নিজে নিজে তৈরি করা" কাগজ দিয়ে প্রজাপতি তৈরি ও মাস্ক এর গোলাপ"

in hive-129948 •  3 years ago 

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা অন্যরকম কিছু শেয়ার করবো। আমার হাতের কাজ করতে খুব ভালো লাগে। অনেক দিন পর আবার শুরু করলাম। আজ বিকালে শপিং করতে গিয়ে আমাকে বললো কাগজ দিয়ে তৈরি করার কথা। এটা শুনে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। আমি স্কুলে থাকতে অনেক কিছু তৈরি করে করে ঘর সাজাতাম। সংসার জীবনে এসে এখন আর করা হয় না। কিন্তু কি দিয়ে বানাবো আমার ঘরে বানানোর মতো কিছু নেই। আর যা কিছু আছে তা টিন টিন বাবু সব কিছু নষ্ট করে ফেলছে। ভাবছিলাম কাগজ দিয়ে গোলাপ তৈরি করবো। কিন্তু দেখি
রঙ্গিন কাগজ নেই ও গাম নেই। তাই আর কি করবো হঠাৎ চোখে পড়লো মাস্ক ভাবলাম তাই দিয়ে কিছু তৈরি করি। আর খুঁজতে গিয়ে একটা সাদা কাগজ পেলাম তাই দিয়ে কিছু প্রজাপতি তৈরি করলাম। আজ সেই গুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20210812_164636.jpg

IMG_20210812_164023.jpg

উপকরণ:
১. কাগজ
২. কেচি
৩. গাম
৪. পেনসিল
৫. মাস্ক

IMG_20210812_220033.jpg
কাগজ, কেচি, গাম, পেনসিল ও মাস্ক
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে একটা সাদা কাগজ নিতে হবে।

IMG_20210812_020633.jpg
২. কাগজটির মাঝ বরাবর ভাজ করতে হবে। এরপর আবার মাজ বরাবর ভাজ করতে হবে। এভাবে আর একবার ভাজ করতে হবে।এভাবে চতুর্ভুজ এর মত করতে হবে।

IMG_20210812_024419.jpg
৩. এবার চতুর্ভুজ করে কেটে নিতে হবে।
এরপর কাগজ টি আবার ভাজ করে নিতে হবে।

IMG_20210812_024506.jpg
৪. ভাজ করা কাগজের ওপর পেনসিল দিয়ে দাগ কেটে নিতে হবে।

IMG_20210812_024539.jpg

IMG_20210812_033304.jpg
৫. এবার দাগ বরাবর কেচি দিয়ে কেটে নিতে হবে।

IMG_20210812_033328.jpg
৬. তৈরি হয়ে গেল আমাদের প্রজাপতি। এভাবে আরো কয়েক টা প্রজাপতি তৈরি করে নিলাম।

IMG_20210812_074156.jpg

IMG_20210812_074318.jpg
৭. এবার একটা মাস্ক নিয়ে কেচি দিয়ে চার পাশ কেটে নিতে হবে।

IMG_20210812_105533.jpg
৮. এভাবে আরো চার টি মাস্ক কেটে নিতে হবে। এবার মাস্ক গুলো এক সাথে সাজিয়ে দিতে হবে। এবার ছোটো ছোটো করে ভাজ করতে হবে।

IMG_20210812_151805.jpg
৯. ভাজ করা মাস্ক এর বরাবর একটা সুতা দিয়ে বেঁধে নিতে হবে।

IMG_20210812_152324.jpg
১০. বেধে রাখা মাস্ক এর ভাজ গুলো খুলে নিতে হবে।

IMG_20210812_152411.jpg
১১.একটা একটা করে পাপড়ি গুলো মেলে দিতে হবে। তৈরি হয়ে গেল মাস্ক। এর গোলাপ।

IMG_20210812_164023.jpg
১২. আর একটি কাগজ নিয়ে তার উপর বানানো প্রজাপতি গুলোর নিচের দিকে গাম দিয়ে দিতে হবে।

IMG_20210812_162835.jpg
১৩. গাম লাগানো প্রজাপতি গুলো ওই কাগজের ওপর লাগিয়ে দিতে হবে।

IMG_20210812_162918.jpg
১৪. এভাবে সব গুলো প্রজাপতি লাগিয়ে দিতে হবে।

IMG_20210812_164629.jpg
আশা করি আপনাদের ভালো লাগবে। ঘরে যা ছিল তাই দিয়ে তৈরি করছি। অনেক দিন পর আবার এ বানালাম। আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই সুন্দর হয়েছে

ধন্যবাদ

বৌদি খুব সুন্দর হয়েছে আপনার বানানো ফুল ও প্রজাপতিগুলি।দেখে তো মনে হচ্ছে, প্রজাপতির মেলা বসেছে আপনার ঘরে আর তারা মনের আনন্দে উড়ে উড়ে বেড়াচ্ছে।আমার খুব ভালো লেগেছে।
ধন্যবাদ বৌদি, আপনার বানানো জিনিস দেখে
অনুপ্রেরণা পেলাম আমি।

তোমাকে ও ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি, সুন্দর প্রজাপতি ও গোলাপ ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

একেই বলে দক্ষতা, আমার কাছে মাস্ক দিয়ে ফুলের বিষয়টি দারুন লেগেছে। বেশ ভালো আইডিয়া এবং খুব সুন্দর লেগেছে। ধন্যবাদ আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া। অনেক দিন পর আবার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল।আপনাদের ভালো লাগল আমার বানানো সার্থক হবে।

অনেক সুন্দর হয়েছে। সত্যিই চমৎকার।ধন্যবাদ দিদি

খুব ভালো বানিয়েছেন বৌদি। আমিতো খুঁজেই পাই না কি বানাবো।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর প্রজাপতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমি টিনটিন এর দুষ্টুমির জন্য কিছু করতে পারি না।অনেক কিছু তৈরি করার ইচ্ছা ছিল কিন্তু বানাতে পারলাম না।

তারপরও যেটা বানিয়েছেন অনেক সুন্দর হয়েছে বৌদি।

সুন্দর হয়েছে বৌদি। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

প্রজাপতি কমন কিন্ত মাস্ক দিয়ে প্রজাপতি এইটা ইউনিক । শুভেচ্ছা রইল বৌদি ।

ধন্যবাদ

কাজটা অনেক সুন্দ। আমারো ভালো লাগে এমন কাজ করতে।

বৌদি খুব সুন্দর হয়েছে। একদম নিপুনতার সাথে বানিয়েছেন। শুভেচ্ছা রইলো অবিরাম।

অসাধারন হয়েছে দিদি মনি। শুভেচ্ছা অবিরাম।