বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ অনেক দিন পর আবার আপনাদের সাথে শেয়ার করবো। তবে এই রেসিপিটি আমি অসুস্থ্য হওয়ার আগে তৈরি করেছিলাম। এখন অসুস্থ্য থাকার কারণে কিছুই করতে পারছি না। অনেক দিন রান্না করা থেকে বিরত আছি। তাই আর নতুন কোন রেসিপি তৈরি করতে পারছি না। তবে আঙ্গুর ফলের চাটনি খেতে বেশ মজার। আঙ্গুর ফল খেতে খুবই স্বাদের।আমাদের ঘরে প্রায়ই আঙ্গুর ফল আনা হয়। সবাই আঙ্গুর ফল খেতে পছন্দ করে। একবারে অনেক ফল আনার জন্য আঙ্গুর ফল গুলো খাওয়াই হচ্ছিলো না। তাই ভেবেছিলাম আঙ্গুর ফল দিয়ে চাটনি তৈরি করা যাক।আঙ্গুর ফল তো টক তাই চাটনি তৈরি করলে বেশ মজার হবে। রান্নার পর খেয়ে দেখি সত্যি অনেক মজার হয়েছিলো।তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদিও এটি রান্না করতে খুব বেশি সময় লাগে না। মাত্র পাঁচ মিনিটে রান্না শেষ।চাইলে আপনারা ও বাড়ীতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যাই।
উপকরণ:
১.আঙ্গুর ফল - ১০০ গ্রাম
২. কালো সরিষা - ১ চামচ
৩. শুকনো মরিচ - ২ টি
৪. চিনি - ১ চামচ
৫.সাদা তেল -১ চামচ
৬.লবণ - ১ চামচ
৭. হলুদ - হাপ্ চামচ
১.প্রথমে আঙ্গুর ফল গুলো জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর একটা ছুরি দিয়ে ফল গুলোর মাঝ বরাবর কেটে নিতে হবে।
২. এরপর চুলার উপর কড়াই বসিয়ে দিতে হবে।কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে কালো সরিষা ও শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে কেটে নেওয়া আঙ্গুর ফল গুলো দিয়ে দিতে হবে।
৩.আঙ্গুর ফলের ভিতরে পরিমান মতো লবণ ও হলুদ দিয়ে হালকা ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন আঙ্গুর ফল দিয়ে জল বের হবে।
৪. এরপর সামান্য জল ও এক চামচের মতো চিনি দিয়ে দিতে হবে। এবার কিছুক্ষন জ্বাল দিতে হবে। পাঁচ মিনিটের মত জ্বাল দেওয়া হলে জল টেনে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।
এবার তৈরি হয়ে হয়ে গেল টক মিষ্টি আঙ্গুর ফলের চাটনি। এটি আপনারা গরম ভাতের সঙ্গে ও খেতে পারেন।
বৌদি আপনি রেস্টে থাকুন। কোন ভারী কাজ করতে যাবেন না। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন আপনি দ্রুত সুস্থ হয়ে যান। অপেক্ষায় আছি দাদা যেদিন বলবে আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন।
সারাদিন শুয়ে বসে থাকলেও অনেক সময় খারাপ লাগে। মন খারাপের সময় এভাবে পোস্ট লেখার চেষ্টা করবেন অথবা কোন গল্প নিয়ে চলে আসবেন দেখবেন আপনারও সময় কাটবে।
আজকে যে রেসিপিটা শেয়ার করছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আঙ্গুর ফল আমার সবচেয়ে প্রিয় ফল, আর সেটার চাটনি দেখতেই তো চমৎকার লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুনে খুব খারাপ লাগলো বৌদি, আপনি অসুস্থ। আল্লাহ্ আপনাকে খুব দ্রুত সুস্থতা দান করুক, এই দোয়া করি। পোষ্টটা করার প্রায় ৭ দিন হয়ে গেলো, নতুন পোষ্ট আসে নি, এর মানে আপনি এখনো সুস্থ হোন নি।
বেড রেষ্ট করুন বৌদি, পুরোপুরি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন আর এই রকম ইউনিক রেসিপি শেয়ার করুন।
আমি এই প্রথম আঙুর এর চাটনির কথা শুনলাম। দেখে খুব টেষ্টি মনে হচ্ছে, যেকোনো ধরনের চাটনি আমার অনেক পছন্দের। ইশশ যদি খেতে পারতাম। বৌদি, আপনার এই ছোট ভাইটির জন্য কিন্তু পাঠিয়ে দিবেন, হেহে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আঙ্গুর ফলের চাটনি দেখেই তো খেতে ইচ্ছে করছে বৌদি।আপনার রেসিপিটি একদমই ইউনিক লেগেছে আমার।কেননা এভাবে যে আঙ্গুর ফলের চাটনি তৈরি করা যায় কখনো দেখাও হয়নি খাওয়াও হয়নি।দারুন ছিল রেসিপিটি।ধন্যবাদ বৌদি সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টক মিষ্টি আঙ্গুর ফল এর এই চাটনি রেসিপি দেখে যেন খেতে ইচ্ছা করছে। আসলে আপনি এখন অসুস্থ যার কারণে অনেকদিন হলো রেসিপি আপনি তৈরি করেন না এবং রেসিপি তৈরি থেকে বিরত আছেন। তবে এটি আগে তৈরি করা ছিল।তাই শেয়ার করলেন। আপনার সুস্থতা কামনা করছি বৌদি। আর আপনি এই রেসিপিটা দেখে আমার অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আঙ্গুর ফলের যে এভাবে চাটনি করা যায় তা আমার জানা ছিল না। চাটনিটি দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনার রেসিপি দেখে শিখে নিলাম কিভাবে আঙ্গুর ফল দিয়ে চাটনি তৈরি করতে হয়। অবশ্যই বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখব। ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি নতুন রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহ্ দিদি টক-মিষ্টি আঙুর ফলের চাটনি খেতে কতই না সুন্দর হয়েছে। আঙ্গুর ফলের চাটনি রেসিপি অবশ্য কখনো খায়নি তবে আপনার রেসিপিটি দেখে ভীষণ লোভ পাচ্ছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আজ আপনি ইউনিক একটি রেসিপি শেয়ার করলেন। আঙ্গুর ফলের টক মিষ্টি চাটনি আমার কখনো খাওয়া হয়নি। আপনি চমৎকার ভাবে রেসিপিটি তুলে ধরেছেন। আমি শিখে নিলাম।বাসায় একদিন করবো আশাকরি।ধন্যবাদ দিদি মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি শুরুতেই আপনার সুস্থতা কমনা করছি ঈশ্বরের কাছে , আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠুন ৷ এবং পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকুন ৷ যাই হোক , আজ কিন্তু বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ৷ আসলে আঙ্গুর ফল সবাই পছন্দ করে ৷ আপনি অনেক সুন্দর ভাবে টক মিষ্টি আঙ্গুর ফলের চাটনি তৈরি করেছেন ৷ আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে , এতো সুন্দর , মজাদার এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আঙ্গুর ফল আমার কাছেও বেশ মজা লাগে যেহেতু বাসায় একবারে অনেক আঙ্গুর ফল নিয়ে এসেছিল তাই আঙ্গুর ফলের চাটনি তৈরি করেছিলেন। তবে আঙ্গুর ফল দিয়েও যে চাটনি তৈরি করা যায় সেটা আজকে আপনার পোস্ট দেখে জানতে পারলাম। বলতে পারেন এটা আমার দেখা একটা ইউনিক রেসিপি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকটাই অসুস্থ আপনি এটা জেনে খুবই খারাপ লাগছে দিদি, দোয়া করি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠুন। যাইহোক অসুস্থ থাকার কারণে রান্নাবান্না করতে পারছেন না তারপরেও আপনি আমাদের মাঝে আঙ্গুর ফলের চাটনি তৈরি করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। অনেক রকম চাটনি খাওয়া হয়েছে তবে এই প্রথমবার এরকম আঙ্গুর ফলের চাটনি দেখলাম কিন্তু কখনো খাওয়া হয়নি। ইউনিক ধরনের একটা চাটনি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একেবারে ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন বৌদি। আঙ্গুর ফল আমার এবং আমাদের বাসার সবারই ভীষণ পছন্দ। তাই প্রায়ই আঙ্গুর ফল বাসায় আনা হয়। কিন্তু এই রেসিপি এর আগে কখনো দেখিনি, খাওয়া তো দূরের কথা। এই রেসিপিটা দেখা যাচ্ছে খুবই অল্প সময়ে তৈরি করা যায়। এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে হবে। রেসিপিটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টক মিষ্টি আঙ্গুর ফলের চাটনি রেসিপিটি বেশ ইউনিক একটি রেসিপি। আঙ্গুর আমার অনেক প্রিয়। কিন্তু কখনো এভাবে খাওয়া হয়নি। আপনি বেশ চমৎকারভাবে রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। যেহেতু আপনি খুব অসুস্থ সেহেতু রান্নাবান্নার কাজ না করাই ভালো। অনেক দিন পর আপনার রেসিপি পোস্ট দেখে খুব ভালো লাগলো। আপনার রেসিপি মানেই ইউনিক আর নতুন নতুন রেসিপির সমাহার। আঙ্গুর ফল দিয়ে এমন মজাদার চাটনি তৈরি করা যায় জানা ছিল না। আপনি খুব সুন্দর ভাবে টক মিষ্টি আঙ্গুর ফলের চাটনি রেসিপি তৈরি করেছেন। আপনার চাটনি দেখেই জিভে জল চলে আসলো। একদিন বাসায় তৈরি করে দেখবো। ধন্যবাদ বৌদি নতুন ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অসুস্থ আছেন জেনে খারাপ লাগছে বৌদি। অসুস্থ থাকলে কিছুই করতে মন চাই না। আপনি অসুস্থ থাকা সত্বেও পোস্ট শেয়ার করেছেন। আপনার সুস্থ্যতা কামনা করছি বৌদি। যাক, আঙুর ফলের আচার কখনো খাওয়া হয়নি। গরম ভাতের সাথে মনে হয় অন্যরকম স্বাদের লাগবে খেতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা সবাই দোয়া করছি আপনি দ্রত সুস্থ্য হয়ে আবার আগের মতো রেসিপি শেয়ার করবেন। এখন আপনার বিশ্রাম নেয়ার সময়।
এই রেসিপিটি আমার কাছে সম্পূর্ণ নতুন কিছু মনে হয়েছে এবং বেশ পছন্দও হয়েছে। যেহেতু সময় কম লাগে সেহেতু আমি এটা ট্রাই করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে অসুস্থ্যতার মাঝেও আমাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি আপনার শারীরিক সুস্থতা কামনা করছি এবং দোয়া রইল সৃষ্টিকর্তার কাছে সৃষ্টিকর্তা যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। অনেক ফল বাসায় থাকার কারণে আঙ্গুর ফলগুলো খাওয়াই হয়নি তাই তো আঙ্গুর ফল দিয়ে বেশ দারুন একটি চাটনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বৌদি আপনার রেসিপিগুলো এত ইউনিক হয় আমি আপনার রেসিপি গুলো ফলো করি এবং বাসায় ট্রাই করি। আঙ্গুর ফল আমারও অনেক প্রিয়। অনেক ধন্যবাদ বৌদি দারুণ একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা একটা নিঃসন্দেহে মুখরোচক খাবার। আমরা অনেকেই চাটনি খেতে পছন্দ করি। আমিও খুব পছন্দ করি এমন ধরণের খাবার। এই রেসিপি টি আমার কাছে একদম নতুন আমি আপনার কাছে থেকে এটা নতুন শিখলাম আমি অবশ্যই বাসায় ট্রাই করবো এটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই বৌদিমনি আপনার সুস্থতা কামণা করছি। সৃষ্টিকর্তা আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেক এই কামণা করছি।বৌদি আঙ্গুর ফলের চাটনি দেখেই খুব লোভনীয় লাগছে। খেতেও বেশ মজাদার হয়েছিল।আর টক আঙ্গুর দিয়ে এমন ভাবে চাটনি করলে মনে হয় ভালো লাগে। আপনার জন্য অনেক দোয়া রইলো বৌদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি আপনার সুস্থতা কামনা করছি।আপনি আজকে আঙ্গুর দিয়ে লোভনীয় চাটনি বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। অসাধারণ লোভনীয় লাগছে রেসিপিটি। রেসিপি তৈরি পদ্ধতি খুব সুন্দর করে ধাপে ধাপে শেয়ার করেছেন। সব মিলিয়ে অসাধারণ সুন্দর রেসিপি। কখনো খাওয়া হয়নি এই রেসিপিটি তবে শীঘ্রই বানিয়ে খাব।ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমত ভালো লাগলো আপনার পোষ্ট দেখে ৷ এবং কি এখন একটু হলেও সুস্থ আছেন ৷ যা হোক আঙ্গুর ফল দিয়ে অনেক সুন্দর একটি রেসেপি শেয়ার করলেন ৷ আঙ্গুর ফল খাওয়া হয় ৷ তবে টক মিষ্টি চাটনি করা যায় জানতাম না ৷ সবমিলে একটি ইউনিক রেসেপি দেখলাম ৷ অসংখ্য ধন্যবাদ বৌদি ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাত্র পাঁচ মিনিটে ঘরে বসে এত সহজ পদ্ধতিতে আঙ্গুরের চাটনি করা যায়। দেখে ভীষণ ভালো লাগলো। আপনি যখন বলছেন এটা এত বেশি টেস্ট হয়েছে। তখন আমি নিশ্চয়ই বাসায় একদিন ট্রাই করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit