"ব্যালকনিতে আরও নতুন করে আনা গোলাপ ফুল গাছের ফটোগ্রাফী"

in hive-129948 •  3 years ago 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি খুশি কারণ আমি আজ নিজের পছন্দ মতো অনেক গাছ লাগিয়েছি। আপনারা সবাই জানেন আমি ফুল খুব পছন্দ করি। বিশেষ করে গোলাপ ফুল। আমি লাল গোলাপ বেশি পছন্দ করি। এর আগে আমি বিভিন্ন রঙের গোলাপ গাছ কিনেছিলাম কিন্তু কোনো লাল খয়েরী গোলাপ গাছ ছিল না। আমাকে আগে যে লোক টি গাছ গুলো দিয়ে গিয়েছিলো। সেই লোক টি আজ এসেছিলো গাছে ঔষধ ও সার দিতে। আসলে সত্যি কথা বলতে আমি বাইরে কোথাও যেতে পারছি না। কারণ আমরা জন্মদিনের পর থেকে এখন ও পর্যন্ত একটার পর একটা বিপদ লেগেই আছে। আমি ঠিক ভাবে পোস্ট করতে পারছি না। আবার আপনাদের কোনো কমেন্টের উত্তর দিতে পারছি না। এমনকি আপনাদের কারো পোস্ট পড়তে ও পারছি না কমেন্ট করতে পারছি না। তার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কয়েক দিন খুব বিপদের ভিতর আছি। যাই হোক যা বলছিলাম সেই লোকটির কাছ থেকে আরও নতুন কিছু গোলাপ গাছ নিলাম ও একটি পাতা বাহারী গাছ নিলাম। আমার প্রিয় মানুষটি আমার কোনো কাজে বাধা দেয় না। বরং আমি চাই সেটি সে এনে দেয়। তাই ওকে বললাম আজ আরও কিছু গাছ কিনবো। শুধু বললো তোমার যে গাছ পছন্দ হয় সব গুলো নিতে পারো। আর যত প্রকার গোলাপ ফুল আছে সব গুলো নেও। আমি এ কথা বলা মাত্রই আমি ১০ টি গাছ নিলাম। এরপর আমার ব্যালকনিতে সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20220120_103058.jpg

IMG_20220120_103049.jpg
এটা এক ধরনের পাতা বাহারী গাছ। যা শীতের সময় পাতা লাল থাকে আর গ্রীষ্মকালে পাতা সবুজ হয়ে যায়।

IMG_20220120_143606.jpg

IMG_20220120_143542.jpg

IMG_20220120_143449.jpg

IMG_20220120_143409.jpg

IMG_20220120_143359.jpg

IMG_20220120_142600.jpg

IMG_20220120_142552.jpg

IMG_20220120_103136.jpg

IMG_20220120_103044.jpg

IMG_20220120_103035.jpg

IMG_20220120_103150.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দোয়া করি আপনার সব বিপদ যেনো সৃষ্টিকর্তা শীঘ্রই দূর করে দেয় আর শান্তি ফিরিয়ে আনে।
আপনার হাতে গোলাপ ফুল এইটা আমার কাছে খুব ভালো লাগে।বিশেষ কারণ মেহেদি পরাটা,এতো অসাধারণ! গাছগুলোও সুন্দর।

বৌদি আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বেশ কয়েকটি রং এর গোলাপ ফুল দেখতে পারলাম। প্রতিটি গোলাপ আমার কাছে খুব লাগছে। বেশ সুন্দর হয়ে ফুটে উঠেছে গোলাপ ফুল গুলো। দেখতে অসাধারণ লাগতেছে বৌদি। আপনার জন্য শুভকামনা রইল বৌদি।

আপনার বাসার ব্যালকনি দেখে মনে হচ্ছে ফুলের বাগান,ফুল দিয়ে ব্যালকনিটাকে অনেক সুন্দর করে সাজিয়েছেন,বিশেষ করে কয়েক প্রকার গোলাপ আছে জা দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আপনার গোলাপ বাগান শেয়ার করার জন্য

পুরা বারান্দা ভর্তি গোলাপ গাছ দেখতে কি যে সুন্দর লাগছে না বৌদি কি আর বলবো। আপনার গাছের প্রতি এমন ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগছে ।

আর হ্যাঁ আপনার এতো ব্যস্ততার মধ্যেও আমাদেরকে যতটুকু সময় দিচ্ছেন তাতে আমরা অনেক খুশি।

ভাইয়া আমার গোলাপ গাছ খুব ভালো লাগে। শুধু গোলাপ গাছ না আমার সব ধরনের গাছ খুব ভালো লাগে। আসলে ভাইয়া কিছুদিন খুব বিপদের ভিতর আছি তো। ধন্যবাদ ভাইয়া।

পুরো একটা বাগান করে ফেলেছেন দিদি গোলাপ এমনিতেই আমাদের সবার খুব পছন্দের ফুল।

ফুল গুলো আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন।

দিদি আপনি এত ব্যস্ততার মধ্যেও এত সুন্দর সুন্দর পোস্ট করেন।আর আমি তো আপনার ব্যালকনির প্রেমে পড়ে গেলাম।কি সুন্দর সুন্দর গোলাপ ফুল 😍😍 মারাত্মক ভালো লাগছে। আর এত ধরনের ফুল কোনটা ছেড়ে কোনটা দেখব।গোলাপ ফুলের জন্য আমি পাগল দিদি।আমার গোলাপ ফুলের প্রতি মারাত্মক দুর্বলতা রয়েছে। এই ধরনের পোস্ট গুলো দেখলে সত্যিই মন ভালো হয়ে যায়। ভালোবাসা রইলো আপনার জন্য।

আপনার ব্যালকনিতে যে গোলাপ গাছ গুলো আছে তা এতটাই সুন্দর যে দেখলে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কয়েকটা ফুল তো দেখে মনে হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি। আর আপনার হাতের তোলা ছবিগুলো খুবই নিখুঁত এবং পারফেক্ট হয়েছে। আপনার গাছের চিত্রগুলি আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

নিদারুণ ফটোগ্রাফি করেছেন বৌদি🌺ফুলগুলো দেখতেও বেশ সুন্দর।আর একটা কথা হলো,আপনার হাতের মেহেদীর ডিজাইনও ভালোই লাগছে😁😁
শুভ কামনা জানাই💚

ফুল গুলো দেখতে অসাধারণ। এরমক ফুল দেখলে খুবই ভালো লাগে। আর আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো তুলেছেন বৌদি। ধন্যবাদ আপনাকে

আপনার বেলকনি তো পুরো একটি গোলাপের বাগান হয়ে গেছে বৌদি। গোলাপ ফুল এটি যেন এক ভালোবাসার প্রতীক। গোলাপ ফুল চোখের সামনে আসলেই মন প্রাণ ভরে ওঠে। গোলাপ দেখলেই বারবার নতুন করে প্রেমে পড়ার ইচ্ছা জাগে। ধন্যবাদ বৌদি আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

বৌদি আপনার ফুলের ফটোগ্রাফি চমৎকার লাগছ।আমি মুগ্ধ হয়ে গেছি বৌদি আপনার ফুলের ফটোগ্রাফি দেখে। প্রতিটি ফুল আমার খুব ভালো লেগেছে। এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি । আপনার জন্য শুভকামনা রইল প্রিয় বৌদি।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার প্রতিটি ফুলের ছবি দেখে খুব ভালো লাগলো। আপনার পাতা বাহার সেই গাছটি অনেক ইউনিক লেগেছে। শীতের সময় গাছের পাতা লাল এবং গ্রীষ্মের সময় সবুজ বিষয়টা অনেক আনকমন লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

➡️ ফুলের মধ্যে গোলাপ ফুল হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটি ফুল। এটি দেখতে আমার খুবই ভালো লাগে। বৌদি আপনার ক্যালকুলাতে গোলাপ ফুল রয়েছে দেখে আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল বৌদি আপনার জন্য

আমি ঠিক ভাবে পোস্ট করতে পারছি না। আবার আপনাদের কোনো কমেন্টের উত্তর দিতে পারছি না। এমনকি আপনাদের কারো পোস্ট পড়তে ও পারছি না কমেন্ট করতে পারছি না।

এগুলো বলে আমাদের লজ্জিত করবেন না বৌদি, আমরা তো জানি সব এবং সবর্দা আপনাদের জন্য দোয়া করি যেন সকল বিপদ আপদ হতে আপনারা ভালো থাকতে পারেন।

আপনি যে পোষ্ট দেখার চেষ্টা করেন এবং মন্তব্য করার মাধ্যমে অনুপ্রাণীত করার চেষ্টা করেন এটা এখন সবাই জানে। সুতারাং এই বিষয় নিয়ে মন খারাপ করবেন না।

আপনারব্যালকনিতে অনেক টপ দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে সাজিয়েছেন আর ফুলগুলোতো আরো বেশী দৃষ্টি নন্দন করে তুলেছে। ধন্যবাদ

প্রথমেই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার ও আপনার পরিবারের সকল বিপদ যেন তাড়াতাড়ি কেটে যায় ।বৌদি আপনি অনেক ব্যস্ততার মাঝে ও আমাদেরকে সময় দিয়ে সুন্দর পোষ্ট করেন এটিই অনেক বড়ো পাওয়া আমাদের সকলের।প্রত্যেকটি গোলাপ ফুল খুবই আকর্ষণীয় ও মনমুগ্ধকর।যা আমার কাছে খুবই ভালো লেগেছে।বিশেষ করে হলুদ, গোলাপি ও ঘিয়ে রঙের গোলাপ ফুল বেশি ভালো লেগেছে আমার কাছে।গোলাপ আমার খুবই প্রিয়।অনেক ধন্যবাদ বৌদি।শুভকামনা রইলো আপনার পরিবারের জন্য ও আপনার জন্য।

পাতাবাহার থেকে চোখ ফেরানো যাচ্ছেনা। আর এত এত মিষ্টি রঙের সব গোলাপ বারান্দায় থাকলে এমনিতেই মন ভালো যায়। আজকের গোলাপের পোস্ট খুব ভালো লাগলো। গোলাপের মত সুরভীত হোক সারাদিন।