বাঙালি রেসিপি " ছোলার ডাল দিয়ে ডিম রান্না "

in hive-129948 •  3 years ago 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করবো। বেশ কিছুদিন আগে আমি ছোলার ডাল দিয়ে ডিম রান্না করেছিলাম।কিন্তু সময় সুযোগ এর অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি।তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20211119_220022.jpg

উপকরণ:
১. ছোলার ডাল - ২০০ গ্রাম
২. ডিম - ৫ টি
৩. সাদা তেল - ১ কাপ
৪. লবণ - ৩ চামচ
৫. হলুদ - ১ চামচ
৬. কাচা মরিচ - ৫ টি
৭. জিরা গুঁড়া - ১ চামচ
৮. শুকনো মরিচ গুঁড়া- হাপ্ চামচ
৯. শাহি জিরা - হাপ্ চামচ
১০. পেঁয়াজ কুচি - ১ কাপ
১১. গোটা শুকনো মরিচ - ২ টি

IMG_20211119_211411.jpg
ডিম

IMG_20211119_190807.jpg
ডাল

IMG_20211208_184212.jpg
পেঁয়াজ কুচি

IMG_20211119_214847.jpg
লবণ, হলুদ, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া ও গোটা শুকনো মরিচ।
প্রস্তুত প্রণালী :
১. প্রথমে ছোলার ডাল ২ ঘণ্টার মতো ডাল ভিজিয়ে রাখতে হবে।

IMG_20211119_194803.jpg
২. এরপর ভিজানো ডাল সেদ্ধ করে নিতে হবে।

IMG_20211119_205332.jpg
৩. এরপর ডিম গুলো একটা পাত্রে ভেঙ্গে নিতে হবে এবার সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

IMG_20211119_211812.jpg
৪. এবার চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিতে হবে। ফ্রাই প্যান গরম হয়ে গেলে দুই চামচ তেল দিয়ে দিতে হবে।

IMG_20211119_211752.jpg
৫. তেল গরম হয়ে গেলে বাটির ডিম দিয়ে দিতে হবে।

IMG_20211119_211838.jpg
৬. ডিম ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেলে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি।

IMG_20211119_213319.jpg
৭. এবার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে পরিমান মতো তেল দিয়ে দিতে হবে।

IMG_20211119_211721.jpg

৮. তেল গরম হয়ে গেলে শাহি জিরা ও শুকনো মরিচ
দিয়ে দিতে হবে।

IMG_20211119_211915.jpg

৯. জিরা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি গুলো দিয়ে একটু ভেজে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিতে হবে।এবার ডাল গুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে।

IMG_20211119_212453.jpg

১০. ডাল গুলো কষানো হয়ে গেলে পরিমান মতো জল দিয়ে দিতে হবে।

IMG_20211119_212642.jpg
১১. জল ফুটতে শুরু করলে পরিমান মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া ও কাঁচা মরিচ চিরে দিতে হবে।এবার ৫ মিনিট ধরে রান্না করে নিতে হবে।

IMG_20211119_213400.jpg
১২. এবার ৫ মিনিট পর ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পর আরও কিছু সময় ধরে জ্বাল দিয়ে নিতে হবে।

IMG_20211119_214415.jpg

IMG_20211119_215352.jpg

১৩. কিছু সময় পর ডাল একটু গাঢ় হয়ে গেলে লবণ টেস্ট করে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20211119_220033.jpg
তৈরি হয়ে গেল টেস্টি একটি খাবার ছোলার ডাল দিয়ে ডিম রান্না। এটি গরম গরম ভাত ও রুটির সঙ্গে পরিবেশন করা যায়। তবে ভাতের সঙ্গে খেতে বেশি টেস্টি হবে। আশা করি আমার রেসিপি টি আপনাদের ভালো লাগবে।

IMG_20211119_220022.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার এই ছোলার ডাল দিয়ে ডিম রান্না রেসিপি অসাধারণ হয়েছে। আসলে এভাবে কখনো রান্না করে খাওয়া হয়নি তাই নতুনই মনে হচ্ছে ।আজকে রেসিপিটি সকাল-সকাল দেখে একটু খেতে ইচ্ছে করতেছে ।এগুলো খেতে খুবই সুস্বাদু মনে হচ্ছে। ধন্যবাদ দিদি এগুলো শেয়ার করার জন্য।

Спасибо!

অও, অসাধারণ রেসিপি👌👌।ছোলার ডাল খেতে খুবই মজার ও পুষ্টিকর।খুবই ভালো ও লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি বৌদি।এইরকম মাখা মাখা করে ডাল খেতে আমার ও খুবই ভালো লাগে।

ছোলার ডাল দিয়ে ডিম রান্না এভাবে আমি কখনও খাইনি তবে বৌদি আপনার রেসিপি দেখেই বুঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। আপনার রান্না করা ছোলার ডাল খুব খেতে ইচ্ছা করছে। বৌদি আপনার প্রতিটা রেসিপি আমার খুব ভালো লাগে। আজকের রেসিপি তো আরও বেশি লোভনীয় হয়েছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ছোলা খুবই পুষ্টিকর খাবার প্রতি একশো গ্রাম ছোলায় ৩৪৬ কিলোক্যালরি শক্তির পাওয়া যায়। ছোলা ও ডিম এভাবে রান্না করে খাওয়ার অভিজ্ঞতা নেই দিদি। একসময় এভাবে রান্না করলে খাবো।শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

বৌদি প্রথমেই জানিয়ে রাখি আমার পছন্দের খাবার গুলোর মধ্যে এটি অন্যতম। আমার মা প্রায়ই বাসায় এই খাবারটি রান্না করতেন কিন্তু কেন যেন বাসায় আর কেউ খাবারটি খেতে চায় না। তাই আমিও খুব বেশি খাবার সুযোগ পাইনা। দেখেই বোঝা যাচ্ছে আপনার রান্না বেশ ভালো হয়েছে। শুভেচ্ছা রইল আপনাদের জন্য।

ঠিক একই পদ্ধতিতে আমাদের বাসায় ও এভাবে ডিম রান্না করা হয় কিন্তু সেটি মুসুর ডাল দিয়ে। ছোলার ডাল দিয়ে এভাবে কখনো ডিম রান্না হয়নি একবার এভাবে বাসায় তৈরি করে দেখতে হবে।
সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন বৌদি। আমার খুব ভালোলাগে এভাবেই ডিম দিয়ে ডাল রান্না খেতে।

ছোলার ডাল দিয়ে ডিম রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন বৌদি। আপনার এই রেসিপিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই রেসিপিটি আমার কাছে অনেক ভালো লাগে। আপনি রেসিপি তৈরি তৈরীর পদ্ধতি বা খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে বর্ণনা করেছেন বৌদি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ছোলার ডাল দিয়ে ডিমের সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন বৌদি। দেখে খুব ভালো লাগলো। নতুন কিছু দেখলাম আপনার হাত দিয়ে। ছোলা দিয়ে সব সময় ডাল খেয়েছি আজকে ডিমের রেসিপি দেখে খুব ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। শুভকামনা রইল বৌদি আপনার জন্য।

বৌদি এটা সেরা ছিলো, সাথে দুইটা পরটা দেন পুরো বাটি সাবার করে ফেলবো আমি হা হা হা হা। যে কোন কিছুর সাথেই ছোলার ডাল রান্না করলে বেশ স্বাদের লাগে। তবে আমাদের বাড়ীতে আমরা বেশীর ভাগ সময় খাসির মাথা দিয়ে রান্না করি। ধন্যবাদ

বৌদি আপনি সকাল সকাল আজকে চমৎকার ভাবে ছোলার ডাল দিয়ে ডিম রান্না করেছেন দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি

বৌদি আপনার থেকে সবসময়ই নিত্যনতুন রেসিপি শিখছি। এটা খুব ভালো লাগে। আমি এযাবত পর্যন্ত আপনার থেকে যত রেসিপি শিখেছি তা প্রকাশ করতে পারবো না। আপনি রেসিপি গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করে থাকেন। সহজেই অনুসরণ করে তৈরি করা যায়। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি উপস্থাপন করার জন্য।

ছোলার ডাল দিয়ে ডিম রান্না ওয়াও 😋😋দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে 🍲খেতে মনে হচ্ছে ভারী সুস্বাদু হয়েছিল 😋😋ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন👌 শুভেচ্ছা রইল আপনার জন্য 🌹🌹

আজ দেখি দুজনের একসঙ্গে সব কিছু মিলে যাচ্ছে, আমিও আজকে বৌদি ডিম দিয়ে রান্না করেছি বাড়িতে। সুন্দর হয়েছে আপনার রেসিপিটি।

বৌদি আসলে এরকম রেসিপি কখনো খাওয়া হয়নি। কারণ এটি আপনার পোষ্টের মাধ্যমে প্রথম দেখতে পাচ্ছি। আসলে আপনার নিত্য নতুন রেসিপি দেখে মনে হয় আমি নিজে বানিয়ে এটার স্বাদ টা গ্রহণ করি। তবে নিজে বানাতে পারি না তাই স্বাদটা নেওয়া হয়না। অনেক ধন্যবাদ সুন্দর এবং আনকমন একটি রেসিপি শেয়ার করার জন্য। ভাল থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই থাকবে আপনার জন্য।

আপু মজার একটি রেসিপি দিয়েছেন। আমি কখনো ছোলার ডাল দিয়ে ডিম খাই নি।তবে জিরা ফোরন দেওয়ায় খুব টেস্ট হয়েছে।আমার মনে হয় পরোটা দিয়ে খেতে ভালো লাগবে।আপু পুরো রেসিপি পরে ভালো লেগেছে।আমি ও একদিন রান্না করে দেখবো।ধন্যবাদ আপনাকে।

ছোলার ডাল দিয়ে ডিম রান্না রেসিপি দারুন হয়েছে। বৌদি অনেক মজার একটি রেসিপি তৈরি করেছেন আজকে। ছোলার ডাল দিয়ে ডিম ভুনা রেসিপি দেখেই জিভে জল চলে আসলো। বৌদি আপনি সবসময় মজার মজার রেসিপি শেয়ার করেন। দেখেই বোঝা যাচ্ছে ছোলার ডাল দিয়ে ডিম ভুনা রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে আপনার রান্নার প্রসেস উপস্থাপন করেছেন। অনেক মজার একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বৌদি আপনার জন্য শুভকামনা রইলো।

বৌদি কখন ও এইভাবে ছোলার ডাল দিয়ে ডিম রান্না করে খাওয়া হয়নি।এই ডাল আর ডিম দুটোই আমার পরিচিত তবে এইভাবে কম্বিনেশনটি কখনোই ভাবিনি।মনে হচ্ছে খেতে জাস্ট দারুণ হবে।একদিন রান্না করে দেখতে হবে।
এতো আইডিয়া আপনার দ্বাড়াই সম্ভব!

বৌদি আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাসায় এই ধরনের একটি রান্না হতো। তবে সেখানে ডিম এত বড় পিস থাকত না। সেখানে ডিমের ঝুড়ি ব্যবহার করা হতো। তরকারিটা খেতে খুবই মজা হত। আপনার এই রান্নাটা দেখেই মনে হচ্ছে খেতে অনেক মজা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে বৌদি।

আপনার ছোলা, ডাল ও ডিম দিয়ে রেসিপির রান্না দেখে মনে হচ্ছে এটি যদি হাতের নাগালে থাকতো তাহলে দুই চার পেলেট ভাত অনাইশে ভোজন করতে পারতাম,কিন্তু তা পারিনি তাতে কি জিবে তো জল এলো।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ছোলার ডাল আমার খুব পছন্দের একটি ডাল । ছোলার ডাল দিয়ে যেকোনো কিছু ভালোই লাগে খেতে ।ডিম দিয়ে ছোলার ডাল যেভাবে রান্না করে আমাদের সামনে শেয়ার করেছেন দেখে মনে হচ্ছে খুবই লোভনীয় মজাদার হয়েছে ।বাসায় ট্রাই করবো বউদি ।ধন্যবাদ ও শুভকামনা রইলো বউদি ।

অনেক অসাধারণ একটি রেসিপি করেছেন বৌদি। এরকমভাবে ডাল রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। কিন্তু ছোলার ডাল দিয়ে এইভাবে কখনো ডিম রান্না করে খাই নি। কিন্তু আপনার রেসিপিটি দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে খেতে। আপনার রান্না মানেই তো অসাধারণ কিছু। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ বৌদি।

অহহ দেখে আর সামলাতে পারছিনা। চলে আসবো নাকি বৌদি 😋😋 আমার কাছে সব থেকে বেশি প্রিয় হচ্ছে ছোলার ডাল। যা কিছু রান্না হবে অনেক বেশি মজার হয়।

আমি ও রান্না করবো। আর দেরি করা যাবে না। 😛

ছোলার ডাল দিয়ে ডিম রান্না রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছে করছে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেন। আপনার উপস্থাপন দেখেই এই রেসিপিটি তৈরি করা আমিও শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা।

বৌদি আপনি সব সময় ইউনিক সব রেসিপি তৈরি করেন। আপনার রেসিপি মানেই হচ্ছে মজাদার কিছু। সত্যি বৌদি আপনি সব সময় নতুন নতুন রেসিপি তৈরি করে আমাদের সকলের মাঝে শেয়ার করেন। রান্নার জাদুতে সব সময় আপনি সকলকে মাতিয়ে রাখেন। আমার মনে হয় আপনার রান্নার জাদুতে আপনার প্রিয় মানুষটি মুগ্ধ হয়ে যায়। অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন আজকে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

বৌদি ছোলার ডালের রেসিপি আমার খুবই পছন্দের। ছোটবেলায় মা ছোলার ডাল দিয়ে ডিম এভাবে করে রান্না করতো তখন থেকেই এটা খুব পছন্দ আমার। খুব অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় যা যে কেউ চাইলে ট্রাই করে দেখতে পারে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য বৌদি।

সাধারণকে অসাধারণ উপাস্থানায়, স্বাদ গন্ধে অতুলনীয় করে তুলেছেন। এটা আমরাও আলুর ডালের সাথে খেয়ে থাকি।তবে ডাল দিয়ে এবার ট্রাই করব। স্বাদেও ছিল অনন্য।

বাহ!! দারুণ রান্না করেছেন বৌদি। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনার পোস্টটিকে আরো আকর্ষণীয় করে তুলেছেন। যাক এইভাবে কখনো খাওয়া হয়নি। এবার ট্রাই করে দেখব।
আপনার জন্য এবং আপনার পরিবার এর জন্য সুভ কামনা রইল বৌদি 🥰🥰❤️

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

দিদি, আমি অবাক!! বিশ্বাস করবেন নাকি জানি না। আমি এই মাত্র ছোলার ডাল দিয়ে ডিম এর তরকারি দিয়েই খেয়ে আসলাম। খুবই ভালো লাগলো আপনার রেসিপি দেখে। অনেক লোভনীয় লাগছে আপনার রেসিপিটি। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ এই রেসিপি টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

দিদি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্টিমিটে ঢুকতেই তোমার এই পোস্টটা চোখে পরলো। ডাল আমার খুব পছন্দের একটি খাবার। তবে ছোলার ডাল দিয়ে এভাবে ডিম আমি কখনোই খাইনি গো। মনে হচ্ছে বেশ মজার হয় খেতে তাই না? আমি তো আগেই বলেছি তোমার রান্নার ধরনটা অনেকটা আমার মায়ের মত। তাই রেসিপি গুলো দেখতে খুব ভালো লাগে। আমাকে এখন লিস্ট করে রাখতে হবে তোমার হাত থেকে আমি কত কি খাব 🤗😊।

প্রায় সময়ই সোলার ডাল দিয়ে ডিম রান্না করে খাওয়া হয়, অনেক ভালো লাগে আমার, আপনার রেসিপিটি অসম্ভব সুন্দর হয়েছে বৌদি, রেসিপির কালার টিও অনেক সুন্দর ছিলো, অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন , আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো বৌদি।