বন্ধুরা
আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই প্রথম আমি সার্কাস দেখছি। আমি এর আগে সার্কাসের নাম শুনেছি কিন্তু দেখার সুযোগ হয়নি। আমি জানতামই না আসলে সার্কাস কি। এই প্রথম বার আমাদের এখানে সার্কাস আসছে। একদিন আমাকে বললো সার্কাস দেখেছো। আমি বললাম না।তাহলে যাবে একদিন দেখতে । আমি ভাবতাম সার্কাস মনে হয় নাচ গান। পরে আমাকে বলে পশু পাখি দিয়ে বা বিভিন্ন ধরনের খেলা দেখানো হয়।যদি কলকাতায় পশু পাখি নিয়ে খেলা দেখানো নিষেধ।এই সার্কাস এখন প্রায় বিলুপ্তির পথে। তবে এখনো বিদেশে অনেক টাকা খরচ করে পশুপাখি নিয়ে খেলা দেখানো হয়। এটা বেশ ভালো একটা আয়ের উৎস বটে।
আমাদের শহরে এসেছে আমেরিকান ডায়মন্ড সার্কাস। এক সপ্তাহ হলো শুরু এটা এখনো এক মাস যাবৎ সার্কাস থাকবে। এখানে তিনটি শো দেখানো হবে। একটা দুপুরে, একটা বিকালে ও একটি সন্ধ্যায়। তবে সন্ধ্যার সময়ে শো এ বেশি লোক হয়। আমরা গিয়েছিলাম বিকাল ৪.১৫ এর দিকে। যদিও আমাদের বেরোতে দেরি হয়ে গিয়েছিলো। এখানে টিকিট শুরু হলো ৭০,১০০ ও ১৫০ টাকা। আমরা ১৫০ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে ছিলাম।তাই আমরা সামনে বসতে পেরেছিলাম।আমার আর টিনটিন বাবুর প্রথম সার্কাস দেখা তো তাই খুব ভালো লাগছিলো।টিনটিন বাবু তো জোকার সাজা দেখে খুব মজা পেয়েছিলো।
কি সুন্দর ভাবে ব্যালেন্স রেখে খেলা দেখাছিলো। সত্যি বলতে আমার তো বেশ ভালো লাগছিলো। আবার একটু ভয় ভয় লাগছিলো যে এরা কিভাবে খেলছিলো।
খেলা দেখানো ফাঁকে ফাঁকে বামন জোকার এসে দর্শকদের আনন্দ দিচ্ছিলো।
বৌদি গতকাল ছোট দাদার একটি পোস্টে দেখেছেলাম আপনারা সার্কাস লেখা দেখতে গিয়েছেন। সেই ছেলেবেলায় টিভিতে দেখতাম সার্কাস। আর এখন তো আর দেখাই যায় না আমাদের দেশে। আপনার ডায়মন্ড সার্কাসের খেলা দেখতে বিকেল ৪.১৫ তে চলে যান। আর সবচেয়ে বেশী দামী টিকেট টি ক্রয় করে সার্কাস খেলা উপভোগ করেন। দেখে বুঝা যাচ্ছে বেশ ভাল কিছু সময় কাটিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি প্রিয় বৌদি, ভালো আছেন? আমি কখনো সার্কাস দেখে নি। তবে সার্কাসের কথা অনেক শুনেছি। আমাদের এলাকাতে অনেক আগে মেলাতে সার্কাস হইছে। তখন আমি ছোট ছিলাম তাই যাওয়া হলো না। আপনার সার্কাস দেখার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো চমৎকার ছিলো। সার্কাস দেখার এত সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন বৌদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার জীবনে আমি কখনো সার্কাস দেখিনি। তবে টিভিতে একদিন দেখেছিলাম সার্কাস। আপনি সার্কাসে যে ফটোগ্রাফি গুলো দিয়েছেন তা দেখেই বুঝতে পারছি অনেক সুন্দর একটি সার্কাস উপভোগ করেছেন। তবে এই সার্কাসের দেখি তিনটা ক্যাটাগরিতে টিকিট রেখেছে। আপনি ১৫০ টাকা দামের একটি টিকিট ক্রয় করেছেন। যেহেতু আপন এবং আপনার টিনটিন বাবু এই প্রথম সার্কাস দেখেছেন তাই সার্কাস দেখে বেশ ভালোভাবে মজা উপভোগ করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আমি কখনো সামনে বসে সার্কাস দেখিনি।তবে টিভিতে দেখেছি। তবে আজ আপনার সার্কাস অনুভূতি পড়ে ও ফটোগ্রাফি গুলো দেখে আমার খুব ভাল লাগলো। আপনার সুন্দর অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।ভাল থাকবেন আশাকরি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ফটোগ্রাফি শেয়ার করেছেন বৌদি, ফটোগুলোর কল্যানে কিছুটা স্বাদ নেয়ার সুযোগ পেলাম। সত্যি সার্কাস নামের সেই সুন্দর খেলা এবং শারীরিক কসরতগুলো এখন আর দেখা যায় না, প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছে এটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি, আমাদের এখানে আমেরিকান ডায়মন্ড সার্কাস এসেছে জেনে খুব ভালো লাগলো। আমিও কয়েকদিন আগে এই ব্যাপারটা শুনেছিলাম যদিও আমার এখানে যাওয়া হয়নি। এখানে গিয়ে তোমরা বেশ ভালো আনন্দ করেছ জেনে ভালো লাগলো। টিনটিন বাবু জোকার দেখে খুব মজা পেয়েছে সেটাও জানতে পেরেও বেশ ভালো লাগলো। সার্কাসের মধ্যে শরীরের উপর বেশ সুন্দর ভাবে ব্যালেন্স রেখে বিভিন্ন ধরনের খেলা দেখায় এগুলো সত্যি দারুন লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit