"অ্যালবাম থেকে টিনটিন বাবুর পুরনো কিছু ফটোগ্রাফী"

in hive-129948 •  2 years ago 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে টিনটিন বাবুর পুরনো কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো।আজ সন্ধ্যায় চা খেতে পুরনো কিছু ছবি দেখছিলাম তখনই বাবুর কিছু চলে এলো। বাবু নিজে নিজে সেলফি করতে খুব পছন্দ করে। কিন্তু অন্য কারও ছবি তোলা সে পছন্দ করে না।অনেক কষ্ট করে ওর ছবি তুলতে হয়। আর সেখান থেকেই আজ পুরনো কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি, আপনাদের ভালো লাগবে।

IMG_20210207_151457.jpg

IMG_20210207_151312.jpg

IMG_20210207_151305.jpg
টিনটিন বাবুর মুড অফ। আইসক্রিম খেতে চেয়েছিলো কিন্তু ওর কাকার আনতে দেরি হচ্ছিলো তাই খুব রেগে গিয়ে ছিলো।
তারিখ:১০ জানুয়ারী ২০২১
স্থান: নিক্কো পার্ক, কলকাতা

IMG_20210209_163408.jpg
গাড়ি পূজো দেওয়ার পর নতুন গাড়ি চালানো চেষ্টা চলছে। আমার ছোট্ট ড্রাইভার।
তারিখ: ১১ অক্টোবর ২০২১
স্থান: আমতলা কালী মন্দির,
কলকাতা

IMG_20210403_173026.jpg
বল নিয়ে খেলায় ব্যাস্ত রয়েছে।টিনটিন বাবু বল খুব পছন্দ করে।
তারিখ:২৮ মার্চ ২০২০
স্থান: ইকো পার্ক, কলকাতা

IMG_20210325_132702.jpg

IMG_20210325_132705.jpg
টিনটিন বাবু ঘুরতে গিয়ে ও পড়াশুনা করে। আসলে আসলে নতুন নতুন গুনতে শিখেছো তো তাই যা পায় তাই গুনা শুরু করে।
তারিখ: ১৩ আগস্ট ২০২০
স্থান: মায়াপুর, কলকাতা

IMG_20210315_180352.jpg

টিনটিন বাবু ভয়ে ভয়ে বসে আছে।
তারিখ: ১১ অক্টোবর ২০২০
স্থান:সায়েন্স সিটি, কলকাতা

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টিনটিন বাবুর পুরনো অ্যালবাম থেকে বেশ কিছু ফটোকপি শেয়ার করেছেন আপনি। টিনটিন বাবুকে সবগুলো ছবিতে খুব কিউট লাগছে। তবে ও নিজে সেলফি তুলতে পছন্দ করে অন্যের ছবি তোলা পছন্দ করে না জেনে হাসি পাচ্ছে। টিনটিন বাবু যখন আইসক্রিমের জন্য মুড অফ করে বসে আছে আর সেই ছবিটি আমার কাছে খুবই ভালো লাগছে। টিনটিন বাবুর জন্য অনেক অনেক শুভেচ্ছা।

বৌদি টিনটিন বাবুর পুরানো ছবিগুলো চমৎকার ছিল। আইসক্রিম খেতে চেয়েছিলো আনতে দেরি হলে একটু রাগ তো হবেই।নতুন ড্রাইভার ভালোই গাড়ি চালায় মনে হচ্ছে। এটা টিনটিন বাবুর অনেক ভালো অভ্যাস ঘুরতে গিয়ে পড়াশোনা করা। আপনাকে অনেক ধন্যবাদ বৌদি টিনটিন বাবুর পুরানো দিনের ছবি গুলো শেয়ার করার জন্য।

দিদি ছোট ছোট বাবুদের দেখতে আসলে অনেক সুন্দর লাগে। তারপরও একটা কথা বলি?আপনার ছেলের মুখে একটা মায়াবী মায়াবী ভাব আছে, আমি সেটা কিভাবে প্রকাশ করবো বুঝাতে পারছিনা।ওর তাকানোটা ও চাওনি টা আসলে অসম্ভব সুন্দর লাগে আমার কাছে।বেঁচে থাকুক আপনার সোনামণি হাজার বছর, সৃষ্টিকর্তার কাছে এই দোয়াই কামনা করি।

টিনটিন যে ভবিষ্যতে সেলিব্রেটি হবে তার প্রমাণ এখন থেকেই পাওয়া যাচ্ছে। সে অন্য কারো সঙ্গে ছবি উঠেই না হি হি। আইসক্রিম আনতে দেরী সেইসময়ে টিনটিনের যে মুড দেখার মতো ছিল। টিনটিনের ফটোগ্রাফি চমৎকার ছিল বৌদি। মাঝে মাঝে এইরকম পুরাতন ফটোগ্রাফি গুলো আমাদের সঙ্গে শেয়ার করে নিবেন।।

স্মৃতির অ্যালবামে পুরনো দিনের স্মৃতিগুলো সব সময় থেকে যায়। টিনটিন বাবুর পুরনো দিনের ছবিগুলো দেখে সত্যি ভালো লাগলো। টিনটিন বল পছন্দ করে যেনে ভালো লাগলো। ছোট্ট ড্রাইভারকে দেখতে কিন্তু দারুন লাগছে বৌদি। টিনটিনের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।♥️♥️

দিদি ভাই,আমাদের প্রিয় আমাদের চোখের মনি টিনটিন বাবুর পুরোনো ছবিগুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। আমাদের টিনটিন বাবুকে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে প্রতিটা ছবিতে। দিদিভাই,প্রথমের ছবিটা দেখে মনে হচ্ছে আমাদের টিটিন বাবু রেগে আছে? দিদি, আমাদের টিনটিন বাবুর পুরোনো ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।।

ওলে কি মিষ্টি লাগছে গোলটু বাবুকে 🥰😘❤️। ছোট বেলার এই ছবি গুলো যত আসবে সামনে তত আরো আদর করতে ইচ্ছে করে। তবে এখন অনেক শুকিয়ে গেছে টিনটিন। বাড়ন্ত বয়স তাই হয়তো। তবে দিদিভাই গোলটু বাবুকে মাথার চুল বড় করেই বেশি ভালো লাগছে। এবার একটু চুলটা বড় রেখে দেবেন কেমন 🙏

পুরনো বা বিগত সময়ে ছবি গুলো দেখতে অনেক ভালো লাগে ৷ তখন ছবি গুলো দেখে মনে সেই সময়ে ঘটে যাওয়া সৃতি মনে পড়ে৷

টিনটিন বাবুর প্রতিটি ছবি কিউট ৷ দেখতে দেখতে টিনটিন বাবু বড় হচ্ছে৷ সে একদিন বড় হয়ে দেখবে তার ছোট্ট বেলার ছবিগুলো৷ না জানি সে কতটা আনন্দ পাবে দেখে ৷

অ্যালবাম থেকে টিনটিন বাবুর ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে টিনটিন বাবু মন খারাপ ছিল। আইসক্রিমের জন্য তার কাকা আনতে দেরি করেছি।ল আসলে এরকম আইসক্রিম খেতে আমার খুব প্রিয়। আর আনতে দেরি হলে খুব খারাপ লাগতো। যাইহোক ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।

টিনটিনের পুরনো ছবিগুলোতে টিনটিনকে অনেক কিউট এবং ইনোসেন্ট লাগছে। আইস্ক্রিম প্রায় বাচ্চাদের ভীষণ পছন্দের। সেই আইস্ক্রিম যদি আনতে দেরি করে তাও তার প্রিয় কাকা তাহলে ত রাগ হবেই। আইস্ক্রিম পেয়ে নিশ্চয়ই মন ভাল হয়ে গিয়েছিল। দিদি আপনার ছোট্ট ড্রাইভার কে কিন্তু বেশ দারুন মানিয়েছে ড্রাইভিং সিটে। মায়াপুরের ছবিতে আংগুল গুলো এমন পজিশন করে রেখেছে মনে হচ্ছে অনেক কিছু গুনেছে। ইকোপার্কের ছবিটা খুব সুন্দর হয়েছে, আমার কাছে মনে হচ্ছে সে ভয় পাচ্ছে না বরং ওটা তোলার চেষ্টা করছে, হা হা। ধন্যবাদ দিদি টিনটিনের এত সুন্দর কিছু পুরনো ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ছবি গুলো দারুন হয়েছে বিশেষ করে এক একটি ছবিতে এক এক রকম ভঙ্গি দেখিয়েছে। টিনটিন বাবুর কখনো মুড অফ, কখনো গাড়ি চালানোর চেষ্টা করছে, কখনো খেলাধুলায় ব্যাস্ত।আর ছোট্ট বয়সে ছেলেমেয়েদের একটু বেশি কিউট লাগে।পর্ব টি অনেক সুন্দর লেগেছে দিদি।

টিনটিন বাবুর পুরনো ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো দিদি, একটি বিষয় ভাল লেগেছে যে নিজে নিজে ছবি তুলতে খুবই পছন্দ করে। এই অল্প বয়সে এটা বোঝা খুবই মেধার অনেক বড় পরিচয় দেওয়া। তাছাড়া ছবিগুলোতে লুক নেওয়ার দৃষ্টি আকর্ষণ সুন্দর সত্যিই অনেক কিউট লাগছে। আমাদের সাথে তার পুরনো স্মৃতি বিজড়িত ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

MashaAllah So Cute baby.

টিনটিনের চেহারা টা এখন একটু খারাপ হয়েছে। তবে আবার বড় হলে ঠিক হয়ে যাবে। আসলে বাচ্চারা একটা সময় পর্যন্ত কিছু ই খেতে চায় না। শুধু দুষ্টুমি করতে চায়। পরে তা ঠিক হয়ে যায়। কি মিষ্টি বেটা আমার। খুব ভালো লাগছে। ধন্যবাদ বৌদি আমাদের সাথেও স্মৃতি রোমন্থনের মুহূর্তে ভাগ করে নেওয়ার জন্য।

প্রথম দুইটা ছবিতে এত মুড অফ মনে হচ্ছে ব্যবসায় বড় রকম লস হয়েছে😂😂।বাচ্চারা গুনতে শিখলে সব কিছুই গুনছে।আমার ছেলে ও উল্টাপাল্টা একেবারে ৯০ অব্দি গুনে😂😂।অথচ মনে হয় ১০ অব্দি ঠিক হয়।খুব ভালো লাগলো ছবিগুলো।অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ

ছোট্ট ড্রাইভার কিন্তু অনেক কাজের বৌদি।🤪বেতন টেতন মোটেই দিতে হবেনা।দেখতেই মায়া পুরো চেহারায়।মাঝেমধ্যেই এমন ছবি শেয়ার করবেন সাথে আপনাদের ও।দেখতে ভালো লাগে।

আমাদের সুপার হিরো টিনটিন বাবুর প্রতিটি ছবি খুবই অসাধারন হয়েছে বৌদি।যদিও ওর কাকার আইসক্রিম আনতে একটু দেরি হওয়ার কারনে রাগ করেছিল।তারপরও কিন্তু টিনটিন বাবু দুচোখে মায়া দেখা যাচ্ছে।নিজে নিজে এ বয়সে ছবি তোলার আগ্রহটা কিন্তু খুবই ভালো।বৌদি,আমাদের টিনটিন বাবুর পুরোনো ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।পরিশেষে,আমাদের সুপার হিরো টিনটিন বাবু এবং আপনাদের পরিবারের সকলের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

একদম ঠিক বলেছেন বৌদির ছোটরা ছবি তুলতে মোটেও দেয় না। আসলে ওদেরকে অনেক কষ্ট করে ছবি তুলতে হয়। পুরনো অ্যালবাম থেকে টিনটিন বাবুর ছবিগুলো শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। গাড়ি চালাচ্ছে দেখে বেশ ভালই লাগতেছে। আবার দেখলাম গুনতে বসে গেল। আসলে যখন ওরা এক দুই এরকম করে গুনতে শিখে তখন যে কোন কিছু বলতে বসে। প্রত্যেকটা ছবি যেন স্মৃতির পাতায়। বড় হলে এই ছবিগুলো দেখবে আর হাসবে।

টিনটিন সোনার ছোটবেলার ছবি গুলো দেখতে খুবই মিষ্টি লাগছে। মায়াবী মুখটা দেখলেই আদর করতে মন চায়। কাকার আইসক্রিম আনতে দেরি হওয়াতে রেগে যাওয়া ছবিটাতে অনেক বেশি কিউট লাগছে। টিনটিন সোনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। 🧡🧡

টিন টিন টিন টিন
বড় হচ্ছে দিন দিন
বাবা মায়ের আদরে
টিন টিন হলো কাতরে
ফুটবল আর টিনটিন সোনা
একই বৃত্তে রয়েছে বোনা।

টিনটিন বাবুর প্রত্যেকটি ছবি অনেক বেশি কিউট।আর ছোটবেলায় টিনটিন বাবু আরো বেশি গলুগলু দেখতে ছিল।ছোটবেলায় টিনটিন বাবুর চুলগুলো অনেক সুন্দর ছিল ।আসলে পুরোনো দিনের এইসব ছবিগুলো সবসময় জীবন্ত থাকে, ধন্যবাদ বৌদি।

বৌদি, টিনটিন বাবুর ফটোগ্রাফি গুলো দেখে মনের ভিতর একটা আনন্দ লাগলো। আমাদের টিনটিন বাবুটা কত সুন্দর ছিল ছোটবেলা থেকেই। হিরো বাবু আমাদের। বাবুটা এখন একটু রোগা হয়ে গেছে কারণ বয়সের তুলনায় বাবুটা একটু বেশি লম্বা হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই দেখা যাবে টিনটিন বাবু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে গাড়ি চালানোর জন্য।

বৌদি পুরাতন অ্যালবামের টিনটিন সোনা বাবুর ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফিতে দেখতে খুবই কিউট লাগছে আমাদের টিনটিন সোনাকে। দেখে মনে হচ্ছে কোলে তুলে আদর করি। রেগে যাওয়া ছবিগুলো দেখতে খুবই চমৎকার লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি এত সুন্দর কিউট কিউট ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।