"বাবুর স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন"

in hive-129948 •  5 months ago 

বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সবাই সুস্থ
আছেন সেই কামনা করে আজকের নতুন পোস্ট লেখা শুরু করছি। বহু দিন পর আবার আপনাদের মাঝে চলে আসছি। বেশ কিছুদিন ধরে আমাদের পরিবার বিভিন্ন রকম প্রতিকূল সমস্যার মধ্যে দিয়ে দিন যাচ্ছে।তার কিছুটা আপনারা জানেন। যাই হোক কিছুদিন আগে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বাবুর স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাবুর স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্বাধীনতা সংক্রান্ত ক্রাফট তৈরি করে নিয়ে যেতে বলেছিলো। এবং সেই ক্রাফটের এক্সিবিশন হবে। যার ক্রাফট সবথেকে বেশি সুন্দর হবে তাকে পুরস্কৃত করা হবে। স্কুলের বাচ্চাদের বয়স সবারই ৬ বছরই নিচে। এত টুকু ছোট ছোট বাচ্চারা কি কিছু তৈরি করতে পারে। তাহলে বুঝতেই পারছেন বাচ্চার মায়েদের তৈরি করতে হবে। সময় ছিলো এক সপ্তাহ।এক সপ্তাহের মধ্যেই তৈরি করে জমা দিতে হবে। এক সপ্তাহ ছিলো আমার জন্য যথেষ্ট সময় কিন্তু শরীর থাকায় আমার পক্ষে অসম্ভব ছিল। তারপরও তৈরি করে জমা করতে হবে। অবশেষে ওর কাকি মনি সাহায্য করাতে খুব সহজে তৈরি করে জমা করে দিলাম। সেই ক্রাফটি অন্য আর একটি পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো।

IMG-20240815-WA0002.jpg

IMG-20240815-WA0004.jpg
তবে দুর্ভাগ্য বসত ক্রাফটি জমা করে বাড়ীতে ফেরার পথেই বাবু খুবই অসুস্থ হয়ে পড়লো। হঠাৎ করেই ১০২ ডিগ্রী জ্বর উঠে গেলো। আর কোন কথা বলছে না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমরা তো খুবই ভয় পেয়ে গেলাম। দেরি না করে সঙ্গেই সঙ্গেই ডাক্তারের কাছে নিয়ে গেলো। ডাক্তার দেখে বললো পেটে গ্যাস হয়ে গেছে। ডাক্তার প্যারাসিটামল খাইয়ে দিলে দশ মিনিটের ভিতর জ্বর নেমে গেলো। ডাক্তার বললো ভাইরাল ফিভার জ্বর নেমে গেলো যখন তখন আর কোন চিন্তার কারণ নেই। ঠিক হয়ে যাবে। আর কিছু ঔষুধ দিয়ে দিলো। বাবু অসুস্থতার জন্য স্বাধীনতা দিবসে স্কুলে যেতে পারলো না। তবে ওই দিন বাচ্চাদের সাথে বাবা মা কে ও যেতে বলেছিলো। কিন্তু বাবু আর যেতে পারে নি। আমরাই গিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম।

IMG-20240815-WA0039.jpg

IMG-20240815-WA0044.jpg

IMG-20240814-WA0027.jpg

IMG-20240814-WA0028.jpg
একে একে সকল ম্যাডামরা পারফরমেন্স করলো। বিভিন্ন ধরনের ফটোশ্যুট করা হলো বাচ্চাদের নিয়ে। এরপর ক্রাফট এক্সিবিশন শুরু হলো। সকলে অনেক সুন্দর সুন্দর ক্র্যাফট তৈরি করেছে। আমার কাছে তো সবার গুলোই ভালো লেগেছে। বাচ্চাদের নিয়ে অনেক সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে ম্যাডামরা। আসলে বাচ্চারা এখনো বোঝে না স্বাধীনতা দিবস কি? বাচ্চা দের খেলার ছলে তাদের শেখানো হয়। আবার মাঝে মাঝে ওদের স্কুলে ম্যাডামরা বাচ্চাদের নিয়ে মজার মজা করার জন্য বিভিন্ন ক্রাফট তৈরি করে থাকে। যাতে করে ওদের পড়ার প্রতি একটা একঘেয়েমি না এসে যায়। আর পরবর্তীতে স্কুলে যেতে না চায়। আর ওদের ম্যাডামরা ভীষণ কেয়ারিং বাচ্চাদের প্রতি। যে জিনিসটা আমার খুবই ভালো লাগে। সবকিছু মিলিয়ে ওদের স্কুলের অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছিলো। আমার বাবু অসুস্থতার জন্য যেতে পারলো না। বাবু স্কুলে যেতে পারলে আমার একটু ভালো লাগতো। সকলে শুধু টিনটিন বাবু কে খুজছিলো। এমনকি ওর ফ্রেন্ডরা ও বাবুকে ভীষণ মিস করছিলো। যাই হোক সুস্থ থাকলে পরবর্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।

IMG-20240815-WA0021.jpg

IMG-20240815-WA0032.jpg

IMG-20240815-WA0029.jpg
আশা করি, আমার মতো ক্র্যাফট গুলো আপনাদের ও সবার ভালো লাগবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই টিনটিন বাবুর দ্রুত সুস্থতা কামনা করছি বৌদি। স্বাধীনতা দিবসের দিন টিনটিন বাবু স্কুলে যেতে পারলে তো ভীষণ আনন্দ করতে পারতো। যাইহোক আপনারা স্কুলে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন বৌদি। তাছাড়া ক্রাফটগুলো আসলেই খুব সুন্দর হয়েছে। তবে টিনটিন বাবুর পরিবর্তে, আপনি আর স্বাগতা বৌদি মিলে, স্বাধীনতা দিবস উপলক্ষে যে ক্রাফটটি তৈরি করেছেন,সেটা দেখার অপেক্ষায় রইলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

প্রথমে মহান বিধাতার কাছে প্রার্থনা করি 🤲তিনি যেন খুব দ্রুত টিনটন বাবুকে সুস্থ করে দেন।
এটা খুব ভালো করে উপলব্ধি করতে পারছি যে স্বাধীনতা দিবসের টিনটিন বাবু যদি স্কুলের অনুষ্ঠানে থাকতে পারতো তাহলে আপনার আরো বেশি ভালো লাগতো। নিশ্চয়ই আগামী অনুষ্ঠানে ও অংশগ্রহণ করতে পারবে।
আর আপনি নিজের প্রতি আরো বেশি যত্নশীল হবেন এবং সাবধানে চলাফেরা করবেন। এটাই কামনা করি। অবশ্যই নিয়মিত চেকআপের মধ্যে থাকবেন দিদিমনি।অনেক অনেক দোয়া ও শুভকামনা আপনার জন্য।

ভীষণ ভালো লাগলো দিদি পোস্টটি পড়ে। বাবু সুন্দরভাবে স্বাধীনতা দিবস উদযাপন করেছে সকল বন্ধু ও ম্যাডামদের সাথে। কিন্তু হঠাৎ করে জ্বর এসে গেছে, এটি বেশ উদ্বেগ জনক ছিল। তবু এখন সে ভালো আছে এটাই অনেক বড় পাওয়া। শিশুদের শরীর খারাপ হলে বাড়িতে যেন শোকের ছায়া নেমে আসে। সকলের সুস্থ এবং কুশল থাকুন ঈশ্বরের কাছেই প্রার্থনাই করি।

টিনটিন বাবুর দ্রুত সুস্থতা কামনা করছি। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক্রেফট বানিয়েও অংশগ্রহন করতে পারলো না ্টিনটিন বাবু অসুস্থতার জন্য। যেতে পারলে বেশ মজা করত বন্ধুদের সাথে। ্শেষ পযন্ত আপনারাই যোগ দিলেন সেই অনুষ্ঠানে। বেশ ভালো সময় কাটিয়েছেন আপনার পোস্ট পড়েই বুঝা যাচ্ছে। আর কি সুন্দর সুন্দর ক্রেফট বানিয়েছে বাচ্চা ও মারা মিলে। বেশ সুন্দর হয়েছে ক্রেফট গুলো। আপনার বানানো ক্রেফট দেখার আপেক্ষায় রইলাম। অনেক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

অনেকদিন পর আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো বৌদি। আসলে আপনার পরিবারের উপর দিয়ে অনেক ঝড় গেছে। পরিবারের প্রিয় মানুষটিকে হারানোর কষ্ট ভুলে থাকা সত্যি অনেক কঠিন। টিনটিনের বন্ধু বান্ধবী তাকে অনেক মিস করেছে বুঝতে পারছি। দারুন মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো বৌদি।

জ্বী, বৌদি আমরা ভালো আছি এবং সব সময় এই প্রার্থনা করছি আপনিও যেন ভালো থাকেন পরিবারের সবাইকে নিয়ে। অনেক দিন পর আপনার পোষ্ট দেখে সত্যি অনেক ভালো লাগছে, সত্যি অনেক সুন্দর সুন্দর ক্র্যাফট দেখলাম।

টিনটিন বাবু ক্রাফট জমা দিয়ে বাড়ি আসার পথে অসুস্থ হয়ে পড়ে জেনে খারাপ লাগলো। টিনটিন বাবুর সুস্থতা কামনা করছি আর সেই সাথে আপনার ও আপনার পরিবারের সবার সুস্থতা কামনা করছি। বৌদি অনেক দিন পর আপনার পোস্ট দেখে ভালো লাগলো। যেহেতু সব বাচ্চাদের বয়স কম আর এমন একটি ক্রাফটের এক্সিবিশনের আয়োজন করা হয়েছে তাহলো তো সব কাজ মায়েদেরই করতে হবে। সেই কাজে স্বাগতা দিদি হেল্প করেছেন জেনে ভালো লাগলো। বৌদি টিনটিন বাবুর সেই ক্রাফট দেখার অপেক্ষায় রইলাম। প্রতিটা বাচ্চার ক্রাফটই অসাধারণ হয়েছে। সবগুলো ক্রাফট আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে এত সুন্দর একটি অনুষ্ঠানে টিনটিন বাবু অসুস্থতার জন্য যেতে পারিনি আর তার পরিবর্তে আপনারা গিয়েছেন জেনে ভালো লাগলো। বৌদি আপনার ও টিনটিন বাবুর জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

good to know - "Independence Day Celebration at Babu's School"

Hello friends,
How are you all? I hope everyone is doing well. I’m starting today’s post with the wish that everyone, wherever you are, is in good health. After a long time, I’m back with you. For the past few days, our family has been going through various challenges, some of which you know about. Anyway, a few days ago, Babu's school organized various events to celebrate Independence Day. The school asked the children to create Independence Day-themed crafts to be exhibited, and the most beautiful craft would be awarded a prize. The children at the school are all under six years old, so naturally, the mothers had to make the crafts. We were given one week to prepare and submit the crafts. Although one week was enough time for me, my health made it difficult. Still, with the help of his aunt, we managed to make and submit the craft.

Unfortunately, on the way back home after submitting the craft, Babu became very ill. Suddenly, he developed a fever of 102 degrees and was just staring blankly, unable to speak. We were terrified and immediately took him to the doctor. The doctor said it was a case of gas in his stomach. After giving him paracetamol, the fever subsided within ten minutes. The doctor said it was viral fever and that there was no cause for concern once the fever subsided. He also prescribed some medicine. Because of his illness, Babu couldn't attend school on Independence Day. The school had asked parents to attend with their children, but Babu couldn't go, so we went and participated in the event instead.

One by one, all the teachers performed, and various photoshoots were done with the children. Then the craft exhibition started, and everyone had made beautiful crafts. I liked all of them. The teachers organized a beautiful event with the children. The children don't yet understand what Independence Day is, so they are taught through playful activities. Sometimes, the teachers at the school make crafts with the children to keep them from getting bored with their studies and to encourage them to want to come to school. The teachers are very caring towards the children, which I really appreciate. Overall, the school's event was very beautiful. It would have been nice if Babu could have attended. Everyone was asking for him, and even his friends missed him a lot. Hopefully, he will be able to participate in the next event if he stays healthy.

I hope you all like the crafts as much as I did.