স্বরচিত একটি কবিতা " রাতের আঁধার "

in hive-129948 •  3 years ago 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমি কবিতা লিখতে ও পড়তে খুব ভালোবাসি। তাই যখনই মন চায় তখনই কবিতা লিখি। আমি সময় পেলে রাতের আকাশ দেখতে ছাদে যাই। আর প্রিয় মানুষটি পাশে থাকলে তখন সবকিছুই ভালো লাগে। প্রায় অনেকদিন হলো সে শুধু তার কাজ নিয়ে থাকে। তাই আমি মাঝে মধ্যে খুব অভিমান হয়। আর আমি এখন রেগে গেলে কোনো কথা বলি না তার সাথে। তার দিন শুরু হয় কাজ দিয়ে আর রাত শেষ হয় কাজ দিয়ে। এর ভিতরে আমি কোথাও নেই। তাই অনেক বলার পর কাল রাতে দুজনে ছাদে গিয়েছিলাম হাঁটতে। আমি ওকে ছাড়া কিছু করি না। আমি একা একা কোথাও ঘুরতে যাই না ওকে ছাড়া। আমি চাই ভালো মন্দ সব কিছু দুজনে একসাথে উপভোগ করতে। তবে আমি ওর উপর অভিমান বেশি করি। আমি চাই কোথাও গেলে একসাথে দুজনে যেতে। তাই তো কাল রাতে ওর পাশে বসে এই কবিতাটি লিখেছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

IMG_20220219_165701.jpg

"রাতের আঁধার "
আঁধারে ঝলসানো দিনের এ রাত
স্তব্ধ করে দেয় যদি নিঃশ্বাস,
ডেকো আমায় তুমি আবার
আলোয় ভেঙ্গে দেব ই আধার,
তোমায় ছাড়া জোসনা রাত চাইনা আমি আর,
হবে আবার জ্যোৎস্নাবিলাস তোমার আমার।
গেয়ে উঠবে গান মেঘ মল্লারে, আনমনে কবি লিখবে গান
শুনবে যদি পাত আঁধারে তোমার কান।
নক্ষত্রের আলোয় সব যাবে মুছে
আরেকবার হাটবো তুমি আমি একসাথে,
পিচ গলা রাস্তায় ভালোবাসার মলাটে,
ছায়া হয়ে সব মুছে দিয়ে
হেঁটে দিব পাড়ি রাতের আধারে
রাস্তা এই শহরে তুমি আর আমি,
রাতের আকাশ রবে সাক্ষী
পোস্টারে ছেয়ে যাবে এ নগরী,
লিখে যাব ভালবাসি শুধু তোমাকে।

শত কোলাহল কত কত রাত
ক্ষয়ে ক্ষয়ে যায় দিগন্ত আজ,
গল্প জমে জোড়াতালি দেয় কাঁথায়
হারিকেনের আলোয় আঁধার জামায়।
হাজার কোলাহলে তোমার হাত
লেগে আছে কার্নিশের ছাদে,
শুকনোপাতার আধার রাত
সবকিছু থমকে গেছে,
তারা জ্বলছে জ্যোৎস্না রাতে।
মিলনের অপেক্ষায় তোমার আমার হাসিমুখের শহর কাঁদবে
পিচ গলা রাস্তায় এসে সব বাঁধবে,
আলো এসে জ্বলবে আধারের আঁচে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মিলনের অপেক্ষায় তোমার আমার হাসিমুখের শহর কাঁদবে
পিচ গলা রাস্তায় এসে সব বাঁধবে,
আলো এসে জ্বলবে আধারের আঁচে।

বাহ,কি দারুণ লিখেছেন বৌদি।প্রত্যেকটি লাইনে এক একটি গভীর ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে।অনেক ভালো লেগেছে আমার কাছে প্রত্যেকটি বাক্য।বরাবরের মতোই সুন্দর শব্দচয়ন।ধন্যবাদ বৌদি।ভালো থাকবেন।

বৌদি আপনার চোখের কি অবস্থা এখন?

আপনার কবিতাটি ভালো লেগেছে। দারুণ!

কবিতার ভাব আমার খুব পছন্দ হয়েছে বৌদি। কবিতার এক একটা লাইন ভাবের শেষ করেনি; বরং এর পরের লাইনে এর আরো অন্তর নিহিত অর্থ খুঁজে পাওয়া যায়।

নক্ষত্রের আলোয় সব যাবে মুছে
আরেকবার হাটবো তুমি আমি একসাথে,
পিচ গলা রাস্তায় ভালোবাসার মলাটে,

পোস্টারে ছেয়ে যাবে এ নগরী,
লিখে যাব ভালবাসি শুধু তোমাকে।

এই লাইনগুলো অসাধারণ লেগেছে আমার কাছে। আর বৌদি আপনি দাদাকে ছাড়া কিছু করেন না একা একা এটা আমার কাছে মনে হয় ভালবাসার এক বহিঃপ্রকাশ। একজন মানুষের ধ্যানে-জ্ঞানে যখন শুধু আর একজনই থাকে তখনই তাকে ছাড়া ভাল লাগেনা আর কোন সুন্দর মুহুর্ত তাকে ছাড়া তো অসম্ভব।

As always beautiful lines

And hey guys I'm new here just joined yesterday so I will appreciate it if you help me to grow and I will do the same I'm a traveler so I post pics and some sweet memories I captured while my journey, so please help me and I will do the same for sure

তোমায় ছাড়া জোসনা রাত চাইনা আমি আর,
হবে আবার জ্যোৎস্নাবিলাস তোমার আমার।

বৌদি আপনার কবিতাগুলো আমার খুব ভালো লাগে ভালোবাসা প্রেমের উপাখ্যান হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়। আমরা যাকে ভালোবাসি তাকে ছাড়া আমাদের একটা জন্য দিন যেন বড় অসহায় শূন্য মনে হয় তাইতো প্রিয় মানুষকে ছাড়া আমাদের একটা দিনও চলে না তার পাশে থেকে তার হাতে হাত রেখে প্রতিটি সময় সুখের সাগরে কাটিয়ে দিতে চাই। প্রিয় মানুষটি কে পাশে বসিয়ে জোসনা রাতের দৃশ্য দেখার মাঝে যে সুখ তা হয়তো বা লক্ষ্য কোটি টাকা দিয়ে কখনো কেনা যাবে না। আপনার কবিতাটি ভালোবাসার বহিঃপ্রকাশ এভাবেই চলুক আপনাদের ভালোবাসা। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি।

বৌদি সত্যি বলছি মাঝে মাঝে আপনার কবিতাগুলো পড়ে জাষ্ট বাকরুদ্ধ হয়ে যাই, কি লিখবো মন্তব্যের ঘরে ঠিক বুঝিতে পারি না। সত্যি বলছি খুব চমৎকার কবিতা লিখেন আপনি। আজকের লেখাগুলো বেশ দারুণ হয়েছে।

শত কোলাহল কত কত রাত
ক্ষয়ে ক্ষয়ে যায় দিগন্ত আজ,
গল্প জমে জোড়াতালি দেয় কাঁথায়
হারিকেনের আলোয় আঁধার জামায়।

বাহ বৌদির রাতের আঁধার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো । আপনি অনেক সুন্দর ভাবে কবিতাটি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন । আশা করি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কবিতা আমাদের সামনে উপস্থাপন করবেন বৌদি ।
আপনার জন্য শুভকামনা রইল

রাতের আকাশ রবে সাক্ষী
পোস্টারে ছেয়ে যাবে এ নগরী,
লিখে যাব ভালবাসি শুধু তোমাকে।

কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিলেন। আসলে কবিতার মাধ্যমে ভালোবাসার পরিপূর্ণতা প্রকাশ পেয়েছে। প্রিয় মানুষটাকে নিয়ে সময় পার করা এবং তাকে নিয়ে সুন্দরময় কিছু সময় কাটানো খুবই আনন্দের। আপনার প্রিয় মানুষটাকে নিয়ে আপনি সবসময় আনন্দে হাসিখুশি থাকুন। এই দোয়া রইল।

দুজনের একসাথে কাটানো মুহূর্ত খুবই ভালো লাগে।প্রিয় মানুষ কাছে থাকলে ,পাশে থাকলে তখন খারাপ মুহূর্তটাকে হাসিমুখেই বরণ করা যায়‌ আর দাদার এমন ব্যস্ততার মাঝে আপনাকে সময় দেয়া হয়ত খুবই কষ্টকর হয়ে যায় ।কিন্তু সময় তো দিতে হয় ।যাই হোক দুজনের এমন ভালো মুহূর্ত গুলো সব সময় অটুট থাকুক। কবিতাটি খুবই ভালো লেগেছে দিদি। এমন কবিতা পড়লে মন ভরে যায় ।অসাধারণ কবিতা লিখেন আপনি।

তোমায় ছাড়া জোসনা রাত চাইনা আমি আর,
হবে আবার জ্যোৎস্নাবিলাস তোমার আমার।

চমৎকার লাগল বৌদি আপনার এই কবিতা পড়ে। খুবই সুন্দর লিখেছেন। সত্যি আপনার এই কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। তবে ঐ দুটো লাইন আমার খুবই সুন্দর লেগেছে। ধন্যবাদ বৌদি। 💞💞💞

পিচ গলা রাস্তায় ভালোবাসার মলাটে,
ছায়া হয়ে সব মুছে দিয়ে
হেঁটে দিব পাড়ি রাতের আধারে
রাস্তা এই শহরে তুমি আর আমি,
রাতের আকাশ রবে সাক্ষী
পোস্টারে ছেয়ে যাবে এ নগরী,
লিখে যাব ভালবাসি শুধু তোমাকে।

এই আকুলতা পূর্ণ চাওয়া যেন আপনার পূরণ হয় , এই কামনাই করি । আপনার প্রিয় মানুষ আপনাকে যেন সময় দেয় এবং তাকে নিয়ে যেন আপনি যেন ভাল সময় কাটাতে পারেন এই কামনাই করি । ভালো ছিল কবিতার লাইন গুলো বৌদি ।

তোমায় ছাড়া জোসনা রাত চাইনা আমি আর,
হবে আবার জ্যোৎস্নাবিলাস তোমার আমার।
গেয়ে উঠবে গান মেঘ মল্লারে, আনমনে কবি লিখবে গান

বাহ বৌদি সুন্দর লাগলো আপনার কবিতাটি। অনেক ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। শুভকামনা রইল আপনার জন্য

লিখে যাব ভালবাসি শুধু তোমাকে।

একটা কথা আছে।ভালো জিনিষ দেখতেও ভালো লাগে।ঠিক তেমন ই আপনাদের প্রেম দেখতেও ভালো লাগে আমার।কারণ এতো পবিত্রতা আজকাল খুব একটা দেখা যায়না বললেই চলে।

আমাদের ভালোবাসার মধ্যে কোনো মিথ্যা নেই। আশীর্বাদ করেন আমরা সারাজীবন যেনো এই ভাবে থাকতে পারি।

একদম সারাজীবন ই একসাথে থাকবেন।
ছোট বোনের দোয়া সবসময় থাকবে প্রিয় বৌদি।

সত্যি বলতে বৌদি আপনার প্রতিটা কথা যখন আমি পড়ছিলাম তখন আমার বউয়ের কথা মনে পড়ছিল কারণ ও ঠিক আপনার মতো করেই বলে। আমি বিশ্বাস করি যে নারী তার স্বামীকে অনেক ভালোবাসে সে সবসময় এমনটাই চায়। তবে সত্যিই আমি গর্বিত যে আমার বউ আমাকে নিয়ে এগুলি বলে। আমি মনে করি দাদাও গর্বিত কারন আপনি সত্যি দাদা কে অনেক ভালোবাসেন। এখনকার মেয়েরা নিজের স্বামী কি করে সেদিকে খেয়াল না রেখে অন্যদের সাথে সময় পার করার চিন্তা বেশি করে। সেই সময়ে আপনাদের মতন বোনদের আমি মনে করি স্যালুট করা উচিত। কবিতার বিষয় আর কিছু বললাম না কারন আপনি বরাবর খুব সুন্দর কবিতা লিখেন।

একটা মেয়ের জীবনে স্বামী সব কিছু। আর যে মেয়ে তার স্বামীকে বাদ দিয়ে অন্য ছেলেদের সাথে সময় কাটায় আর স্বামীর দিকে ফিরে তাকায় না সেই মেয়েরা কখনও ভালো হতে পারে না। ভাবী তো আপনাকে ভালোবাসে। আমি ভাবীকে খুব পছন্দ করি। যদি ও ভাবীর সাথে আমার আলাপ নেই। তবুও ভাবীকে আমার খুব ভালো লাগে। ভাবীর জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইলো ভাইয়া।

@boishakhi বৌদি আপনার ভাবীও আমাদের সাথেই নতুনভাবে কাজ শুরু করেছে। আপনাদের ভালোবাসা সে আগের থেকেই পেয়ে এসেছে তাই সে নিজেও এখানে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। 🥰🥰🥰🥰❤️

শত কোলাহল কত কত রাত
ক্ষয়ে ক্ষয়ে যায় দিগন্ত আজ,
গল্প জমে জোড়াতালি দেয় কাঁথায়
হারিকেনের আলোয় আঁধার জামায়।
হাজার কোলাহলে তোমার হাত
লেগে আছে কার্নিশের ছাদে,

জীবনে আঁধার আলোর অবকাশ যেটা প্রতিটি মানুষের হৃদয়ের অন্তরে অনেক বাধার কাজ ছিন্ন বিচ্ছিন্ন হাহাকার। যাই হোক কবিতাটি আমার কাছে খুবই ভালো লাগলো হৃদয়ের অন্ত নৈতিকতার উৎসর্গ হলো ভালো লেগেছে এই লাইনগুলো আমার কাছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

তাই তো কাল রাতে ওর পাশে বসে এই কবিতাটি লিখেছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

বৌদি আপনি আপনার প্রিয় মানুষের পাশে বসে দারুন একটি কবিতা লিখেছেন। সত্যি বৌদি প্রিয় মানুষের সাথে পাশাপাশি বসে কবিতা লেখার মাঝে অনেক আনন্দ আছে। আপনার লেখা কবিতা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি দারুন ভাবে আপনার এই কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কবিতা লিখে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বৌদি আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️♥️♥️♥️♥️

দারুন একটি কবিতা বৌদি আর আপনার কবিতা মানেই অসাধারণ কিছু আর ভাবের গম্ভীরতা।

পিচ গলা রাস্তায় এসে সব বাঁধবে,
আলো এসে জ্বলবে আধারের আঁচে।

কবিতার প্রতিটি লাইন ছিল মনে গেঁথে দেওয়ার মতন হবে লাইন দুটি কেন যেন বারবার পড়তে ইচ্ছে করছে।😍

শত কোলাহল কত কত রাত
ক্ষয়ে ক্ষয়ে যায় দিগন্ত আজ,
গল্প জমে জোড়াতালি দেয় কাঁথায়
হারিকেনের আলোয় আঁধার জামায়।
হাজার কোলাহলে তোমার হাত
লেগে আছে কার্নিশের ছাদে,
শুকনোপাতার আধার রাত
সবকিছু থমকে গেছে,
তারা জ্বলছে জ্যোৎস্না রাতে।>

সত্যিই আমি যখন এই চরণ গুলো আবৃতি করছিলাম খুবই মনোযোগ নিয়ে প্রেম নিয়ে আবৃতি করছিলাম। খুবই ভালো লাগলো আমার এই চরণগুলি।
ধন্যবাদ দিদি

  ·  3 years ago (edited)

দিদি আপনার কবিতাটি আমাকে অনেক ভালো লেগেছে ।আপনাদের দুজনের এরূপ সম্পর্ক সারাজীবন বজায় থাক এটাই প্রার্থনা করি ।আপনার কবিতার মাধ্যমে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন ।আপনার জন্য শুভকামনা রইল।

বৌদি কদিন হলো আমার নিজের মনটাও খুব একটা ভালো যাচ্ছে না। নানান কারণে প্রবলেম লেগেই থাকছে। তোমার পুরো লেখাটা পড়তে পড়তে আমার মনেও কত কি যে চলছিল সেটা আমি জানি। প্রতিটা লাইনের বাঁকে বাঁকে নিঃস্বার্থ ভালোবাসা রেখে দিয়েছো। একটু অভিমানের সুর। তবে সেটাও ভীষণ মিষ্টি। সব সময় ভালোবাসার মানুষটিকে নিয়ে ভালো থেকো বৌদি। ঈশ্বর সব সময় তোমাদের সহায় হোন। অনেক ভালোবাসা নিও এই ছোট বোনটির পক্ষ থেকে।

তোমায় ছাড়া জোসনা রাত চাইনা আমি আর,
হবে আবার জ্যোৎস্নাবিলাস তোমার আমার।

বৌদি কি বলবো কবিতার প্রতিটি লাইন যথার্থ ছিল। বিশেষ করে উপরের দুটি লাইন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার কবিতার ভক্ত আমি আপনার কবিতা আমি একবার না দুই থেকে তিন বার পড়ি। আপনার কবিতায় নিঃস্বার্থ ভালবাসা'র কথাই উঠে আসে দাদার প্রতি আপনার যে অন্য রকম ভালোবাসা তা আপনার কবিতার মাঝেই খুঁজে পাই।আপনার প্রিয় মানুষটিকে নিয়ে সবসময় হাসি খুশি থাকেন এই দোয়াই রইল বৌদি।

বাহ!!অসাধারণ কবিতা ❤️এই রকম কবিতা আরো চাই বৌদি, আমি নতুন।

আশা করি বৌদি, ভালো আছেন? আজকে আপনার কবিতার পোস্ট দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে মনে অনুভূতি থেকে কবিতা টি লিখেছেন খুবই অসাধারণ হয়েছে। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি ভালো থাকবেন বৌদি।