হটাৎ করে লেখা একটি কবিতা " বিরহের সময় "

in hive-129948 •  3 years ago 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি কোনো কিছু ভেবে একটি কবিতা লিখেছি। আমি রাতে আমার এক বোনের সাথে কথা বলতে বলতে কবিতা লিখি। কোনো ইচ্ছা ছিল না কবিতা লিখার। আসলে ওই বোনের সাথে কথা বলছিলাম আর কি যেনো ভাবতে ভাবতে লিখে ফেলছি। আসলে আমি আগ থেকে ভেবে কোন কাজ করতে পারি না। তাই হুট হাট করেই প্রায়ই কাজ গুলো করি। এর জন্য অনেক বকা ও খেয়েছি। কিন্তু তারপরও হয় না। ঠিক তেমনি রাতে ও হয়েছে। আজকে আমি ছোট একটি লিখেছি। কবিতাটি লিখার পর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক

IMG_20220219_174006.jpg

বিরহের সময়

আজ শহরে গুমোট হওয়া, মেঘ করেছে গগনে
হৃদয় আজ পুড়েছে বড় - পুরানো স্মৃতির অনলে।
সে রাতেও খুব বৃষ্টি ছিল ,জল ছিল খুব পথে;
অনুভূতির ব্যবচ্ছেদ বাস্তবতার হাতে।

নিয়ন বাতির শেষটা শেষে ও কাটেনি সেদিন আঁধার,
ভালোবাসা থাকার পরও হয়নি উপায় বাঁধার।
বৃষ্টির সাথে মিশে ছিল চোখের নোনা জল,
তুমি সেদিন চাওনি ফিরে ও - সবটা ছিল ছল।

চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালাম , কি হবে অতীত ভেবে?
বর্ষার এমন আসা যাওয়া ফি বছরই রবে।
উদাসীনতায় পড়লে বাধা সময় শুধু নষ্ট,
বিষন্নতায় ঘিরে ধরে জীবন আবার পাবো কষ্ট,

আমি বরং এখনটাকে করবো উপভোগ
বৃষ্টি বিলাস না করলে যে থাকবে অনুযোগ।
ঝক মকিয়ে বর্ষা নামে এই শহরের বুকে
কষ্টেরা সব যাবে ধুয়ে, ফুটবে হাসি চোখে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বৃষ্টির সাথে মিশে ছিল চোখের নোনা জল,
তুমি সেদিন চাওনি ফিরে ও - সবটা ছিল ছল।

বৌদি আপনার লেখা কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে কবিতা লিখার হয়তো কোন সময় লাগে না। হুট করেই মনের অজান্তেই কবিতার ভাষা গুলো মনের মাঝে চলে আসে। আপনার লেখা কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে বৌদি। অনেক সুন্দর ভাবে এই কবিতাটি লিখে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

আপু,আমি নিজেও ভেবে কোন কাজ করতে পারি না,হুটহাট করে কাজ করে ফেলি,যদিও আমি কবিতা লিখতে পারি না।যাই হোক আপনার কবিতাটি বেশ সুন্দর হয়েছে।

নিয়ন বাতির শেষটা শেষে ও কাটেনি সেদিন আঁধার,
ভালোবাসা থাকার পরও হয়নি উপায় বাঁধার।
বৃষ্টির সাথে মিশে ছিল চোখের নোনা জল,
তুমি সেদিন চাওনি ফিরে ও - সবটা ছিল ছল।

সুন্দর ছিলো।ধন্যবাদ আপনাকে

নিয়ন বাতির শেষটা শেষে ও কাটেনি সেদিন আঁধার,
ভালোবাসা থাকার পরও হয়নি উপায় বাঁধার।
বৃষ্টির সাথে মিশে ছিল চোখের নোনা জল,
তুমি সেদিন চাওনি ফিরে ও - সবটা ছিল ছল।

লাইনগুলো বেশ দারুন ছিল দিদি ।বৃষ্টির পানির সাথে চোখের পানির মিল থাকার কারণে একসাথে থাকলে কোনটাই বোঝানো সম্ভব নয়। খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে আবার উপহার দিয়েছেন ।কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে।

চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালাম , কি হবে অতীত ভেবে?

বৌদি আমি মনে করি এতো না ভেবে বর্তমান কে চুটিয়ে উপভোগ করা উচিত।তাইনা বলুন?

আসলে বৌদি বেশি ভাবলে কোনই কাজে সঠিকভাবে হয় না। সেজন্য আমাদের উচিত হুট হাট করেই কাজটা করে ফেলা।

উদাসীনতায় পড়লে বাধা সময় শুধু নষ্ট,
বিষন্নতায় ঘিরে ধরে জীবন আবার পাবো কষ্ট

এই দুইটা লাইন কী লিখেছেন বৌদি। একেবারে অসাধারণ। হৃদয়ে একেবারে গেথে গেছে। অনেক সুন্দর ছিল কবিতা টা।

খুব ভালো লাগলো আপনার এত সুন্দর একটি কবিতা পড়ে। নির্ভয় বলতে পারে আপনি খুবই দক্ষতা সম্পন্ন একজন আমার বাংলা ব্লগ কবি।

আপনার কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে দিদি । আপনার উপস্থাপনা এককথায় অনবদ্য। মাঝে মাঝে এরকম কবিতা আমাদের মধ্যে উপস্থাপন করে আমার বাংলা ব্লগ কে আরও সমৃদ্ধ করবেন বলে আশা করি

বাহ বৌদি আপনি খুব সুন্দর একটা কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। সব সময় এমন সুন্দর সুন্দর কবিতা আপনি আমাদের মাঝে উপহার করেন। আজকেও তার ব্যতিক্রম ছিল না। সত্যি বৌদি আপনি কোন কবি থেকে কম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এ কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।

খুব সুন্দর লিখছো বৌদি। অনেক ভালো লাগে গো তোমার পোষ্ট গুলো পড়তে। আর এখন তোমার লেখা কবিতাগুলোর ভাবনা আর শব্দের প্রয়োগ অসাধারণ হচ্ছে। লিখতে থাকো বৌদি। অনেক ভালোবাসা।

চাইলেই কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া যায় ,
তবে বাস্তবে চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে
কাঠ খড় পোড়াতে হয়,
হয়তো বর্ষা আসবে সব কষ্ট ধুয়ে যাবে
আবারো সবকিছু সতেজ হবে ।।

এমন কামনাই করছি, বেশ ভাল লিখেছেন কবিতাটি বৌদি ।।

আপনার কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে দিদি। আপনার এই কবিতার মাধ্যমে আমি একটা সাহিত্যের ফ্লেভার খুঁজে পাচ্ছি ।আপনি সামনে আরো অনেক সুন্দর সুন্দর আমাদের কবিতা উপহার দেবেন বলে আশা রাখছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আপু

আপনার কবিতাটি সত্যি অসাধারণ। পড়ে মুগ্ধ হয়ে গেলাম। খুবই ভালো লেগেছে বৌদি। আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন এবং কবিতার ভাষা গুলো খুবই ভালো লেগেছে আমার। শুভকামনা রইল।

আমি বরং এখনটাকে করবো উপভোগ
বৃষ্টি বিলাস না করলে যে থাকবে অনুযোগ।
ঝক মকিয়ে বর্ষা নামে এই শহরের বুকে
কষ্টেরা সব যাবে ধুয়ে, ফুটবে হাসি চোখে।

কবিতার ভাষায় মনের কথা প্রকাশ করার মধ্যে আলাদা রকমের অনুভূতি আছে। আসলে নিজের অনুভূতিগুলো হয়তো কাউকে বলা হয় না। যখন অনুভূতিগুলো হৃদয়ের মাঝে জমতে জমতে পাহাড় সমান হয়ে যায় তখন মন চায় দুটি লাইন লিখে ফেলি। কবিতার ভাষায় নিজের আবেগ গুলো তুলে ধরেছেন বৌদি। তবে যাই হোক বর্ষা নেমে কষ্টের সব অনুভূতিগুলো ধুয়ে মুছে যাক এবং হাসি ফুটে উঠুক অন্তরে এই কামনাই করছি। আপনার জন্য শুভকামনা রইল বৌদি।

প্রিয় বৌদি, আশা করি ভালো আছেন? আপনার কবিতা অত্যন্ত অসাধারণ হয়েছে। কবিতাটি খুব ভালো লেগেছে আমার। বিশেষ করে এই লাইনগুলো আমার কাছে দুর্দান্ত মনে হচ্ছে।

চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালাম , কি হবে অতীত ভেবে?
বর্ষার এমন আসা যাওয়া ফি বছরই রবে।
উদাসীনতায় পড়লে বাধা সময় শুধু নষ্ট,
বিষন্নতায় ঘিরে ধরে জীবন আবার পাবো কষ্ট,

এত অসাধারণ কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

বৌদি সত্যিই কোন কাজ পরিকল্পনা করে করা যায় না। হুট করেই করা হয়ে থাকে যেমন আপনি কবিতাটি হুট করেই লিখে ফেলেছে। এছাড়া আপনার কবিতার উপস্থাপনা ও ছিল অনেক ভালো। বিশেষ করে নিচের লাইন গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

নিয়ন বাতির শেষটা শেষে ও কাটেনি সেদিন আঁধার,
ভালোবাসা থাকার পরও হয়নি উপায় বাঁধার।
বৃষ্টির সাথে মিশে ছিল চোখের নোনা জল,
তুমি সেদিন চাওনি ফিরে ও - সবটা ছিল ছল।

চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালাম , কি হবে অতীত ভেবে?
বর্ষার এমন আসা যাওয়া ফি বছরই রবে।
উদাসীনতায় পড়লে বাধা সময় শুধু নষ্ট,
বিষন্নতায় ঘিরে ধরে জীবন আবার পাবো কষ্ট,

অতীত আর ভবিষ্যত বলতে কিছুই নেই ,বর্তমানই সব কিছু। তাহলে কেনই বা এই অতীতের কথা ভাববো যেখানে কিছুই নেই।

খুব চমৎকারভাবে আপনি একটি বিরহের কবিতা লিখেছেন আমাদের সামনে, আপনার কবিতার প্রতি লাইনের মধ্যে ছিল গভীর গভীরতা। খুব ভালো লাগলো আপনার কবিতা পড়ে। আপনি বেশ চমৎকার কবিতা লিখতে পারেন আপনার কবিতাগুলো আমার কাছে খুব ভালো লাগে।

খুব মনমগ্ধ কর ও আবেগি একটি কবিতা লেখেছেন আপু,,সত্যি খুবই অসাধারণ হয়েছে।

আমি বরং এখনটাকে করবো উপভোগ
বৃষ্টি বিলাস না করলে যে থাকবে অনুযোগ।
ঝক মকিয়ে বর্ষা নামে এই শহরের বুকে
কষ্টেরা সব যাবে ধুয়ে, ফুটবে হাসি চোখে।

শেষের লাইনগুলো দারুণ ছিলো, যদি আমি বিরহের না বরং ভালোবাসার কবিতা একটু বেশী পছন্দ করি, যার কারনে সবাই আমাকে রোমান্টিক মানুষ বলে ডেকে থাকে। কিন্তু তবুও সত্যি বলছি শেষের দারুণগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে।

মনের ভাব কিংবা কবিতা লেখার ভাবটা হুট করে চলে আসে, এই কয়েক দিন কবিতা লিখে এটা আমি সত্যি বেশ ভালো বুঝতে পেরেছি বৌদি, অনেক সময় চাইলেও কিছু লিখতে পারি না, আবার কোন কারনে হুট করে ভালো কিছু অনুভূতি তৈরী হয়ে যায় কবিতা লেখার। ধন্যবাদ

দারুন লিখেছেন কবিতা টি। যদিও কবিতা আমি খুব একটা বুঝি না। তারপরও আপনার লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে আমিও দুটো লাইন লিখে দিলাম

বৃষ্টি নামবে টাপুর টুপুর বান আসবে নদে
আমি তখন ভিজবো আমার বাসার ছাদে
আম কুড়োবো গাছের তলায় বৈশাখী ঐ ঝড়ে
মা বলবে রেগে আমায় এক্ষুনি আয় ঘরে

হি হি । ভাল থাকবেন বৌদিভাই। শুভেচ্ছা।

বৌদি আপনার এই কবিতাটি আমার নিকট খুব অসাধারণ ছিল তাই কবিতাটি আবৃত্তি করে অনুভুতি শেয়ার করলাম।
tanuja ম্যাডামের " বিরহের সময়" কবিতাটি আবৃত্তি ও কিছু অনুভুতির প্রকাশ