"বাসমতি চালের সুগন্ধি জাফরানি পোলাও"

in hive-129948 •  3 years ago 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন।আজ আমি অন্য রকম একটি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাসমতি চালের সুগন্ধি জাফরানি পোলাও।আমাদের বাড়িতে পোলাও ভাত তেমন কেউ পছন্দ করে না। তাই আর খুব একটা পোলাও রান্না হয় না। বেশ কিছুদিন আগে আমি পোলাও রান্না করছিলাম। কিন্তু তখন আপনাদের সাথে শেয়ার করা হয়নি।ভাবলাম আজ আপনাদের শেয়ার করি। পোলাও রান্না করার আগে থেকে কোনো প্ল্যানিং ছিলো না। হটাৎ করেই বললো পোলাও রান্না করতে। তাই আর কি করা ঘরে থাকা সামগ্রী দিয়ে পোলাও রান্না করলাম। সত্যি খেতে অনেক টেস্টি ছিল। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20220303_230644.jpg
উপকরণ:
১. বাসমতি চাল - ৩ কাপ
২. ঘি - ২ কাপ
৩. দুধ - ১ কাপ
৪. গুড়ো দুধ - ১কাপ
৫. তেজ পাতা - ২ টি
৬. কিশমিশ - ৫০ গ্রাম
৭. কাজু বাদাম - ৫০ গ্রাম
৮. এলাচ, দারুচিনি, - পরিমান মতো
৯. লবণ - ২ চামচ
১০. ফুড কালার লাল রঙের - ১ চিমটি

IMG_20220303_205118.jpg
চাল

IMG_20220303_220751.jpg
গুড়ো দুধ

IMG_20220303_215326.jpg
তেজ পাতা ও লবঙ্গ, দারচিনি

IMG_20220303_211138.jpg
তরল দুধ

IMG_20220328_190733.jpg
ফুড কালার লাল রঙের

IMG_20220328_190716.jpg
ঘি

IMG_20220303_213259.jpg
কিশমিশ ও কাজু বাদাম

প্রস্তুত প্রণালী:
১. প্রথমে চাল গুলো ভালো করে ধুয়ে ৩০ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। এরপর হাপ্ কাপ তরল দুধের ভিতর এক চিমটি ফুড কালার ভালো করে মিশিয়ে রাখতে হবে ।

IMG_20220303_221319.jpg
২. এবার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে হাপ্ কাপ ঘি দিয়ে দিতে হবে।

IMG_20220303_215145.jpg
৩. ঘি গরম হয়ে গেলে ভিজানো চাল গুলোর জল ঝরিয়ে ঘি এর ভিতর দিয়ে দিতে হবে। এই চালের ভিতর একে একে কিশমিশ ও কাজু বাদাম, তেজ পাতা, দারচিনি ও এলাচ দিয়ে চালের সাথে মিশিয়ে দিতে হবে। চাল গুলো প্রায় ১০ মিনিট ধরে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে চাল গুলোর জল শুকিয়ে গেলে সেই পর্যায়ে পরিমান মতো জল দিয়ে দিতে হবে।

IMG_20220303_215559.jpg

IMG_20220303_220217.jpg

IMG_20220303_220800.jpg

৪. যে পরিমাণ চাল দিতে হবে ঠিক তার দ্বিগুণ জল দিতে হবে। জল ফুটতে শুরু গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে।একই সঙ্গে ২ চামচ লবণ দিয়ে দিতে হবে।

IMG_20220303_220846.jpg

৫. আমি ভাত গুলো রাইস কুকারে রান্না করেছি চাইলে আপনারা কড়াইতে রান্না করতে পারেন। এরপর ভাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
৬. ভাত রান্না হয়ে গেলে ফুড কালার মিশানো দুধ সেই ভাতের ভিতর দিয়ে দিতে হবে।

IMG_20220303_223307.jpg

৭. এবার ওই দুধ ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভাতের সঙ্গে মিশানো হয়ে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে রাখতে হবে পাঁচ মিনিটের মতো।এরপর উপরে একটু ঘি ছিটিয়ে দিয়ে পরিবেশনের জন্য নামিয়ে নিতে হবে।

IMG_20220303_230631.jpg

তৈরি হয়ে গেল অনেক টেস্টি বাসমতি চালের সুগন্ধি জাফরানি পোলাও। এটি আপনারা যে কোন রোস্ট এর সঙ্গে পরিবেশন করতে পারেন। আমি মুরগি রোস্ট এর সঙ্গে পরিবেশন করেছিলাম।

IMG_20220303_232804.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Yummy 😋

@godlovermel25 Fuck off your fucking trash comment! You are shitty fucking asshole motherfucker 🖕

আপনার রান্না করা বাসমতী চালের পোলাও দেখেই লোভ লাগছে। মনে হচ্ছে এখনি খেয়ে ফেলি। ধন্যবাদ বৌদি এতো লোভনীয় একটি খাবার এর রেসিপি শেয়ার করার জন্য।

সুন্দর হয়েছে

বৌদিমনি আপনার বাসমতি চালের সুগন্ধি জাফরানি পোলাও"দেখে ভীষণ খেতে ইচ্ছে করছে কারণ এই পোলাওতে আমার অনেক বেশি প্রিয় খুবই চমৎকার করে রেসিপির প্রতিটি ধাপ তুলে ধরেছেন যা আমাকে অনেক বেশি আকর্ষিত করেছে এত চমৎকার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বৌদি মনি♥♥

আপু,পরিবেশনের এবং পোলাও এর কালার দেখে খুব খেতে ইচ্ছে করছে।মনে হচ্ছে আমি দারুন সুগন্ধি পাচ্ছি। আমার কাছে খুব ভালো লেগেছে। সাথে যদি রোস্ট থাকে তাহলে তো কোন কথাই নাই। আমার খুব ভালো লেগেছে রেসিপিটা। ধন্যবাদ আপনাকে।

আচ্ছা বৌদি আপনার এই রেসিপি দেখলেই তো জিভে জল চলে এসেছে তার মন্তব্য করব কিভাবে। সামনে এরকম একটি রেসিপি যদি থাকে তাহলে তো নিজেকে কন্ট্রোল করা যায় না। খাবার গুলো দেখে খুব খেতে ইচ্ছে হয়েছে 😋

ওহ বৌদি এত রাতে কি রান্না দেখালেন , দেখেতো এখন খেতে ইচ্ছে করতেছে। আপনার রান্না দেখে জ্বিবে জল চলে আসল মাফ করবেন। আপনার আজকের রান্না অনেক লোভনীয় একটি রান্না বৌদি। বাসমতি চালের সুগন্ধি জাফরানি পোলাও নাম টা দেখেই চলে আসলাম আপনার রান্নার রেসিপির ধাপ গুলো দেখতে। অসাধারন ।শুভকামনা রইল বৌদি।

রান্নার কালার দেখেই বুঝা যাচ্ছে দিদির হাতের রান্না অনেক ইয়াম্মি হয়েছে। খেতে পারলে মনে হচ্ছে ক্ষুধাকে চিরতরের জন্য বিদায় জানাতে পারতাম।

ওয়াও বৌদি আপনি খুব সুন্দর ভাবে বাসমতি চালের জাফরানি পোলাও রান্না করেছেন। রেসিপিটি আমার খুব ভালো লেগেছে দেখে খুব খেতে ইচ্ছে করছে। বিশেষ করে কালারটা বেশি ভাল লেগেছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের উপস্থাপন করেছেন।আপনার মাধ্যমে দারুন একটি রেসিপি শিখতে পারলাম।আপনকে অসংখ্য ধন্যবাদ বৌদি ভালোবাসা নিবেন।

ওয়াও বৌদি বাসমতী চালের পোলাও দেখা মাত্র আমার খুদা তিন গুণ বেড়ে গেলো।এখন তো আমার খেতে ইচ্ছে করছে । বৌদি আপনার রান্না দেখে বোঝা যাচ্ছে অনেক মজাদার হয়েছে আপনার হাতের পোলাও রেসিপি। আমাদের একদিন দাওয়াত দেন বৌদি। আপনার পোলাও রোস্ট দেখে তো আমি লোভ সামলাতে পারছি না। বাসমতী চালের পোলাও খাওয়া হয়নি এভাবে। সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি। আপনার জন্য অবিরাম ভালোবাসা ও দোয়া রইল।।

বৌদি, আপনার রেসিপি দেখে এখনি বাসমতি চালের জাফরানি পোলাও খেতে মন চাচ্ছে। আপনি অসাধারণ ভাবে সব কিছু গুছিয়ে উপস্থাপন করেছেন। আশা করি সময় পেলে আরো রেসিপি আমাদের সাথে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

বাসমতির পোলাও অনেক খাওয়া হয়েছে।তবে বাসমতি কখনো বাসায় রান্না করা হয়নি।আপনার রান্নাটি দেখে মনে হচ্ছে বৌদি আমিও চাইলে জাফরানী পোলাও তৈরি করতে পারবো।ভাবছি কি সুন্দর ঘ্রাণ টাই না হয়েছে।আর চিকেন রোস্টের সাথে তো জাস্ট জবাব নেই।

প্রিয় বৌদি, আপনার সুস্বাদু রেসিপি দেখে নিজের লোভ কে আর সংবরণ করে রাখা সম্ভব নয়। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে এক্ষুনি খেতে পারলে খুবই ভালো লাগতো। বাসমতি চালের সুগন্ধি জাফরানি পোলাও সত্যিই দেখতে অনেক অনেক সুস্বাদু ও লোভনীয় মনে হচ্ছে। বৌদি, আপনার রন্ধনপ্রণালীটি আমার কাছে খুবই ভালো লেগেছে,আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

বৌদি পোলাও তো খেয়েছি অনেক কিন্তু বাসমতী চাল দিয়ে এরকম জাফরানি পোলাও প্রথম দেখলাম। কি দারুণ কালার হয়েছে দেখছি। নতুন রেসিপি দেখলে একবার খেয়ে দেখতে ইচ্ছে করে। আপনি খুব চমৎকার ভাবে রান্না করেছেন। বৌদি আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য

ওহ বৌদি , দেখেই খেতে ইচ্ছে করছে । যদি একটু পাঠিয়ে দিতেন ছোট ভাইয়ের জন্য, তাহলে কিন্তু মন্দ হতো না । সুন্দর ছিল আপনার উপস্থাপনা । শুভেচ্ছা রইল।

বৌদি আপনার বাসমতি চালের সুগন্ধি জাফরানি পোলাও দেখেই তো খেতে ইচ্ছে করছে ।কালারটা এত চমৎকার হয়েছে যে দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।দারুন লোভনীয় একটি খাবার শেয়ার করেছেন আপনি। দেখে লোভ সামলানো যাচ্ছে না ।এভাবে কখনো রান্না করা হয়নি ।আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখে নিলাম ।নিশ্চয়ই একদিন এভাবে রান্না করে দেখবো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মজার একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

আপনার পোস্ট দেখলাম অনেকদিন পরে। আমার বাসমতি চালের পোলাও অনেক মজা লাগে। আমার মাও বেশিরভাগ সময়ই এই পোলাওটি বানায়। কিন্তু আমি বেশি বললে তখনই বানায়। কারণ একটু লম্বা কাজ, সেই কারণে করতে চায় না। কারণ অনেক ব্যস্ততা থাকে। এখন আপনার রেসিপি দেখে আমার খেতে ইচ্ছে করছে। কাল ই মাকে বলবো।

পোলাও আমার খুবই পছন্দের আমি প্রায়ই রান্না করি ।আপনার পোলাও টি দেখে তো আমার খুব খেতে ইচ্ছা করছে বৌদি বাসমতি চাল দিয়ে এত সুন্দর সুগন্ধি পোলাও রান্না করেছেন দেখতেও খুব লোভনীয় হয়েছে। রং দেয়ার কারণে অন্যরকম লাগছে দেখতে। খুবই ভালো লাগলো বৌদি আপনার পোলাও রেসিপি দেখে।

বৌদি আমার দৃষ্টি ঐ মাংসের দিকে। এই জাফরানি পোলাও এর সাথে এই মাংসটুকু না থাকলে হতই না। দারুন এক রান্না করেছেন। চাল গুলো একে বারে খাটি মানে অরিজিনাল বাসমতি । এমন রান্না শুধু দেখে নয় কিছুটা ঘ্রান নিয়ে দেখতে হয়। কারন রান্নার ঘ্রানেই অর্ধ ভোজন। হা হা হা। ভাল থাকবেন বৌদি দি ভাই ।শুভেচ্ছা।

বাহ কি সুন্দর পোলাও। খুব ভালো লাগলো দেখে। আমার এখনই খেতে ইচ্ছে করছে। এমন স্বাদের পোলাও পেলে আমি একাই ৩ বাটি সাবার করে দিতে পারবো। ধন্যবাদ বৌদি এতো সুন্দর এক রেসিপি আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

বাসমতি চালের পোলাও খেতেতো মজাদার হবেই। বাসমতি চালের পোলাও রান্না করলে সত্যিই তুই অনেক সুস্বাদু এবং টেস্টি হয়। আমি বাসমতী চালের পোলাউ বেশ কয়েকবার খেয়েছি এটি অনেক মজাদার একটি খাবার। আপনার এই পোলাও রেসিপি দেখে তো জিভে জল চলে এলো। মনে হচ্ছে ক্ষুধাটা আরো বেড়ে গেল। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি রিসিপে আমাদের সাথে শেয়ার করার জন্য।

প্রিয় বৌদি আশা করি ভাল আছেন। ছবি দেখে বুঝা যাচ্ছে পোলাও সুঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়েছে। আপনার পোলাও রেসিপি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। পোলাও রন্ধন পদ্ধতি বেশ অসাধারণ। রান্নার প্রক্রিয়া দেখে আমি খুবই মুগ্ধ হলাম। এত সুন্দর রেসিপি পোস্ট আমাদের শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন বৌদি।

বৌদি আপনাদের ঘরে পছন্দ না করলে কি হবে। এই জিনিসটি আমার খুবই পছন্দের। আর আপনি এত সুন্দর ভাবে রান্না করেছেন যে এটি পছন্দ না হওয়ার কোন কারণই নেই। দেখেয়ই খেতে ইচ্ছে করছে। একদম ইয়ামি একটি খাবার।

আপনি অনেক মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন বৌদি। বাসমতি চালের সুগন্ধি যুক্ত জাফরানি পোলাও রেসিপি দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি অনেক বেশি সুস্বাধু হয়েছিল। আপনার এই রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে আমাদের সকলের মাঝে রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

বাসমতি চালের সুগন্ধি জাফরানি পোলাও রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে দিদি। খুব সুন্দর দেখতে লাগছে খেতে অনেক সুস্বাদু হবে ।এত সুন্দর ভাবে পোলাও রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ দিদি ।এক সময় এই ভাবে তৈরি করে খাওয়ার চেষ্টা করব।

পোলাও এমন একটা জিনিস যা দেখলে আমি আর কোনভাবেই লোভ সামলাতে পারিনা। আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে বাসমতি চালের সুগন্ধি জাফরানি পোলাও রান্নার পদ্ধতি শেয়ার করেছেন বৌদি। আপনার তৈরি করা এই রেসিপিটি দেখে আমার অনেক লোভ লাগছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

টাইটেল দেখেই তো মন চাইছে দৌড় দেই একটা তারপর সোজা টেবিলে বসে স্বাদ নেয়া শুরু করি হে হে হে। সত্যি বৌদি বাসমতি চালের যে কোন রান্নাই দারুণ লাগে খেতে আর সেটা যদি হয় জাফরানি পোলাও তাহলে তো কোন কথাই নেই। দারুণ রান্না করেছেন আপনি।

বৌদি আপনার রেসিপিটি দেখে কি বলবো সত্যি ভাষা খুঁজে পাচ্ছিনা। আপনার বাসমতি চালের সুগন্ধি জাফরানি পোলাও রেসিপিটি দেখতে এত্ত বেশি লোভনীয় লাগছে যে দেখেই আমার জিভে জল চলে এসেছে। রেসিপিটি কে দারুন একটি রং দিয়েছেন। ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অও,রেসিপিটার ছবি দেখেই বুঝতে পারছি খেতে কতটা মজার ও লোভনীয় হয়েছে বৌদি।যদিও বেশি ঘি দিয়ে ভাজা ভাত আমি একদম খেতেই পারি না।তবে ঘ্রানটা সুন্দর লাগে আমার কাছে।আপনি খুব সুন্দর করে যত্নসহকারে রেসিপিটা বানিয়েছেন।👌👌ধন্যবাদ বৌদি।

বৌদি আমি নিজেও খুব একটা পছন্দ করি না পোলাও খেতে। আমার বাবা বেশ ভালোবাসে। একটু রিচ ফুড খেলেই আমার গ্যাসট্রিক এর সমস্যা হয়। তবে আপনার আজকের রান্নার রেসিপি টা দেখে সত্যিই অনেক লোভ হল বৌদি। ভীষণ খেতে ইচ্ছে করছে। ভালবাসার মানুষ টা বলেছিল এমন সুস্বাদু করে রান্না করে খাওয়াবে। কিন্তু আজ সব অতীত। যাই হোক, ভালো থাকবেন বৌদি।

বৌদি আপনার বাসমতি চালের জাফরানি পোলাও দেখে খুব খেতে ইচ্ছে হচ্ছে। আপনার পোলাওর কালার এতটা সুন্দর হয়েছে যে দেখে আর লোভ সামলানো যাচ্ছেনা। এর সাথে আবার মুরগির রোস্ট দেখে তো আরো ভালো লাগছে। এত লোভনীয় একটি খাবার আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি প্রতিটা ধাপ কত সুন্দরভাবে তুলে ধরেছেন যা দেখে আমরা খুব সহজেই এই রেসিপি তৈরি করতে পারব। এতো সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে নিয়ে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

বাহ দেখেয় খেয়ে নিতে ইচ্ছে বৌদি। আমার কাছে ও এই পুলাউ খেতে অনেক ভালো লাগে। তবে বেশি খাওয়া হয়না। অনেক দিন আগে একবার তৈরি করেছিলাম। অসাধারণ খেতে। ধন্যবাদ বৌদি।

বাসমতি চালের সুগন্ধি জাফরানি পোলাও রেসিপি দারুন হয়েছে বৌদি। আপনি অনেক মজার একটি রেসিপি তৈরি করেছেন। সুগন্ধি জাফরানি পোলাও দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি আপনার রেসিপি তৈরির প্রতিটি ধাপ অনেক ভালোভাবে উপস্থাপন করেছেন। আপনার এই রেসিপি দেখে আমিও এই মজার রেসিপি শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে বৌদি দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

বাসমতি চালের পোলাও রেসিপি অনেকদিন আগে গিয়েছিলাম আজকে আবার নতুন করে রেসিপিটার সঙ্গে পরিচিত হতে পেরে অনেক ভালো লাগছে। আমি বাসমতি চালের পোলাও রেসিপি অনেক ভালোবাসি অনেক সুন্দর ভাবে আপনি এই রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দিদি ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বাসমতি চালের সুগন্ধি জাফরানি পোলাও দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছে করছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আপনার উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। শুভকামনা রইল।