভালোই না হত। বাড়িতে সব সময় করার সুযোগ থাকে না গো দিদি। অনেক ভালবাসা রইলো।

বৌদি আপনি আপনার প্রিয় মানুষটির জন্য দারুন একটি রেসিপি তৈরি করেছেন। আপনার প্রিয় মানুষটির ভাগ্য অনেক ভালো যে আপনি তার পছন্দের খাবারগুলো প্রতিনিয়ত তৈরি করছেন। সেই সাথে আমরাও পেয়ে যাচ্ছি নতুন নতুন খাবারের রেসিপি। চিংড়ি আমার খুবই প্রিয়। আমি অবশ্যই চিংড়ি ভাপা রেসিপি তৈরি করার চেষ্টা করব। বৌদি আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দারুন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার রান্না সচরাচরই আমার খুব ভাল্লাগে, কত সুন্দর খুব সাবলীল ধাপে উপস্থাপন করেছে, নরমাল রেসিপিতে রান্না করেও যে এত সুন্দর রান্না করা যায় সেইটা আপনার রান্না দেখলেই আমি বুঝতে পারি। শেষে রান্নার যে কালার,লোভনীয় হিহিহি। শুভকামনা রইলো দিদি।